![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বলে পুড়ে মরে ছাড়খার তবুও মাথা নোয়াবার নয়......
সাভার ট্রাজেডি নিয়ে দেশের মানুষ মানুষের পাশে যেভাবে দাড়িয়েছে তাতে আমাদের অবস্হান মানবতার শীর্ষে। এনাম মেডিক্যালের ডাক্তারদের একাগ্রতা ও মানবতা আমাদেরকে নতুন পথ দেখাচ্ছে। ফেসবুকের কল্যাণে আহাজারিদের আবেদন খুব সহজেই দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌছে দেয়া গেছে। আর মানুষের অভুতপুর্ব সাড়া আমাদেরকে নতুন করে বাচতে শিখাবে একথা নির্দ্বিধায় বলা যায়। সত্যিই এদেশের মানুষ মানুষের পাশে দাড়াবার জন্যই নির্ধায় নিসঙ্কোচনে সাহায্যের হাত বাড়ায়। এখানে জাত নেই ধর্ম নেই নেই নারী পুরুষের ভেদাভেদ। ব্লাড দেয়ার ক্ষেত্রে তরুনেরা এগিয়ে এসেছে চমকপ্রদ ভাবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবজাতের তরুনেরা রক্ত দিয়েছে। এখানে কারো রক্তচক্ষু ভয় করার মতো সময় কারো ছিলনা। কিন্তু এতোকিছুর পরও সেসব ধান্ধাবাজ ধর্মান্ধকরণেরা সাভারের দুর্ঘটনাকে আল্লাহ'র গজব বলে প্রচার করছে, সহজ সরল মানুষদেরকে তাদের দলে ভিড়াবার জন্য। ধিক সেসব নালায়েক ধর্মান্ধাকরদের।" সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই"। একথা আবারো প্রমাণ হলো। কোন রাজনীতি নয় কোন উস্কানি নয় নয় কোন স্বার্থের লোভে যারা গেছে হৃদয়ের গভীর থেকে অনুভবের কারণেই গেছে।তাই স্যালুড সেসব সাহায্যকারীদের।।
©somewhere in net ltd.