নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি আমার দুটি পাখা হোক,

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

কামরুল হাসান ভুঞা

জ্বলে পুড়ে মরে ছাড়খার তবুও মাথা নোয়াবার নয়......

কামরুল হাসান ভুঞা › বিস্তারিত পোস্টঃ

দাম্পত্য!

১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৬

হুম,

ফোন বন্ধ কেন?

মনে হয় চার্জ নাই।

চার্জ নাই না অন্য কিছু

অন্য কিছু মানে,

না যদি অন্য কেউ... থাক

থাক মানে, বলো, পরিস্কার করো,

ও বুঝছি, অন্য মেয়ের সাথে কথা বলছি

তাই তো?

যাও বলছি, হাজার বার বলবো।।

তুমিও অন্য একজনের সাথে বলো।।

কি বলছো এসব, মাথা মোথা ঠিক আছে তো।।

না, আমার মাথা নষ্ট,

তোমার মতন মেয়ের সাথে ঘর করলে তো ....................!

তার মানে তুমি বুঝাতে চাইছো,

আমি সকল অশান্তির কারণ।।

সেটা যদি বুঝতে,

হুম, প্রেম করার সময় টের পাওনি আমি অশান্তি করি

তখন প্রতিদিন আমাগো বাড়ির সামনের স্যালুনে দিন নাই রাত নাই

খালি বসে থাকতে....।। ভুলে গেছো সেসব।।

না ভুলি নাই।। যদি জানতাম তুমি বিয়ের পর এমন হবে?

তাইলে কি করতে?

না কিছু না।।

যত্তোসব।।

যত্তোসব মানে?

মানে মানে আবার কি? কি ভুলটাই না করছি ?

আমারে বিয়ে করে ভুল করেছো তো?

হ, এখন হারে হারে টের পাচ্ছি। ( মেয়ে ভাবছে )ইস ঔ সময় যদি অ্যাডভোকেট আফসুরে বিয়াটা করতাম... নিজের কপাল নিজেই মারছি এখন আর এসব ভেবে কি হবে।।

এবার ছেলে ভাবছে “ ইস মৌমিতারে বিয়েটা করলে কত্তো সুখিই হতাম, মৌমিতার কি আগ্রহ ছিল, তার মা বাবা সবায়।। বিয়ের পর থেকে ঔ বাড়ির সাথে সম্পর্কটা নষ্ট হয়ে গেল।।)

দুইজন বেশ খানিকক্ষণ চুপ চাপ থেকে,

যাও... লক্ষ্ণি বউ আমার চা বানিয়ে নিয়ে এসো

পারবোনা।। মৌমিতাগো বাড়িত যাইয়া খাওগা।।

মানে? আরে শালি বুঝলো ক্যামনে, আমি মৌমিতার কথা ভাবছি।। এবার ঝেড়ে কাইস্যা।। কি সব আবোল তাবোল বলছো।। মৌমিতার বিয়ে হয়েছে। স্বামীরে নিয়ে বেড়াইতে এসেছে। যদি ঘুন্নাক্ষরেও ওর স্বামীর কানে যায়, তাইলে ...........!

তাইলে কি ডিভোর্স দিবে আর তুমি বিয়ে করবে।। মৌমিতাই নাকি সব।।

মানে?

মানে আবার কি? বুঝনা খোকাবাবু ফিটার খাও।।

কি বলছো আবোল তাবোল।

আমি আবোল তাবোল বলছি। হা হা নিজে ঘুমাইলেতো কও “ হায় জান মৌমিতা, সোনা আমার, কই গেলা।।

:D ব্শ্বিাস হয়না, এ দেখ মোবইলে রেকর্ড।। এবার বউয়ের মোবাইল রেকর্ড শুনে ভীমরি খেয়ে উঠে “ রাইসুল”।। সত্যিই তো, তাহলে কি সে মৌমিতাকে সত্যিই ভালবাসতো?



এমনই এক বিরহ ভালোবাসার গল্প নিয়ে নিয়মিত আসছি একটি অনলাইন পত্রিকায়।। বিস্তারিত অপেক্ষায় থাকুন।



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩১

মোঃ আনারুল ইসলাম বলেছেন: চমৎকার লিখেছেন ।




ভাবির সাথে আজ কি দন্দ হয়েছে? ;)

১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

কামরুল হাসান ভুঞা বলেছেন: না ভাবির সাথে দ্বন্দ্ব হয়নি।।
ধন্যবাদ । সত্যি বলছি কি:D ন্তু

২| ১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: অপেক্ষায় থাকলাম । :)

১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

কামরুল হাসান ভুঞা বলেছেন: অপেক্ষার ফল সুমিষ্ট হয়।। ধন্যবাদ।।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৫

মহিদুল বেস্ট বলেছেন: আসলে জানায়েন...

১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

কামরুল হাসান ভুঞা বলেছেন: জানাবো তো।। ধন্যবাদ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.