নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা! স্বাধীনতা তুমি আমার !!!

১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৪



আমি বিজয় দেখেছি
সবুজ মাঠের বিশাল প্রান্তে
ছড়িয়ে থাকা রক্তের স্রোতে
উদীয়মান পতাকার সাঁজে !

আমি বিজয় দেখেছি
মাতার কান্না ভেজা চোখে
মুক্ত স্বাধীন দেশে,
খোকার রক্তে রক্তাক্ত শার্টে ;

আমি বিজয় দেখেছি
বীরাঙ্গনার অসহায় আকুতি ক্ষণে,
হাহাকার চারিদিকে,
শুকুনিরা ঘুরে বেড়ায় উৎসবে,

আমি বিজয় দেখেছি
অসহায় পিতার ছানি পড়া চোখে,
অনন্তকাল উদাসীন ব্যথায়
পুত্র আসিবে পতাকা হাতে !!

আমি বিজয় দেখেছি
রক্তে ভেজানো পতাকা উড়ে
রাজাকার, ঘুষখোর নেতাদের গাড়ীতে
রাতভর চলে পার্টি, শানদার বাড়ীতে

আমি বিজয় দেখেছি
বারংবার এই গ্রাম বাংলায়,
এখনো দেখি নাই
কৃষকের সেই দম ফাটানো চিৎকার
স্বাধীনতা! স্বাধীনতা তুমি আমার !!!



.................................................... (বিজয় দিবসের শুভেচ্ছা'২০১৯) ........................................................

মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ আপনার মুগ্ধতার জন্য

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৫

হাবিব বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকে

১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুভেচ্ছা আপনাকেও
.................................................
শুভ ব্লগিং , বিজয় দিবসে

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ আপনার মুগ্ধতার জন্য

লাল সবুজের দেশ যেন থাকে বেশ,
সারা বছর লেগে থাকুক বিজয়ের রেশ।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বেশ বেশ
থাকবে এই রেশ,
সামুর যোদ্ধারা থাকিবে
যতদিন ,
এইতো আমার স্বদেশ !

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৪

সাইয়িদ রফিকুল হক বলেছেন: স্বাধীনতা আমাদের।

ভালোলাগা রইলো। ;)
জয়-বাংলা।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: স্বাধীনতা! স্বাধীনতা তুমি আমার !!!
.................................................................
কবে আসিবে সেই দিন
আমি কান পেতে রই ,
.................................
বিজয় দিবসের শুভেচ্ছা, নিরন্তন

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৯

ইসিয়াক বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা রইলো ভাইয়া ।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকে আর
ভাগ্যাহত অসহায় সেই সব যোদ্ধাদের প্রতি
যারা এখনও উত্তর পায়নি কেন যুদ্ধ করলাম ।

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৯

জুল ভার্ন বলেছেন: আমি বিজয় দেখেছি কিন্তু সেই বিজয়ের ফল আমজনতার কাছে আজও অধরা!

১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সে কারনে চাই আমি জনতার চীৎকার!
গ্রাম গন্জের আমজনতা, বীর যোদ্ধারা বেরিয়ে আসুক
চীৎকার করে বলুক,
............................................................................
স্বাধীনতা! স্বাধীনতা তুমি আমার !!!
আমার অহংকার,
আমার শান্তির অলংকার ।



৭| ২০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:১৬

ডঃ এম এ আলী বলেছেন:




কবিতা খুবই সুন্দর হয়েছে ।
প্রত্যাসিত বিজয়ের জন্য
সকলকে সমস্ত বিবেধ ভুলে
দেশ গড়ার কাজ করতে
হবে দুর্নীতি মুক্ত ভাবে ।

শুভেচ্ছা রইল

২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার "কবিতায় মন্তব্য" আমাকে খুবই অনুপ্রানিত করল।
..........................................................................
আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা ।

৮| ২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি কবিতা।

২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার মুগ্ধতা আমার প্রেরনা
...................................................
ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য

৯| ২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৩

রূপম রিজওয়ান বলেছেন: দারুণ কবিতা। মুগ্ধতা++

শুভকামনা জানবেন।

২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার মুগ্ধতায় আমি আনন্দিত
.....................................................
আপনাকে অভিন্ন্দন

১০| ২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রূপম রিজওয়ান @ ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.