নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ের মাঝে : অমরত্ব লাভ

২২ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৫




অসংখ্য গুনগ্রাহী আর প্রান প্রিয় প্রতিষ্ঠান রেখে চলে গেলেন ,
এখন চলছে আর্মি ষ্টেডিয়ামে সর্বসাধারনের শ্রদ্ধা নিবেদন
অতপর বনানী কবরস্হানে দাফন করা হবে । উনার সারা জীবনের কার্যক্রম এবং প্রাপ্তি বিচার করলে
অনেকেই বলবেন , উনাকে নোবেল দেয়া উচিৎ ছিল ।
নাইট উপাধী পাবার পর সকলেই উনাকে স্যার হিসেবে সম্মান দেখান ।
নোবেল পাবার জন্য যে লবিং লাগে তা তিনি বিশ্বাস করতেন না ।

নোবেল তিনি পাননি, আমাদের গ্রাম গন্জে নোবেল কি জিনিস জানেনা সাধারন জনগন তবে তিনি
লক্ষ লক্ষ জনতার হৃদয় জয় করেছেন যা নোবেল প্রাপ্তির চেয়ে শত সহস্র গুন অধিক ও শক্তিমান ।

আমি উনার কর্মময় জীবনের একটি ঘটনা বলতে চাই,
তখন ও ব্রাক এতটা বিশ্বে প্রতিষ্ঠিত নয়, আফগানিস্হান যুদ্ধবিদ্ধস্হ একটি ধংসস্তুপ, ঐ সময় জাতিসংঘ থেকে প্রস্তাব রাখা
হলো কে ঐ দেশের শিক্ষা, স্বাস্হ্য পুর্নগঠনের সহায়তা করবে, তখন ব্রাক এই দ্বায়িত্ব নিয়ে সবার মাঝে স্হান করে নেয় ।
বর্তমানে বিশ্বের ১১টি দেশে উনার প্রতিষ্ঠিত ব্রাক এর কার্যক্রম চলছে ।



...................................আজকের দিনে স্যার ফজলে হাসান আবেদ , কেসিএমজি ................................
এর প্রতি আমার অন্তরের অন্তস্হল থেকে থাকল বুক ভরা ভালবাসা ও শ্রদ্ধাজ্ঞলী ।




......................................একজন গুনী মানুষের এরচেয়ে বিজ্ঞচিত ভিশন কি হতে পারে ...........................

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বেঁচে থাকবেন আমাদের মাঝে ওনার গুণ ও কর্মে।

২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এরকম মানুষ যদি আমাদের দেশে ১০ জন থাকতেন
..............................................................................
তবে দেশের জনগনের দারিদ্রতা থাকত না, এবং বিশ্বের দরবারে
আমাদের অবস্হান অনেক উচুঁতে উঠে যেত ।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: এই রকম লোক সমাজে অনেক দরকার।
উনি শুধু নিজের কথা ভাবেন নি। সমাজের সব শ্রেনীর কথা ভেবেছেন।

২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সে কারনেই তিনি অনেকের অত্যন্ত আপন জন
অথচ তিনি নিজের ঢাকডোল বাজাননি,
নিরবে কাজ করে গেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.