নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !
বৃষ্টিতে এই বিপদে সবাই পড়ে বলে আগাম সতর্কবার্তা:
আজ বৃষ্টি হচ্ছে , আমার ছাতাটা কোথায় ?
প্রিয় সামুর ব্লগার
গত শনিবার রাতে খুব বৃষ্টির সময় আমার বাড়ি থেকে ফিরে যাবার জন্যে আমাদের চাকর পাশের বাড়ি থেকে
যে ছাতাটি আপনাকে এনে দিয়েছিল সেই ছাতাটি পাশের বাড়ির ভদ্রলোক আজ চাইতে এসেছিলেন।
ভদ্রলোক বললেন, ছাতাটি তিনি তাঁর অফিসের বড়বাবুর কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলেন,
বড়বাবুকে বড়বাবুর ভায়রাভাই খুব চাপ দিচ্ছেন ছাতাটির জন্যে,
কারণ বড়বাবুর ভায়রাভাই যে বন্ধুর কাছ থেকে ছাতাটি আনেন সেই বন্ধুর মামা তাঁর ছাতাটি ফেরত চাইছেন।
শুনলাম ছাতাটি নাকি *মামাবাবুরও নিজের নয়, তাঁর শ্বশুরের*।
ইতি-
স্বপ্নের শঙ্খচিল
২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ছাতা ,বই আর কলম প্রয়োজনে সবাই চায়
কিন্ত যথাসময়ে কেউ ফেরত দেয় না,
দরকারের সময় হাতের কাছে পাইনা,
.................................................................................
আমাদের সিভিক সেন্স কতটা স্বার্থপর হয়েছে ভেবে দেখুন ।
২| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহহা বিরাট কাহিনী হাহাহাহহা
২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হাসছো কেন ছবি আপু,
ঐ দিন ভালো করে দেখতে পাইনি,
তবে ছবির ছবিখানি ফ্রেমবন্ধি করেছি
..............................................................................................
বৃষ্টির সময় হাতের কাছে ছাতা না পেলে মনের অবস্হা যা হয় আরকি
তখন খুজঁতে থাকি, কাকে পরম যত্ন করে ছাতাটা দিয়ে ছিলাম,
এখন কি করি ???
৩| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছাতা মাতা কোথায় যে যায়
বৃষ্টি যাবার পরে।
যার ছাতা সে চা্ইতে এলে
তখনি খোঁজ পরে।
২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আজ বৃষ্টি,
ছাতার প্রয়োজন চারিদিকে , আমার ছাতা কই ?
.................................................................................
ছাতা না পেয়ে অফিস বাদ দিয়ে তাই
ব্লগে ছাতার গল্প বলছি ।
৪| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: বড় বড় চোখের ইমু হবে। কখন ফ্রেমবন্দি করলেন
ছাতা মনে হয় আমার কাছেই আছে
নিয়া যাইয়েন
২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা
তাই তো তাই তো !
..........................................................................................
লজ্জার মাথা খেয়ে বলতে পারে, ভাই অমুক দিন যে ছাতাটা দিয়ে ছিলাম
তা ফেরত দিন !!!
..........................................................................................
নাম্বার জানা থাকলে ইমুতে পাঠায়ে দিতাম ।
৫| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৯
মিরোরডডল বলেছেন: Hilarious :- )
২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অত্যধিক হাসিখুশি : বাংলা অর্থ তাই দাঁড়ায়
.....................................................................
ভাই বিপদের সময় এমন ঘটে, দরকারী কাজে হঠাৎ বৃষ্টির জন্য
ছাতা খুঁজে পাই না, এমন ঘটনা আমার জীবনে প্রতি বৎসর চলছে ।
৬| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৩
ফয়সাল রকি বলেছেন: তাই বলে "চাকর"? শুনতে ভালো লাগে না।
২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অতি ভদ্দরলোকেরা এভাবেই বলে আসছে ,
.........................................................................
আমরা বলে থাকি, কাজের ছেলেটা ............
৭| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫০
রাজীব নুর বলেছেন: ছাতা কেনা এবং ছাতা হারোনার রেকর্ড আমার আছে।
২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পূর্ব ইতিহাস বলে : প্রতি বর্ষায় একটা ছাতা কিনতাম, নতুন নতুন খুব যত্ন করে রাখতাম তারপর হারায়ে যেত
এরপর বৃষ্টিতে ভিজে বাহিরে যেতে হতো ।
বর্তমান সময়ে : কলকাতায় গেলে বাহারি টাইপের ৩টে ছাতা কিনি, একটা গিন্নির জন্য, একটা বাসার , একটা আমার।
যেন টানাটানি না হয়, তারপরও অফিস থেকে কোন মেহমানকে দিতে হয় ,তারপর তা ভদ্রতা করে
আর ফিরে আসে না ।
৮| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৫
ফয়সাল রকি বলেছেন: আমরা বলে থাকি, কাজের ছেলেটা ............ সেটাই সেটাই।
২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভদ্রতার আর লোক লজ্জার বিষয় গুলি আগের মতো নেই
তাই ছাতা নিয়েও আমাদের বিব্রত হতে হয় ।
৯| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৬
মিরোরডডল বলেছেন: তাও ভালো আপনি ছাতা দেয়া নেয়ার কথা বললেন । সিডনির মতন জায়গায়ও এমন হতে পারে দুটা স্টোরি না বললেই না ।
তখন আমি ইউনিতে পড়ি । একদিন বৃষ্টিতে বাস এ করে যাচ্ছি । জানালা দিয়ে বাইরে বৃষ্টি দেখি মুগ্ধ হয়ে । নামার সময় দেখি ছাতা নেই । পাশের জন কি সুন্দর নিজের ছাতা মনে করে নিয়ে গেছেন ।
সেই একই সময়ের কথা । আর একদিন ঝুম বৃষ্টি হচ্ছে । ম্যাক এ ভেজা ছাতাটা পাশে রেখে খাবার অর্ডার করছি । কখন যে আরেকজন যাবার সময় নিজের মনে করে আমার ছাতাটা নিয়ে গেল !!
আমি অবাক হয়েছি । এরকম অভিজ্ঞতা আগে হয়নি ।
যাই হোক আপনার লেখাটা পড়ে অনেকি হাসলাম :- )
২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা খুব আনন্দ লাগল,
ছাতা তাহলে আপনাকে ও যাতা কলে, ফেলেছে
.............................................................................
আমি গত নভেম্বরে একমাস সিডনী কাটায়ে আসলাম,
আমার সঙ্গে এমন আচরন কেউ করে নাই,
আমার কাছে মনে হলো, অনেক ভদ্রসমাজে তাদের বসবাস ।
১০| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৯
মিরোরডডল বলেছেন: ইউ আর রাইট । খুবই ভদ্র ।
দু একটা এরকম ছোটখাটো বিষয় ছাড়া খুবই ইম্প্রেসিভ বলা যায় ।
সিডনি কোথায় এসেছিলেন ? ট্রাভেল টুর নাকি কাজে ?
২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মিরোরডডল@সিডনি কোথায় এসেছিলেন ? ট্রাভেল টুর নাকি কাজে ?
...........................................................................................
সিডনী দেখা হয় নাই , তাই, ব্যাংকসটাউন ছিলাম , ঘুরে বেড়ালাম
অনেক পুরাতন বন্ধুদের সহিত সাক্ষাৎ হলো,
সঙ্গে ছাতাও ছিল তবে হারায় নাই, সঙ্গের ট্রলি ব্যাগে থাকত
হা হা হা !!!
১১| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫০
চাঁদগাজী বলেছেন:
ছাতা সমস্যা
২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চাঁদগাজী বলেছেন:@ছাতা সমস্যা
...........................................................................................
সমসাটা বাহ্যিক এবং বর্ষা কালের জন্য কিন্ত মূল সমস্যা তো অন্য খানে ।
ছোট বে লায় দে খে ছি গুরুজনে রা এই বি ষয়ে খুব সতর্ক থাকত,
স্কুলের কারও বই বা খেলনা বা কলম দেখলে প্রশ্ন করত এটা কোথা থেকে পেলে
বন্ধু বা পড়শীর হলে তৎক্ষনাৎ ফেরত দিয়ে আসার জন্য চাপ দিত এবং
জ্ঞান দিত কারো কোন জিনিস এভাবে রাখতে হয় না, আমরাও সুবোধ বালকের
মতো দিয়ে আসতাম ।
আর এখন ???
বৃষ্টির কারনে বিপদে পড়েছে, আমার প্রিয় ছাতাটা দিয়ে উপকার করলাম, কিন্ত
বাহ্ উপকারি জন পরে বেমালুম ভূলে গেলেন ফেরত দিতে !!?
......................................................................................................
আমাদের শিক্ষা ও সামাজিক তা তাহলে কোন লেভেলে আছে ???
১২| ২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৬
মিরোরডডল বলেছেন: গুড জব । ছাতা হারায়নি :- )
নভেম্বার ইজ পারফেক্ট টাইম ফর অস্ট্রেলিয়া ভিজিট । বসন্তকাল খুবই সুন্দর ।
আমিও সেই সময় আমার মা আর বোনকে নিয়ে এসেছিলাম ।
Missing those days and missing them too :- (
২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনি সিডনীর কোথায় আছেন,
তাহলে ট্রেনে অবশ্যই দেখা হয়েছে
চিনতে পারেন নাই, হা হা হা হা হা
অনেক বাংলাদেশী পেতাম অনেকের সাথে কথাও বলতাম ।
.......................................................................................
প্রায় প্রতিদিন ট্রেনে ব্যাংকসটাউন থেকে বের হয়ে পড়তাম,
ইতিহাস অনুসন্ধান করতাম, ভ্রমন কাহিনী লিখব বলে ।
১৩| ২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৭
মিরোরডডল বলেছেন: তাই নাহ :-)
ট্রেন এ দেখা হবার সম্ভাবনা নেই কারণ আমার এখানে ট্রেন সার্ভিস নেই । তাই পাবলিক ট্রান্সপোর্ট এ যাওয়া হয়না । ড্রাইভ করতে হয় । সিডনিতে আমি যেখানে আছি এটা একটা সাগর পাড়ে ছোট শহর । পপুলার ফর দা টুরিস্ট ।
ভ্রমন কাহিনী ? খুবই ভালো নিউজ । পড়ার অপেক্ষায় রইলাম । গুড লাক ফর ইউর রাইটিং ।
২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অনেক বড় বড় সাগর পাড়েও গিয়েছি,
সেক্ষেত্রে ড্রাইভ করে যেতে হয়েছে,
এক নাতি আছে তার সাহায্য নিয়েছি ।
.................................................................
প্রথমবার তাই সব কিছু সামলানো কঠিন ছিল,
এরপরের বার যা্ওয়া হলে মজা করে বেড়াবো ।
ছাতা আর হুডি নেব যা সেখানে পর্যটকদের জন্য অপরিহার্য
১৪| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:০৮
নেওয়াজ আলি বলেছেন: বাহ!
২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভাই মুগ্ধতা কিসে ? খােলাসা করে না বল্লে বুঝব কেমনে ???
১৫| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২০
করুণাধারা বলেছেন: মামাবাবুর শ্বশুর আবার তার বন্ধু আমার চাচা শ্বশুরের থেকে ছাতাটা ধার নিয়েছিলেন...
২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা
ঠিক করে বলুন তো ছাতাটা কত হাত ঘুরেছে ???
..........................................................................
মামা শশুর তো , মেয়ের বাড়ী বা ছেলের বাড়ি গিয়েছিলো ।
১৬| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪০
আসোয়াদ লোদি বলেছেন: ছাতা হারিয়ে গেলে বৃষ্টি আসে, নাকি বৃষ্টি আসলে ছাতা নিখোঁজ !
২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনি তো দেখছি আমায় বিপদে ফেলতে চাইছেন ।
...........................................................................
ব্যাপারটা যেন এমন, ডিম আগে না মুরগী ???
বৃষ্টি যখন আসে তখন ছাতার খোঁজ পড়ে , না পেলে তখন
মনে পড়ে ছাতা কার বাড়ীতে বেড়াতে গেছে ।
১৭| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৯
রাজীব নুর বলেছেন: ছাতা তো ঢাকা শহরে অভাব নাও। কোলকাতা থেকে কিনতে হলো কেন??
২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই প্রশ্নটা যে আপনার কাছ থেকে আসবে আমি নিশ্চিত ছিলাম ।
...................................................................................................
ঐ যে বলেছি বাহারি ছাতা, আকর্ষনটা ওখানে, উপরন্ত আমাদের ছাতা থেকে
একটু বেশী টেকসই, তবে ইদানিং বাংলাদেশে ও ভালো সুন্দর ছাতা পাওয়া
যায় কিন্ত তা ৬০০- ৮০০ দামের মধ্যে ।
১৮| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:২৩
আহমেদ জী এস বলেছেন: স্বপ্নের শঙ্খচিল,
ছাতা নিয়ে আপনার দশ নম্বর বিপদসংকেত দেখে আমার দাদুর ছাতাটির কথা মনে পড়লো।
দাদুর দেয়া এই ছাতাটিই আছে তার স্মৃতি হয়ে এতোদিন। তা ছাতা হাতে আছাড় খেয়ে যেদিন ছাতার ডাঁটি ভাঙলো, ডাঁটিটা পাল্টাতেই হলো। দাদুর স্মৃতি বলে কথা। ছাতাটা কাজ দিয়েছিলো বেশ। বৃষ্টিবাদলে ভিজে আর রোদে পুড়ে ছাতার কাপড় কয়েক বছর পর একেবারে ছিঁড়ে ফর্দাফাই। দাদুর স্মৃতি ফেলে দেয়া যায়না। তখোন ছাতার দোকানে গিয়ে ছাতার কাপড় পাল্টাতেই হলো। চলছিলো বেশ । গতবারের ভীষন ঝড়ের কবলে পড়ে ছাতা উল্টে শিকগুলো গেলো দুমড়েমুচড়ে। কি করা! দাদুর স্মৃতি, প্রানধরে ফেলে দিতে পারলুমনা। শিকগুলো পাল্টাতেই হলো। শত হলেও ছাতাটা দাদুরই তো স্মৃতি।
২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাহ্ ! ছাতা নিয়ে এত সুন্দর স্মৃতি বা আবেগ আছে জানা ছিল না
...................................................................................
আমি তো ছাতা রাখতেই পারি না ...
ধরুন আপনার বাসায় অনেক গুরুত্বপূর্ণ এক মেহমান এল , যাবার সময় তুমুল বৃষ্টি
তখন কি আপনার দাদুর সেই ছাতাটা দিবেন ???
১৯| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছাতার কাহিনিটা খুব মজার
জানেন কিনা জানি না- হানিফ সংকেত তাঁর কৌতুক নকশায় এটা বলেছিলেন আশির দশকে প্রকাশ করা কোনো এক অডিও অ্যালবামে, এরপর সম্ভবত ইত্যাদিতেও এটা প্রচারিত হয়েছিল।
অন্য একটা কৌতুক।
বৃষ্টির দিনে এক লোক এক হালি পিঁইয়াজ কিনলো। একটু পর দোকানদারকে বললো, দেন দেখি, টাকা ফেরত দেন।
দোকানদার অবাক হইয়া বলে, টাকা ফেরত দিমু মানে?
ক্রেতা কহে, আরে, ৫শ টাকার নোট দিলাম না? এক হালি পিঁইয়াজের দাম রাইখা বাকি টাকা ফেরত দ্যান।
দোকানদার আরো অবাক হইয়া বলে, আরে কন কী মিয়া? ডাহা মিথ্যা কথা কইবার জাগা পান না? আপ্নে আমারে ৫শ টাকার নোট কখন দিলেন?
ক্রেতা তখন রেগে মেগে বলে, আরে চোওওওপ মিথ্যুকের বাচ্চা মিথ্যুক। আমি মিথ্যা কথা কইতেছি, নাকি তুই কইতেছস? তারপর, দোকানদারের একপাশে ঝোলানো একটা ছাতা দেখাইয়া কয়, কস না ক্যান, ঐ ছাতাডাও তোর। তারপর ছো মেরে ছাতাটা নিয়ে হনহন করে চলে গেল এক হালি পিঁইয়াজ ওয়ালা।
কুইজ : দোকানদার যদি ঐ ছাতা ফেরত পাইতে চায়, কোন ধারার অধীনে মামলা করতে হবে?
২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভাই ঐ ছাতার মায়া না করাই ভালো !
...................................................................
ঊকিল ফি দিতে গেলে যে টাকা লাগবে, তা দিয়ে ৪/৫টা
ছাতা কেনা যাবে ।
তাছাড়া ঐ রকম অসৎ বুদ্ধিমান লোক দেশ থেকে বিতাড়ন না করলে
দেশ কোন দিন সঠিক পথে চলবে না ।
২০| ৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৬
রাজীব নুর বলেছেন: তিন মাস আগে কোলকাতা গিয়েছিলাম। ছাতা কেনার কথা মাথায় আসে নাই।
৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৪৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এবার আমার কথা মনে করে কিনে নিবেন ,
.............................................................
আশাকরি ৪টা কিনবেন , একটা আপনার, সুরভী ভাবী ও মেয়ে পরীর জন্য
একটা অতিরিক্ত, অনাগত মেহমান এর জন্য ।
২১| ৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪০
নীল আকাশ বলেছেন: বই আর ছাতা ধার দিলে ফিরত পাবার সম্ভবনা খুব কম থাকে!
৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৪৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার এমন অভিজ্ঞতা থাকলে বলতে পারেন ।
২২| ৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৫
আখেনাটেন বলেছেন: ছাতা বিষয়ক বিড়ম্বনায় পড়ে নি এরূপ লোক বুঝি কমই আছে।
৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৫১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার বাড়ীতে সম্মানিত মেহমান এল যাবার সময় প্রচুর বৃষ্টি,
অবশ্যই উনাকে ছাতা দিয়ে সম্মানিত করবেন ,
কিন্ত মনে মনে কি ছাতাটা ফেরত পাবার আশা করবেন ???
২৩| ৩০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমার পরিচিত একজন একটা ছাতা ধার দিয়েছিলেন। একদিন ফেরত নিয়ে বাসায় যাচ্ছিলেন। কোনো এক চায়ের দোকানে ফেলে রেখে গেছেন। পরে আর ফেরত পান নি। আমাকে যখন জানালেন, আমি বললাম উচিত কাজ হয়েছে।
৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তাহলে ছাতা ধার দেবার সাথে সাথে কি
মালিকানা বদলে যায় ?
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কার ছাতা কার কাছে যায় উড়ে।