নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

এসএসসি ফলাফল : স্হবির জনজীবনে আনন্দ বার্তা

৩১ শে মে, ২০২০ সকাল ১০:৪৪

এসএসসি ফলাফল : স্হবির জনজীবনে আনন্দ বার্তা



কথা ছিল ৬০ দিনের মধ্যে এসএসসির ফলাফল প্রকাশ করা হবে, সরকারের সকল কর্মকান্ডে বাদ সাধল করোনা,
ফেব্রুয়ারীতে পরীক্ষা হয়েছে স্বাভাবিক ভাবে সকলেই আশা করছিল মে'র প্রথম সপ্তাহে এসএসসি ফলাফল জানা
যাবে, মার্চের লকডাউন সব হিসাব নিকাশ উল্টে দিলো, ঢাকার বাহির থেকে প্রায়:শ ফোন পাই আপনি তো ঢাকায়
থাকেন বলতে পারেন কবে এসএসসি ফলাফল জানা যাবে, মায়েদের উৎকন্ঠা সবচেয়ে বেশী ।

আজ ৩১শে মে, সকাল ১০টায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এসএসসির ফলাফল প্রকাশের আনুষ্ঠানিকতা হবে ।
অনেক মায়েরা বাচ্চাদের থেকে বেশী উৎকন্ঠায় আছে, কেমন রেজাল্ট হবে, পাশের বাড়ীর ছেলেটার থেকে আমার
ছেলেটা ভালো করবে তো,মিষ্টি কোথায় কোথায় দিতে হবে ইত্যাদি।আনন্দ আর উৎকন্ঠায় স্বাস্হ্যবিধি যে মানা হবে না,
এটি আমাদের গ্রামবাংলার সহজাত প্রকাশ ।


এসএসসি ফলাফলটি ২০২০ সালের ৩১শে মে বেলা ১২টায় ওয়েব সাইটে প্রকাশ হতে চলেছে। বিপুল সংখ্যক শিক্ষার্থী মাধ্যমিক বিদ্যালয়স্তরে পরীক্ষায় অংশ নেয়। ২১,৩১,৮৮৯ শিক্ষার্থীরা বিভিন্ন কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছে। পরীক্ষাটি ৩৪১২টি কেন্দ্রের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছিল। তাদের মধ্যে, বালক শিক্ষার্থীদের সংখ্যা ছিল ১০,২৩,২১২ এবং বালিকা শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা ছিল ১০,০৮৬৮৭ জন। ২০২০ সালের ৬ই মে ফলাফল প্রকাশ করবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের
সিনিয়র কর্মকর্তারা,সকলকে অবহিত করেছিল ।

ঢাকা শহরে এমনও দেখেছি, হাতে মোবাইল থাকা সত্ত্বেও মোড়ের কম্পিউটার দোকানে ভীড় ফলাফল দেখার জন্য ,
এ কাজটির জন্য বড় জোড় ১০ টাকা পেতে পারে, কিন্ত আনন্দ বলে কথা , ৫০ বা ১০০ টাকা পাচ্ছে, অভিভাবকরা দিচ্ছেন আনন্দ সবার জন্য ।
বিগত পরীক্ষার ফলাফল ঘোষনার সময় আমি ফরিদপুর শহর থেকে একটু দুরে ছিলাম, ২ ঘন্টা পার হয়ে গেছে বাসার বা
আশপাশের কেউ পরীক্ষার ফলাফল জানছেনা,সবার হাতে মোবাইল, বেশীর ভাগ বাটন মোবাইল ফোন, যাদের এনড্রয়েড
আছে, তারাও জানে না কিভাবে ফলাফল পেতে পারে , ঢাকা থেকে ও ফোন আসছে, অবস্হা দেখে বল্লাম,
আমাকে তথ্য দিন আর সঙ্গে সঙ্গে পরীক্ষার ফলাফল পেয়ে সকলেই আনন্দিত ।বলে রাখা ভালো যে, ঐদিন অনেক মিষ্টির ভাগ পেয়েছিলাম ।
এবার গতকাল দুপুর ২টা পর্যন্ত ১১ লাখ ৩৩ হাজার ৩৩১ জন শিক্ষার্থীবৃন্দ ফলাফল পেতে প্রাক নিবন্ধন করেছে।

আপনার নিজ সন্তান বা নিকট জনের পরীক্ষার ফলাফল দেখার জন্য , এই সাইটে ব্রাউজ করুন:
(http://www.educationboardresults.gov.bd/) . বা মোবাইল অপশনে দেখতে চাইলে : এসএমএস করুন
এসএসসি স্পেস বোর্ডে র নাম প্রথম তিন আক্ষর স্পেস রোল স্পেস বর্ষ এবার পাঠান
১৬২২২ নাম্বারে । অথবা প্রি-রেজিস্ট্রেশন করেও জানতে পারবেন ।

সর্বশেষ আপডেট : পাশের হার ৮২.৮৭% : মোট জিপিএ ৫ পেয়েছেন : ১,৩৫,৮৯৮ ( সময় : ১১.১৪ মি.)
ঢাকা : ৮২.৩৪% ; চট্টগ্রাম : ৮৫.৭৫% ; রাজশাহী : ৯০.৩৭% ; ময়মনসিংহ : ৮০.১৩%
কুমিল্লা : ৮৫.২২ % ; যশোর : ৮৭.৩১% ; সিলেট : ৭৮.৭৯% ; দিনাজপুর : ৮৭.৭৩%
বরিশাল : ৭৯.৭০% : কারিগরী শিক্ষা: ৭২.৭০% : মাদ্রাসা শিক্ষা : ৮২.৫১% ;

আসুন ব্লগে যার যার সন্তান বা আত্নীয় স্বজনদের সন্তানরা পরীক্ষা দিয়েছেন তাদের ফলাফল আমাদের জানায়ে আনন্দ শেয়ার করি । মিষ্টি তো খেতে পারবনা মহামারী করোনা আমাদের সে পথ আটকে দিয়েছে ।

ছবি,তথ্য সুত্র : শিক্ষা বোর্ড

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০২০ সকাল ১১:৫৪

আমি সাজিদ বলেছেন: কেমনে কি? আমার পরিচিত কেউ তো পরীক্ষা দেয় নি। আমাদের আনন্দ কই? বাংলাদেশীদের সমস্যা হচ্ছে ফোকাস থেকে সরে যায়।

যান স্বাস্থ্যবিধি মেনে মিষ্টি কিনে আনুন।

৩১ শে মে, ২০২০ দুপুর ১২:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা, মজার খবর আমার কাছ থেকে নিন,
........................................................................
আমার এক আত্নীয়া জানাল তার ছেলে জিপিএ ৫ পেয়েছে
২নম্বর কম এর জন্য গোল্ডেন হাতছাড়া হলো, মিষ্টির কথা
বলাতে জানাল, এত পরিশ্রম করে পাওয়া, বরং আত্নীয় স্বজন গিফট নিয়ে আসুক ।

২| ৩১ শে মে, ২০২০ দুপুর ১২:০২

চাঁদগাজী বলেছেন:


প্রয়োজনীয় তথ্য, ধন্যবাদ।

অনেক বেশী ফেল করেছে, ফেলদের একাংশ ঝরে যেতে পারে?

৩১ শে মে, ২০২০ দুপুর ১২:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জানামতে ৩,৬৫,১৯২ জন শিক্ষার্থী উর্ত্তীন্ন হতে পারে নাই,
.....................................................................................
তাদের জন্য অবশ্যই দু:সংবাদ,তাদের বিকল্প কিছু ভাবতে হবে ।

৩| ৩১ শে মে, ২০২০ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: যারা ফেল করবে তাদের জন্য শুভ কামনা।

৩১ শে মে, ২০২০ দুপুর ১:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা , উল্টো ভাবনা
...............................................
তাহলে আপনার প্রতিষ্ঠানে পাঠায়ে দিবো
চাকুরী বাকুরীর ব্যবস্হা নিবেন ।

৪| ৩১ শে মে, ২০২০ দুপুর ১:১৯

মৃত্তিকামানব বলেছেন: আমার বোন অংকে ফেল করার টেনশনে ছিল।রেজাল্টে দেখি বাংলায় ফেল।রেজাল্ট রিভিউ ব্যাপারে কোন নির্দেশনা কি দেওয়া হয়েছে?

৩১ শে মে, ২০২০ দুপুর ১:৩১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পরীক্ষা নিয়ন্ত্রকের ফোন : যোগাযোগ করে জানতে পারেন ।
Phone: 029669815 , Mobile: 01977733553

...................................................................................
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
ঠিকানা: ১৩-১৪, জয়নাগ রোড , বকশীবাজার,ঢাকা – ১২১১
E-mail: [email protected]

৫| ৩১ শে মে, ২০২০ দুপুর ১:৩৯

নেওয়াজ আলি বলেছেন: যারা কৃতকার্য তাদের জন্য শুভেচ্ছা । অন্যদের সমবেদনা

৩১ শে মে, ২০২০ দুপুর ২:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনাকে ও অভিনন্দন

৬| ৩১ শে মে, ২০২০ দুপুর ২:৪৫

মীর আবুল আল হাসিব বলেছেন:

পরীক্ষা, রেজাল্ট, মিষ্টি বিতরন, জিপিএ-৫, পাস, ফেইল সবকিছু অর্থহীন মনে হয়।

৩১ শে মে, ২০২০ রাত ১০:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অগ্রসরমান জীবনের অঙ্গ , এসব আস্বীকার করার উপায় নাই ।

৭| ৩১ শে মে, ২০২০ রাত ৮:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের জন্য বিশেষভাবে বিশেষ ব্যবস্থাপনায় আগামী তিন মাসের মধ্যে আবার পরীক্ষা নিয়ে পাস করার সুযোগ দিতে হবে।

৩১ শে মে, ২০২০ রাত ১০:৪৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এটা কখনোই হবে না, তবে যারা ফেল করার পরও মনে করে যে
তার প্রতি অবিচার হয়েছে , সে ক্ষেত্রে পূণ: পরীক্ষনের ব্যবস্হা আছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.