নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !
এমনটা কখনো ভাবিনি, ছোট বেলায় যা পড়েছি জেনেছি তা আবার নতুন করে জানতে হবে ।
এই মহাদেশের নাম জিলান্ডিয়া।
বিজ্ঞানীরা অষ্টম মহাদেশের অস্তিত্বের কথা বলছেন।
এই প্রথমবার অষ্টম মহাদেশের সম্ভাব্য মানচিত্র সামনে আনলেন বিজ্ঞানীরা।
সেই সঙ্গে অষ্টম মহাদেশের আয়তনসহ আরো কিছু তথ্যও জানানো হয়েছে।
তবে সেই মহাদেশ পৃথিবীর এক ভাগ স্থলের অংশ নয়। রয়েছে তিন ভাগ জলের তলায়। বহু বহু বছর আগে
এই অষ্টম মহাদেশ সমুদ্রের অতলে তলিয়ে গেছে বলে দাবি বিজ্ঞানীদের।
অষ্টম মহাদেশ জিলান্ডিয়া নিয়ে ১৯৯৫ সাল থেকে গবেষণা করে আসছেন বিজ্ঞানীরা। তিন বছর আগে ২০১৭ সালে সেই গবেষণা সম্পূর্ণ হয়। এবার সমুদ্রের অতলে লুকিয়ে থাকা অষ্টম মহাদেশের নানা তথ্য সামনে এসেছে।
নব আবিস্কৃত মহাদেশের চেহারা দেখতে কেমন ? নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা এর সম্ভব্য মানচিত্রও তৈরি করে ফেলেছেন। নিউজিল্যান্ডের গবেষণা প্রতিষ্ঠান (জিএনএস সায়েন্স ) এই বিষয়টি নিয়ে কাজ করছে।
জিএনএস সায়েন্স সংস্থাই অষ্টম মহাদেশের মানচিত্র প্রকাশ করেছে।
অষ্টম মহাদেশ জিলান্ডিয়া অস্ট্রেলিয়ার পূর্বে নিউজিল্যান্ডের ঠিক উত্তরে। বিজ্ঞানীদের দাবি অনুসারে, এই মহাদেশ প্রায় আড়াই কোটি বছর আগে সমুদ্রে ডুবে যায়। মানচিত্র দেখে বোঝা যায়, অষ্টম মহাদেশ জিলান্ডিয়ার মাঝের একটি ছোট অংশই শুধু ডুবে যায়নি।
আর ওই জেগে থাকা অংশই এখনকার নিউজিল্যান্ড দেশ।
অষ্টম মহাদেশের অবস্থান সম্পর্কে জানতে এর টেকটোনিক ও ব্যাথিমেট্রিক নকশা প্রস্তুত করেছেন নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা।
তাঁদের অনুমান, সেই মহাদেশের আয়তন ছিল ৫০ লাখ বর্গকিলোমিটারের মতো। গবেষণায় আরো দাবি করা হয়েছে,
প্রশান্ত মহাসাগরে প্রায় তিন হাজার ৮০০ ফুট গভীরে তলিয়ে গেছে এই মহাদেশ। যদিও লর্ড হাউ রাইজে বলস পিরামিড নামে ওই মহাদেশের একটি পাহাড় সমুদ্রের ওপরে বেরিয়ে রয়েছে। এ থেকেই অনুমান করা যায় যে সমুদ্রের ভেতরে একটা বড় ভূখণ্ড ডুবে রয়েছে।
.......................................... অষ্টম মহাদেশ জিলান্ডিয়া। ..............................................
........................................... A tectonic map of New Zealandia ...........................................
সূত্র : দ্য ওয়াল।
২৯ শে জুন, ২০২০ সকাল ১০:৪৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সকাল সকাল আমার ব্লগে,
এটাও আমার জন্য বিচিত্র ভালোলাগা
..........................................................................
মনে হচ্ছে পৃথিবীতে বড় ধরনের কোন পরিবর্তন আসছে ।
২| ২৯ শে জুন, ২০২০ সকাল ১০:৪৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: এটার মালিকানা কাদের হবে?
২৯ শে জুন, ২০২০ সকাল ১০:৫০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জানা নেই, ধারনা করছি
নিউজিল্যান্ড এর মালিকানা ছাড়বে না
........................................................
উপগ্রহের মাধ্যমে যদি জানা যায় এর অনেক
সম্পদ লুকানো আছে , তাহলে যুদ্ধ বাধঁবে ।
৩| ২৯ শে জুন, ২০২০ সকাল ১০:৫৫
রাশিয়া বলেছেন: ফালতু কাজে বিজ্ঞানীদের আগ্রহ বেশি। যে মহাদেশের কোন অস্তিত্বই নেই, তার মানচিত্র তৈরি করতে বসে গেছে। আর এই ভূভাগ যদি এখনি জেগে ওঠে, তবে তার অষ্টম মহাদেশ হবার কোন সম্ভাবনা নেই। ষষ্ঠ মহাদেশ ওশেনিয়ার অন্তর্ভুক্ত হবে এই ভূভাগ। কারণ কল্পিত জিল্যান্ডিয়ার জেগে থাকা মাইক্রোনেশিয়ার অনেক দেশ অলরেডি ওশেনিয়ার অন্তর্ভুক্ত হয়ে আছে।
২৯ শে জুন, ২০২০ সকাল ১১:০৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যার চূড়ায় নিউজিল্যান্ডের বসবাস, তার আগ্রহ থাকবেই ।
.....................................................................................
আমাদের এই দেশটারও কোন অস্তিত্ব ছিলনা, বহুবছর আগে এই
স্হানকে সমতট ভূমি বলা হতো ।
এই ভূভাগ জেগে ওঠার সময় হয়েছে, এবং নতুন মহাদেশ বলেই বিবেচিত হবে ।
৪| ২৯ শে জুন, ২০২০ সকাল ১০:৫৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশের আদম ব্যাপারীদের এই খবরটা দেয়া উচিত যাতে তারা পূর্ব প্রস্তুতি নিতে পারে। বাংলাদেশের দক্ষিণে শুনেছিলাম যে বিশাল একটা ভূখণ্ড জেগে উঠছে। সেটার খবর জানেন নাকি? সিঙ্গাপুর নাকি কৃত্রিমভাবে সমুদ্র ভরাট করে স্থলভাগ বৃদ্ধি করছে শুনেছি। এই প্রযুক্তি বাংলাদেশের দরকার।
২৯ শে জুন, ২০২০ সকাল ১১:১৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সিঙ্গাপুরের ভূখণ্ড প্রয়োজন ,
তাই বিজ্ঞান সম্মত ভাবে প্রচেষ্টা চলছে
সমুদ্র থেকে ভূমি উদ্ধার করা ।
...........................................................
আমাদের দেশে ও এই প্রচেষ্টা শুরু হয়েছে ।তবে
অজ্ঞাত কারনে হয়তবা কালের বিবর্তনে টেকপ্লেটের সংঘর্ষে
জিলান্ডিয়া অষ্টম মহাদেশ সমুদ্রের অতলে তলিয়ে গিয়েছে ।
৫| ২৯ শে জুন, ২০২০ সকাল ১১:০৪
ফেনা বলেছেন: সুন্দর তথ্য। বিস্তারিত জানলাম।
২৯ শে জুন, ২০২০ সকাল ১১:২০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য ।
৬| ২৯ শে জুন, ২০২০ সকাল ১১:৩৭
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ বিষয়টি নিয়ে লেখায়। আমার অনেক দিন আগের একটি পোস্ট ছিল একই বিষয়ে। ইচ্ছে করলে দেখে আসতে পারেন-
জিলান্ডিয়া: সাগরতলে নিমজ্জিত আরেক মহাদেশ
২৯ শে জুন, ২০২০ সকাল ১১:৫৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ, বিষয়টির আরও তথ্যর জন্য ।
..............................................................
তবে এখন আরও স্পষ্ট ও জোরালোভাবে
সকলের নিকট উম্নোচিত হয়েছে ।
৭| ২৯ শে জুন, ২০২০ দুপুর ১২:০১
রাজীব নুর বলেছেন: করোনার চিন্তায় চিন্তায় যখন অস্থির হচ্ছিলাম তখন আপনি একটা সুন্দর তথ্য জানালেন।
২৯ শে জুন, ২০২০ দুপুর ১২:১৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ, মনটাকে চাঙ্গা রাখুন
......................................................................
বাঙ্গালী আবেগ প্রবন, করোনা নিয়ে মজার মজার চুটকি
বানায়াছে পড়ুন ।
কিছু বাঙ্গালী অসীম সাহসী , তারা জিন্ডল্যান্ড খুঁজে বের করে
সেখানে চাষাবাদ ও শুরু করতে পারে ।
৮| ২৯ শে জুন, ২০২০ দুপুর ১২:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কত অজানা ইতিহাস রয়ে গেছে অগোচরে। +++
২৯ শে জুন, ২০২০ দুপুর ১২:২৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমরা শত শত বর্ষের ক্ষুদ্র একটা সময়ে বসবাস করছি
.................................................................................
আমাদের জ্ঞানের পরিধী অনেক সীমিত ।
দু একজন আইনেষ্টাইন আসেন যারা কি বলতে চান
সময়ের ফ্রেমে বুঝতে পারিনা ।
৯| ২৯ শে জুন, ২০২০ দুপুর ১২:৩০
পুলক ঢালী বলেছেন: এই বিরাট ভুখন্ড যেভাবে আছে সেভাবেই থাকা উচিৎ বলে মনে হচ্ছে। কৃত্রীম উপায়ে উদ্ধারের চেষ্টা করলে অন্য কোন মহাদেশ ডুবে যাবে কিনা এ বিষয়ে কি কোন স্টাডি হয়েছে? ঐ মহাদেশের উপর বিস্তৃত বিরাট জলরাশি কোথায় যাবে ?
যাইহোক এ বিষয়ে তথ্যদেওয়ার জন্য ধন্যবাদ। ভাল থাকুন।
২৯ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের এই বাংলাদেশ একসময় সম্পূর্ণ সমুদ্রের মাঝে ছিল
.........................................................................................
এখানে আর্য অনার্যদের বিচরন ক্ষেত্র ছিল। সমতটের দখল নিয়ে
যুদ্ধ কম হয়নি, অতএব এই আগত
মহাদেশের উপর বিস্তৃত বিরাট জলরাশি কোথায় যাবে ?
তার সমাধান একমাত্র যিনি সৃষ্টি করেছেন তিনি সমাধান দিবেন ।
১০| ২৯ শে জুন, ২০২০ দুপুর ১২:৪১
নীল আকাশ বলেছেন: খুব সুন্দর জ্ঞানের একটা পোস্ট।
লেখা এবং প্রেজেন্টেশন পছন্দ হয়েছে ভাই।
কেমন আছেন আপনি?
২৯ শে জুন, ২০২০ দুপুর ১:০৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি ও অনেক আনন্দিত যে,
বহুদিন পর আমার ব্লগে আপনাকে দেখতে পেয়ে ।
....................................................................................
এই মহাদেশ প্রায় আড়াই কোটি বছর আগে সমুদ্রে ডুবে যায়। তখন
বাংলাদেশ ছিলনা , মনে হয় সমতট ভূমি ও জেগে উঠে নাই,
সৃষ্টির খেলা, কোথাও ডুবে যায় কোথাও ভেসে উঠে ।
.....................................................................................
তেমনি মালদ্বীপ ভেসে উঠেছিলো, আবার জনশ্রুতি আছে মালদ্বীপ
গ্লোবাল পলুশনের কারনে ডুবে যেতে পারে, তাই, মালদ্বীপের জনগনের
জন্য জমি খোজাঁ হচ্ছে ।
১১| ২৯ শে জুন, ২০২০ দুপুর ১:৪৭
নেওয়াজ আলি বলেছেন: সত্যিই মানব পাচারকারীর জন্য সুখবর। তারা আগাম প্রস্তুতি নিতে পারবে
২৯ শে জুন, ২০২০ দুপুর ২:৩৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আহা ...................... !!!
এভাবে বল্লে অনেকেই বেজার হবে
.............................................................................
এমন একটা মহাদেশ গড়তে জনবলের দরকার আছে তাো !
যেমন সিঙ্গাপুর গড়তে জাহাজ ভরে ভারত মহাদেশ থেকে
লোক আনতে হয়ে ছিলো বা অষ্ট্রেলিয়া গড়তে ইংল্যান্ড থেকে
জনবল এসেছিলো ।
১২| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৪:০১
করুণাধারা বলেছেন: নতুন একটা বিষয়ে জানলাম। অনেক ধন্যবাদ।
ভবিষ্যতে মানুষের বাসের জন্য আরো ভূমির দরকার হবে। নতুন ভূমি জেগে উঠলে অনেক সমস্যার সমাধান হবে।
২৯ শে জুন, ২০২০ বিকাল ৪:০৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য
..........................................................
এমন ভুমি খুব উর্বর হয়, যেমন বাংলাদেশ ,
তাই যুদ্ধ হতে পারে মালিকানা নিয়ে ।
১৩| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৪:৩০
কল্পদ্রুম বলেছেন: জিল্যান্ডিয়া কি আবার ভেসে উঠবার কোন সম্ভাবনা আছে?
২৯ শে জুন, ২০২০ বিকাল ৪:৫০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিশ্ব যেভাবে পরিবর্তন আসছে,
...........................................................................
সম্ভাবনার দ্বার হয়ত খুলে যাবে, তাইতো
মহাদেশ হিসাবে স্বীকৃতি ও মানচিত্র তৈরীর কর্মকান্ড চলছে ।
১৪| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৮
ইসিয়াক বলেছেন: আগেও পড়েছি অন্য এক জায়গাতে। তবে আপনার উপস্থাপন ভালো লেগেছে।
শুভকামনা।
২৯ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এটি একটি মহাদেশের বাস্তব গল্প,
..........................................................
বিজ্ঞান ও বিজ্ঞানী নিয়ে যারাই আগ্রহ বোধ করেন
তারা সবাই জানার কথা ।
১৫| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৭
MOZAMMEL5271 বলেছেন: ইসলামের নবি নুহ আলাইহিসালাম এর সেই ডুবনত নগর
https://bn.wikipedia.org/wiki/নূহ
২৯ শে জুন, ২০২০ বিকাল ৫:২১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভাই , আপনার লিংকটা কাজ করছেনা ওতে কি আছে জানি না,
..........................................................................................
তবে এই বিশ্বে অনেক অজানা বিশ্ময়, রহস্য লুকায়ে আছে,
আমাদের জীবনটা, আলোকবর্ষের তুলনায় অতি নগন্য ।
১৬| ২৯ শে জুন, ২০২০ রাত ৮:৫০
আহমেদ জী এস বলেছেন: স্বপ্নের শঙ্খচিল ,
আগেই জানা ছিলো। নতুন করে আবার মনে করিয়ে দিলেন।
২৯ শে জুন, ২০২০ রাত ৯:২৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ, এখন আরেকটু আপডেট হয়েছে
মনে হলো ।
..........................................................
তাছাড়া আমারও এত বিস্তারিত জানা ছিল না ।
১৭| ২৯ শে জুন, ২০২০ রাত ৯:২১
সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশের একটা জেলার মানুষ সবার আগে যে কোনও দেশে পৌঁছে যায়। গল্প আছে নীল আর্মস্ট্রং চাঁদে গিয়েও এদের দেখেছেন। ওনাদের এই মহাদেশের খবরটা দেয়া দরকার ( মজা করলাম, মাইন্ড করেন না)।
২৯ শে জুন, ২০২০ রাত ৯:৩১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কোন এক সময় মালদ্বীপও ছিল না,
..........................................................
সবার যে জানতেই হবে এমন নয়,
সিঙ্গাপুর যখন তৈরী হয় তখন কি আমরা জানতাম,
এখন গিয়ে তো মুগ্ধ হয়ে যাই ।
১৮| ২৯ শে জুন, ২০২০ রাত ১০:২৭
পদ্মপুকুর বলেছেন: একবার সেন্টমার্টিন্স এ যাবার সময় শিপের ক্যাপ্টেন সাউন্ড সিস্টেমে সেন্ট মার্টিন্সের ইতিহাস বলতে গিয়ে বললেন- এটা আসলে গ্রেট ব্যরিয়ার রিফেরই অংশ। সেন্ট মার্টিন্সের দক্ষিণে আস্তে আস্তে যে ভূখণ্ড দৃশ্যমান হচ্ছে, তা ওই রীফের অংশ হওয়ার ফলেই। এর ধারাবাহিকতা অক্ষূণ্ন থাকলে মহাকালে হয়তো কোনো একসময় এদিক দিয়ে সড়ক যোগযোগ রচিত হতে পারে অস্ট্রেলিয়ার সাথে। কে বলতে পারে, তখন হয়তো এই অষ্টম মহাদেশ আবার হয়তো জেগে উঠবে।
২৯ শে জুন, ২০২০ রাত ১১:৪২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অষ্টম মহাদেশ কেন ডুবে গিয়ে ছিল তার ইতিহাস জানা আবশ্যক
................................................................................................
মালিকানা নিয়ে অস্ট্রেলিয়ার সাথে বিরোধ বাধার অনেক সুযোগ আছে ।
আমাদের সমুদ্র সীমায় তালপট্টি জেগে উঠে ছিল তা কি আমাদের মালিকনায়
আছে ? যতদুর অনুমান করা যায়, এর্ন্টাটিকায় অস্বাভাবিক বরফ ধস আর
বৈশ্বিক জলবায়ু দুষনে সমুদ্র উচ্চতা বেড়ে যাবার কারনে ঘটতে পারে ।
ইতিহাসবিদরা অবশ্যই এর অনুসন্ধান করবেন ।
১৯| ২৯ শে জুন, ২০২০ রাত ১০:৪৯
মা.হাসান বলেছেন: কেহ মালিকানা দাবি না করিলে তাহা অস্বাভাবিক। বাংলাদেশের বিশেষ একটি জেলার মানুষেরা ঐ ভুখন্ড হইতে আসিয়া বাংলাদেশে আবাস গড়িয়াছেন এমন সম্ভাবনা আছে। অবিলম্বে আমাদের উচিৎ দাবির বিষয়ে সোচ্চার হওয়া।
২৯ শে জুন, ২০২০ রাত ১১:৪৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইতিহাসবিদরা অবশ্যই এর অনুসন্ধান করবেন, এবং যদি
প্রমান করে যে, বাংলাদেশের বিশেষ একটি জেলার মানুষেরা
ওখানে ছিল তাহলে তো আমরা বেঁচে যাই ।
.............................................................................
রোহিঙ্গাসহ ঐ বিশেষ জেলার মানুষদের পাঠায়ে একটু
অক্সিজেন নিতাম, এখন আবার ডাক্তার বলেছেন অক্সিজেন
মাত্রা ৯৭-৯৮ থাকা দরকার ।
২০| ৩০ শে জুন, ২০২০ রাত ১২:১৩
শের শায়রী বলেছেন: আগেও পড়ছি এই ব্যাপারটা নিয়ে আপনার লেখায় আবার নতুন করে জানলাম। লেখায় ভালো লাগা।
৩০ শে জুন, ২০২০ রাত ১২:৪২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্য রাখার জন্য
২১| ৩০ শে জুন, ২০২০ সকাল ১০:১৫
তারেক ফাহিম বলেছেন: পড়লাম, জানা হল।
ধন্যবাদ।
৩০ শে জুন, ২০২০ দুপুর ১২:০৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনাকেও ধন্যবাদ আমার ব্লগে এসে পড়ার জন্য ।
২২| ৩০ শে জুন, ২০২০ সকাল ১১:৩০
পুলক ঢালী বলেছেন: মহাদেশের উপর বিস্তৃত বিরাট জলরাশি কোথায় যাবে ?
তার সমাধান একমাত্র যিনি সৃষ্টি করেছেন তিনি সমাধান দিবেন ।
আমার মনে হচ্ছে আমার প্রশ্নটি আপনি অনুধাবন করতে পারেন নি।
প্রাকৃতিক সমাধান বা ঘটনাবলীর ক্ষেত্রে কারো কোন প্রশ্ন থাকেনা।
ভাল থাকুন।
৩০ শে জুন, ২০২০ দুপুর ১২:২৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের সমুদ্র বিজ্ঞান সর্ম্পকে জ্ঞান সীমিত;
........................................................................................................
এমনকি ভূগর্ভস্হ বিন্যাস সর্ম্পকে খুব বেশী কিছু বিজ্ঞান
সম্মত ব্যাখা নেই । আমরা জানি সমস্ত পৃথিবী কয়েকটি টেকটোনিক
প্লেট চলমান, যাদের সংঘর্ষে ভূকম্পন,অগ্নুপাৎ, আগ্নেয়গিরি ইত্যাদি
ঘটে থাকে । এছাড়াও উত্তর মেরুর হিমবাহ বা বরফ ধস অথবা গ্লোবাল ওয়ারমিং এর
কারনে সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়া, এধরনের অনেক কারন থাকতে পারে ।
............................................................................................................
আপনার প্রশ্নের একটা উত্তর আপনাকে দিতে পারি : মালদ্বীপ যখন ভেসে উঠল, তখন তার
জলরাশি কোথায় গিয়েছিলো ? অবশ্যই সমস্ত সমুদ্র তা সমবন্টন করে নিয়েছে, অথবা
গ্লোবাল ওয়ারমিং এর কারনে বাস্প হয়ে উড়ে গিয়ে উত্তর মেরুতে জমা হয়েছে ।
২৩| ৩০ শে জুন, ২০২০ সকাল ১১:৫২
রাজীব নুর বলেছেন: বাঙ্গালী অসীম সাহসী আবার অসীম অসহায়ও।
৩০ শে জুন, ২০২০ দুপুর ১২:২৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বীর বাঙ্গালী অসীম সাহসী বটে,
যুদ্ধে নামায়ে দিন ,
মরতে মরতে দলব্ধভাবে এগিয়ে যাবে ।
২৪| ০২ রা জুলাই, ২০২০ রাত ১১:০২
পুলক ঢালী বলেছেন: আপনার প্রশ্নের একটা উত্তর আপনাকে দিতে পারি : মালদ্বীপ যখন ভেসে উঠল, তখন তার
জলরাশি কোথায় গিয়েছিলো ? অবশ্যই সমস্ত সমুদ্র তা সমবন্টন করে নিয়েছে, অথবা
গ্লোবাল ওয়ারমিং এর কারনে বাস্প হয়ে উড়ে গিয়ে উত্তর মেরুতে জমা হয়েছে ।
হা হা হা ভাল সম্ভাব্য সমাধান দিয়েছেন। তবে মালদ্বীপ ভেসে উঠাটা পৃথিবীর কোন প্রান্তেই তেমন টের পাওয়ার কথা নয় কিন্তু একটি মহাদেশের সাথে তা তুলনীয় নয়।
আপনার পোষ্ট আবার পড়লাম ভূমি উদ্ধারের কথা কোথাও নেই কিন্তু মন্তব্যে এসেছে।
কৃত্রীম উপায়ে উদ্ধারের চেষ্টা করলে অন্য কোন মহাদেশ ডুবে যাবে কিনা এ বিষয়ে কি কোন স্টাডি হয়েছে?
এটা ছিল আপনার কাছে আমার প্রশ্ন, আমি ঘাটাঘাটি করিনি তারপরও এমন কোন সমীক্ষা হয়েছে বলে আমার মনে হচ্ছেনা। আপনি শুধু বিজ্ঞানীদের মানচিত্র হাজির করেছেন যা কিনা তিন বৎসর পূর্বেই করা হয়ে গেছে। আমি ভেবেছিলাম আবিস্কারের পর পুনরুদ্ধারের জন্য কোন গবেষনা হয়েছিল বা হচ্ছে কিনা সেটা হয়তো আপনি। অর্থাৎ ২০১৭ সালের পরের আপডেট চেয়েছিলাম কারন আপনি খেয়াল করেছেন যে ব্লগারদের কাছে মানচিত্রের বিষয়টি নুতন কিছু নয়।
যাই হোক পোষ্টের মাধ্যমে বিষয়টি তুলে ধরার জন্য ধন্যবাদ । ভাল থাকুন।
০৩ রা জুলাই, ২০২০ রাত ১২:১৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
২০২০ জুন
সাইটের আনুষ্ঠানিক প্রবর্তন,
২২শে জুন ২০২০
তে রিউ-এ-মুউই / জিল্যান্ডিয়া টেকটোনিক এবং বাথমেট্রিক ম্যাপের সংযোজন
তে রিউ-এ-মুউই / জিল্যান্ডিয়া বিজ্ঞানের সামগ্রী যুক্ত করা
সেপ্টেম্বর ২০১৯
সাইটের অভ্যন্তরীণ প্রবর্তন - সবকিছুই নতুন!
২৫| ০৩ রা জুলাই, ২০২০ রাত ৯:৫৪
এম ডি মুসা বলেছেন: দারুণ বিষয় জানলাম ।
০৩ রা জুলাই, ২০২০ রাত ১১:১৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার আগ্রহ দেখে, আমিও দারুন উৎসাহ বোধ করছি ।
২৬| ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৩:০৭
বিজন রয় বলেছেন: চমৎকার পোস্ট!
পৃথিবীতে আরো ল্যান্ড দরকার, মানুষ যে হারে বাড়ছে।
০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৪:২৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সিঙ্গাপুর, বাংলাদেশ সহ কিছু কিছু সমুদ্র তীরবর্তী দেশে সেই
প্রচেষ্টা করছে , আমি বিস্তারিত তথ্য সংগ্রহের
চেষ্টা করছি।
২৭| ০৯ ই জুলাই, ২০২০ ভোর ৬:৪১
চাঁদগাজী বলেছেন:
ডুবন্ত মহাদেশে কোন খনিজ খোঁজা হচ্ছে?
১০ ই জুলাই, ২০২০ রাত ২:২৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিষয়টি অনুমান করা গেলেও প্রকাশ্যে
কোন বেনিফেশীয়ারী তা প্রকাশ করবেনা
..............................................................
আমাদের তালপট্টী দ্বীপ জেগে উঠার এক সপ্তাহের মধ্যে
গুরুত্বপূর্ণ বিধায় ছিনতাই হয়ে গেল ।
আর্ন্তজাতিক আইন অনুসারে আমাদের প্রাপ্য হলে ও
তা কি আমরা ফিরে পেয়েছি ???
©somewhere in net ltd.
১| ২৯ শে জুন, ২০২০ সকাল ১০:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: মহাকালের কি বিচিত্র খেলা!
আমাদের এই ভূ-ভাগ্ও এক সময় ছিল টেথিস সাগরের গভীর তলদেশ! অথচ কালের বিবর্তনে টেকপ্লেটেরে ক্রমস্থানান্তরে আজ সেখানে সর্বোচ্চ পর্বত হিমালয় . . . ভাবতেই কেমন লাগে!!
পোষ্টে +++