নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

আমাদের সমবায় আইন, প্রয়োগ ও ইতিহাস : ৩য়পর্ব

০২ রা আগস্ট, ২০২০ রাত ৮:৪৪

আমাদের সমবায় আইন, প্রয়োগ ও ইতিহাস : ৩য়পর্ব (নিবন্ধন কাজের প্রয়োজনীয় তথ্য )



আমাদের সমবায় আইন, প্রয়োগ ও ইতিহাস : ১ম পর্ব
আমাদের সমবায় আইন, প্রয়োগ ও ইতিহাস : ২য়পর্ব (নিবন্ধন ও সদস্য সংগ্রহ)


সমবায় সমিতি নিবন্ধন ধারাবাহিকতা :

# নিজেদের সমস্যা ও উদ্দেশ্য চিহ্নিতকরন ।
# কমপক্ষে ২০ জন সমমনা সদস্য একত্রীকরন।
# নিজেদের মধ্যে যিনি সবচেয়ে দক্ষ ও ভালো সংগঠক তাকে নির্বাচন ।
# এলাকার নেতৃস্হানীয় লোকজনের সহিত মতবিনিময় করা ।
# সমবায় সমিতির শ্রেণী ও উদ্দেশ্য নির্বাচন ।
# আলোচনার মাধ্যমে সমিতির নাম, কর্ম ও সমিতির কর্ম এলাকা নির্ধারন ।
# অনুমোদিত শেয়ার, মূলধন, এবং প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারন ।
# উপ-আইন প্রনয়ন
# ভর্তি ফি , শেয়ার ও সন্চয় আদায়
# হিসাবের খাতাপত্র ও বিভিন্ন রেজিষ্টার সমূহ প্রস্তকরণ ।
# সাংগঠনিক সভা আহব্বান,প্রস্তাবিত আলোচনা সমুহ বিশদ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহন ও রেজিষ্টারে
লিখিতভাবে রেজুলেশন লিপিবদ্ধকরণ ।
# ব্যাংক হিসাব খোলার ব্যবস্হা গ্রহন । ***
# নিবন্ধনের জন্য আবেদনপত্র প্রস্ততকরণ ।***
# উপজেলা সমবায় অফিস বা স্হানীয় জেলা সমবায় অফিসে চাহিদা মোতাবেক সকল ডকুমেন্ট জমা প্রদান ।


......................................... :::::: সমবায় সমিতি : বাজার ব্যবস্হাপনা :::::: ...........................

*** সমবায় সমিতি নিবন্ধনে ও ব্যাংকে. আবেদনপত্র ও অন্যান্য ডকুমেন্ট ***

১) নির্ধারিত ফরমে আবেদনপত্র সংগ্রহ ও যথাযথভাবে লিখন ।
২) নিবন্ধনের জন্য ফি জমা প্রদান ও চালান কপি সংযোজন ।
৩) সাংগঠনিক সভার রেজুলেশনের সত্যায়িত কপি সংযোজন ।
৪) জমা খরচ হিসাব দাখিল ।
৫) তিন প্রস্হ উপ-আইন সংযোজন ।
৬) আগামী দুই বৎসরের প্রস্তাবিত বাজেটের কপি সংযোজন ।
৭) সরকারী সাহায্য ছাড়া নিজস্ব আয়ে সাংগঠনিক ব্যয় নির্বাহর অঙ্গীকারনামা ।
৮) নাগরিকত্ব ও স্হায়ী ঠিকানার প্রমানপত্র সত্যায়িত কপি সংযোজন ।
৯) আবেদনকারী সকল সদস্যর পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এককপি ।
১০) উপ-আইন মেনে চলার অঙ্গীকারনামা ।
১১) নিবন্ধকের অনুমোদনের জন্য প্রথম ব্যবস্হাপনা কমিটির প্রস্তাবনার সত্যায়িত কপি সংযোজন ।


.................................... :::::: দিল্লীর সমবায় পাবলিক স্কুল :::::: ......................................

তথ্য সূত্র : সমবায় তথ্য বাতায়ন, ঢাকা ।
( লেখাটির সুত্রপাত শ্রদ্বেয় ব্লগার চাঁদগাজী ও অন্যান্য ব্লগার এই বিষয়ে জানতে চাচ্ছেন, তাই কর্তৃপক্ষর নিকট অনুরোধ
যেন অধিক সংখ্যক ব্লগার বিষয়টি প্রথম থেকে পড়তে পারেন এবং বুঝে শুনে অতপর সমবায় ব্যবসা করতে আগ্রহী হবেন। )

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০২০ রাত ৮:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সম্যক ধারণা পাওয়া গেলো আপনার তিন পর্বের সমায় কথনে।
তবে আজকাল সমবায় সমিতির ধারা পাল্টে গেছে অনেকটা।
শুভ কামনা আপনার জন্য।

০২ রা আগস্ট, ২০২০ রাত ৯:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আজকাল সমবায় সমিতির ধারা পাল্টে গেছে অনেকটা।
...................................................................................
দেশে দেশে এখনও সমবায় সমিতি চলছে, নিবন্ধন বাড়ছে,
যতদিন অর্থনীতির ব্যবস্হা সুষম হবেনা , ততদিন
নিম্ন আয়ের জনসংখ্যা বাড়বে, চাহিদার তুলনায় যোগান যখন
থাকবে না, সহজ শর্তে কৃষক খামারীরা ব্যবসা গড়ে উঠবে না
ততদিন সমবায় আন্দোলন চলবে ।

.....................................................................................
এজন্য সৎ ও দক্ষ উদ্যোক্তা আবশ্যক ।

২| ০২ রা আগস্ট, ২০২০ রাত ৮:৫৭

রাজীব নুর বলেছেন: আর দেরী করা ঠিক হবে না। এখন শুরু করে দিতে হবে।

০২ রা আগস্ট, ২০২০ রাত ৯:১০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রাজীব নুর বলেছেন: আর দেরী করা ঠিক হবে না।
.............................................................................
কি শুরু করবেন , কাদের সদস্য করবেন
ভেবে রেখেছেন কি ???

৩| ০২ রা আগস্ট, ২০২০ রাত ৯:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: সমবায় আইনের ছত্রছায়ায় কিছু প্রতিষ্ঠান ব্যাংকের মত আমানত নিচ্ছে ও ঋণ প্রদান করছে। এখানে যারা চাকরী করে বেশীর ভাগ আগে ব্যাঙ্কে চাকরী করত। আপাত দৃষ্টিতে এগুলিকে সমবায় সমিতি মনে হলেও সমবায়ের মূল যে শক্তি বা উদ্দেশ্য তা এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনুপস্থিত। এদের অনেকে অতীতে প্রতারনা করে টাকা মেরে দিয়েছে অনেকে আমানতের টাকা ভিন্নখাতে বিনিয়োগ করে নিজেরা লাভবান হয়েছে। বাংলাদেশ ব্যাংক যেন এগুলির ব্যাপারে একদমই বেখবর। এদের কারণে সমবায় থেকে মানুষ লাভবান হচ্ছে না এবং সমবায়ের ব্যাপারে মানুষের নেতিবাচক ধারণা সৃষ্টি হচ্ছে। এদের ব্যাপারে রাষ্ট্রের ব্যবস্থা নেয়া উচিত এবং এদের নিয়ন্ত্রণ যেন কার্যকরভাবে করা যায় তার জন্য আইনে প্রয়োজনীয় বিধান যুক্ত করা উচিত। আমার কাছে এদেরকে ব্যাংক বলে মনে হয়েছে। এরা যার তার কাছ থেকে আমানত নেয় আবার যাকে তাকে ঋণ দেয়। এটাকে আইনের মধ্যে আনার জন্য এরা যে কোনোও আমানতকারি ও ঋণ গ্রহীতাকে তাদের সদস্য বানিয়ে নেয়। তবে অনেক সমবায় সমিতি আছে যারা দৃষ্টান্ত স্থাপন করেছে। ভালো সমিতিগুলির আদলে যদি আরও সমিতি গ্রাম পর্যায়ে করা যায় তার দ্বারা দেশের মানুষ উপকৃত হবে নিঃসন্দেহে।

০২ রা আগস্ট, ২০২০ রাত ৯:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সমবায় আইনের ছত্রছায়ায় কিছু প্রতিষ্ঠান ব্যাংকের মত আমানত নিচ্ছে ও ঋণ প্রদান করছে।
...............................................................................................................................
আপনার বক্তব্যর সত্যতা এক সময়ে ছিল ।
সমবায় আন্দোলনের ফাঁক ফোঁকড় দিয়ে কিছু সুযোগ সন্ধানী লোক আইনের
অপব্যাখ্যা দিয়ে , ক্ষমতার মসনদে ম্যানেজ করে জনগনকে ফাঁকি দিয়েছে,
আজ তারা জেল খাটছে, সমবায় কিছু অসাধু অফিসার এর সহায়তা করছে
তাদেরও শাস্তি হয়েছে ।
কিন্ত সমবায় উদ্দেশ্য আদর্শ ও বিনিয়োগ অত্যন্ত ভালো, এজন্য আপনাকে দেশের
বাহিরে সমবায় সমিতি সমূহ পরিদর্শন করুন , ধারনা পাল্টে যাবে ।

৪| ০২ রা আগস্ট, ২০২০ রাত ৯:১১

ডার্ক ম্যান বলেছেন: শেষ পর্যন্ত কি হয় দেখা যাক , আপনি কষ্ট করে নানা তথ্য শেয়ার করে যাচ্ছেন সেইজন্য ধন্যবাদ

০২ রা আগস্ট, ২০২০ রাত ৯:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনাকে ও ধন্যবাদ,
আপনার আগ্রহ নিশ্চয়ই অন্যর পাথেয় ।

৫| ০২ রা আগস্ট, ২০২০ রাত ৯:২৯

ঢুকিচেপা বলেছেন: যারা সমিতি করতে ইচ্ছুক তাদের খুব কাজে লাগবে।

এক সময় আমার দরকার ছিল কিন্ত পরবর্তীতে সেই সমিতিই আর গঠন হয়নি।

ধন্যবাদ।

০২ রা আগস্ট, ২০২০ রাত ৯:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এখন ভালো একটা উদ্যোগ নিয়ে দেখতে পারেন ।
আর যদি গ্রাম পর্যায়ে করতে পারেন তবে
স্বল্প আয়ের মানুষ জন উপকৃত হবে ।

৬| ০২ রা আগস্ট, ২০২০ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:


ম্যানেজমেন্ট কমিটিতে মিনিয়াম কতজন থাকতে হবে, কি কি পদ, কত মেয়াদে? শুরুতে কমিটি থাকতে হবে, নাকি এড-হক কমিটি থাকতে পারে?

০২ রা আগস্ট, ২০২০ রাত ৯:৪৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ম্যানেজমেন্ট কমিটিতে মিনিয়াম কতজন থাকতে হবে, কি কি পদ, কত মেয়াদে?
................................................................................................................
সমিতির ধরন, ব্যবসার আকার, সমবায় উপ=আইন ও নিজ সমিতির উপ=আইন
এসকল ক্ষেত্রে কাজ করবে, তাই পরবর্তী পর্বে বিভিন্ন সমবায় সমিতির বর্ননা
ও কার্যক্রম নিয়ে তথ্য প্রদান করব ।

৭| ০২ রা আগস্ট, ২০২০ রাত ৯:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সমবায় বলতে এখন মানুষ বোঝে ঋণদান প্রতিষ্ঠান!!
মাল্টি পারপাস কো অপারেটিভ সোসাইটি!!
অবৈধ ব্যাংকিং !! সুদী কারবারের ব্যবসায় !

০২ রা আগস্ট, ২০২০ রাত ১০:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সমবায় বলতে এখন মানুষ বোঝে ঋণদান প্রতিষ্ঠান!!
মাল্টি পারপাস কো অপারেটিভ সোসাইটি!!
অবৈধ ব্যাংকিং !! সুদী কারবারের ব্যবসায় !

.....................................................................................................
নুরু ভাই আমি আপনার ক্ষোভের কারন জানি, তবে জেনে রাখুন
সমবায় আইনে কোথাও সদস্যর বা্হিরে টাকা লেনদেনের সুযোগ নাই,
প্রতি বৎসর তিনটি অডিট থাকে এসবকে দুষ্ট লোকেরা চােখ ফাঁকি
দিয়ে ,ক্ষমতার জোরে আর কিছু অসৎ অফিসারকে ঘুষ দিয়ে এসব
করেছিলো, এখন এগুলো বন্ধ করা হয়েছে, বা হচ্ছে ।
অনেকে জেল জরিমানা খাটছে ।

.........................................................................................................
আমাদের রাজনীতি ও আর্থসামাজিক অবস্হা সৎ ও সঠিক পথে আসলে
সমবায় আন্দোলন বিশ্বের অন্যান্য দেশের মতো উজ্জল হয়ে উঠবে ।

৮| ০২ রা আগস্ট, ২০২০ রাত ৯:৪০

চাঁদগাজী বলেছেন:


পোষ্টের জন্য ধন্যবাদ।

দেশে কোন সমবায় ব্যাংক আছে, অথবা সাধারণ ব্যাংকে সমবায় সম্পর্কিত কোন আলাদা কর্মকান্ড আছে?

০২ রা আগস্ট, ২০২০ রাত ১০:২৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দেশে কোন সমবায় ব্যাংক আছে, অথবা সাধারণ ব্যাংকে সমবায় সম্পর্কিত কোন আলাদা কর্মকান্ড আছে?
..............................................................................................................................................
দেশে একমাত্র স্বীকৃত সমবায় ব্যাংকের নাম : বাংলাদেশ সমবায় ব্যাংক লি:
তবে যে কোন তফশিলী ব্যাংকে কার্যক্রম করা যায় ।
এই ব্যাংক সর্ম্পকে কোন এক পর্ব বিস্তারিত বলা যাবে ।

৯| ০২ রা আগস্ট, ২০২০ রাত ৯:৪৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: গ্রামে কৃষকদের সংগঠিত করে যৌথ উৎপাদন ব্যবস্থায় যেতে হবে এবং উৎপাদিত পন্য সরাসরি ভোক্তার হাতে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।এই রকম একটা আন্দোলনকেই সারাদেশ ছড়িয়ে দিতে হবে।দৃষ্টান্ত হিসাবে কোন এলাকায় এটা ঘড়ে তোলতে হবে।
দুগ্ধ খামারিদের মতোই ফসলী খামারী সমিতি।তাহলেই কৃষক তার ফসলের সঠিক মুল্য পাবে।

০২ রা আগস্ট, ২০২০ রাত ১০:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার ধারনা অত্যন্ত সঠিক
................................................................
আমি সমবায় কর্মকান্ড দেখার জন্য, জাপান, চীন, ভিয়েতনাম
ফিলিপাইন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারত আরও কিছু দেশ
বার বার পরিদর্শন করেছি ।

......................................................................................
সব দেশেই দেখলাম প্রত্যন্ত অন্চলে খামারী , কৃষকরা কিভাবে
নিজ ও প্রতিবেশীকে সমবায়ের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ করেছে ।

১০| ০২ রা আগস্ট, ২০২০ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:


@নূর মোহাম্মদ নূরু,

-আমাদের উচিত হবে কৃষি ও শিল্পভিত্তিক ব্যবসা গড়ে তোলা; ঋণ দেয়া নয়।

০২ রা আগস্ট, ২০২০ রাত ১০:৩০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নুরু ভাইয়ের দু:খের কারন থাকাটা স্বাভাবিক ।
..............................................................................
একসময়ে ডেসটিনি ও আরও কিছু দুর্বত্ব প্রতিষ্ঠান
সরকারের কিছু লোক পকেটে নিয়ে,
সমবায়ের আদর্শ উদ্দেশ্যকে ডাস্টবিনে ছুড়ে ফেলে ছিলো ।

.................................................................................
আমাদের সমবায় কর্মকান্ডের অনেক সন্চিত আমানত নষ্ট করেছে,
এসবই হয়েছে, রাজনৈতিক দুবৃত্বায়নের সুযোগে ,ছত্রছায়ায় ।

এখন অবস্হার পরিবর্তন ঘটেছে ।

১১| ০২ রা আগস্ট, ২০২০ রাত ১০:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চাঁদগাজী বলেছেনঃ আমাদের উচিত হবে কৃষি ও শিল্পভিত্তিক ব্যবসা গড়ে তোলা; ঋণ দেয়া নয়।

নৈব নৈব চ

০৩ রা আগস্ট, ২০২০ রাত ১২:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের উচিত হবে কৃষি ও শিল্পভিত্তিক ব্যবসা গড়ে তোলা; ঋণ দেয়া নয়।
.............................................................................................................
সমবায় খাতে, কৃষি ,শিল্প ,বানিজ্য সকল সেক্টরে বেশ কিছু উদাহরন আছে
যারা আজ নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত, সেজন্য চাই, ভালো উদ্যোগ, বিনিয়োগ, পরিশ্রম ও সততা ।
নুরু ভাই ভয় পাবার কিছু নাই, সব খাতেই সুযোগ আছে ।

.............................................................................................................
আমার পর্বের শেষ দিকে সেরকম কিছু প্রতিষ্ঠান নিয়ে আলোচনার ইচ্ছে আছে
চাঁদগাজী ভাই , কোন ভূল চি ন্তা করে নাই ।

১২| ০৩ রা আগস্ট, ২০২০ বিকাল ৩:৪২

নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ আপনাকে পোস্টের জন্য ।

০৩ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনাকে ও ধন্যবাদ এবং এ ব্যাপারে আগ্রহ দেখে ভালো লাগছে ।

১৩| ০৩ রা আগস্ট, ২০২০ রাত ৯:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ১:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ আপনার পাঠ, আগ্রহ ও মন্তব্যর জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.