নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

কবিতায় : ফিরে দেখা

০৭ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৩৭



হে নারী : কবিতায় তোমার আহব্বান (পুণ:প্রকাশ)

হে নারী
তোমার উদ্দাত্ত আহবান কামুকতায় সিক্ত
পুরুষের প্রতি !
নিদ্রা বিহীন রাতে- একটু উষ্ণতার জন্য মধ্যরাতে
নির্লজ্জ তৃষিত নারীর আহব্বান:
ভাগ্যহারা নারী গড়ে দিতে পারে সবুজ বিপ্লব
এই সমতটে স্বর্নগর্ভা ফসলে ...

হে নারী
তোমার তৃষিত নিদ্রাবিহীন নির্লজ্জলতা
বীর্ষবান পুরুষের জন্য নয়!!
হত্ভাগ্য দলছুট কিছু বেওয়ারিশ কুকুর
রাস্তার লাশ ছিঁড়ে কুঁড়ে কুঁড়ে খায়
যৈাবনের যন্ত্রনায় প্রকৃতির ফসল সকল,
ক্ষমাকর বিধাতা
তৃষিত নারী,কামুক পুরুষের শহরের অলিগলি চাষ করা
বীর্ষ ফসল ।।

হে নারী
তুমি সখা-জায়া, জননী অতপর কবি
তোমার তৃষিত চাহনীর মুগ্ধতায় !!
উষ্ণতায়,ছলাকলায় রচিত কাব্য
অবগাহন করি অতি নীরবতায়।
তোমার হৃদয়ের একটি সবুজ বিন্দুর
গভীর আলিঙ্গন র্স্পশ করে যায় সারা রাত
আমি মুগ্ধ, আমি হতবাক
তোমার নির্বিকার নির্জ্জলতায় !!!

(*কোন এক নারী কবির কবিতায় ক্ষুদ্ধ হয়ে এই রচনা, ৭ই আগষ্ট ২০১৯ইং )

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৩

ককচক বলেছেন: পুরুষ যখন কবিতায় নারীর অঙ্গ, টঙ্গ নিয়ে কবিতা রচনা করে তখন ক্যামন লাগে!?

তখনও কি কবিতা রচনা করেন,?!

০৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যখন তা প্রতিবাদের পর্যায়ে এসে পড়ে,
অবশ্যই তা করা উচিত ।

২| ০৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২০

কবিতা পড়ার প্রহর বলেছেন: নারীর কবিতায় ক্ষুব্ধ হয়ে আরও কবিতা ঝরুক।

০৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাহ্ !!!
আপনি দেখি উৎসাহ দিচ্ছেন আরও লেখার জন্য,

........................................................................
আমি তো অত্যন্ত ক্ষুব্দ হয়ে লিখেছি , এমন বিষয় আবার
চোখে পড়লে আবার অবশ্যই লিখব ।

৩| ০৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:



ক্ষুদ্ধ হয়ে? আমি তো ভেবেছিলাম আপনি আত্মসমর্পণ করেছেন!

০৭ ই আগস্ট, ২০২০ রাত ১১:২৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এসবের তো প্রশ্নই আসে না
.....................................................................
ঐ নারী হঠাৎ একদিন ফোন করেছিলো আমি কোথায় ?
বিশ্বাস করছিল না তখন আমি সিঙ্গাপুরে ,
তার অবিশ্বাস দেখে আমি হতবাক !
অন লাইনে দেখাতে হবে আমার কথার সত্যতা,
দিতে হবে আমার সম্পূর্ণ পরিচয় ।

...................................................................................
এক সন্তানের মা ডিভোর্সী , বোধহয় জীবন যন্ত্রনায় কাউকে
বিশ্বাস করে না, তারপরও পুরুষ নিয়ে তাচ্ছিল্য ব্যাঙ্গ করে কবিতা
ঘটনার পটভূমি এটুকুই !

৪| ০৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


আপনি ম্যানেজমেন্ট টিমের ৬/১২ টি পোষ্টের নাম বের করতে পেরেছিলেন?

০৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি আপনাকে ঐ পোষ্টের উত্তরে বলেছিলাম
এডিট করে দিয়ে দেবো

................................................................
এবং তা এডিট করে দেয়া আছে ।
ব্যবস্হাপনা কমিটির নাম ও বিভাগ গুলো বলা হয়েছে ।

৫| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫৬

কবিতা পড়ার প্রহর বলেছেন: আমি কবিতা দেখছি । ক্ষুব্ধ কার উপর দেখি নাই।

০৭ ই আগস্ট, ২০২০ রাত ১১:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হে নারী,
এই সম্বোধন দিয়ে কি বুঝা যায় না
কার উদ্দেশ্য করে এই লেখা ?

৬| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: ভালো লাগলো কবিতা।

০৮ ই আগস্ট, ২০২০ রাত ১২:০০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অভিনন্দন আপনাকে, ভালো লাগার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.