নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

গ্রীষ্মকালীন বউ : মুসলিম চিন্তাবিদরা কি বলেন ???

২৮ শে নভেম্বর, ২০২০ রাত ২:৩৭

গ্রীষ্মকালীন বউ : মুসলিম চিন্তাবিদরা কি বলেন ???



২০০৮ সালের গ্রীষ্মকালের একদিন।
মিশরীয় কন্যা হুরাইরার বয়স তখন কেবল ১৫ বছর।
দরজা খুলেই সে দেখল বাইরে এক পুরুষ তার বাবা ও সৎ মায়ের সঙ্গে কথা বলছে ।
তার সামনেই হলো সব কথাবার্তা। মাত্র ১,৭৫০ ইউরো (প্রায় ১ লাখ ৬৩ হাজার টাকা) মোহরানার বিনিময়ে সৌদি আরব
থেকে আসা সেই ব্যক্তিকে তার বিয়ে করতে হবে। ওই বিয়ের বয়স ছিল মাত্র ২০ দিন।

এই বিয়ের মাধ্যমে ক্রমাগত ধর্ষণের শিকার হতে হয় হুরাইরাকে।
এরপর গ্রীষ্মকালীন ছুটি শেষ। হুরাইরাকে আবার বাবা-মায়ের কাছে ফেরত দিয়ে নিজ দেশে ফেরত চলে যান
ওই সৌদি নাগরিক।আর কখনো সে ব্যক্তির সঙ্গে দেখা হয়নি হুরাইরার।

এক প্রতিবেদনে বলা হয়েছে যে, মিশরে যৌনকর্মীদের আরেক নাম ‘গ্রীষ্মকালীন স্ত্রী’। তাদেরই একজন হুরাইরা।
প্রতি বছরই উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ থেকে এমন ‘স্ত্রী’ বেছে নিতে মিশরে আসেন পর্যটকেরা। এর বিনিময়ে
মেয়ের পরিবারকে যে অর্থ দেয়া হয় তা তাদের জন্য অনেক কিছু।
হুরাইরার বয়স এখন ২৮। এর মধ্যে তার আরো আটবার বিয়ে হয়েছে। প্রতিবারই অল্প কিছুদিনের জন্য। নিজের অতীত নিয়ে তিনি লজ্জিত এবং নিজের আসল নামও প্রকাশ করতে চান না।
বাইরে বের হলে নিজেকে কালো নেকাবে সবসময় আড়াল করে রাখেন ।

হুরাইরা এখনও তার বাবা ও সৎ মায়ের সঙ্গেই আছেন। সৎ বিয়ের জন্য মনে মনে একজন সত্যিকার প্রেমিক পুরুষের
সন্ধান করছেন ।তবে হুরাইরার সে আশা পূরণ হওয়ার সম্ভবনা নেই বললেই চলে। কেননা মিশরে গ্রীষ্মকালীন স্ত্রীদের
খুবই খারাপ চোখে দেখা হয়।মিশরের রক্ষণশীল সমাজের কোনো পুরুষই এমন মেয়ে বিয়ের যোগ্য মনে করেন না।
সে জন্য হয়তো কোনো বিদেশি পর্যটকের সঙ্গে আরেকবার গ্রীষ্মকালীন বিয়েতে রাজি হতে হবে হুরাইরাকে।
সূত্র : ডেইলি হান্ট।




একটি মিশরীয় সরকারী সংস্থা, ন্যাশনাল কাউন্সিল ফর চাইল্ডহুড অ্যান্ড মাদারহুডের চাইল্ড অ্যান্টি-ট্র্যাফিকিং ইউনিট দ্বারা প্রাপ্ত তদন্তে দেখা গেছে যে সমীক্ষিত গ্রামীণ জনগোষ্ঠীর ৭৫ শতাংশ উত্তরদাতারা মেয়েদের চেনেন যারা এই ব্যবসায় জড়িত আছেন এবং তাদের বিশ্বাস ছিল যে হার বাড়ছে। এটি সত্য যে ক্রেতা্দের সিংহভাগই উপসাগরীয় দেশ থেকে আসছে ,
সৌদি আরব থেকে ৮১ শতাংশ, সংযুক্ত আরব আমিরাত থেকে ১০ শতাংশ এবং কুয়েত থেকে ৪ শতাংশ।
......................................................................................................................................................................
এবার আপনারাই বলুন, মুসলিম দেশ থেকে আগত পর্যটকরা মুসলিম দেশেই, ইসলামকে পুঁজি করে যে কান্ড ঘটায় তার বিচার করবে কে ???

মন্তব্য ৪৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৩:০৬

রাজীব নুর বলেছেন: যৌনকর্মী এই নামটা নিয়েই আমার আপত্তি আছে।

২৮ শে নভেম্বর, ২০২০ ভোর ৫:১৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমরা ধর্ষক নিয়ে জোর প্রতিবাদ করছি,
অথচ আরবরা মুসলিম আইনকে কিভাবে নিজ
স্বার্থে ব্যবহার করছে !!!???

২| ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৩:১৮

ইফতেখার ভূইয়া বলেছেন: পুরো বিষয়টাই ধিক্কারজনক। মিশরে এই রীতি বিরোধী কোন আইন আছে কিনা জানা নেই তবে থাকা উচিত ছিলো। পুরো বিষয়টা দৃষ্টিগোচর করার জন্য ধন্যবাদ। আর উপরের ছবিটা দেয়ার প্রয়োজন ছিলো না। ছবিটা সরিয়ে দেয়ার অনুরোধ থাকছে। ভালো থাকুন।

২৮ শে নভেম্বর, ২০২০ ভোর ৫:১৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাস্তবতা আমাদের জানতে হবে !
.........................................................
চোখ বন্ধ করে কাকের মতো বসবাসের কোন
যৌক্তিকতা নাই ।

৩| ২৮ শে নভেম্বর, ২০২০ ভোর ৪:১৬

সোহানী বলেছেন: এই আরবের অসভ্য লোকগুলোর জন্য আল্লাহর তরফ থেকে কখন গজব আসবে..............!!!

২৮ শে নভেম্বর, ২০২০ ভোর ৫:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আরবদের প্রতি আমার প্রচন্ড শ্রদ্ধা ভালবাসা ছিল,
কিন্ত যখন থেকে আমাদের গৃহকর্মীরা অমানবিক ভাবে
যৌনকর্মী রুপে নিগৃহীত হয়ে ফিরতে শুরু করল,তখনই
মনের মাঝে ঘৃনা ও ক্ষোভ জন্ম নিলো ।

৪| ২৮ শে নভেম্বর, ২০২০ ভোর ৪:৩৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ইসলামের বৈধ বিষটাকে যারা খারাপ চোখে দেখে তাদের আজাবের সম্ভাবনা আছে।
ইসলামে এই বিবাহ বৈধ। তবে ছেড়ে চলে যাবার সময় তালাক দিয়ে যেতে হবে।
বিবাহের কতদিন পর তালাক দিতে পারবে এমন কোন নিয়ম নাই।তবে সহবাস না হলে তালাক বৈধ হবে না।
মহিলাদের বিষয় একটা নির্দিষ্ট সময় পর আবার বিবাহ করতে পারবে।
ব্লগে অনেক মুমিন আছে তারা এই বিষয়ে ভাল বলতে পারবে।

২৮ শে নভেম্বর, ২০২০ ভোর ৫:২৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যে বিবাহ শুধু মাত্র যৌন আনন্দর জন্য তা
বিয়ে হিসাবে সহি কিনা ...... ... আমার মনে সন্দেহ আছে ।

৫| ২৮ শে নভেম্বর, ২০২০ ভোর ৪:৪৩

এস এম মামুন অর রশীদ বলেছেন: নুরুলইসলা০৬০৪-এর ছাগলামি মন্ত্যব্যের কারণ কী? এর ম্যাতকার আর বিষ্ঠায় তো ব্লগটা নোংরা হয়ে গেল। আরবরা কি তার পূর্বপুরুষ যে যেনতেনভাবে আরবদের নোংরামি সমর্থন দিতে হবে?

২৮ শে নভেম্বর, ২০২০ ভোর ৫:২৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আরবদের এই নোংরামি আচরন সমর্থন করা যায় না ।

৬| ২৮ শে নভেম্বর, ২০২০ ভোর ৪:৫৭

কানিজ রিনা বলেছেন: শুধুমাত্র ২০১৯ সালের জরিপ গুগলে সার্চ করুন, এশিয়া ইউরোপ আমেরিকা সহ সারা বিশ্বে কত কোটি নারী ধর্ষিত হয়েছে যাদের বয়স ৯ থেকে ১৬ বছরের নিচে। তাছাড়া কত কোটি নারী কে বাধ্য করা হয়েছে দেহ ব্যবসার সাথে জরিপ দেখলেই বুঝতে পারবেন। শুধুমাত্র মুসলিম দেশের দোষ দিয়ে পার পাওয়া যাবে কি?
বর্তমান সৌদি বাদশা লন্ডন আমেরিকা যায় প্রমদ বালাদের নিয়ে আনন্দ ফুর্তি করতে। সে সব নারীরা কি মুসলিম?
প্রতিটা উন্নত দেশে ফাইভ স্টার হোটেল মোটেলে নারী বালারা থাকে ব্যবসায়ী পর্যটনদের আনন্দ-ফূর্তিতে শামিল হওয়ার জন্য।
শুধুমাত্র মুসলিম দেশের দোষ দিয়ে লাভ কি?

২৮ শে নভেম্বর, ২০২০ ভোর ৫:৩১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার বক্তব্যর সত্যতা আমি জানি বা
বিদেশে সরাসরি প্রত্যক্ষ করেছি,

..................................................................................
তবে
মুসলিম দেশে বসে মুসলিম আইনের ফাকঁ ফোকর বের করে
৫/১০ দিনের বউ বানানো কতটা সৎ মানসিকতার পরিচয় দেয় বলুন ???

৭| ২৮ শে নভেম্বর, ২০২০ ভোর ৬:৫০

কালো যাদুকর বলেছেন: একরাতের জন্যও বিবাহের কথা শুনেছি। এগুলো আরব আমিরাতে হয়।
অনেক শেখদের এই ধরেনের বিবাহের ব্যাপারে ইউটিউবে ব্যাখা করতে শুনেছি। চাইলে দেখে নিতে পারেন।
তবে এখানে উদেশ্যটা ভাল না সেটা তো বলাই যায়।

এদের সাথে ননমুসলিমদের পার্থক্য হল, ননমুসলিমরা বিয়ে শাদির ধার ধারে না। যেখানে সুবিধা, সেখানেই পাল উড়ায়। কখনো আপোশে , কখনো জোর করে (ধর্ষন)।

আসলে মেয়েদের এই ধরেনের নির্যাতনে ধর্ম নির্বিশেষে সকল দেশেই বিভিন্ন কায়দায় দেখা যায়। এটা শুধু মুসলিম স্পেসিফিক সমস্যা না।

২৮ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যে কোন আইন মানব কল্যানের জন্য,
বিয়ে সামাজিক বন্ধন এবং
পারস্পরিক কল্যাণের উদ্দেশ্যে প্রণীত ।

৮| ২৮ শে নভেম্বর, ২০২০ সকাল ৭:২৫

সাদা মনের মানুষ বলেছেন: এই জন্যই মানুষদের অনেক বেশী টাকা হতে নেই,

২৮ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৫৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এটাকি শুধু মাত্র টাকার শক্তি প্রদর্শন ?

৯| ২৮ শে নভেম্বর, ২০২০ সকাল ৮:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এটা অবশ্যই বিধি-বিধান সম্মত।
এখানে খারাপ কিছু দেখতে পাচ্ছিনা।

২৮ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৫৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাংলাদেশে বা আপনার আমার পরিবারে যদি এমন কিছু
ঘটার সম্ভাবনা দেখেন তাহলে কি মেনে নিতে পারবেন ???

১০| ২৮ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৩৭

এমেরিকা বলেছেন: আবারও একটা নকল লেখা পেলাম। লেখক নিজস্ব কোন চিন্তা ভাবনা শেয়ার না করে একটা খবর জাস্ট কপি পেস্ট করে দিয়েছে। এ ধরণের লেখা ব্লগ হিসেবে সামুর মান অনেক কমিয়ে দেয়। মডারেটররা ব্যাপারটা চিন্তা করে দেখবেন আশা করি।

ইসলামে জোরপূর্বক বিয়ের কোন স্থান নেই। এ ধরণের বিয়ে বাতিল বলে গণ্য হবে। যারা এই এরেঞ্জমেন্ট করে, তারা ইসলামী আইন অনুযায়ী করেনা, বরং সে দেশের আইনের চোখকে ফাঁকি দেবার জন্য করে। সেই দেশের আইন যদি ব্যভিচারকে পারমিট করে, তবে এ ধরণের বিয়ে বন্ধ হয়ে যাবে এমনিতেই।

বাই দ্যা ওয়ে, নুরুল নামের ছাগলটার ল্যাদানি বন্ধ হবে কবে? কবে আমরা আমাদের প্রিয় সামুকে একটা পরিচ্ছন্ন ব্লগ হিসেব পাব?

২৮ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৫৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঘটনা ক্রমের সময় ও সুত্র দেয়া আছে,
আপনি প্রতিদিনের কতটুকু ঘটনা জানতে পারেন ?

১১| ২৮ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:০৬

এস এম মামুন অর রশীদ বলেছেন: লেখক, আমি নিশ্চিত আপনার পরিবারে এরকম ন্যাক্কারজনক ঘটনা কখনো ঘটতেই দেবেন না আপনি, কিন্তু মোহাম্মদ সাজ্জাদ হোসেন যে নিজের ক্ষেত্রে বা তার পরিবারে এরকম ঘটনা মেনে নেবেন এবং সেটি বিধি-বিধান সম্মত বলে বরং শুকরিয়া জ্ঞাপন করবেন, তা ভদ্রলোকের মন্তব্যেই স্পষ্ট।

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ২:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন যে নিজের ক্ষেত্রে বা তার পরিবারে এরকম ঘটনা মেনে নেবেন এবং
সেটি বিধি-বিধান সম্মত বলে বরং শুকরিয়া জ্ঞাপন করবেন, তা ভদ্রলোকের মন্তব্যেই স্পষ্ট।

.............................................................................................................................
তিনি জবাব দিয়েছেন, এখানে ব্যক্তিগত বা সমাজগত বলা চলে না,
আমার এই টপিকার পেছনে তিনটি উদ্দেশ্য অত্যন্ত পরিস্কার,
১। মেয়েটি সাবালিকা ছিলনা, তথাপি ইসলামের নামে জোর করে বিয়ে দেয়া হয়েছে ।
২। ইসলাম ঘোষিত বিয়ের আইন ভঙ্গ করা হয়েছে ।
৩। মিশরের সমাজ ব্যবস্হা এই ধরনের ভ্যাবিচারকে স্বাভাবিক ভাবে প্রচলিত আছে ।
যা আমাদের আইনে ধর্ষন বলতে হবে ।

১২| ২৮ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:২৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: মিশরসহ মধ্যপ্রাচ্যের ওই সকল দেশের এই সিস্টেমটা অনেকটা মুতা বিবাহের মতোই মনে হচ্ছে। তবে আমাদের দেশে এরশাদ কাকুর মতো লুচ্চা লাফাঙ্গার ঘনঘন প্রেমে পড়ে বিবাহের সমর্থনকারী সংখ্যাও কিন্তু কম নয়। =p~

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ২:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মিশরের সমাজ ব্যবস্হা এই ধরনের ব্যাভিচার স্বাভাবিক ভাবে প্রচলিত আছে ।
যা ঊন্নত দেশের আইনে ধর্ষনের বিচার হবে ।

১৩| ২৮ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৩২

মিরোরডডল বলেছেন:



এবসোলিউটলি ব্রুটাল এন্ড ডিসরেস্পেক্টফুল !!!
এসবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া যায় নাহ ?
ইটস কাইন্ড অভ প্রস্টিটিউশন ।

মেয়ে যদি ১৮+ হয় তাহলেতো এরকম বাবা মায়ের বিরুদ্ধেও কেইস করা উচিৎ যারা মেয়েকে দিয়ে অর্থের বিনিময়ে জোরপূর্বক বিয়ে নামে বিজনেস করাচ্ছে । এটা শুধু ফিজিক্যাল এবিউজই না, মেন্টালিও ভয়াবহ টর্চার !
মেয়েদের জীবন নিয়ে খেলছে ।






২৯ শে নভেম্বর, ২০২০ রাত ২:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বর্তমানে নারী সমাজ এসব নিয়ে অনেক সোচ্চার,
এজন্য পথে ঘাটে মিছিল ফেষ্টুন ও দেখছি !

.............................................................................
তাতে ফলাফল কি ?
শোনা যায় ইদানিং নারীরা দাবী করছে তাদের বিবাহিত জীবনে স্বামীও
যদি তাহার ইচ্ছের বিপক্ষে জোর করে যৌন মিলন করে তা ধর্ষন বলে গন্য হবে
এবং সর্ব আদালতে দন্ডনীয় অপরাধ, আর বর্তমান আইনে মৃত্যুদন্ড প্রাপ্য !!!

১৪| ২৮ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: বাংলাদেশে বা আপনার আমার পরিবারে যদি এমন কিছু
ঘটার সম্ভাবনা দেখেন তাহলে কি মেনে নিতে পারবেন ???

দেখুন জনাব, এটা কাউকে ব্যক্তিগতভাবে না নেওয়াই ভালো। আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো , মিশরের ওই লোকটি ইসলামী বিধি-বিধান মেনেই বিবাহ দিয়েছ এবং যেই লোকটি বিবাহ করেছে সে লোকটি ও ইসলামী বিধি-বিধান মেনেই তালাক দিয়েছে।


এখানে আমার ব্যক্তিগত প্রসঙ্গ টেনে আনাটা মনে হয় না যে খুব একটা প্রাসঙ্গিক।

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ২:১৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইদানিং নারীরা দাবী করছে তাদের বিবাহিত জীবনে স্বামীও
যদি তাহার ইচ্ছের বিপক্ষে জোর করে যৌন মিলন করে তা ধর্ষন বলে গন্য হবে
এবং সর্ব আদালতে দন্ডনীয় অপরাধ, আর বর্তমান আইনে মৃত্যুদন্ড প্রাপ্য !!!

.................................................................................................................
এসব কি ব্যাক্তিগত জীবনকে প্রভাবিত করে না ???

১৫| ২৮ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:২৬

আমি নই বলেছেন: এবার আপনারাই বলুন, মুসলিম দেশ থেকে আগত পর্যটকরা মুসলিম দেশেই, ইসলামকে পুঁজি করে যে কান্ড ঘটায় তার বিচার করবে কে ???

বিষয়টা কেমন জানি, আচ্ছা ভাই আপনার কি মনে হয় দুনিয়ার ১৫০+ কোটি মুসলমানের সবাই সাহাবীদের মত জীবন যাপন করে? মাদ্রাসায় কোন কুলাংগার বলাৎকার করল দোষ ইসলামের, সৌদি নাগরিক খারাপ কাজ করল দোষ ইসলামের। আগে ব্যক্তির কারনে গোষ্ঠীকে দোষ দেয়া বন্ধ করেন দেখবেন অনেক কিছু স্বাভাবিক মনে হবে।

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ২:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সৌদি নাগরিক খারাপ কাজ করল দোষ ইসলামের।
....................................................................................
তারা দাবী করে যে, তারাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ও ইসলামের
পতাকাবাহী, পূর্বে বা এখনও বলা হয়ে থাকে যে, তাদের কোন
সমালোচনা করা যাবে না । আমরা বাঙ্গালীরা তো মিসকিন ।
অতএব, তাদের আচার আচরন অবশ্যই মুসলিম সমাজে প্রভাব পড়ে ।

১৬| ২৮ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৫২

নেওয়াজ আলি বলেছেন: মিশরে মেয়েদের খৎনাও দেওয়া হয় । আরব দেশে সব জালিম এবং উগ্র হলো মিশরী

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ২:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সৌদিরা কম কিসে,
আমাদের মা বোনদের সাথে যে সব আচরন করেছে
তা শুনলে মাথায় রক্ত ছুটবে, গায়ের লোম সব দাড়াঁয়ে যাবে ।

১৭| ২৮ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৫৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: ইসলামে মুতাহ (সাময়িক) বিবাহ নিষিদ্ধ করা হয়েছে। কাজেই যা ঘটেছে এটা ইসলামের শরিয়ার বিপরীত। ব্যক্তি এই জন্য দায়ী।

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ৩:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সমাজ প্রতিকার না করলে ব্যক্তি আরও সাহসী হবে,
তাই নারীর প্রতি অবিচার বন্ধ হউক ।

১৮| ২৮ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:



সব ধর্মই মানুষের আবিস্কার, আগের মানুষের সামাজিক ও রাজনৈতিক আবিস্কার; আজকের সমাজে যারা ইহার ব্যাখ্যা দিচ্ছে, তারা নিজেরাই আজকের সমাজের পেছনের সারির লোকজন।

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ২:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধর্ম যুগে যুগে এসেছে
কেন?
মানব কল্যানের জন্য,

...................................................................
আমরা তার অপব্যবহার করছি ।

১৯| ২৮ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:



সৌদীতে প্রায় ২৫ লাখের মতো বাংগালী পুরুষ আছে; তাদের যৌন জীবনের সংগী হচ্ছে মিসর থেকে আগত দরিদ্র পরিবারের মেয়েরা।

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ২:২৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কথাটার সত্যতা কতটুকু ???
......................................................
আমার পরিচিত বেশ কিছু বাঙ্গালী আছে
তারা মিশরে বিয়ে করে সুখী ও সংসারী ।
তাদের কাছে এমন তথ্য নেই ।

২০| ২৮ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৬

ফটিকলাল বলেছেন: অসাধারন পোস্ট। সুপার লাইক

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ২:২৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ আপনাকে !
.............................................
সত্যকে জানুন, এখন আর সেই দিন নাই যে,
কর্তার দোষ ঢেকে মহান মালা গলায় পড়াঁয়ে
দিতে হবে ।

২১| ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: কি ভয়ঙ্কর অবস্থা!!! সভ্যতার আড়ালে বর্বরতার নগ্ন রুপ।

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ২:৩১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের আশে পাশে আরও কি ঘটনা ঘটে
যা লিখতে গে লন্কা কান্ড ঘটবে

............................................................................
বিশ্বাসযোগ্য প্রমানের অভাবে লিখতে পারিনা ।

২২| ২৯ শে নভেম্বর, ২০২০ রাত ১২:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
অতিরিক্ত ধার্মিকতা মানুষের মানুষের মানবতা ও মানবিক গুণগুলো বিলুপ্ত করে ফেলে ..

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ২:৩৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধর্মকে বর্ম বানায়ে কিছু লোক ক্ষমতার দাপটে
অন্ধ, তাই এসব বন্ধ করা অসম্ভব ।
তখন প্রশাসন চোখ বন্ধ করে না দেখার ভান করে ।

২৩| ২৯ শে নভেম্বর, ২০২০ রাত ১:৩৫

আল ইফরান বলেছেন: হানাফি স্কুল অফ ল' মুতা বিবাহকে ব্যাভিচারের সমতুল্য গণ্য করে। বিচার আল্লাহর হাতে ছেড়ে দিতে পারেন, কারন পুজিবাদের কাছে অনেকেই বিক্রি হয়ে গেছে।

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ২:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এটাকে কখোনই বিয়ে বলা যায় না ।
কিছু টাকার বিনিময়ে ( ৪/৫ দিনের স্বামী ) মেয়েটির আশা আকংখা ভেঙ্গে চুরমার করে দেয়
ও শাররিক ধর্ষন/ অত্যাচারিত হয়ে বাকী জীবনটা
ভয়ংকর দুষসপ্নের মাঝে অতিবাহিত করে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.