নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !
সামহোয়্যারইন ব্লগে সাম্প্রতিক সময়ে ভালো বিষয় ভিত্তিক ব্লগ পোস্টের প্রচন্ড খরা চলছে।
খুব কম পোস্টেই ভালো আলোচনা হয়, সুষ্ঠ বিতর্ক হয়। কেবল ধর্ম ভিত্তিক পোষ্টেই মাঝে মাঝে দেখি বিতর্কের
নামে চলছে কিছু হাস্যকর আলোচনা।মনে রাখতে হবে, অতিরিক্ত সরলতা আর বুদ্ধিহীন প্রাণীর মগজ নিয়ে বেঁচে
থাকার মাঝে কোন পার্থক্য নেই। (কাল্পনিক_ভালোবাসা)
...........................................................................................................................................
ব্লগে ব্লগার মনের আনন্দে লিখবে এবং তার ইচ্ছে ও অর্জনের অভিজ্ঞতা থেকে অন্যান্য ব্লগের লেখায় অংশগ্রহন
করবে এমনটা সবাই আশা করেন । এখানে অন্যর লেখার উপর চড়াও হওয়া বা বিব্রতকর মন্তব্য করা
ভদ্রতা ও শালীনতায় পড়ে না ।
আমার সামুতে ব্লগার জীবন ৪বৎসর ১মাস, এখানে তোষামদ যেমন চলে, তেমনি বিতন্ডা, কখোনবা চরম
অশালীনতা, তাই কিছু অপ্রিয় কথা বলতে চাচ্ছি, কাউকে কষ্ট দেবার জন্য নয় বা কেউ ব্যক্তিগতভাবে নিবেন না ।
আমার পর্যবেক্ষণ ও সম্ভাব্য সমাধান সমূহ নিম্নে প্রদান করা হলো :-
১) যে কোন নুতন ব্লগার তার লেখা লিখে পোষ্ট করার পর মানসিক টেনসনে থাকে ,
পাঠক প্রতিক্রিয়া কেমন হবে আমাদের সেক্ষেত্র যথেষ্ট দ্বায়িত্ব আছে তাকে উৎসাহ দেয়া ।
আমি লক্ষ্য করেছি ২/১ জন ছাড়া বাকীরা পন্ডিত মার্কা কথা বলে তাকে ভীত করে তুলে
এছাড়াও একই সময়ে লেখা অন্য পরিচিত লেখায় খুব দ্রুত লাইক,মন্তব্য বা পঠিত চলছে ,
অর্থাৎ এখানেও জানা অজানা পক্ষপাত দুষ্ট হচ্ছে ।
২) পুরাতন ব্লগার এর লেখা পোষ্ট হবার পর, নির্দিষ্ট বলয়ের ব্লগাররা খুব দ্রুত সাড়া দেয়, কিন্ত আশে পাশের
লেখাগুলো পড়ার আগ্রহ বোধ করেনা । ফলে ঐ ব্লগারের পঠিত যদি ১০০ ছাড়ায়, পার্শ্ববর্তী লেখায় তখন
মাত্র ২/৩ বার পঠিত হয়েছে মাত্র।
আমি লক্ষ্য করেছি, ব্লগারদের মাঝে অনেক ছোট ছোট বলয় আছে, এটা বজায় রেখে চলছে , তাই
সুনির্দিষ্ট কিছু ব্লগার পোষ্ট করা মাত্রই অনেকবার পঠিত কিন্ত উত্তর প্রতি উত্তর যাচাই করলে
অনুধাবন করা সহজ যে, ওখানে এটেন্ডেস দেওয়াটাই মুখ্য অন্য কিছু নয় ।
৩) ব্লগার সামুতে কোন লেখা প্রকাশ করার পর তার দ্বায়িত্বর মধ্যে পড়ে যে, অন্য ব্লগার এর প্রতিক্রিয়া কি
সম্ভাব্য ক্ষেত্রে নুন্যতম সময়ের মধ্যে উত্তর দেয়া , শালীনতা বজায় রাখা এবং প্রানবন্ত আলোচনার মাধ্যমে
লেখাটির মূল্যায়ন ও অন্যান্য ব্লগারদের জ্ঞানের পরিধি বিস্তৃত করা ।
আমার পর্যবেক্ষণ বলে যে, অনেক সিনিয়র ব্লগারও এই দ্বায়িত্ব সর্বদা পালন করেনা, এবং কিছু কিছু
ব্লগার এমন ভাবে সমালোচনা শুরু করে যে, এই ব্লগে তার মুরুব্বীয়না আছে, লেখাটি এমন না হয়ে
অমন হলো কেন তার তীব্র সমালোচনা করা । অথচ ব্লগারের পূর্ণ স্বাধীনতা আছে মুক্ত ভাবে লেখার
অধিকার আর সমালোচনাকারীর শালীনতা বজায় রাখা ।
৪) ব্লগে ধর্মীয় ও যৌনাতা নিয়ে প্রচুর বিতর্ক আছে এবং উত্তাপ ছড়াতে দেখেছি । অথচ প্রতিদিন আমরা
বিভিন্ন সমাবেশ , অনলাইন বা ফেসবুকে দেখে থাকি, সেখানে তো আমরা হামলে পড়িনা ?
সারা বিশ্বে ডিজিটাল যুগে এর মাত্রা নির্ধারন করা থাকে, এই মাত্রা অতিক্রম করলে অটো সেই প্রোফাইল
লক বা বন্ধ হয়ে যায় কিছুদিনের জন্য ।
আমার পর্যবেক্ষণ বলে যে, এক্ষেত্রে সামু কর্তৃপক্ষ যথাসময়ে ব্যবস্হা নিতে দেরী করে ফেলে
ফলে কিছু কিছু ব্লগার চরমভাবে ক্ষুব্ধ হয় এবং সামুর ব্লগিং থেকে বিরতি টানে । এখানে ফেসবুকের উদাহরন
বলা যায়, সেখানে এমন ঘটনা খুব কম ঘটে এবং একবার যার একাউন্ট বন্ধ হয় তা ফিরে পাওয়া অত্যন্ত কঠিন
তাহলে এখানে সামুর দুর্বলতা কোথায় ???
৫) ব্লগে লেখা প্রথম পাতায় আসা ও নির্বাচিত পাতায় যাবার ব্যাপারে ও ব্লগারের মাঝে প্রচুর ক্ষোভ , অসন্তোষ
আছে । বিশেষত নির্বাচিত পাতায় নাকি মডুরা পক্ষপাত করে ।যদিও এব্যাপারে নীতি মালা আছে বলে সকলকে
শান্তনা দেয়া হয়, কিন্ত তা যে ব্লগাররা বিশ্বাস করেনা এবং অনেকে ক্ষোভে আর আসেনা তা ব্লগ কর্তৃপক্ষকে সহনুভূতির
সাথে বিবেচনা করতে হবে ।
আমার পর্যবেক্ষণ বলে যে, এক্ষেত্রে সামু কর্তৃপক্ষ সহজ স্বচ্ছ মনিটর ব্যবস্হাপনা চালু করতে পারে ।এমন ও অভিযোগ
দেখেছি , মডু লেভেলের কেউ লিখলে তা অতিদ্রুত পঠিত ও নির্বাচিত পাতায় চলে এসছে তখনও এর পঠিত বা
লাইক উল্লেখযোগ্য নয় ।পাশাপাশি অন্য একটি লেখা ৩০০/৪০০ বার পঠিত কিন্ত নির্বাচিত পাতায় নেই । আমি জানি, বলা
হবে নীতিমালার আওতায় এটা চলছে, কিন্ত অধিকাংশ ব্লগার তা বিশ্বাস করেনা । ফলে ব্লগার উপস্হিতির হার যেমন
কমতে থাকবে তেমনি মান সম্মত লেখার উপলক্ষ্যে কষ্ট করে সামুতে লিখতে চাইবে না ।
উদাহরন হিসাবে বলতে পারি, অনেক ব্লগারকে আমি ফেসবুকে লিখতে দেখি যারা একসময়ে সামুতে লিখত,
কিন্ত এখন আর লেখা দিতে চায়না, কেন ? এর উত্তর জানা আবশ্যক, ক্ষোভ প্রশমনের জন্য পুরাতন সমস্যাগুলি
সমাধান করা উচিৎ ।
লেখকের মন কখনো বন্দী খাঁচায় থাকতে চায়না, মুক্ত মনে বিচরন করবে আর আনন্দ চিত্তে লিখবে এটাই তার
প্রত্যাশা, সেখানে কোন প্রকার বাধা আসুক তা কাম্য হতে পারে না ।
সর্বশেষ পর্যালোচনা :
আমি মনে করি সামুতে ব্লগারদের যে সকল বিষয়ে আপত্তি বা অবিশ্বাস সেখানে স্বচ্ছতার সাথে ব্লগারদের ভোটিং ব্যবস্হা
থাকবে তাহলে ক্ষােভ আর অভিযোগের বরফ গলবে এবং সামু প্রানবন্ত হবে । এজন্য আলোচনা চলতে পারে ।
১২ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:১৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তাহলে বর্তমান , পুরাতন ব্লগার যারা সামু থেকে গিয়ে ফেসবুকে লিখছে, তারা
শুধুমাত্র ফেইসবুকের লেখক ???
গল্প লিখছে, বই প্রকাশ করছে ???
আবার কখনো ব্লগে ফিরে আসলে অনেকেই স্বাগত জানাচ্ছে !!!
........................................................................................................
এখনো অনেক সামুর ব্লগার ফেইসবুকে লিখে স্বাচ্ছ্যন্দ পায়, তাহলে সেইসব
ব্লগার শুধুমাত্র ফেইসবুকের লেখক হয়ে যাবে ?
আপনার যুক্তি নিতে পারলাম না ।
দু:খিত !!!
২| ১২ ই জানুয়ারি, ২০২১ ভোর ৫:৫৪
চাঁদগাজী বলেছেন:
ফেইসবুকে লেখা কেহ পড়ে দেখে কিনা আমি জানি না, ওরা না পড়েই লাইক পাইক দেয়।
১২ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:০০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সাবাই পড়ে না বা অনেকে ভিন্ন উদ্দেশ্যে লাইক দিতে পারে
তবে , ঐটুকু তে ফেইসবুকের গুরুত্ব এতটা হতো না ।
................................................................................
আমি ফেইসবুকে অনেক সুন্দর সুন্দর গল্প পড়েছি, গবেষনা পত্র দেখেছি
কবিতা পড়েছি , এসবের সৌন্দর্য আমি সমিুতে ও আশা করতে পারি ।
৩| ১২ ই জানুয়ারি, ২০২১ ভোর ৬:০৯
ডঃ এম এ আলী বলেছেন:
লেখাটিতে অনেক গুরুত্বপুর্ণ কথামালা উঠে এসেছে ।
অনেক বিষয়েই ভেবে দেখার অবকাশ আছে ।
ব্লগে সকলেই সকলের তরে এই হোক
দৃঢ় প্রত্যয় । সকলেরই প্রত্যাশা পুরণ
হোক যথাযথভাবে এ কামনাই রইল।
১২ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:০৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগে আপনার প্রতি আমার প্রচন্ড শ্রদ্ধা
সময়ের কাজ সময়ে করতে হয়
আপনার সর্বাত্নক সহযোগিতা চাই ।
৪| ১২ ই জানুয়ারি, ২০২১ ভোর ৬:৪৯
পদ্মপুকুর বলেছেন: ভালো পর্যবেক্ষণ, পরে আবার বিস্তারিত মন্তব্য করবো।
১২ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:০৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার ভালো সহযোগিতা আর পর্যবেক্ষণ দরকার ।
৫| ১২ ই জানুয়ারি, ২০২১ ভোর ৬:৫০
পদ্মপুকুর বলেছেন: শুভ সকাল।
১২ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুভ সকাল,
আলোচনার গভীরে যাওয়া উচিৎ
সামুর গতিশীলতা আনয়নের জন্য
সুষ্ঠু আর প্রানবন্ত আলোচনা দরকার ।
৬| ১২ ই জানুয়ারি, ২০২১ সকাল ৭:১৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ব্লগারের যদি মুক্ত ভাবে লেখার স্বাধীনতা থাকে,তবে কমেন্ট যে করবে তারও মুক্ত ভাবে কমেন্ট করার স্বাধীনতা আছে।
সবার লেখা পড়ার সময় থাকতে হবে।কেউ বেশি সময় ব্লগে থাকে কেউ কম সময়।তাছাড়া সবার সব বিষয় ভালোও লাগে না।
১২ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:০৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার আরও মুক্ত আলোচনা , অংশগ্রহন আবশ্যক
৭| ১২ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪২
পদাতিক চৌধুরি বলেছেন: মোটের উপর আপনার পর্যবেক্ষণ ভালো। তবে দুটি বিষয়ে বলতে চাই-
প্রথমতঃ- ব্লগাররা যে নির্দিষ্ট গণ্ডির মধ্যে কমেন্ট করেন সেখানে একে অপরের মধ্যে শুধু লেখালেখির মাধ্যমেই একটা সুন্দর মিথস্ক্রিয়া গড়ে ওঠে। যার পরিপ্রেক্ষিতে অন্যের পোস্টে সৌজন্যবশত মন্তব্য করার একটা তাগিদ তৈরি হয়। কখনোবা ব্যস্ততার কারণে পাঠ সম্ভব না হলে সামরিক হাজিরা দিয়ে সুযোগমতো আবার আসবেন বলে আশার অভিমত ব্যক্ত করেন। কাজেই তার মধ্যে কোন অন্যায় দেখি না।
অনেক ব্লগার পোস্ট দেন। কিন্তু অন্যের প্রতিমন্তব্য দেওয়ার কোনো প্রয়োজন বোধ করেন না। অনেকে বা শুধু একটা ধন্যবাদ দিয়েই ছেড়ে দেন। কমেন্টে যে বিষয়গুলো নিয়ে আলোকপাত করা হয় সে বিষয়ে ন্যূনতম সৌজন্য দেখান না। ব্যক্তিগতভাবে আমি এই সমস্ত ব্লগারদের পোস্টগুলোতে আর কমেন্ট করার কোন প্রয়োজন বোধ করি না। নিজের সম্মান তো নিজের কাছে, নাকি আপনি কি বলেন?
দ্বিতীয়তঃ-ব্লগ ও ফেসবুক প্রসঙ্গে আপনার সঙ্গে সহমত হতে পারলাম না। ব্যক্তিগতভাবে আমি সামুব্লগের বাইরে ফেসবুক ও কলকাতা থেকে নিয়ন্ত্রিত অন্য একটি ভার্চুয়াল জগতের লিখতাম। যদিও ফেসবুকে যে এখনও লিখিনা তা নয়। তবুও বলবো, সামুর চলমান ক্রান্তিকালের মধ্যেও তিনটিকে কম্পেয়ার করার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি সামু হাজার যোজন এগিয়ে। সামুর পাঠকদের কোয়ালিটি অনন্য।এমন পাঠকদের কাছ থেকে লেখার মধ্যে যে অনুপ্রেরণা, আনন্দ পাওয়া যায় তার লোভেই এখনও সামুকে হৃদয়ের অন্তস্থলে রাখা।
একটা আবেগের কথা শেয়ার না করলেই নয়- এই ব্লগেই শুধু লেখালেখির মাধ্যমেই পরিচয় হয়েছিল একজন বিখ্যাত ব্লগারের সঙ্গে।যিনি বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক। ব্যক্তিগত পরিচয় না হলে হয়তো সে পরিচয় চিরকাল গোপনই থাকতো। কাজেই বলার যে হাজার পেশার বিখ্যাত মানুষরা ব্লগের একটা নিকের অন্তরালে সুন্দর মিথস্ক্রিয়া অব্যাহত রেখেছেন। ফেসবুকে কিন্তু সবাই নিজের হামবড়া ভাব জাহির করে নিজের শ্রেষ্ঠত্ব দাবি করেন।
সবশেষে বলার, সামুর এই ভাটা চিরকাল থাকবে না। জোয়ার আসবেই। তরী ভাসানোর জন্য ততক্ষণ মাঝিকে যে অপেক্ষা করতেই হবে...
হ্যাপি ব্লগিং..
১২ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সামু বা ফেসবুকের পর্যবেক্ষণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ
আমি আপনাকে আরও কিছু সাইটে যেতে বলব
যেমন "অনন্য সাহিত্যধারা"
..................................................................................
প্রত্যকের সুনাম বৈশিষ্ঠ আলাদা আলাদা হবে এটাই স্বাভাবিক
কিন্ত সামুর গ্রহন যোগ্যতা বাড়াতে হলে অবশ্যই
প্রযোজ্য ক্ষেত্রে সংস্কার আবশ্যক ।
৮| ১২ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১৪
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সর্বক্ষেত্রে সকলের উদার, আন্তরিক ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ব্লগকে সার্থক ও সুন্দর করে তুলতে পারে।
সবার জন্য শুভকামনা।
১২ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনাদের সকলের আন্তরিক চিন্তা ভাবনা
আর আলোচনা , ব্লগের কর্তৃপক্ষর চিন্তা চেতনায়
ইনোভেটিব দিগন্ত খুলে দিতে পারে ।
৯| ১২ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২০
আতিকুররহমান আতিক বলেছেন: পদাতিক চৌধুরী ভাইয়ের সাথে একমত। পাশাপাশি আপনার পর্যবেক্ষনও প্রশংসার দাবীদার। আশাকরি ব্লগ কতৃপক্ষ বিষয়গুলো আমলে নিয়ে যথাযথ পদক্ষেপ নিবেন।
১২ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বেশীর ভাগ ব্লগার, আলোচনার গভীরে যে তে চায় না
বা কে উ কে উ মডুরা কি মনে করবে, তাই কে শে
কথা বলে না ,
............................................................................
আমি অনুরোধ করব এইবার আলোচনাটা পূর্ণ হোক
১০| ১২ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর পর্যবেক্ষণ ও মতামত প্রকাশ। দেখা যাক কতটা কি পরিবর্তন হয়। ধন্যবাদ পোস্টের জন্য।
১২ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামত
আর কর্তৃপক্ষের সদিচ্ছা সমস্যার সমাধান
আনতে পারে ।
১১| ১২ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:১১
নেওয়াজ আলি বলেছেন: কি আর কমু সব মনের কথা আপনি কইছেন। এইসব শতভাগ সত্য। ১নং ২ নং সত্যের উপরে সত্য। একজন সিনিয়র বগ্লার আছে নতুনদের প্রথম লেখায় বলে ম্যাও ম্যাও। পুরাতন বগ্লার কেউ কেউ কপি করে পোষ্ট করে নির্বাচীত পাতায় চলে যায় আবার পাচঁ মিনিট পরে একই বগ্লার আরেক পোষ্ট নিয়ে হাজির হয়। পুরা দুনিয়া পক্ষপাতে চলে সামু আর বাদ যাবে কেন।
১২ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:২০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নেওয়াজ আলি ভাই, ব্লগে আপনাকে প্রায়ই দেখি
..............................................................................
ভাসা ভাসা উত্তর দিয়ে আর সময় অতিবাহিত করা ঠিক নয়
কোন পদক্ষেপে সামু প্রানবন্ত হবে তাই আলোচনায় আনুন ।
১২| ১২ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩৭
পদ্মপুকুর বলেছেন: বলেছিলাম আবার আসবো, এসেছি। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি টু দ্য পয়েন্ট বিভিন্ন পর্যবেক্ষণের জন্য। যদিও আমার বলতে চাওয়া কথাগুলো ব্লগার পদাতিক চৌধুরী আগেই বলে দিয়েছেন, তবুওতো থাকে কিছু বলতে যা দ্বিধা নেই...
আমার মনে হয়, পণ্ডিতমার্কা কথা বলে নতুন ব্লগারদের ভীত করে দেয়া ব্লগারের সংখ্যা আক্ষরিক অর্থেই ২/১ জন। তবে পুরোনো ব্লগাররা পরিচিত গণ্ডিতে থাকতে সাচ্ছন্দ্য বোধ করেন; এ কথা সত্যি। এর পেছনে যে কারণ কাজ করে, তা ব্লগার পদাতিক চৌধুরী সুন্দর করে বলেছেন।
এ ছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায়, যারা পুরোনো ব্লগার, তাঁরা তাঁদের ছাত্রাবস্থায় এখানে অ্যাকাউন্ট খুলেছিলেন, তখন বিস্তর সময় ছিলো, ব্লগে সময়ও দিয়েছিলেন। কিন্তু এখন তাঁরা কর্মজগতে ব্যস্ত হয়ে পড়ায় ইচ্ছে থাকলে বেশি সময় দিতে পারেন না, সবার লেখা পড়তে পারেন না আবার ব্লগ ছেড়ে যেতেও পারেন না। তখন নিজের পড়া/আলোচনার গণ্ডী সীমিত করে আনেন। তবে এ কথা অস্বীকার করার কোনও উপায় নেই যে পড়ার সীমানা বাড়াতে হবে। বিশেষ করে নতুন লেখককে এক্সপ্লোর করা পুরোনোদের একটা দায়িত্ব বিশেষ। ব্লগের প্রথমদিকে এই কালচারটা ছিলো। নতুন একজন আসলে সবাই তাঁকে অভিনন্দন জানাতেন, ফলে তার জন্য এ এলাকায় বিচরণ মসৃণ করা সহজ হতো।
ব্লগে ধর্ম, যৌনতা এবং রাজনীতি নিয়ে বিতর্ক প্রথম থেকেই ছিলো, আছে এবং থাকবে। আমার পর্যবেক্ষণ হলো, এ লেখাগুলো সবসময় যে নিজের বিশ্বাস থেকেই দেয়া হয়, তা নয়, অনেক সময় ইচ্ছেকৃতভাবে 'কাইজ্জা' করার জন্যই দেয়া হয়। তা সে যে উদ্দেশ্যেই দিক, ব্লগার কাল্পনিক_ভালোবাসা যেমনটা বলেছেন যে যথাযথভাবে জেনে এবং সুন্দর উপস্থাপনের মাধ্যমে নিজের কথাটা বললেই কোনো সমস্যা হয় না। কিন্তু ওই যে, যেহেতু অনেক সময় 'কাইজ্জা' করার উদ্দেশ্যেই দেয়া হয়, তাই অপরপক্ষকে ধুয়ে দেয়ার ইনটেনশনটা থাকে। এখন এই যায়গাটায় মডারেশন চালু হতে পারে, যেমনটা আপনি বলেছেন, এটা কর্তৃপক্ষের ব্যাপার।
আরেকটা বিষয়, ফেসবুক এবং ব্লগ, দুটোই স্বতন্ত্র বৈশিষ্ট্যে বিশিষ্ট। ফেসবুককে আমার আলপটকা, চটুল মনে হয়। দ্রুত জনপ্রিয়তা অর্জন বা লাইকের বন্যা আমার ভালো লাগে না। আমি ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করে দিয়েছি প্রায় ৫ বছর হয়ে গেলো। কিন্তু অনেকের হয়তো উপরোক্ত কারণেই ফেসবুককে ভালো লাগে। তিনি সেখানে লেখা দিয়ে দ্রুত আলোচিত হওয়া পছন্দ করেন, এ কারণেই হয়তো ব্লগে এখন আর লেখেন না। বিষয়টা যে যেভাবে নেয় আর কি।
যাই হোক, ভালো থাকুন, আপনার এই পর্যবেক্ষণ ব্লগের প্রতি আপনার আন্তেরিকতাকেই প্রমাণ করে। শুভ ব্লগিং।
১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:০৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আবার ফিরে আসার জন্য ধন্যবাদ !
.........................................................................
কিন্তু ওই যে, যেহেতু অনেক সময় 'কাইজ্জা' করার উদ্দেশ্যেই দেয়া হয়, তাই অপরপক্ষকে ধুয়ে দেয়ার ইনটেনশনটা থাকে।
এখন এই যায়গাটায় মডারেশন চালু হতে পারে, যেমনটা আপনি বলেছেন, এটা কর্তৃপক্ষের ব্যাপার।
......................................................................................................................................
আমার এসব পয়েন্টে পর্যবেক্ষণ আছে ও চলবে । আমি চাই যে সকল সমস্যার জন্য ব্লগার আহত বা অপমানিত
হয় তা বিশ্বাস যোগ্যভাবে দুর করার আধুনিক উপায় উদ্ভাবন করা ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
কাইজা বা অপমানকর অবস্হার মাঝে
একজন নিরীহ ভদ্রলোক লেখক ব্লগার নিশ্চয়ই এর মধ্য নিজকে জড়াতে চাইবে না,
সামুকে প্রানবন্ত করতে হলে অবশ্যই এর কারন সমূহ বের করে সুরাহা করতে
হবে, পুরাতন পদ্ধতি বাদ দিয়ে অবশ্যই স্বচ্ছ ও অংশগ্রহন মূলক আধুনিক পদ্ধতি
প্রবর্তন করতে হবে, যা সকলেই গ্রহনযোগ্য বলে মনে করবে ও নিশ্চিন্ত মনে লিখতে পারবে
আর শন্কায় থাকবেনা, মডুরা কি আমার লেখা নির্বাচিত করবে ???
১৩| ১২ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার মনে হয়, আপনি আমার কথাগুলো ঠিকভাবে কোট করেন নি। লাস্টে যে লাইনটি লিখেছি, তার আগে তো আরো কিছু আছে।
বিনয়ের সাথে জানতে চাইছি, আপনি পুরো বক্তব্যটি কেন দিলেন না?
পাশাপাশি এটাও জানতে চাইছি - ঐ পোস্টটি কি কোন কারনে ব্লগারদের প্রতি অসম্মানজনক বলে মনে হয়েছে?
আপনার জানার সুবিধার্থে বলতে চাই - কোন পোস্ট কতবার পঠিত হয়েছে, সেটা দিয়ে নির্বাচিত পাতায় যাবে কি যাবে না তা নির্ভর করে না। এটা নির্ভর করে পোস্ট যিনি সিলেক্ট করছেন তার বিবেচনা বোধের উপর।
ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।
১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ২:২৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একটা ফিচার লেখার জন্য যে ধরনের পড়াশোনা করা প্রয়োজন,
বই পড়া প্রয়োজন, আমরা কি তা পড়তে পারছি?
..............................................................................................
আপনার এই বক্তব্যর সাথে সহমত পোষন করে বলছি, তারপরও কথা থেকে যায় ... ... ... ...
কেউ একজন পরিশ্রম করে লিখল, তা সংবাদপত্র,বই, ছবি, ভিডিও অনেক কিছুর সংযোজন হতে পারে ।
কিন্ত ব্লগে ২/১ জন তাকে চোর, কপিপেষ্ট বলে গালাগাল করছে । আমি বলতে চাই অনেক কাছ থেকে দেখছি
সাংবাদিকরা যখন সংবাদ করে তার ৯৫% বিভিন্ন সুত্র থেকে তথ্য নিয়ে সংযোজন করে নিজ লেখা বলে চালায়ে
দেয় ।সভা সেমিনারে প্রত্যহ দেখছি বড় বড় কর্তা ব্যক্তিরা যে ভাষন বা ষ্টোরি বর্ননা করে তার ৯৯% বিভিন্নভাবে
সংগৃহীত এমনকি তার লেখাটাও নিকস্হ কেউ একজন লিখে দিয়েছে । আর্শ্চষজনক হলো কেউ তখন চোর কপি
পেষ্টার বলে গাল দেয়না । বরং হাততালি দিয়ে হলরুম ফাটায়ে ফেলে ।
আমার পর্যবেক্ষণ বলে যে, কোন ব্লগার তাকে সরাসরি চার্জ করতে পারেনা এজন্য কর্তৃপক্ষর আইন আছে এবঙ তা
স্বচ্ছ হয়, সঠিক প্রয়োগ থাকে, সব ব্লগার দেখতে পায় তাহলে কোনটা মৌলিক লেখা বা সংগৃহীত বুঝতে কষ্ট হবার
কথা নয়। কিন্ত সরাসরি আক্রমন করে তাকে নাজেহাল করার অর্থ হলো যে, তুমি আর এই সামুতে এসোনা
এখানে তোমার জায়গা নেই , আমরা কতিপয় বাঘেরা বিচরন করছি ।
..................................................................................................................................................
গুনগত মানের লেখার কথা বলছেন, সেজন্য আপনাদের কতটুকু সহযোগিতা আছে জানিনা, আমি এটুকু বলতে পারি
অষ্ট্রেলিয়া ভ্রমনের সময় আমি অত্যন্ত পরিশ্রম করে প্রায় ১৫ দিন বিভিন্ন ভ্রমন স্হান ঘুরে, মিউজিয়ামএ গিয়ে
ঘন্টার পর ঘন্টা ব্যয় করে অনেক তথ্যর নোট নিলাম, ছবি তুললাম সামুতে লিখব এই আশায়,
কিন্ত অত্যন্ত দু:খজনক এই যে,সামুর বর্ষপুর্তীতে লেখাটা স্হান পেলোনা, হারায়ে গেল,
সামু একবারও বল্লনা লেখাটা দিন বা ব্লগে প্রকাশ করুন !
এরপরও কি , কোন ভরসায় পরিশ্রম করার আগ্রহ থাকে ?
..........................................................................
আপনার জানার সুবিধার্থে বলতে চাই - কোন পোস্ট কতবার পঠিত হয়েছে, সেটা দিয়ে নির্বাচিত পাতায়
যাবে কি যাবে না তা নির্ভর করে না। এটা নির্ভর করে পোস্ট যিনি সিলেক্ট করছেন তার বিবেচনা বোধের উপর।
ঐখানে আমার পর্যবেক্ষন আছে, বিষয়টির স্বচ্ছতা দিতে আপত্তি কোথায় ?
একজনের বিবেচনাবোধ অন্যর অবিবেচনা হতে পারে, তা থেকে ক্ষােভ, অসম্মানের সুযোগ ঘটে ।
কর্তৃপক্ষের নীতিমালার আওতায় তা ডিজিটাল ও অটোমেশন করা যতেে পারে , যা সকলেই দেখতে পাবে,
কেন কোন ব্লগার ব্লক হচ্ছে , কেন প্রথম পাতায় যাচ্ছে, কেন নির্বাচিত পাতায় স্হান পেলো,
নিরপক্ষ কতটুকু বা তার লেখার রেটিং কত ?
...............................................................................................................................................
আমার বিশ্বাস এরপর দেখতে পাবেন, ব্লগারদের মাথায় বুদ্ধির ঝলক কতখানি !!!
১৪| ১২ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৪
রাজীব নুর বলেছেন: অনেক সময় নিয়ে, অনেক লম্বা একটা মন্তব্য লিখলাম। হঠাত মন্তব্যটা মুছে গেলো। যেহেতু মুছে গেলো- তাই আর নতুন করে লিখলাম না। এটার মধ্যেই হয়তো ভালো কিছুর আছে।
১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হঠাত মন্তব্যটা মুছে গেলো।
............................................................................
আপনি হলেন ব্লগে প্রতিদিনের ভোরের পাখি, সামুতে আসলেই
যে কোন বিষয় হোক লেখা আছেই , তাই সবটায় মন্তব্য নাহলে ও
প্রায়শই আমি মন্তব্য করে থাকি ।
সেখানে আপনি কোন অংশগ্রহন মূলক আলোচনায় আসবেন না,
তা আমার কাছে ঠিক মনে হলোনা ।
..................................................................................................
ব্যাপারটা এমন নয়তো পাছে লোকে কিছু বলে ???
১৫| ১২ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৩
ডার্ক ম্যান বলেছেন: গঠনমূলক মন্তব্য যে কোন পোস্টের প্রাণ । আমরা অধিকাংশ ব্লগার যেমন গঠনমূলক মন্তব্য করতে পারি না ঠিক তেমনি বেশিরভাগ পোস্টদাতা গঠনমূলক মন্তব্যে অস্বস্তিতে ভোগে ।
বার বার রিফ্রেশ করে অনেকেই পোস্ট বেশিবার পঠিত করে তাই বেশিবার পঠিত হলেই নির্বাচিত পাতায় স্থান দেয়া ঠিক না যদি লেখা মানসম্পূর্ণ না হয় ।
লেখক শুধু তার নিজের জন্য লিখবেন না বরং পাঠকের জন্যও লিখবেন ।
১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১:১৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বেশিবার পঠিত হলেই নির্বাচিত পাতায় স্থান দেয়া ঠিক না যদি লেখা মানসম্পূর্ণ না হয় ।
লেখক শুধু তার নিজের জন্য লিখবেন না বরং পাঠকের জন্যও লিখবেন ।
.....................................................................................................................
আপনার বক্তব্যর সাথে আমি সম্পূর্ণ সহমত পোষন করি ।
তারপরও স্বচ্ছতার অভাবে আমি অনেক ব্লগারের লেখায় ক্ষোভ দেখেছি,
অমন ধরনের ব্লগাররা প্রকাশ্যে কিছু বলেনা কিন্ত দুরে সরে যায় এবং
পরিশ্রম করে কোন লেখা সামুতে দিতে আগ্রহ বোধ করেনা ।
১৬| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৪৪
সোহানী বলেছেন: আমি অবশ্যই আপনার আলোচনাকে স্বাগত জানাই।
কাভা ভাই যেমন কিছু প্রশ্ন রেখেছেন তেমনি আপনিও আপনার দৃষ্টিকোন থেকে ব্যাখ্যা করেছেন। সেখানে কিছু প্রশ্নে উত্তর যেমন আছে আবার অনেক নতুন প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে একটাই কথা বলি, নতুন/পুরাতন ব্লগারে পার্থক্য আমি কখনই করতে চাই না। সময়ের স্রোতে শত প্রতিকূলতার মাঝে টিকে থাকা কিন্তু এক সেন্সে বিশাল কিছু। সামান্য কিছু হলেই ব্লগ ছেড়ে দেয়া কোন বুদ্ধিমান কাজ নয়।
১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:০০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনাকে স্বাগত :
.......................................................................
সামুর ব্লগে আমার খুব একটা বয়স নয়, ব্যবসায়িক ও সামাজিক
কারনে সময়ও দিতে পারি না, তবে যখনই ব্লগে আসি নানান রকম
অসংগতি চোখে পড়ে, দেখছি বেশ কিছু ব্লগার কাইজ্জা আর অশালীন আচরন
দেখে অভিযোগ করে নিরবে সরে পড়ছে, কেউ কেউ পক্ষপাত করা হচ্ছে বলে
সামুকে দোষারোপ করছে, আবার কোন কোন ব্লগার বহুনিক ব্যবহার করে
অন্যকে আক্রমন করছে ।
আবার ধর্মীয় ও যৌনতা নিয়ে শোরগোল করছে, ওদিকে সামুর কিছু বিজ্ঞাপন
শালীন নয় বলে আপত্তি জানাচ্ছে ।
...............................................................................................................
একজন নিরীহ ভদ্রলোক লেখক ব্লগার নিশ্চয়ই এর মধ্য নিজকে জড়াতে চাইবে না,
সামুকে প্রানবন্ত করতে হলে অবশ্যই এর কারন সমূহ বের করে এর সুরাহা করতে
হবে, পুরাতন পদ্ধতি বাদ দিয়ে অবশ্যই স্বচ্ছ ও অংশগ্রহন মূলক আধুনিক পদ্ধতি
প্রবর্তন করতে হবে, যা সকলেই গ্রহনযোগ্য বলে মনে করবে ও নিশ্চিন্ত মনে লিখতে পারবে
আর শন্কায় থাকবেনা, মডুরা কি আমার লেখা নির্বাচিত করব ???
১৭| ১৩ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৪৮
মোহামমদ কামরুজজামান বলেছেন: সুন্দর যুক্তিযুক্ত পর্যবেক্ষণ ও মত প্রকাশ।
কয়েক দিন আগে কাভা ভাই যেমন কিছু প্রশ্ন,কিছু নিকনির্দেশনা রেখেছেন ব্লগের বিকাশ এবং ব্লগের লেখার মানের উন্নয়নের জন্য তেমনি আপনিও আপনার দৃষ্টিকোন থেকে অনেক বিষয় তুলে ধরেছন বা ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন। আপনি যেমন কিছু প্রশ্নের উত্তর দিতে চেষ্টা তেমনি নতুন কিছু প্রশ্নের তৈরীও করেছেন ।
তবে আমার মতে নতুন-পুরাতন ধারনা থাকাটাই উচিত নয়।আর কারোর কারোর বিশেষ কারোর প্রতি ভাল লাগা থাকতেই পারে।এটা এক হিসাবে দোষের ও নয়। কারন এটাই মানুষের স্বভাব।তবে ন্যায়-অন্যায় ভুলে কাউকে অন্ধ সমর্থন করা উচিত নয়।
যোগ্যরাই সময়ের স্রোতে এবং শত প্রতিকূলতার মাঝে টিকে থাকবে আর অযোগ্যরা ঝরে যাবে। কারো কারো সহায়তায় হয়ত কিছুদিন একটু সুবিধা পেতে পারে যদিও এক সেন্সে তা বিশাল কিছু কিন্তু নিজের যোগ্যতা না থাকলে তারা কিছুদিনের মাঝেই হারিয়ে যাবে। আর সামান্য কিছু হলেই ব্লগ ছেড়ে দেয়া কোন বুদ্ধিমান কাজ নয়।
কারন, পরাজয়ে ডরেনা বীর। হারায় লজ্জা নেই, হাল ছেড়ে দেয়াই লজ্জার।
১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ২:২৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনি যেমন কিছু প্রশ্নের উত্তর দিতে চেষ্টা তেমনি নতুন কিছু প্রশ্নের তৈরীও করেছেন
........................................................................................................................
ধন্যবাদ আপনার ভাবনা গুলো শেয়ার করার জন্য ।
আমি যেসব বিষয়ের অবতারনা করতে চেয়েছি তা আমার দীর্ঘদিনের পর্যবেক্ষণ থেকে ।
ছোট্ট একটি উদাহরন দিতে চাই :
আমাদের দেশে অনেক স্কুল আছে, সব স্কুলের পড়ালেখা , কর্তৃপক্ষর শাসন পদ্ধতি বা
পরীক্ষার রেজাল্ট কি এক ? সব স্কুলের ছাত্ররা কি মেধাবী রেজাল্ট করে ?
এখানে অবশ্যই কর্তৃপক্ষর বিশেষ অবদান ও মুন্সীয়না কাজ করে । সে জন্য খুঁজতে হবে
কোথায় সমস্যা জট পাকায়ে আছে ।
১৮| ১৪ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৮
স্প্যানকড বলেছেন: হুম, ভালো কথা মনে করাইয়া দিছেন। কেউ তো এখানে এমন পন্ডিত নিজের লেখাকে মনে করে ঐষী বাণীর পরে তাজ্জব ! এত মেধা আপনার ! এখানে দলাদলি আছে তেলা তেলি আছে। এই তেলা তেলি দলাদলি কমবে না যতদিন ততদিন কিছুই হবে না পরিবর্তন। ভালো থাকবেন সকলে।
১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:২৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বুঝলাম আপনার মনে ও কিছু ক্ষোভ আছে
তা পরিস্কার করে বলুন,
কারও প্রতি অভিযোগ না করে বা
আপনার মতে কি করলে এই পরবর্তন বা উন্নয়নটা হবে ???
১৯| ১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৪১
স্প্যানকড বলেছেন: অনেকে নিজেরে দাবি করে না, অতি আধুনিক তারা। বিশেষ জ্ঞ্যন প্রাপ্ত। এদের সঠিক জ্ঞ্যানের উদয় হলে। আমি একলা কইলে হইব? সবার ই আগাইয়া আসতে হবে। তাদেরকে স্মরণ করায় দিতে হবে সবাই মানুষ। সবার অধিকার আছে লেখার। ভালো মন্দ বলবে তবে গঠনমূলক। হুদাই একটা কিছু বইলা আঘাত করার মানসিকতা ত্যাগ করতে হবে। আপাতত এতদূর হইলেই চলব বাকি টা ইন শা আল্লাহ চালাইয়া নিমু সকলে মিলে। ভালো থাকবেন। ধন্যবাদ।
১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৫৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ, আপনার এই কথা গুলোই আমি
সঠিক ভাবে বলার চেষ্টা করছি ।
.........................................................................
সামু কর্তৃপক্ষকে "আবেগ নিয়ে বসে থাকলে চলবেনা "
নদীর উজানে বাধঁ দিয়ে যদি মনে করে আর বণ্যা হবেনা ;
তাহলে বলতে হয়, বোকার র্স্বগে বাস করছে ।
২০| ১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ২:০৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার প্রশ্নের জবাব আমি পেলাম না। আপনাকে বিনয়ের সাথে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি কেন আমার খন্ডিত বক্তব্যটি উপস্থাপন করেছিলেন।
যাইহোক, আপনি ব্লগ দিবস উপলক্ষে যে লেখাটি পাঠিয়েছিলেন, তা আমাদের নির্দেশিত ফরমেট অনুযায়ী ছিলো না। আমরা এই বিষয়ে বেশ কিছু ইমেইল বিনিময় করেছিলাম। আপনি আমাদের জানিয়েছিলেন,
আমার এই লেপটপে ওয়ার্ডে কাজ করতে পারি না, তাই প্রথমে সামুর পাতায় ড্রাফট করে সরাসরি
মেইল করেছি পরে ওয়ান ড্রাইভ থেকে ওয়ার্ড ফরমেটে পাঠানো হয়েছে ।
কিন্তু আমরা পরবর্তীতে যখন তা সংগ্রহ করতে যাই, দেখা গেলো তাতে বেশ কিছু জটিলতা দেখা দিচ্ছে। লেখার সিকোয়েন্স ঠিক হচ্ছে না। পরবর্তীতে আমি ব্যক্তিগতভাবে লেখাটি উদ্ধার করে প্রিন্টার্সে পাঠিয়েছিলাম। কিন্তু শেষ সময়ে আপনার লেখাটির কারনে পুরো ফরমেটে যে পরিবর্তন আনতে হতো, সেটাও আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু পরবর্তীতে দুঃখজনকভাবে আমরা তা যুক্ত করতে পারিনি। ব্লগার নীল সাধু ভাইয়ের এক রঙা প্রকাশনী থেকে এই সামগ্রিক কাজটি করা হয়েছিলো, তিনিও আন্তরিক চেষ্টা করেছিলেন, কিন্তু আমাদের হাতে এত সময় ছিলো না। বরং আপনার পোস্টটি যুক্ত করার আমাদের আন্তরিক চেষ্টায়, পুরো ফরমেটটি আবার নতুন করে করার কারনে ভুলে ঠাকুর মাহমুদ সহ আরো দুইজন ব্লগারের লেখা বাদ পড়ে যায়।
আমার মনে পড়ে, অনুষ্ঠানের দিন আমি ব্যক্তিগতভাবে আপনাকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছিলাম এবং আমি আবারও এখন দুঃখ প্রকাশ করছি। সেটা আমাদের ইচ্ছাকৃত ছিলো না।
আপনি লেখাটি ব্লগে প্রকাশ করার ক্ষেত্রে কোন বাঁধা ছিলো বলে মনে হয় না। আপনি যদি আমাদের অনুমুতির কথা বলে থাকেন, তাহলে আমরা অনুরোধ করেছিলাম, ম্যাগাজিন প্রকাশিত হবার আগে যেন কেউ লেখাটি ব্লগে প্রকাশ না করেন। আপনি চাইলে এর পরে ব্লগে প্রকাশ করতে পারতেন।
আমি বুঝতে পারছি না, আপনি কিসের সম্মান বা অসম্মানের কথা বলছেন। আমরা সবাই ব্লগার। এটাই আমাদের পরিচয়।
আর কোন ব্লগারের বিরুদ্ধে কোন শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হলে সেটা উক্ত ব্লগারের সম্মানের কথা বিবেচনা করেই শাস্তির কারন উক্ত ব্লগারকেই জানানো হয়। এটা আমরা সকলকে জানাতে বাধ্য নই বা আমাদের নীতিমালা অনুসারে আমরা তা করব না।
পোস্ট নির্বাচনের কিছু সুনির্দিষ্ট নীতিমালা আমাদের মডারেশন টিম অনুসরন করে।
যাকে কর্তৃপক্ষ থেকে মডারেশনের দায়িত্ব দেয়া হয়, তাঁকে র্যান্ডমলি নির্বাচন করা হয় না। ব্লগীয় আচরন, দায়িত্বশীলতা, নুন্যতম একাডেমিক যোগ্যতা, সোশ্যাল মিডিয়া সম্পর্কে ধারনা এবং সর্বপরি বিচারবোধ ইত্যাদি বিষয় মাথায় রেখেই দায়িত্ব দেয়া হয়।
কোন পোস্ট নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করা হয় তা হচ্ছে,
- পোস্টটির বিষয় বস্তু,
- পোস্টের বিষয় বস্তুর সম্পাদনা, তথ্য। নির্দিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য বা ছবি বা রেফারেন্স যুক্ত করা হয়েছে কি না।
- মৌলিক লেখা বা নিজের মত করে লেখা কিনা
- লেখাটিতে সৃজনশীলতার প্রয়োগ কিভাবে হয়েছে
- লেখাটিতে আলোচনার সুযোগ আছে কি না,
- ইত্যাদি আরো বেশ কিছু বিষয় বা মানদন্ড এর কথা মাথায় রেখে পোস্ট নির্বাচন করা হয়।
সবার সব পোস্ট ভালো লাগবে না। এর অর্থ এই নয় যে কারো খারাপ লাগা বিষয়ে কোন পোস্ট যদি নির্বাচিত পাতায় যায় তাহলে সেটা খারাপ। কমিউনিটি ব্লগ তো, তাই বিভিন্ন ধরনের লেখা আসবে। সবাই এখানে লেখালেখি চর্চা করতে আসেন, সবার লেখক হবার প্রয়োজন নেই, কিন্তু সুন্দর লেখার চেষ্টাটা আমাদের সকলের মধ্যে থাকা প্রয়োজন। আর এর জন্য দরকার সহব্লগারদের গঠনমুলক আলোচনা, সমালোচনা।
যদি ভাইয়া আরো কিছু জানার থাকে, তাহলে প্লীজ জানাবেন। আমি সাধ্যমত জবাব দেয়ার চেষ্টা করব। আর যদি আমার কোন ভুল ত্রুটি হয়, আপনি নিশ্চিন্তে সমালোচনা করতে পারেন।
১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ২:২৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ, আলোচনায় আপনার উপস্হিতির জন্য,
আমি এই আলোচনা /সুষ্ঠু বিতর্ক আরও দুর পর্যন্ত নিতে চাই ।
.........................................................................................
আপনি যদি আমার ব্লগে কিছু কিছু ব্লগারে বক্তব্য অত্যন্ত গভীরভাবে
মনোযোগ দেন , দেখতে পাবেন সেখানে কিছু সংকেত খুঁজে পাবেন ।
" একজন ব্লগার আপনাকে এমন কথাও বলেছে যে, আপনি লাইক দিলেই তা প্রথম
পাতায় যায় !"
ভিন্ন সুরে আমিও বলতে পারি, আপনার যে লেখা স্টিকি করেছেন তা ব্লগারের জানা বা
শেখার প্রয়োজন আছে, আপনি কর্তৃপক্ষর অংশ বিশেষ ..........
আমি যদি কর্তৃপক্ষর অংশ বিশেষ হতাম , আপনার ঐ লেখার প্রেক্ষিতে ভিন্নমত বা পর্যবেক্ষণ ও
ষ্টিকি করে দিতাম সবার মাঝে চেতনার বিকাশ ও বিবেচনার জন্য ।
আপনি যেসব প্যারামিটার এর কথা বলছেন, অবশ্যই সকল কর্তৃপক্ষর নীতামালা থাকবে
আমি যেখানে আপনাদের দৃষ্টি আকর্ষন করতে চাচ্ছি তা হলো, এর আধুনিকায়ন ও অটোমেশন ।
২১| ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ২:২৯
স্প্যানকড বলেছেন: ব্লগার লিখে
ব্লগার ছুটে
ব্লগার জ্ঞ্যান দেয়
বহু শাখা চড়ে।
ব্লগার প্রেম করে
চুমু খায়
কাউরে না কাউরে
আদরে মারে।
ব্লগার দলে ভীড়ে
হোক ডান
হোক বাম
ব্লগার চোখ রাঙায়
উলটা সিধা কিছু পেলে।
ব্লগার বিশেষ জাতি
মানুষের মাঝে
ব্লগার তেল দেয়
সুযোগ খানি এলে।
ব্লগার ভাত, বার্গার সব খায়
বিড়ি ফুকে
পাতা ঘষে
দাগ কাটে কারো বুকে
ব্লগার মহাজ্ঞানী
এমন ভাবে চলে।
ব্লগার ভদ্র
ব্লগার অভদ্র
দুইয়ে আছে মিলে।
ব্লগার! ব্লগার!
কত কথা কয় !
রইল দোয়া
ব্লগার যেন
বোকাচোদা না হয় !
১৫ জানুয়ারী ২০২১।
১৬ ই জানুয়ারি, ২০২১ ভোর ৫:২১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভাই ব্লগার হিসাবে আপনার
আনন্দ, বিষাদ , দোয়া সবই ব্যক্ত করেছেন ।
এখন প্রতিকার কি ???
......................................................................................
ব্লগারদের লেখনীর হাত, মেধা বিকাশ ও প্রানবন্ত পদচারনা
কোন অদৃশ্য কারনে বাধাগ্রস্হ ?
নাকি মডুদের আইন কানুন ব্লগারদের প্রানে আঘাত করেছে ?
লেখক বা গল্পকার বা ফিচার লেখক তার মনের আনন্দে লিখবে,
প্রচার ও প্রকাশ করবে, এটাই তো স্বাভাবিকতা !
........................................................................................
বর্তমান আবহে, ব্লগার বা লেখক অন্যায়ের প্রতিবাদ যদি না করে
তবে সে প্রকৃত লেখক হতে পারবে না কখনো ।
২২| ১৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:২০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক বছর ধরে ব্লগের সাথে আছি। ব্যস্ততা একটা কারণ হলেও মাঝে মাঝে ব্লক বাড়িতে ঢু দেই। মনে হয় “ আহা, আগে কি সুন্দর দিন কাটাইতাম”----- নতুনদের স্বাগত জানানোর জন্য তাদের পোস্টে ইতিবাচক মন্তব্যের বিকল্প নেই। এখানে দু/চারজন ব্লগার নিয়মিত অন্যের পোস্টে আক্রমনত্মক বক্তব্য দেয়-- এইসকল অতি আক্রমনাত্মক মন্তব্যে অনেক ব্লগার মনের ভেতর সংশয় নিয়ে পোস্ট করে---অথচ সমালোচনা করা উচিত গঠনমূলক-------- এখানে থাকবে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কুতিক, ধর্মী, গবেষনা, কবিতা, গল্প ইত্যাদি ধরণের লেখা--তারমনে বিভিন্ন বিষয়ের সমাহার ! ১ জন ব্লগার বিভিন্ন বিষয় নিয়ে লিখতে পারে আবার তার স্বাধীনতা অনুযায়ী ১টা বিষয় নিয়েও লিখতে পারে---। আমি মনে করি কোন একজন ব্লগার যদি চার থেকে পাঁচ লাইনের একটি পোস্ট দেয় তাহলে তাকে বলা যে আপনি লিখেছেন এটা পজিটিভ বিষয়, আরো লিখুন, বিষয়ের গভীরে যেয়ে আরো বিষয়ভিত্তিক লিখুন তাহলে উক্ত ব্লগার উৎসাহিত হবে এবং লিখবে দুহাত খুলে---কিন্তু যদি তাকে নিরৎসাহিত করা হয় তাহলে সে লিখার উৎসাহই হারিয়ে ফেলবে --- এখানে কট্টর সমালোচনার জালে আটকে দেয়া হয় অথচ সমালোচনা হওয়া উচিত উন্নয়নমূখী অর্থাৎ ইতিবাচক সমালোচনা----- আপনার পোস্টের সাথে আমি পুরোপুরি একমত--- অনেক ব্লগার ফেবুতে ভাল লিখছে --- অনেক অনেক শুভকামনা রইল
১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৪১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ আপনার অনেক সুচিন্তিত মতামত দেবার জন্য ।
......................................................................................
আমার আলোচনার একটা সুত্র আপনি খুব সুন্দর ভাবে উপস্হাপন করেছেন ।
লেখক লেখার সময় ভয় ভীতি নিয়ে লিখবে কেন?
বা তিনি কোন ফরমায়েশী গল্পই বা লিখতে যাবেন ?
তার লেখাটি সুন্দর ভাবে সামু প্রকাশ পাবে, এই নিশ্চয়তা সামু কর্তৃপক্ষের ।
এখানে বাস্তবতার কথা বলে, আইনের কথা বলে, নিজস্ব নীতিমালার কথা
বলে লেখকের হাত পা বেধেঁ দিলে প্রানবন্ত লেখা সামুতে আসবে কেন ?
........................................................................................................
আধুনিক ব্যবস্হাপনা এমন হওয়া উচিত, যেকোন ব্লগার অন্য কোন ব্লগারকে
গালিগালাজ বা অপমান করার সুযোগ থাকবে না, একজন কোমলমতি লেখক
কখোনই ভীত সন্ত্রস্ত হয়ে না পড়ে । যেকোন ব্লগার যেন বুঝতে পারে কি কারনে
একজন ব্লগার শাস্তি পাচ্ছে, এবং এই ব্যাপারে মড়ুদের কোন পক্ষপাত নেই ।
২৩| ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:২২
স্প্যানকড বলেছেন: স্বপ্নের শঙ্খচিল আপনি বলেছেন, " বর্তমান আবহে, ব্লগার বা লেখক অন্যায়ের প্রতিবাদ যদি না করে
তবে সে প্রকৃত লেখক হতে পারবে না কখনো।
বুঝলাম মানলাম আপনার কথা। এটা কি কাউকে উতসাহ দেয়ার জন্য নাকি ফাসানোর জন্য। ধরেন, কেউ সাহস কইরা আগায় আসল লিখল কিছু পরে হইল কি সবাই মিলে বেচারাকে একখান লম্বা চওড়া বাঁশ দিয়া দিল। তখন? যাক সে সব কথা। আমার দুই লাইন দিয়া শেষ করলাম
" যে রাজ্যে আইন ঢিলা
সেখানে জনতা খানকির পোলা। "
দুঃখিত, মনে কিছু নিবেন না। আমার মনের কথাগুলি বললাম আর কি! ভালো থাকবেন ঃঃ)
১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৫১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধরেন, কেউ সাহস কইরা আগায় আসল লিখল কিছু পরে হইল কি সবাই মিলে বেচারাকে
একখান লম্বা চওড়া বাঁশ দিয়া দিল।
....................................................................................................................
এই ভয়টা আপনার মনে কেন ?
আপনি লিখবেন এমন কথা, যা চলমান সমাজ ব্যবস্হার
সুফল, কুফল বা অপরাধ, অর্থনীতি, কৃষিকথা ইত্যাদি,
এখানে বানায়ে লেখার কোন প্রয়োজন নাই ।
সরাসরি সরকারকে কোন বাঁশ দিয়ে না লিখলেই হলো ।
দেশে যখন মার্শল ছিলো তখন কি কবিতা গল্প লেখা হয় নাই ।
অসভ্য বা অভদ্র ভাষায় কিছু লিখতে হবে, তা তো কোন সাহিত্য চর্চ্চা হয়না ।
২৪| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:০৭
জাহিদ হাসান বলেছেন: আমি সামুর মডারেটরদের কাছে দুইটা সামান্য আবদার করতে চাই। কাভা ভাই এর চোখে পড়লে ভালো হয়।
১। আমাকে জেনারেল থেকে সেফ করা হোক।
আমি আর উল্টাপাল্টা কমেন্ট করবো না। প্রয়োজনে কারো পোস্টে কমেন্টই করবো না। কারণ নিজের খেয়ে পরের পোস্টে বকবক করার সময় ও সুযোগ কোনটাই এখন আর আমার নেই।
২। নিজের মন্তব্য মুছার সুযোগ করা হোক।
কিছু লোক এমন পোস্ট করে যা দেখে উত্তেজিত হয়ে একটা কমেন্ট করে বসে কতক্ষণ পরি ভাবি ধুর ছাতা, এইরকম পোস্টে কমেন্ট করাই ঠিক হয়নি। তখন আর নিজের কমেন্ট মুছতে পারিনা।
১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৩০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার ব্লগ পরিসংখ্যান :
পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ৫১৭৮টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ৮ বছর ১১ মাস
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ৫৫ জন
ব্লগটি ৭৯০৩৪ বার দেখা হয়েছে
...........................................................................................
আপনি অনেক পুরাতন ব্লগার, আমার জানা মতে চাঁদগাজী সাহেব বহুবার
জেনারেল হয়েছেন, কিন্ত তিনি তাই বলে ব্লগ ছেড়ে চলে যান নাই ।
আপনার ক্ষােভটা অনেক বেশী , কিন্ত কেন আপনি কষ্ট পাচ্ছেন আমি জানিনা ।
ছেলে বেলায় দুষ্টামী করলে বা নিয়ম ভঙ্গ করলে শাস্তিতো প্রাপ্য এবং মাথা পেতে
নিতে হতো ।বাড়ী ছেড়ে পালালে নিজের বিপদ নিজে ডেকে আনা হয় ।
.....................................................................................................
আপনার ভূলটা আপনি বুঝতে পারলে, কর্তৃপক্ষর উচিৎ একজন ব্লগারের প্রতি
যথাযথ সম্মান দেখানো ।
২৫| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৪
স্প্যানকড বলেছেন:
"সরাসরি সরকারকে কোন বাঁশ দিয়ে না লিখলেই হলো "
খুব ভালো বলেছেন। সরকার লুটে খেলেও বলব ঠিক আছে।আপনাদের অধিকার আছে। আবার বলছেন সাহস দেখাতে বাহ! চমতকার। এই জন্য কইছি সাহস দেখাতে গিয়ে খাইব বাঁশ। আচ্ছা! অসভ্য অভদ্র ভাষা সাহিত্য চর্চার মধ্যে যায় না ! বহুত নামকরা সাহিত্যিক আছে তারা ও লিখছে আমার ও আগে তাদের কে যেয়ে এই কথা টুকু বলেন। উদাহরণ দিলাম কার জানি কবিতা বাংলাদেশের সংসদে পাপিয়া বলছিল " আমি ও গাও গেরাম এর পোলা চুতমারানি কইতে জানি " আরও আছে হালের মারজুক রাসেল যার কবিতার বই গত বছর খুব চলছে সে কি লিখে। তারে যাইয়া কন যে, আপনার কবিতা সাহিত্যের অংশে পড়ে না! এই জন্য ই কইছি
"যে রাজ্যে আইন ঢিলা, সেখানে জনতা খানকির পোলা।"
অনেকের গায়ে ফোসকা পড়ছে বুঝছি। কিচ্ছু করার নাই যেদিন জনতা বলতে পারবে আমরা সবাই রাজা সেদিন আমার এই কথা মুইছা দিমু। ভালো থাকবেন সকলে।
১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:০৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: " আমি ও গাও গেরাম এর পোলা চুতমারানি কইতে জানি "
........................................................................................
গল্প,কবিতা বা উপন্যাস রচনায় বাধা প্রদান কারও এখতিয়ার নয় ।
এ প্রসঙ্গে আমি বলেছি কোন ফরমায়েসী গল্প বা কেন লিখবে ।
লেখকের স্বাধীনতা বলতেই এসব কথা ।
হ্যাঁ সময়ের বিচারে অনেক কথা সময়ে প্রকাশ করা যায় না, তাই
বলে কোন লেখকের কলম বন্ধ রাখবে , এটাই বা হবে কেন ???
..........................................................................................
আমাদের সমাজ চলে গনতন্ত্র বা সমাজতন্ত্রর ম্যাজিক ধাঁধাঁয় ,
সবই রাজনীতির খেলা, ক্ষমতা দখলের কলাকৌশল মাত্র !
গনতন্ত্র বা স্বাধীনতা , সব দেশ নিজ নিজ ফর্মুলায় ব্যবস্হাপত্র
দেয় । মনের সুখে থাকতে হলে হয় জঙ্গলে যেতে হবে
অথবা চাঁদের দেশে ।
২৬| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:১৭
স্প্যানকড বলেছেন: তারমানে মনে অসুখ নিয়া জীবন শেষ করতে হবে ! কোন আশার আলো নাই। একটু আশা ছিল হয়তো সব ঠিক হবে প্রতিটা মানুষ তার অধিকার পাবে। আপনার এ কথার মানে হলো জ্বলন্ত আগুনে মুতে দেওয়া! ভালো থাইকেন ।
১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৩২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা
.......................................................
রাগটা কার উপর ভাই ? যে কোন বিষয়ের সমাধান
তাৎক্ষনিক চাইলে কি পাওয়া যায় ?
অর্জন করতে হলে অভিজ্ঞতা ও দক্ষতার সমন্বয় ঘটাতে হয় ।
আর এখানে তো জুজুবুড়ির ভয় আর রাজতন্ত্রর মিশেল আছে ।
.......................................................................................
ইতিহাস বলে, অনেক লেখক নীরবে লিখে গেছেন , অত্যাচারী রাজার পেয়াদার
ভয়ে তাৎক্ষনিক প্রকাশ করা যায় নাই, তবে সময়ের দাবী উপেক্ষিত হয় নাই ।
এক সময় সে লেখা বিশ্ব দরবারে সম্মানিত হয়েছে ।
২৭| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৫০
স্প্যানকড বলেছেন: লন ডর খাইয়া লিখলাম !
আমার ঠোঁট
আমার মন
ফাটা না
তুমি দূর থাইকা বাতাস দাও
এটা ঠিক না।
আমার সব ফিট
সব ঠিক
একদম চালু
ভোঁতা না
তুমি দূর থাইকা চাইয়া যাও
কাছে তো আস না।
----ঠিক না !
১৬ জানুয়ারী ২০২১।
অমন সম্মান ধৌত করে দেয়া উচিত। কথায় আছে বাঁচলে বাঁচার মতো ৫০০ বছর কচ্ছপ ও বাঁচে। এ জিনিস ক্লিয়ার বিশুদ্ধ জল কমু না নোংরা বুঝতাছি না তবে ক্লিয়ার সব ডরায় ! ভালো থাইকেন....
১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ২:২৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার ঠোঁট
আমার মন, ফাটা না
তুমি দূর থাইকা বাতাস দাও
এটা ঠিক না।
..............................................................
কথাগুলো ভাইরাল হলে কেমন হবে ???
২৮| ১৭ ই জানুয়ারি, ২০২১ ভোর ৫:৫৮
স্প্যানকড বলেছেন: কইরা দেন ভাইরাল। ভাইরাল হতে এ বাজারে ক্যাডা না চায় ! তবে ভাইরালে ভাইরাস দিয়েন না প্লিজ। তাইলে টিকা ফিকা ভ্যকসিন দাওয়াই লইতে লইতে জীবন ত্যানা ত্যানা তহন হইব ভেজাল। ধন্যবাদ, সুখে থাকেন আরামে থাইকেন যেই শীত শরীর হট রাখার ব্যবস্থা রাইখেন ✌️
১৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: টিকা বা ভ্যকসিনে যে সাইড এফেক্ট হচ্ছে
তা কি জানা আছে ?
.........................................................................
প্রাপ্ত সমীক্ষা মতে বর্তমান করোনা ভাইরাস টিকায় ৩০%
কার্যকর নয় বা পার্শ্ব-প্রতিক্রিয়া হচ্ছে ।
অতএব সাবধান !
...........................................................................
আমাদের সামুতে ও ১০-২০% ভাইরাস ব্লগার আছে বলে আমার ধারনা,
সুতরাং বুঝে কথা বলুন ।
২৯| ১৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৪০
নীল আকাশ বলেছেন: ১২ ই জানুয়ারি, ২০২১ ভোর ৫:৫৪ তে চাঁদগাজী বলেছেন:
ফেইসবুকে লেখা কেহ পড়ে দেখে কিনা আমি জানি না, ওরা না পড়েই লাইক পাইক দেয়।
এই প্রথম আমি উনার মন্তব্যের সাথে একমত হলাম। আমি ফেসবুকে তিনটা গ্রুপের এডমিন/মডু হিসেবে কাজ করি। ফেসবুকে পরিচিত ছাড়া অপরিচিত কারো লেখা দুইলাইনের বেশি পড়েই না। দুই বা তিন লাইন পড়ে লাইক দিয়ে ভেগে যায়। আমার আকছে এর প্রমানও আছে।
১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ফেইসবুকের বিস্তৃতি অনেক অনেক বড় ক্যানভাসের ঠিকানায় প্রতিষ্ঠিত
সেই তুলনায় সামুর বিষয়টি আসেনা, আমাদের বাংলাভাষার মাধ্যম বলে
আমরা ভালবাসি । অথচ আমার বাসার কেউ এ ব্যাপারে অবহিত নয় ।
অনেক বড় যে, তার হাসি কান্নাও ভিন্ন , তারপরও আমি ফেইসবুকে আনেক
ভালো ভালো লেখা পড়েছি, যারা না বুঝে লাইক দেয় তাদের ফেইসবুকের সদস্য
সংখ্যার তুলনায় অতি নগন্য ।
.................................................................................................................
আপনার এই বক্তব্যর সাথে একমত হতে পারলামনা ।
৩০| ১৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৫০
নীল আকাশ বলেছেন: নির্বাচিত পোস্ট নিয়ে উপরে অনেক কথা হয়েছে।
আসল কথা হচ্ছে মডু এই ব্লগের জন্য নিজস্ব একটা নূন্যতম স্ট্যান্ডার্ড দাড়া করিয়েছেন। আমাদের লেখা যখন এই পর্যায়ে যায় তখন সেটা মডু নির্বাচিত করে। কিন্তু এটা মনে করবেন না যে উনি আপ্নার লেখা পড়েন নি। উনি প্রায় সব লেখায় চোখ বুলিয়ে যান। আমি নিজেও আমার গ্রুপ গুলিতে ঠিক এই কাজ করি। নিজস্ব স্ট্যান্ডার্ড না থাকলে এটা চালানো সম্ভব না।
আমি কিছুটা বিদ্রোহী টাইপের ব্লগার। আমার প্রতিবাদ মূলক পোস্ট বেশি আসে। কই সেইগুলি নির্বাচিত হলো কিনা তাতে আমার কোন মাথাব্যাথা নেই। কারণ আমি জানি আমি লেখা দিলে ব্লগাররা "নীল আকাশ" দেখেই পড়বে। এই নামের ফজিলত আপনাকে অর্জন করতে হবে।
লেখার কিছু মৌলিক জিনিস থাকে, কিছু ট্রিক্স থাকে, সিনিয়র ব্লগারদের লেখা পড়লে সেটা জানা এবং বুঝা যায়।
আমি তিনবছর ব্লগে শুধুই পড়েছি। তারপর লেখা শুরু করেছি।
আপ্নার লেখা ভালো হয়েছে। অবদমিত ক্ষোভ লেখায় রূপান্তরিত করুন। লেখা ভালো হবে। অতীতের দিকে তাকিয়ে থাকে লস প্রজেক্ট।
শুভ কামনা।
১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি কিছুটা বিদ্রোহী টাইপের ব্লগার।
...........................................................
কোথায় সামুতে ? তাহলে ব্লগে অনেক বিদ্রোহী কবিতা পড়তে
পারতাম । শুরু করুন আমারা পড়ব ।
যে বিষয়টির অবতারনা চলছে, তা হলো ব্লগাররা বিভিন্ন সময়ে,
বড় বড় ব্লগ না লিখে , একে অপরের সাথে ক্যাচাল শুরু করে,
আর শালীনতা ভুলে চরম অরাজক অবস্হা তৈরী করে, তখন অনেক ভালো
ব্লগার নিরবে দুরে চলে যায় । কখনো বা নির্বাচিত পাতার আচরন নিয়ে, ব্লগারদের
অসন্তোষ প্রকাশ করতে দেখেছি , আমি জানি কর্তৃপক্ষর এখানে দ্বায়িত্ব আছে,
তবে তা নিরপেক্ষ নয় বলে অনেকে অভিযোগ করে আসছে দীর্ঘদিন থেকে ।
...................................................................................................................
বিষয়টি তাই আধুনিক দৃষ্টিতে উন্নয়ন করা আবশ্যক ।
৩১| ১৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৫১
নীল আকাশ বলেছেন: আপনি নিশ্চয় জানেন আপ্নার এই পোস্ট নির্বাচিত করা হয়েছে?
১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:২৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি মোবাইল নিয়ে উওর লিখছি, তাই বেশি কথা লেখা যাচ্ছে না,শুধু বলব, সামুর ব্লগারদের প্রানবন্ত
করতে হলে অবশ্যই অটো আপডেট, স্বচ্ছতা দরকার।
৩২| ১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ২:৩৪
স্প্যানকড বলেছেন: যাক তাইলে একটা পারসেন্টেজ জানা গেল। তা ভাইরাস কি পোষা না আপোছা? সাইড এফেক্ট আর এফেক্ট দুইটাই জানা আছে। এগুলারে এহন আর গোনায় ধরি না । ভালো থাইকেন । টিকা আইতাছে দেশে লওয়ার আগে চিন্তা কইরেন ? তাও ভারত থেকে ভেতরে গরুর মুত থাকতেও পারে !
১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: টিকা সরকারী মাধ্যমে না এসে অন্যভাবে কেন আসছে
তা এখন টক অব দ্যা টাউন
............................................................................
গতকালকের খবর ,
টিকা নেবার পর একজন স্বাস্হ্য কর্মীর মৃত্যু ।
তাই জেনে রাখুন , টিকাই একমাত্র সমাধান নয়,
আমাদের সচেতনতা ও দ্বায়িত্ববোধ অনেক বেশী প্রয়োজন এই মহামারীর সময় ।
.......................................................................................................................
তেমনি সামুকে প্রানবন্ত রাখতে হলে, উনাদের ও কিছু আধুনিক গণতান্ত্রিক মডারেশন করতে হবে ।
৩৩| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৩৬
শায়মা বলেছেন: বাপরে!!!
তুমিও দেখছি কম পরিশ্রমী নও!!!!
১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:০০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কেন কি হলো ?
৪ বৎসর সামুতে থাকার পর একটু আদটু কথা বলছি
তাও সবার কল্যাণে,
...........................................................................................
যদি বলো এসবের দরকার নেই, তবে তো
প্রতিবন্ধীর মত কিছু কবিতা লিখতে থাকি !
৩৪| ১৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ৭:৩৬
স্প্যানকড বলেছেন: কবিতা প্রতিবন্ধীরা লিখে! চাইর বছরে তো মেলা জ্ঞ্যান হাসিল করে ফেলেছেন ! লন আপনারে দিলাম পুরা তাজা ফ্রেশ কবিতা গরম আছে ফু দিয়া লইয়েন !
প্রাণের কুলসুম,
তোমারে দেখলে
ভেতর ডাকে বাকবাকুম।
আছি আমি সীমান্তে
তুমি চুড়ান্তে
মৌসুম এলো গেলো
পালা পার্বণ কত
একবার দাও সাড়া
ঝিমানো তনু
জোরছে দিছে নাড়া।
প্রাণের কুলসুম,
শরীর তোমার উঁচুনিচু
গিরিখাত
উত্তাল পদ্মার ঢেউ।
পড়ছে মনে খুব
ছুটি দেয় না বস
বুঝল না তো কেউ !
প্রাণের কুলসুম,
দিন গেল পথ চেয়ে
রাত ও যায় যায়
মোম এর সলতা নিভু নিভু
জানডা করে হায় হায়!
প্রাণের কুলসুম,
যত্ন নিও গতর এর
রাইখ মোরে মনে।
আজ বাদে কাল
আসমু আমি
বিলাইও না প্রেম
জনে জনে!
---- সতর্কবার্তা !
১৯ জানুয়ারী ২০২১।
কবিতা দিয়া সব হয় পুরা জীবন ই একটি কবিতা ! এরে বাদ দিলে মস্তক ছাড়া বাঁচা !
২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কবিতা দিয়া সব হয় পুরা জীবনই একটি কবিতা !
.............................................................................
মানুষের মাঝে অর্ন্তনিহিত শক্তিকে জাগরিত ও বিস্ফোরনমুখী
করতে জ্বালাময়ী ও হৃদয়শর্প্শী কবিতার কোন বিকল্প নাই ।
৩৫| ১৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:০০
নীল আকাশ বলেছেন: লেখক বলেছেন: আমি কিছুটা বিদ্রোহী টাইপের ব্লগার।
...........................................................
কোথায় সামুতে ? তাহলে ব্লগে অনেক বিদ্রোহী কবিতা পড়তে
আপনি মনে হয় আমার পোস্ট নিয়মিত এখন দেখছেন না।
"নষ্ট সমাজ ব্যবস্থা" সিরিজে আমি অনেকদিন ধরেই সমাজের খারাপ দিকগুলি প্রতিবাদ করে লিখছি।
প্রতিবাদ শুধু কবিতা দিয়ে করতে হয় এটা আপনাকে কে বলেছে?
২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:১৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনি মনে হয় আমার পোস্ট নিয়মিত এখন দেখছেন না।
.....................................................................................
একেবারেই সঠিক কথা, ব্যস্ততার জন্য সপ্তাহে ২/৩ দিনের
বেশী সামুতে আসতে পারি না,
কারন ল্যপটপ ছাড়া সামুতে বিচরন করা কষ্ট,
প্রতিবাদ শুধু কবিতা ছাড়া অন্য মাধ্যমে হয় মানছি তবে
কবিতায় প্রতিবাদ খুব জোড়ালো হয়, গণমানুষের কাছে
দ্রুত যেতে হলে "কবিতার "কোন বিকল্প নাই ।
৩৬| ২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ৭:১৬
স্প্যানকড বলেছেন: হি হি হি.... " কবিতার কোন বিকল্প নাই৷ " প্রতিবন্ধীর মতো কবিতা লিখতে থাকি। "। ভালো থাকবেন।
২২ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রতিবন্ধীর মতো কবিতা লিখব আমরা অসহায় সামুর কিছু ব্লগার,
.....................................................................................................
আপনি আর প্রতিবাদীরা হুন্কার ছাড়ুন বিদ্রোহী কাজি নজরুল ইসলামের মতো ।
৩৭| ২২ শে জানুয়ারি, ২০২১ রাত ১:১৫
স্প্যানকড বলেছেন: মজা লইলেন ব্রো! নজরুল বর্তমানে থাকলে কি করতেন জানি না তবে তৈল মর্দন করিতেন না নিশ্চিত। তাই দেশে থাকা হয়ে পড়ত অনিশ্চিত বাইরে সেটল হইয়া দিন গুজরাইতেন আর গান ধরতেন,
" মজনু তোমার গেছে গা পালাইয়া লাইলি গো লাইনে থাকো " বেয়াদবি নিয়েন না প্রিয় কবি । ভালা থাইকেন!
২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি বলব,
করোনা তুমি এসোনা আর এসোনা
আমার সোনার দেশে,
করোনা তুমি আর আঘাত করোনা
প্রতিভাবান কবি, লেখক, গল্পকারকে
আমার এই সোনার দেশে
করোনা করোনা করোনা
আমার স্বাধীনতা আর হরন করোনা
নির্মল হাসি আর কথা বলার বন্ধন,
..........................................................................
করোনাকে ভয় এখন আর নয় !
৩৮| ২৬ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৮
খায়রুল আহসান বলেছেন: আপনি সুষ্ঠু বিতর্ক চেয়েছেন, এবং তা হয়েছে এবং হচ্ছে বলেও দেখতে পাচ্ছি। আপনার পোস্টে মন্তব্যও এসেছে উল্লেখযোগ্য সংখ্যায়। এর মানে, আপনার বক্তব্য নিয়ে পাঠকেরা ভাবছেন। সুষ্ঠু বিতর্কের প্রতি ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
নতুন ব্লগারদেরকে অবশ্যই পুরনোরা উৎসাহিত, অনুপ্রাণিত করবেন, এমনটিই হওয়া চাই। কিন্তু শুরুতেই তাদের লেখা প্রথম পাতায় না যাওয়ায় সেগুলো অনেকেরই চোখে পড়ে না। আমি ব্যক্তিগতভাবে নতুন ব্লগারদের অনলাইনে দেখলে প্রায় সময় তাদের পাতা ঘুরে আসি এবং সেখানে কোন লেখা পেলে তাদের পোস্টে গিয়ে তাদেরকে স্বাগতম জানিয়ে আসি, লেখা পড়ে মন্তব্য করে আসি। আমার মত এমন আরো অনেকেই করেন, সেটা আমি তাদের পোস্টে গিয়ে দেখতে পাই।
দীর্ঘদিনের ব্লগিং এর ফলে পুরাতন ব্লগারদের মাঝে একটা মিথষ্ক্রিয়া গড়ে ওঠে এবং সে কারণে যদি তারা একে অপরের লেখা বেশি করে পাঠ করেন, এবং 'লাইক' দেন, তবে সেটাতে দোষণীয় আমি কিছু দেখি না। এ বিষয়টি পদাতিক চৌধুরী এবং পদ্ম পুকুর বেশ সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন।
নির্বাচিত পাতা নিয়ে বেশি উদ্বিগ্ন না হওয়াটাই সমীচীন। এ নির্বাচনের জন্য কারা কারা দায়িত্বপ্রাপ্ত তা আমি জানি না, তবে অনুমান করি কা_ভা হয়তো তাদের মধ্যে অন্যতম হবেন। লেখক হিসেবে আমরা তো নিজেদের লেখা নির্বাচিত পাতায় পাঠাতে পারি না। এজন্য কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে এবং তার বিবেক বুদ্ধি ও বিবেচনার প্রতি আস্থা রাখতে হবে। আমি মনে করি যে নির্বাচিত পাতায় যেসব পোস্ট যায়, নগণ্য ব্যতিক্রম বাদে সেগুলো প্রায় সবই সুলিখিত হয়ে থাকে এবং গুরুত্বপূর্ণ বিষয়েরও হয়ে থাকে। তবে হ্যাঁ, অনেক সময় ভাল এবং যোগ্য পোস্টও হয়তো বাদ পড়ে যায়। সেরকম কিছু দেখতে পেলে, কিংবা কোন অযোগ্য পোস্ট সেখানে স্থান পেয়েছে এমনটি দেখতে পেলে মডুদের দৃষ্টি আকর্ষণ করা সমীচীন।
একজন ব্লগার কারো পোস্টে মন্তব্য করলে তিনি অবশ্যই লেখকের কাছ থেকে একটা, জবাব, স্বীকৃতি কিংবা প্রতিমন্তব্য আশা করতে পারেন। যারা মন্তব্যের উত্তর দেন না কিংবা দিতে অবহেলা করেন, তারা ব্লগীয় সৌজন্য লঙ্ঘন করা ছাড়াও, খুব দ্রুতই পাঠক হারান। অবশ্য যারা পাঠকের কোন তোয়াক্কা করেন না, তাদের কথা আলাদা।
ধর্ম, রাজনীতি এবং যৌনতা বিষয়ক পোস্ট লিখলে সেখানে বিতর্ক আসবেই এবং তা উত্তাপ ছড়াবেই। সেটা যদি শালীনতা, ভব্যতা ও সৌজন্যের সীমারেখায় আবদ্ধ থেকে করা যায়, তবে সেটা হবে একটি ওয়েলকাম এ্যাপ্রোচ। সেটাই হওয়া উচিত।
নতুন ব্লগারদের পোস্ট প্রথম পাতায় আনার ব্যাপারে 'তিনদিন' এর শর্তের বদলে প্রথম ৫টা পোস্ট বা ১০টা পোস্ট পর্যবেক্ষণের শর্ত আরোপ করলে ভাল হবে বলে মনে করি। আর দিনের সীমারেখা রাখলে সেই সীমারেখা অতিক্রম করার পর পরই হয় ব্লগারের লেখাকে প্রথম পাতায় স্থান দেয়া উচিত, নয়তো কেন তা করা যাবে না সেটা ব্লগারকে জানানো উচিত।
আজ আমি অনেকের পোস্ট পড়ে মন্তব্য করে এসেছি, যারা গত এক বছরে আমার কোন পোস্টে মন্তব্য করেন নাই। আপনার এ পোস্টটাও খুব সম্ভবতঃ সে রকমই একটা পোস্ট। কিন্তু তাতে কী হয়েছে? আপনার লেখার বিষয়বস্তুই আমাকে এখানে টেনে এনেছে। সে হিসেবটা রাখা আমার কাছে মোটেই জররি নয়, তবে যারা আমার পোস্টে মন্তব্য করেন, স্বাভাবিক নিয়মেই আমার পাঠ তালিকায় তাদের লেখা অগ্রাধিকার পেয়ে থাকে।
পোস্টে ভাল লাগা + +।
২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:০৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আন্তরিক ধন্যবাদ,
আমি আপনার লেখা ও মন্তব্যর জন্য উন্মুখ হয়েছিলাম ।
১৪ দিন পর আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য পেলাম,
আপনার মন্তব্যর প্রেক্ষিতে আমার পর্যবেক্ষণ , ধাপে ধাপে দিতে চেষ্টা করব ।
............................................................................................................
নতুন ব্লগারদেরকে অবশ্যই পুরনোরা উৎসাহিত, অনুপ্রাণিত করবেন, এমনটিই হওয়া চাই। কিন্তু শুরুতেই তাদের লেখা প্রথম পাতায় না যাওয়ায় সেগুলো অনেকেরই চোখে পড়ে না। আমি ব্যক্তিগতভাবে নতুন ব্লগারদের অনলাইনে দেখলে প্রায় সময় তাদের পাতা ঘুরে আসি এবং সেখানে কোন লেখা পেলে তাদের পোস্টে গিয়ে তাদেরকে স্বাগতম জানিয়ে আসি, লেখা পড়ে মন্তব্য করে আসি। আমার মত এমন আরো অনেকেই করেন, সেটা আমি তাদের পোস্টে গিয়ে দেখতে পাই। @
আমি যখন প্রথম ব্লগে নিয়মিত হই তখনও আমি বেশ কয়েকজনকে পেয়েছিলাম তাদের উৎসাহর কথা আমার
মন থেকে মুছে যায়নি । ঐ সময় যাদের সাথে আমার বন্ধন হয়েছিলো তাদেরকে আমি এখনও পাই এবং আত্নিক সম্পর্ক
অনুভব করি । তেমনি এখনও নতুন ব্লগাররা তা আশা করতে পারে , কিন্ত আমরা দিনদিন সেই দ্বায়িত্ব বোধ থেকে সরে
যাচ্ছি ।যেহেতু তাদের লেখা প্রথম পাতায় যায় না , তাদের মনে ক্ষোভ দেখা যায় এবং এই ক্ষোভ এখনও চলছে তাই
আমার পর্যবেক্ষণ বলে এখানে ও আধুনিক সংস্কার করা প্রয়োজন ।
আমি মনে করি যে, নির্বাচিত পাতায় যেসব পোস্ট যায়, নগণ্য ব্যতিক্রম বাদে সেগুলো প্রায় সবই সুলিখিত হয়ে থাকে এবং গুরুত্বপূর্ণ বিষয়েরও হয়ে থাকে। তবে হ্যাঁ, অনেক সময় ভাল এবং যোগ্য পোস্টও হয়তো বাদ পড়ে যায়। সেরকম কিছু দেখতে পেলে, কিংবা কোন অযোগ্য পোস্ট সেখানে স্থান পেয়েছে এমনটি দেখতে পেলে মডুদের দৃষ্টি আকর্ষণ করা সমীচীন।
আমার পর্যবেক্ষণ বলে এখানে, অনেক উন্নততর প্রযুক্তির সাহায্য নেয়া যায়, যেখানে মডুদের প্রতি লেখকদের প্রচুর
অভিযোগ , ক্ষোভ প্রশমিত করার সুযোগ থাকছে এবং তখন ব্লগাররা অভিমান করে ব্লগ ছাড়ার প্রসঙ্গই আসবেনা ।
একজন ব্লগার কারো পোস্টে মন্তব্য করলে তিনি অবশ্যই লেখকের কাছ থেকে একটা, জবাব, স্বীকৃতি কিংবা প্রতিমন্তব্য আশা করতে পারেন। যারা মন্তব্যের উত্তর দেন না কিংবা দিতে অবহেলা করেন, তারা ব্লগীয় সৌজন্য লঙ্ঘন করা ছাড়াও, খুব দ্রুতই পাঠক হারান। অবশ্য যারা পাঠকের কোন তোয়াক্কা করেননা, তাদের কথা আলাদা।
বিষয়টি আমি অনেক সিনিয়র ব্লগারের মাঝে ও দেখেছি, এখানে আমাদের মানসিক ও দ্বায়িত্ববোধ উন্নয়নের জন্য
কাজ করতে হবে । সে জন্য গ্রুপ আলোচনার বিষয়টি অত্যন্ত জরুরী ।
নতুন ব্লগারদের পোস্ট প্রথম পাতায় আনার ব্যাপারে 'তিনদিন' এর শর্তের বদলে প্রথম ৫টা পোস্ট বা ১০টা পোস্ট পর্যবেক্ষণের শর্ত আরোপ করলে ভাল হবে বলে মনে করি।
আমার পর্যবেক্ষণ বলে এখানে, অনেক ব্যত্যয় ঘটেছে কেউ কেউ ৪/৫ মাস বা আরও অধিক সময় ধরে
অপেক্ষা করছে কিন্ত জানেনা কেন তার এই অবস্হা , আমরা ব্লগাররা তাকে সহায়তা করছিনা, কেবল বলছি আপনি এখনও সেফ হননি ? আশা করি মডুরা এবিষয়ে সিদ্ধান্ত নিবে । অথবা কেউ কেউ কর্তৃপক্ষর পাতায় গিয়ে ভিন্ন টপিকের মাঝে অনুনয় করছে
তাকে যেন সুযোগ দেয়া হয় ।
তবে যারা আমার পোস্টে মন্তব্য করেন,
স্বাভাবিক নিয়মেই আমার পাঠ তালিকায় তাদের লেখা অগ্রাধিকার পেয়ে থাকে।
...............................................................................................................
অত্যন্ত সঠিক ও বাস্তব কথা, আমি মাঝে মাঝে শুধুমাত্র অনলাইনে দেখেও অনেক
ব্লগারের লেখা পড়ি ও সুযোগ থাকলে মন্তব্য করি ।
আমার সমস্যা হলো প্রতিনিয়ত ভ্রমনের কারনে ল্যাপটপ ব্যবহার করা যায়না , তাই
লেখা ও প্রতি উত্তর অনেক সময়ে যথাসময়ে দিতে পারিনা, তবে চেষ্টা করি ।
======================================================
সর্বশেষ কথা : ইচ্ছা থাকলে উপায় হয়
নির্ভর করছে কর্তৃপক্ষ কি ভাবছেন ???
৩৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৯
গেঁয়ো ভূত বলেছেন:
অনেক সুন্দর পোস্ট এবং এর প্রতিটি মন্ত্যব্য সময় নিয়ে পড়লাম, মন্ত্যব্যে প্রানবন্ত এমন পোস্ট বার বার দেখতে চাই।
১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৫০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অনেকদিন পর আপনার মন্তব্য পেয়ে আনন্দিত হলাম
..............................................................................
আমার এই সুষ্ঠু বিতর্ক অনেকের মন নাড়া দিয়েছে আমি জানি
এরপর এক বৎসর আট মাস অতিক্রান্ত , অনেকেই ব্যান হয়েছে
ক্ষোভ, বিতর্ক চলছে, সামু কর্তৃপক্ষ আগের চেয়ে অনেক শক্ত
অবস্হান নিয়েছে । তবে আধুকায়ন ও অটোমেশন হয়েছে কিনা
আমার জানা নেই ।
তবে লক্ষ্যনীয় যে, পাঠক বা লেখক এর বিচরন আশানুরূপ গতি পায়নি ।
৪০| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ২:১৬
মোহাম্মদ গোফরান বলেছেন: এক বলদ বলছে আপনি আমার মাল্টি। এই ব্যাপারে আপনার বক্তব্য কী?
১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৪৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি আপনার পোষ্টে ২/৩ বার গিয়েছি ,
মন্তব্য করেছি কিনা মনে নেই ।
...............................................................................
পোষ্টের এই ছবিটা আপনার হলে, কম করে হলে ও আপনি আমার
২০ বৎসর ছোট হবেন ।তাছাড়া ব্লগদিবসে আমার অনেক ছবি
আছে, সে সময় আপনার উপস্হিতি ছিল কিনা জানা নেই ।
...................................................................................
এই সুত্র থেকেই খুজেঁ নিতে পারে , অনুসন্ধানী চোখ ...... .... ......
৪১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৪৬
মোহাম্মদ গোফরান বলেছেন: আমারই ছবি।এ সব পাগল ছাগল বলদ ছাইয়া মাল্টির কথায় কষ্ট পাওয়ার কিছু নেই। পোস্টটি ভালো লাগলো। হ্যাপি ব্লগিং।
১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৫৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মোহাম্মদ গোফরান বলেছেন: আমারই ছবি।
...................................................................
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:০৩
চাঁদগাজী বলেছেন:
আপনি একটা ব্যাপারে, কমলার সাথে আপেলের তুলনা করেছেন: ব্লগের লেখা ও ফেইসবুকের লেখার মান সমান নয়; ওখানে কে কি লিখছেন, উহা আবার কে পড়ে কি মন্তব্য করছেন, তা বলা কঠিন ব্যাপার। আপনার মতে, যারা কোন কারণে "বিক্ষুব্ধ" হয়ে ফেইসবুকে গিয়ে যারা লিখছেন, তারা আসলে ফেইসবুকে লেখার মতো লেখক।