নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

পৃথিবী পরিবর্তন চায় !

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৫

পৃথিবী পরিবর্তন চায় !



আমরা যারা বেঁচে আছি, কি দেখছি ?
মহামারী, যুদ্ব , হানাহানি নৈতিকতার চরম ধস !
অন্যর জমি দখল বাড়ী দখল , আর দিন দুপুরে ( এখন আর রাতের আধাঁরে নয় ) প্রতিপক্ষকে
হত্যা আবার কোর্ট কাছারী টাকার দাপটে কিনে নিয়ে বুক ফুলিয়ে নির্দো ষ প্রমান ।
অতপর সংসদ সদস্য হয়ে , আইন ভঙ্গ আর দুই একজন তো বিদেশের জেল খানা পর্যন্ত
গিয়ে হাজির হয়েছে ।
এমনতর চরম সামাজিক , রাজনৈতিক অর্থনৈতিক বিশৃঙ্খলার মাঝে তবুও আশাবাদী ।

তারপরও দুটি খবর আমাকে অবাক করেছে চিন্তিত করেছে , :

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে একটি বিরল পাখি দেখা গেছে, যার শরীরের অর্ধেকটা নারী এবং অর্ধেকটা পুরুষের মতো দেখতে। পাখিটির নাম নর্দার্ন কার্ডিনাল। পাখি বিশেষজ্ঞ জেমি হিল বিরল এই পাখির ছবি তোলেন। পুরুষ কার্ডিনালগুলো সাধারণত উজ্জ্বল লাল রঙের হয়ে থাকে। আর নারী কার্ডিনালগুলো হয় সাধারণত ফ্যাকাসে বাদামি রঙের। তাই এই পাখিটি দুটি লিঙ্গের মিশ্রণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৬৯ বছর বয়সী পাখিবিদ জেমি হিল বলেন, ‘এমন মুহূর্ত সারা জীবনে শুধু একবার পাওয়া যায়, লাখে একটা ঘটনা।’
জেমি হিল প্রথমে ভেবেছিলেন, পাখিটি হয়তো ‘লুইসিস্টিক’ সমস্যায় আক্রান্ত।
‘লুইসিস্টিকে’ আক্রান্ত পাখির পালকগুলো রং হারিয়ে ফেলে এবং বর্ণহীন মনে হয়।
তাই পাখিটির অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ হবে বলে তিনি শুরুতে ধারণা করেননি। সূত্র : বিবিসি।



ক্রিকেটার নাসির হোসেনের বিয়ে নিয়ে যখন দেশজুড়ে আলোচনা-সমালোচনা, ঠিক তখনই হাইকোর্টে একই ধরনের এক বিয়েতে জামিন চাইতে হাইকোর্টে এসেছেন এক অভিযুক্ত।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে হাইকোর্টে আসেন জামিন চাইতে রাজধানীর দক্ষিণখান থানার পারভেজ ইসলাম। তার বিরুদ্ধে অভিযোগ তিনি খাদিজা আক্তার নামে এক নারীকে ধর্ষণ করেছেন। অভিযোগ এখানেই শেষ নয়, আরেকটি মামলা আছে পর্ণোগ্রাফি আইনে। এসময় ক্রিকেটার নাসিরের বিয়ের প্রসঙ্গ উঠে আসে হাইকোর্টে। আদালত বলেন, নৈতিক ও সামাজিক অবক্ষয়ের কারণে সমাজে বাড়ছে এমন ঘটনা।নাটকীয়তার শুরু হয় যখন জামিন শুনানিতে হাজির হন মামলার বাদী খাদিজা আক্তার। জানান, মামলা দিতে বাধ্য করেছেন তার স্বামী। এরই মধ্যে সেই স্বামীকে দিয়েছেন তালাকও। শিগগিরই বিয়ে করবেন পারভেজকে।

এসময় ক্ষুব্ধ হয়ে হাইকোর্ট দুজনকে প্রায় পাঁচ ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন। বিকেল সাড়ে তিনটার পর শুরু হয় জামিন শুনানি। এসময় আদালত বলেন, এক ক্রিকেটারের বিয়ে নিয়েই তোলপাড় দেশ এর মধ্যেই আরেক ঝামেলা এসে পড়লো হাইকোর্টের ঘাড়ে। আদালতের মন্তব্য, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের কারণে এ ধরনের ঘটনা বাড়ছে।সুত্র : অনলাইন পত্রিকা

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:



স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার মতো অর্থনৈতিক উন্নয়ন কি হচ্ছে বাংলাদেশে?

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এক কথায় বলতে হয়, আমাদের দেশে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে তবে আনুষাঙ্গিক সাপোর্টের অভাবে জনগণ স্বতঃস্ফূর্তভাবে উপভোগ করতে পারছে না ।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সামাজিক অবক্ষয় বলবো নাকি উন্নয়ন বলবো ঠিক করতে পারছিনা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একটির অভাবে অন‌্যটির মূল‌্যায়ন ঘটে না তাই আমরা বিভ্রান্ত

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩১

কলাবাগান১ বলেছেন: Bilateral Gynandromorphy in Bird .....very rare

কিন্তু মানুষের মাঝেও এমন কিছু মোজাইক দেখা যায়..কিছু কোষ মেয়ে আর কিছু কোষ ছেলে...কত % কি রকম এর কোষ তার উপর ডিপেন্ডকরে সে কি ছেলে নাকি মেয়ে...বিশেষ করে অর্গান ট্রান্সপ্ল্যানট যখন করা হয় তখন দেখা যায় অনেক সময় মেয়ের হার্ট হয়ত ছেলের শরীরে লাগানো হচ্ছে অথবা ছেলের হার্ট মেয়ের শরীরে ট্রান্সপ্ল্যান্ট করা হচ্ছে। ট্রান্সপ্ল্যান্টেড হার্ট কিন্তু কাজ করে।

তবে True hermaphrodites ও দেখা যায়..। Very rare though.

যখন XX and XY fetuses fused together before the immune system was active (no rejection);

Or XX egg fertilized by Y sperm (or XY sperm fertilizes X egg) and divide into XX or XY cells.

জেনেটিস্ক এর এই সাবজেক্ট টা আমার খুবই প্রিয়...তাই কমেন্ট করলাম....।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য
কিন্তু বলবেন কি পাখি বেলায় এটা কি করে হলো? শূধূই প্রকৃতির খেয়াল নাকি অন্য কিছু ???

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:১৮

কলাবাগান১ বলেছেন: উপরে যেভাবে বলেছি,অনেকটা সেভাবেই পাখীতে ও মেল/ফিমেল একসাথে দেখা যেতে পারে। বিস্তারিত জানতে এখানে দেখুন
Male/female bird

তবে মজার কথা কি জানেন, যে পাখীটাকে দেখা গিয়েছে অর্ধেকটা ছেলে আর অর্ধেকটা মেয়ে, সে কিন্তু কোন সামাজিক 'বৈষম্য' ছাড়াই বড় হয়েছে, অন্য পাখীরা এসে তাকে ঠিকরায় না্য, সমাজ থেকে বাধ দিয়ে দেয় নাই, সে স্বাভাবিক ভাবেই বড় হয়ে নরমাল জীবন যাপন করছে....।

কিন্তু মানুষের কথা চিন্তা করুন: সামান্য হিজড়াকেই সহ্য করতে পারে না আর ট্রাসজেন্ডার হলে তো কথাই নাই..সমাজ থেকে বিতারিত..।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:৪৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রকৃতির শান্ত স্বভাবের কারণে আমাদের মূল্যায়ন হয় না, ভাবি আমাদের অন্যায় ,ব্যভিচার বুঝি কেউ
দেখলো না বা বলার কে আছে? কিন্তু প্রকৃত যখন ভয়াবহ রূপ ধারণ করে এবং সুনামী হয়ে আঘাত করে তখন আমরা অনেকেই ভাবতে বসি, আসলেই আমরা প্রতিদিন অনাচার করে যাচ্ছি।
এই পাখিটি প্রকৃতির কোন অভিশাপ কিনা জানিনা, তবে
নাসির তামমি যে অনাচার ব্যভিচার সমাজে স্থাপন করতে চলেছে, তার দায়ভার সরকারকেই বহন করতে হবে ।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৭

কলাবাগান১ বলেছেন: নাসির কি অনাচার করেছে সেটার বিচার দেশের এর আইনেই হবে...আমি -আপনি এত উতলা কেন ??
কে পরকীয়া করবে, সেটার দ্বায়ভারও সরকারকে নিতে হবে???

এর চেয়ে জগন্য কাজ হচ্ছে সমাজে সেটা নিয়ে উচ্চকিত হন...আজই সড়ক দুর্ঘটনায় ১৮-২০ জন মারা গিয়েছে....

মানুষ বা প্রকৃতির অভিশাপ নামক কিছু নাই এগুলা আপনাদের আবিস্কার

আমি ভুল জায়গায় কমেন্ট/প্লাস দিয়েছিলাম

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: না ভুল করে মন্তব্য করেন নাই
‌.…................................................
আমার ব্যক্তিগত মতামত দেয়ার সুযোগ নাই,
সমাজে কি প্রতিক্রিয়া হচ্ছে তাই লিখেছি

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: নাসিরের ঘটনা নিতে এত হাকাউ করার কি আছে?
দেশের সমস্যা নিয়ে হাউকাউ করলে লাভ আছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নাসিরের ঘটনা উপলক্ষ্য মাত্র,
...................................................................................................
সমস্যা নিয়ে হাউ কাউ করলে সমাধান হয়ে যাবে, এই বিশ্বাস কি এখনো আছে ?
আদালত তো বলেই দিয়েছে , সামাজিক ও নৈতিক অবক্ষয়ের কারণে এ ধরনের ঘটনা বাড়ছে।

৭| ০২ রা মার্চ, ২০২১ সকাল ১০:২৭

সোহানী বলেছেন: সামাজিক অবক্ষয় এর কথা বলতে বলতে টায়ার্ড। কেউই যে এসব নিয়ে মাথা ঘামায় না কিছু ব্লগার ছাড়া..........

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ২:৩৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইতিহাস বলে ,একটা সময় পর পৃথিবী
সব ধংস করে দিয়ে আবার নুতন করে সাজায়
সেই সময় আর বেশী দুরে নয় ।

৮| ১৮ ই মার্চ, ২০২১ রাত ৯:১০

খায়রুল আহসান বলেছেন: প্রকৃতি বিজ্ঞান মেনেই চলে, বিজ্ঞান প্রকৃতির গতি প্রকৃতি ব্যাখ্যা করে। মানুষ মাঝখানে এসে এ দুয়ের মাঝে হস্তক্ষেপ করে, ফলে সৃষ্টি হয় রূপান্তরিত প্রকৃতির।

২৭ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৫৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ফলে সৃষ্টি হয় রূপান্তরিত প্রকৃতির।
...................................................................
কখনো সখনো মানুষ নিজ আবিস্কারের অহংকারে
সৃষ্টিকর্তাকে ভুলে যায়, নিজ ভাবনাকে বিশ্বের ভাবনা বলে চালায়ে দিতে চায়,
শুরু হয় সংঘাত, ক্ষমতার দন্ধ,সামাজিক অবক্ষয় ঘটে,
মানুষের সহজাত অভ্যাস পরিবর্তন হয়ে দানবীয় আচরন করতে থাকে !
আমরা কি তার থেকে খুব দেশী দুরে ???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.