নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

সুকণ্যার পথচলা (১ম পর্ব )

০৭ ই মে, ২০২২ সকাল ১১:০০


সুকণ্যার পথচলা (১ম পর্ব )
================================================================================


রাফি প্রতি রমজানে বাড়ী যায়, ঈদের অন্তত ১৫ দিন পূর্বে তখন কোথাও ভীড় থাকে না । এবারও তাই হলো,
এসি বাস কোন কষ্ট হয়নি দুদিন গ্রামের বাড়ী কাটাল, কিছু কাপড়, টাকা পয়সা যা রুটিন মাফিক প্রতি বৎসর দেয়া হয় তেমন আরকি ।
দুদিন পরই আবার ঢাকা ফিরে চলা ১২টার মধ্যে অফিস করা চাই অনেক কাজ জমে আছে ।
সকালের প্রথম বাসটা ধরার ইচ্ছে ছিলো কিন্ত অত সকালে কি করে সম্ভব ? সিএনজি ডেকে বাস কাউন্টার পর্যন্ত আসতেই
বেলা হয়ে গেলো । ২য় ট্রিপে উঠলাম, বাস প্রায় খালি, সাধারনত যা হয়, সময় পার হবার পরও যাত্রী না থাকলে যেতে চাচ্ছে না , ১৫ মিনিট লেট করে ছাড়ল। পথে ২/১টা কাউন্টার শেষে হাজীগন্জ এসে থামল ।

প্রায় পাচঁ মিনিট পর হুড়মুর করে আট নয়জন যাত্রী বাসে উঠল তার মধ্যে ৩জন মহিলা ।
একজন মহিলা রাফির সামনে বসল বাকীরা পিছনে সিট পেল । হঠাৎ কেউ নবাগত হলে তাকে পর্যবেক্ষণ করার একটা
অভ্যাস রাফির আছে , তাতে মজার মজার মনের খোরাক মিলে, অনেক কিছু কল্পনা করা যায়, হিসাব করে অন্ক কষে
তার স্বভাব চরিত্র লিখে ফেলে অনেক সময় মিলে যায়, তখন মনে মনে হেসে ফেলে ; না মিললে মন খারাপ হয় কোথায় ভূল করলাম ?

ইতিমধ্যে বাসটি চলতে শুরু করেছে , রাফি হাঁফ ছেড়ে বাঁচল যাক আর কোথাও থামবে না এসি বাস এবার একটানে ঢাকা
চলে যাব । বাহিরের দৃশ্য খুব সুন্দর সকালের রোদ আর চারিদিকে সবুজের সমাহর মনটা প্রশান্তিতে ভরে গেল ,
এমন সময় হঠাৎ হালকা চুলের শ্পর্শ এসে রাফির নাক, মুখ ছুঁয়ে গেল এবং সঙ্গে সঙ্গে সরি শব্দ কানে ভেসে আসল ।
রাফি জানালা থেকে মুখ ঘুরিয়ে সন্মুখ তাকাল ...........

মেয়েটি : সরি আমি চুল ঠিক করতে গিয়ে আপনাকে সমস্যায় ফেলেছি , আপনার বিরক্তের কারন হলাম ক্ষমা করবেন ।
রাফি : খুব ধীরে মেয়েটির মুখের দিকে তাকালো, চােখে চােখ পড়ল , একটু উৎকন্ঠার ভাবও লক্ষ্য করল ।
ভেতর থেকে কেউ একজন বলে উঠল , ভালোই হলো তোমার পর্যবেক্ষণ শুরু কর ।
মুখে বল্লাম ইটস্ ওকে , আপনি তো ইচ্ছে করে করেন নি ।

মেয়েটি মুখ ঘুরিয়ে সন্মুখ দিকে ফিরে গেল আর রাফি তার পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করে দিলো ..................


পাদটীকা : একটি সাধারন মেয়ের পথচলার গল্প কোন পর্বে তা শেষ হবে, লেখকের তা জানা নেই,
আপনারা মন্তব্য করতে পারেন এরপর কি হতে যাচ্ছে !!!

................................................জীবনের পথচলা কখনো থেমে যায়না .......................................................

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০২২ সকাল ১১:০৭

বিজন রয় বলেছেন: আপনি লিখতে থাকেন পর্বের পর পর্ব।
তবে ব্যতিক্রম হলে ভাল হয়।

০৭ ই মে, ২০২২ সকাল ১১:২৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য
..............................................
আশাকরি সে রকম কিছু হবে

২| ০৭ ই মে, ২০২২ সকাল ১১:১৩

সোনাগাজী বলেছেন:


গল্প শুরু হয়েছে 'রাফি'কে নিয়ে; আবার দেখলাম আপনিই (লেখক ) গল্পের মুল চরিত্র; ব্যাপার কি?

০৭ ই মে, ২০২২ সকাল ১১:৩০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অনেক দিন পর আসলাম, আপনাকে ও পেলাম
ধন্যবাদ আপনার আগ্রহর জন্য

..............................................................
অর্ন্তনিহিত অনুভুতি সমূহ প্রকাশের মাধ্যম এরকম
নাহলে গল্পটি কখনোই প্রানবন্ত হবে না ।

৩| ০৭ ই মে, ২০২২ বিকাল ৩:০৮

শায়মা বলেছেন: বুঝতে পারছি মেয়েটার সাথে আবার দেখা হবে। :)

০৭ ই মে, ২০২২ রাত ৯:৫০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: স্বাগতম, আপনার উৎসাহ দেখে আগ্রহ পাচ্ছি।
আমার বসে বসে লেখার অভ্যাস আজও হয়ে উঠলনা
কত মজার মজার টপিক শুরু করে ড্রাফটে ফেরে রেখেছি অলসতা
আর সময়ের অভাব ।

....................................................................................
সুকণ্যার পথচলা এটি জীবন ঘনিষ্ট চলমান বাস্তবতা
কোথায় গিয়ে থামবে লেখকের জানা নেই ।

৪| ০৭ ই মে, ২০২২ বিকাল ৪:৪৪

ভার্চুয়াল তাসনিম বলেছেন: পরের পর্ব কখন ?

০৭ ই মে, ২০২২ রাত ৯:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ড্রাফটের প্রস্ততি চলছে
..................................................................
আপনার আগ্রহর জন্য স্বাগতম

৫| ০৭ ই মে, ২০২২ বিকাল ৫:১৫

মিরোরডডল বলেছেন:




রোম্যান্টিক গল্প হলে, এখান থেকে পরিচয়, পরবর্তীতে আবার দেখা, বন্ধুত্ব, প্রণয় এভাবে এগিয়ে যেতে পারে ।

আর যদি সমকালীন জীবনকে নিয়ে কোন লেখা হয়, তাহলে কে জানে ! হতে পারে প্ল্যান-ওয়াইজ প্রতারক চক্র, প্রতারণা এরকম কিছুর সাথে জড়িয়ে যাবে । সাধারণ মেয়ের অপরাধ জগতে জড়িয়ে পরা এমন কিছু । দেখা যাক, সময় বলে দিবে :)





০৭ ই মে, ২০২২ রাত ৯:৫৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অষ্ট্রেলিয়া থাকেন তাই চিন্তা আপনার প্রসারিত
আপনাকে ধন্যবাদ

...................................................................
আপনার এনালাইসিস অত্যন্ত প্রখর !

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪২

অপ্‌সরা বলেছেন: এই গল্প তো আর জীবনে শেষ হবে না মনে হয়! :(

২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৫১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা,
আপু আবার ম্সরন করার জন্য

...................................................................................
আমি আসলে মনে মনে অনেক লিখে ফেলি, কিন্ত
অলসতা আর ব্যস্ততা আমার সামুতে লিখতে বসার সময় দেয়না ।
আবার মোবাইলে লিখা যায়না,
মোবাইলে সামুতে আসতে পারিনা ।
তবে কথা দিচ্ছি আগামী পর্ব আতিদ্রুত দেখতে পাবেন ।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৭

সোনালি কাবিন বলেছেন: দেখা যাক, পরবর্তীতে কি হয়।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: স্বাগতম !
আপনি বোধহয় প্রথম আমার লেখায় প্রথম আসলেন ও উৎসাহ দেখালেন ।
এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ।

...................................................................................
আমার অলসতা বিভিন্ন কারনে, অথচ অনেক লেখা মাথায়
জমে আছে ।
সম্প্রতি অপসরা/শায়মার আগ্রহর কারনে লেখাটি আবার শুরু করেছি ।
আশাকরি অতিদ্রুত পরবর্তী পর্ব দেখতে পাবেন ।
ইতিমধ্যে ব্লগের পরিবেশ উন্নত হলে ভালো লাগবে ।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:১৬

মিরোরডডল বলেছেন:




সাত মাস হয়ে গেলো, এই লেখাটা কি বাকিটুকু আর হবে না?
অপেক্ষায় ছিলাম যে !

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৩৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঘটনা তো চলমান,
আমার লেখার দুর্বলতা

একপাতা ড্রাফট আছে, আরে ক'পাতা হলেই পড়ার জন্য উন্মুক্ত করা যাবে ।
........................................................................
ল্যাপটপে সময় দিতে পারিনা ।
এখন থাইল্যান্ডে আছি , স্বাস্হ্য বিষয়ক ব্যাপারে,
এরপর অষ্ট্রেলিয়া যাব সব ঠিকঠাক মত চলমান থাকলে ।
আপনার আগ্রহ আমাকে উৎসাহ দিচ্ছে..............................

৯| ২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:০৮

মিরোরডডল বলেছেন:



আই হোপ ইউ আর ওকে। থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়া ট্রিপ হয়ে গেছে নিশ্চয়ই।
মে মাসে কি লেখাটির একবছর উপলক্ষে নেক্সট পর্ব আসবে?
সিরিজ এতো লং গ্যাপে পড়লে, আবার আগের পর্ব পড়ে আসতে হয়।


২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:৩৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ওমা .........
আমার লেখার কোন ভক্ত আছে জানলাম,

..............................................................................
আসলে আমার দৈনিক কাজ গুলোর চাপ এত থাকে যে,
ব্লগে আসার সময় পাইনা ।
মাঝে মাঝে রাত ২টার পর একটু আসি
ঈদের বন্ধে একটু সময় পেলাম
২য় পর্বর ড্রাফট হলো,
আশাকরি নিরাশ করব না আমার লেখার অনুসারীদের ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.