নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

শুভ নববর্ষ ২০২৩ ইং

০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ২:১৬

শুভ নববর্ষ ২০২৩ ইং
......................................................................................................
https://www.youtube.com/watch?v=2FcDNi1HkfI&t=359s

আমাদের জীবনে আমরা দুটো নববর্ষ পালন করি , একটা আমাদের প্রিয় মাতৃভাষা বাংলাবর্ষ ও অন্যটি ইংরেজী বর্ষ
এই নিয়ে অনেকের আপত্তি । হোকনা আমাদের জীবন বর্ণময়, আমারা আবেগ প্রবন জাতি ।
বাংলা ও ইংরেজী ভাষা আমাদের জীবনকে জড়ায়ে আছে, আমাদের সমৃদ্ধি এনেছে আমাদের জীবন ও জীবিকার
অন্যতম সহযোগীও বটে ।

আমরা আমাদের আবেগ প্রবন বলি অথচ দেখুন থাইল্যান্ডে এখন ২.৫৪ মি: তারপরও পনের মিনিট যাবত আতশবাজি
হচ্ছে । মানুষের কিছু সহজাত প্রবৃত্তি আছে যা আইন দিয়ে থামানো যায় না তবে নিয়মের মাঝে এনে উপভোগ করা
যায় । আমি দেখলাম প্রায় সব হোটেলে যেখানে বিদেশীরা আছেন , তাদের আতশবাজি আর নাচানাচি বেশী
ধর্মীয় বা মুসলিম ব্যবসা প্রতিষ্ঠানে তার কোন উৎসাহ নেই । এখানে কি আইন আছে জানা নেই তবে ১২.০০ থেকে প্রায় ৩০মিনিট যে প্রচন্ড বিকট শব্দ করে আতশবাজি ফুটল এবং কিছু দেশী বিদেশী ছেলে মেয়েরা নাচানাচি করল, কোন পুলিশের বাধা দিতে দেখলাম না ।

আমাদের সবার চিন্তা চেতনায় নববর্ষে নবতর কিছু পাবার আকাঙ্খা ঘুরপাক খায়,
তারই বহি:প্রকাশ এই আনন্দ, অথচ দেশে এই দিনের জন্য বিভিন্ন নিষেধাজ্ঞা আসতে থাকে ।
============================================================================
সামুর সকল সদস্যকে জানাই ইংরেজী '২০২৩ সনের শুভেচ্ছা ও সমৃদ্ধি জীবন ।।


মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ২:৩৬

হাসান জামাল গোলাপ বলেছেন: শুভ নববর্ষ। ট্যুরিস্ট শহর ব্যাংককে নিশ্চয় বর্ণিলময় এই রাত।

০৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুভ নববর্ষ।
...............................................................................
ব্যাংককে আবহাওয়া এই সময়ে অত্যন্ত চমৎকার ।
শুনেছি ঢাকায় শৈত্য প্রবাহ , কিন্ত এখানে সন্ধ্যায় গেন্জি পড়ে হাটলাম
তাতেই ঘাম ঝড়ে ।
প্রতিটি হোটেলে গান বাজনা , নাচ যেন প্রতিযোগিতা ,কে কার চেয়ে
ভালো, পর্যটক আকর্ষনের প্রচেষ্টা ।

২| ০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ২:৩৯

রোকসানা লেইস বলেছেন: সব কিছুই আমরা করতে চাই এটা জাতীয় চরিত্র।
শুভ নববর্ষ

০৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:১৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য
.......................................................................
মনে হয় আমরা সেই চিন্তা চেতনা থেকে ধীরে ধীরে
বেরিয়ে আসছি ।
আমাদের বর্তমান প্রজন্মের যে অংশটুকু সচেতন
তারাই আমাদের ভবিষ্যৎ কান্ডারী হবে বলে আশা করি ।

৩| ০১ লা জানুয়ারি, ২০২৩ ভোর ৪:০০

অনল চৌধুরী বলেছেন: ইংরেজী নববর্ষ বলে পৃথিবীতে কিছু নাই।
এটা খৃষ্টীয় নববর্ষ যা যিশু খ্রিষ্টের জন্মের কল্পিত বছর থেকে গোণা শুরু হয়েছে।

০৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: স্বাগতম আপনার বক্তব্যর প্রেক্ষিতে বলতে চাই,
আমাদের মুসলিম হিজরী বর্ষ বা বাংলা বর্ষ সবই তো
পৃথিবিতে বিদ্যমান ।

....................................................................................
এটাতো মানতেই হবে যে দেশে যে মতবাদের অনুসারী বেশী থাকবে
তারা তাই পালন করবে । তাছাড়া আমাদের মাঝে একপ্রকার মনোভাব আছে
যে, আনন্দ উদযাপনের সুযোগ পেলেই আমরা অংশগ্রহন করতে যাই,
তখন এ ধরনের কোন বিবেচনা মাথায় আনেনা ।

৪| ০১ লা জানুয়ারি, ২০২৩ ভোর ৪:৫২

সোনাগাজী বলেছেন:


নববর্ষের শুভেচ্ছা

০৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বর্ষ শুরুর শুভেচ্ছা আপনার প্রতি ও থাকল
........................................................................
এখানে একটি বি ষয় আসল যে ,
এটা কি ঐতিহাসিক ভাবে স্বীকৃত যে, খৃষ্টবর্ষ নাকি
ইংরেজী নববর্ষ ???

৫| ০১ লা জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৩

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নের শঙ্খচিল,




শুভ নববর্ষ......

০৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
...........................................................................
আপনাকে ও স্বাগতম

৬| ০১ লা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৬

নীল আকাশ বলেছেন: শুভ নববর্ষ।

০৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
..................................................................
শুভনব বর্ষ

৭| ০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।

০৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৪৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার আদরের মেয়েটির নববর্ষের পর্দাপণ
উপলক্ষ্য থাকল আন্তরিক শুভেচ্ছা ।

..............................................................................
https://youtu.be/2FcDNi1HkfI

৮| ১৪ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১০

বীরশ্রী বলেছেন: এ বিষয়ে আমিও লিখছি।

১৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধণ্যবাদ আপনাকে
................................................................
আপনার লেখা আমার পড়া হয় নাই,
আশাকরি তা সময় করে পড়ে নেব ।
লিখতে থাকুন সামুতে
আপনার চি ন্তা ভাবনাগুলি ।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.