নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্রপতির পদ্মাসেতু পরিদর্শন : আমজনতার ভাবনা

২৭ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০৯

রাষ্ট্রপতির পদ্মাসেতু পরিদর্শন : আমজনতার ভাবনা
বিগত ২৪শে এপ্রিল তারিখে ২২তম নুতন মহামান্য রাষ্ট্রপতি জনাব মো: সাহাবুদ্দিন শপথ গ্রহন করেন ।
নুতন মহামান্য রাষ্ট্রপতিকে অভিনন্দন ও স্বাগতম ।
বিগত ২৬শে এপ্রিল তিনি টুঙ্গীপাড়া যাবার পথে পদ্মাসেতু পরিদর্শন করেন ও ছবি তোলেন ।
দেশের প্রধান ব্যক্তি হিসাবে তিনি তা করতেই পারেন । পদ্মাসেতুতে অবস্হান , ছবি তোলা ইত্যাদি
ঐতিহাসিক ভাবে গুরুত্ব বহন করে ও মনের ইচ্ছাগুলোর বাস্তবায়ন , নিজেকে প্রশান্তি আনে ।
কিন্ত আমজনতার আবেগ এখানে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করছে । তিনিও কিছুদিন পূর্বে আমজনতারই
অংশ ছিলেন , তিনি এখন আইন প্রয়োগের প্রধান ব্যক্তি ।
আম-জনতার প্রশ্ন পদ্মাসেতুতে অবস্হান , ছবি তোলা ইত্যাদি নিষিদ্ধ হলে তিনি কিভাবে পারলেন এবং
আমজনতার ইচ্ছা পদ্মাসেতুতে অবস্হান , ছবি তোলা এসবের বাস্তবায়ন কিভাবে হবে ?

এ সংক্রান্ত একটি লিংক দেখে আসতে পারেন : -
Padma Bridge Visit

তাহলে আপনি কি ভাবছেন ?










মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২৯

জ্যাকেল বলেছেন: জনগণ প্রজা, রাষ্ট্রীয় কর্মধারী মাত্রই রাজা।

২৭ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তাহলে কি আম জনতার ইচ্ছা পূরন হবেনা ?
........................................................................
ঈদে বাড়ী যাবার সময় বাইকাররা শর্ত মেনে পদ্মা
পার হলো, কিন্ত ফেরার পথে অনেকেই ( এ পর্যন্ত ৬০ জন)
শর্তভঙ্গ করে মনের ইচ্ছার জন্য জরিমানা দিয়েও
সেতুতে অবস্হান করে ছবি তুলতে আগ্রহী ।
গনতন্ত্রর দেশে জনতার সুযোগ সুবিধা বাস্তবায়নের দ্বায়িত্ব সরকারের ।

২| ২৭ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৫৯

জ্যাকেল বলেছেন: লেখক বলেছেন: তাহলে কি আম জনতার ইচ্ছা পূরন হবেনা?

স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে হবে না।

২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সহমত

৩| ২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:০৮

কামাল১৮ বলেছেন: আইনের রক্ষক কোর্ট।মামলা করুন কোর্ট বিচার করবে।আইনটি উনি জানতে নাও পারেন।
আপনি আবার আইন ভংগ করলেন কিনা সেটার খোঁজ নিন।আমার জানা নেই।দেশের প্রধান ব্যক্তির রিরুদ্ধে কতোটুকু বলা যায়।

২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রাষ্ট্রের প্রধান অবশ্যই সন্মানীয় ব্যক্তি,
তাহার প্রতি বা বিরুদ্ধ বলার কিছু নাই ।

.................................................................
আমজনতার কি বক্তব্য লিংক দেখুন,
যা পত্রিকার ভা্য্য আমার নয় ।

৪| ২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪

নতুন বলেছেন: কিন্ত আমজনতার আবেগ এখানে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করছে । তিনিও কিছুদিন পূর্বে আমজনতারই
অংশ ছিলেন , তিনি এখন আইন প্রয়োগের প্রধান ব্যক্তি ।
আম-জনতার প্রশ্ন পদ্মাসেতুতে অবস্হান , ছবি তোলা ইত্যাদি নিষিদ্ধ হলে তিনি কিভাবে পারলেন এবং
আমজনতার ইচ্ছা পদ্মাসেতুতে অবস্হান , ছবি তোলা এসবের বাস্তবায়ন কিভাবে হবে ?


আমজনতা ঐখানে গিয়ে টিকটক বানাবে ।

রাস্টপতি প্রজেক্ট পরিদশৃন করবে। রাস্টপতির ঐখানে নেমে ছবি তোলা, ঐ প্রজেক্ট পরিদর্শনের অংশ....

২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য ।

৫| ২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী কিংবা অন্য কোনো ব্যক্তি অফিশিয়াল পরিদর্শনের উদ্দেশ্যে গিয়ে ছবি তুলতে পারেন বলেই আমি মনে করি।

তবে আম জনতা ইস্যু পেলেই সেটার উপর ঝাঁপিয়ে পড়েন এবং দেখবেন, পক্ষে ও বিপক্ষে সমান তালে লড়াই চালিয়ে যাচ্ছেন :)

নতুন রাষ্ট্রপতির জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আমি বিদায়ী ও নতুন রাষ্ট্রপতিকে নিয়ে একটা পোস্ট দিতে চেয়েছিলাম, অল্প কথায়। সময় হলো না। তবে, অন্য কেউ না দিয়ে ফেললে আমি একটা পোস্ট লিখবো তাদের নিয়ে। বিগত রাষ্ট্রপতি একজন জ্ঞানী, শ্রদ্ধেয় ও জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তাকে ভালো লাগতো। তাকে নিয়ে লেখা হবে আশা করি।

২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:৩৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সহমত
বর্তমান রাষ্ট্রপতির দাপ্তরিক অভিজ্ঞতা অনেক গভীর

.......................................................................
সবচেয়ে বড়কথা তিনি লবিং করে আসেন নি ।
একজন জ্ঞানী রাষ্ট্রপতি সকলের শ্রদ্ধেয় ও জনপ্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠবেন
এটাই কাম্য ।

৬| ২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- তারপরেও কথা আছে। অতি আবেগে উনি কি কি বলেছেন তা মনে হয় তিনি নিজেও বুঝতে পারবেন না।

২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:০৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ আপনার হৃদয়মাঝের আবেগটা প্রকাশ করার জন্য ।
....................................................................................
আবেগ এবং আশা মানুষকে জাগ্রত রাখে ।
উনি আমজনতা থেকে রাষ্ট্রপতি হয়েছেন , তাই একদিনেই আবেগ হারায়ে যাবে
তা হতে পারেনা । বরং আমজনতার সুখ -দু:খ সমূহ হৃদয় দিয়ে বুঝবেন ।
শপথ নেবার পর, আসন গ্রহন করার পর হয়তো অতি আবেগ আর থাকবেনা ।
তারপরও জনতা আবেগ দিয়ে উনার কাছ থেকে ভালোটাই চাইবে ।
ন্যায্যটা আশা করবে ।

৭| ২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:০৮

ডার্ক ম্যান বলেছেন: উনি তো আমজনতার মতো ঐখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেন নি কিংবা দল বেঁধে ছবি তোলেন নি।

২৯ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের জনসাধারনের সমস্যা এখানেই !
..........................................................................................
আমি পূর্বেই বলে দিয়েছি একজন রাষ্ট্রপতির সেই ক্ষমতা বা সুযোগ আছে
তাই তিনি প্রটোকল নিয়ে রাষ্ট্রীয় ভাবে তা পরিদর্শন করেছেন ।
কিন্ত পত্রিকার ঐ রির্পোটের নীচে দেখুন জনতার মন্তব্য তারা মানছেন না
এমনকি ব্লগে ও অনেকে সেই সুরে কথা বলছেন ।
কারন সুযোগটা তারাও চান ।
এখানে আমি বলতে চাই আমজনতা থেকে আপনি আজ যদি, কোন বড় প্রতিষ্ঠানের
নির্বাহী পদে নিয়োগ পান , তবে আজ থেকে আপনি যে সুযোগ সুবিধা পাবেন তা কি আম-জনতা পাবে ?
এছাড়াও উনার অভিজ্ঞতা ও ব্যক্তিগত জনপ্রিয়তা নিজ এলাকায় প্রচুর ।

৮| ২৮ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৪২

শাহ আজিজ বলেছেন: মনে রাখবেন আপনি রাষ্ট্রপ্রধানের কর্মসূচিতে আঙ্গুল তুলেছেন যা নিতান্তই অনাকাঙ্ক্ষিত । রাষ্ট্রপ্রধান অনেক কিছুই ভোগ করার অধিকার রাখেন যা আপনার অধিকারের তালিকায় নেই ।

২৯ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অনুগ্রহপূর্বক ৭নং উত্তরটি দেখুন ।

৯| ২৮ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:১৫

রানার ব্লগ বলেছেন: ওখানে ৫ জন ছিলো। নগদে ৩০ হাজার টাকা জরিমানা চাই।

২৯ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি বা আপনি বিচারক নই !
....................................................................
আমাদের সঠিক জ্ঞান আরও প্রসারিত হোক
গুরুজন ও সম্নানিত জনকে সম্নান করতে শিখি
এটাই কাম্য ।

১০| ২৮ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:০৫

নূর আলম হিরণ বলেছেন: রাষ্ট্রপতি কিছু কিছু বিষয়ে আইনের ঊর্ধ্বে থাকেন। উনাকে সংবিধান এই সুবিধাটি দেয়। যেটা আমাকে আপনাকে আমজনতাকে দেওয়া হয় না।

২৯ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:০১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সহমত
এই বিষয়টি আমরা বুঝতে চাই না,

.....................................................................
আমাদের সঠিক জ্ঞান আরও প্রসারিত হোক
গুরুজন ও সম্নানিত জনকে সম্নান করতে শিখি
এটাই কাম্য ।

১১| ২৮ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাই আপনি যদি ওখানে যান তবে আপনি কি অন্যায় বা আইন বিরুদ্ধে কিছু লরবেন? একজন রাষ্ট্র পতির সাথে আমজনতাকে মিলানো ঠিক না।

২৯ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:০৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের সঠিক জ্ঞান আরও প্রসারিত হোক
গুরুজন ও সম্নানিত জনকে সম্নান করতে শিখি
এটাই কাম্য ।

১২| ২৮ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭

রাজীব নুর বলেছেন: রাষ্ট্রপতি হতে মন চায়।

২৯ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:০৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মনতো অনেক কিছুই চায়,
তার জন্য আমার আপনার প্রস্তুতি কি ?

...........................................................................
হঠাৎ করে অনাকাঙ্খিত কিছু হলে বলি কপালে ছিল,
না ভাই, সব কিছুর পিছনে কার্যকারন থাকে,
"সময় এবং স্রোত কারও জন্যই অপেক্ষা করে না ।"

১৩| ২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৪২

মামুন্‌ বলেছেন: রাষ্ট্রপতি কে কি জিনিস, রাষ্ট্রপতি আর সাধারন মানূষের মধ্যে কি পার্থক্য আছে?

২৯ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অবশ্যই আছে ।
...............................................................................
আজ যদি আপনি আপনার জেলায় পৌর-পিতার পদে নিয়োগ পান তবে
আজ থেকে আপনি আর আম-জনতার কাতারে নেই ।
কেননা , আপনি তখন তাদের শাসন করবেন , সুখে- দু:খে তাদের
সমস্যাদি সমাধানের চেষ্টা করবেন ।

১৪| ২৯ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৫১

বিটপি বলেছেন: উনাকে আমজনতা ভাবার কারণ কি? মরা হাতির দামও লাখ টাকা - এটা জানেন না?

২৯ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের সঠিক জ্ঞান আরও প্রসারিত হোক
গুরুজন ও সম্নানিত জনকে সম্নান করতে শিখি
এটাই কাম্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.