নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

ডানকি : হঠাৎ দেখে ফেলা

২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৭

ডানকি : হঠাৎ দেখে ফেলা



সকালে বের হলাম কুইন্স ল্যান্ডের গোল্ডকোষ্টের দর্শনীয় দৃশ্য উপভোগ করতে
হাতে কিছু সময় ছিলো, গাইড বল্ল, এই সময়টা একটা ছবি দেখা যায়,
আমি প্রথম আপত্তি করলাম ।
বল্ল নামকরা একটা ছবি , নাম বলতে পারছিনা তবে শাহরুখ খান আছে ,
রাজি হলাম শাহরুখের নাম শুনে, এমনিতে এখন আর ছবি দেখা হয়না,
কাজের চাপে, ছবি দেখার সুযোগ ।
স্হানীয় সময় বেলা ২.০০ টা শুরু হলো : ..... ...... ...... ..... ....
.
ডানকি : রিভিউ দিলাম

ডানকি অর্থ কি তখনও জানিনা , শুরুতেই মেয়েটার কথা বলার ভাব দেখে মনটা সেট হতে শুরু করল,
আর ভাবছি এর অর্থ কি ? ছবি এগিয়ে চলছে, শাহরুখ খানের আগমন ঘটল নাটকীয়তা দিয়ে,
তার চমৎকার চমৎকার সব ডায়লগ মজা পাচ্ছিলাম, কখন যে খুব মগ্ন হয়ে দেখছিলাম , টের পেলাম ''ইন্টারভিশনে''
আসলে ডানকির কোন অভিদানিক প্রতিশব্দ আছে বলে জানা নাই , ছবিতে যা বুঝাতে চেয়েছে ....
এটি একটি প্রতীক রুপে ব্যবহৃত, শাহরুখ বলতে চেয়েছে :
'বিদেশে উন্নত জীবনের সন্ধানে মানুষের যাবার সহজ সরল রাস্তা থাকে না তখন সে ,
যে সব ঝুঁকিপূর্ণ যাত্রা করে, 'গাধা ট্রাভেলস' নামে পথটি পৃথিবীর অনেকেই ব্যবহার করে নিজ জীবনের বাজী রেখে।
ছবিতে মুল সুর মনে হয় আমি লক্ষ্য করেছি :-
মানুষ প্রয়োজনে এই চলে যাওয়া,
ভবিষ্যতের সন্ধান করা, সবসময় নিজের মনটি শিকড়ের সন্ধানে ঘুরে ।
"আপনি যেখানেই থাকুন না কেন, মনের আকাঙ্ক্ষা ঠিক থেকে যায়, তাই তো আবারও ডানকির পথে
ফিরে আসার আকাঙ্খা থাকে ।
২৫ বৎসর সাধনা করে বৃটিশ পাসপোর্ট পাবার পরও মনের আকাঙ্খার জন্য ফিরে আসা ।
এখানেই বোধহয় দর্শকের মনটা জিতে নিয়েছে ।
‘ডানকি’ বোদ্ধা সমাজের আকাশ সমান প্রত্যাশা নিয়ে মুক্তি পেল সারা বিশ্বে একই দিনে ।
মুক্তির পর দর্শক অনুরাগীদের প্রত্যাশা কতভাগ পূরণ করতে পেরেছে তা প্রমান হবে আগামী কিছুদিনের মধ্যে ।
তবে আমি যে , ছবিটি প্রথম রিলিজের প্রথম শো দেখছি তাও জানা ছিলনা, কিন্ত মনটা খারাপ ছিল ।
এত বড় বাজেটের ( ১২০ কোটি রুপি ) ছবি হলে ২৫০ দর্শকের সিট আমরা মাত্র ৪০/৪৫ জন দর্শক ছবিটি দেখছি ।

ডানকি সিনেমার গল্পে দেখা যায়, হার্ডি (শাহরুখ খান) পেশায় একজন সেনা অফিসার ছিলেন। যিনি যুদ্ধে গুলিবিদ্ধ হলে
এক অ্যাথলেট তাকে প্রাণে বাঁচায়। সেই অ্যাথলেটের টেপ-রেকর্ডার ফেরত দিতে গিয়েছিল হার্ডি, তখনও জানতেন না
বন্ধুটি জীবিত নেই । তিনি সেই বাড়িতে ফেরত দিতে গিয়ে মুগ্ধ হয়ে পড়েন মনুর (তাপসী পান্নু)।
কিছু বন্ধুসহ নতুন জীবনের সন্ধান পান হার্ডি।

আবার মনু এবং তাঁর বন্ধুরা নিজেদের সুন্দর ভবিষতের জন্য বিদেশ যেতে চান,
কিন্তু দুর্বল ইংরেজির জন্য ভিসা পান না। তখন প্রেমিকা এবং বন্ধুদের স্বপ্নপূরণের লক্ষ্য নিয়ে হার্ডি সাহস করে
গাধা ট্রাভেলের উপর ভরসা রেখে যাত্রা শুরু করেন লন্ডনের উদ্দেশ্যে। এই যাত্রাই হলো ডানকির গল্প।

শাহরুখ খানের পাঠান ও জওয়ানের মতো সিনেমা আলোচনায় থাকলেও ডানকি ছিল ডিসেম্বর '২০২৩ এর দর্শকদের আকাঙ্খার কেন্দ্রবিন্দুতে। রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে কাজ এই প্রথম করলেন শাহরুখ খান।
সবার দৃষ্টি এজন্য যে , একদিকে বলিউডের সবচেয়ে গুণী নির্মাতাদের মধ্যে অন্যতম হিরানি, অপরদিকে সুপারস্টার শাহরুখ খান।
Dunki 2

শাহরুখের সঙ্গী হিসেবে তাপসী পান্নুও ছিলেন চোখে পরার মতো। তাঁর পারফরম্যান্সে যে আত্মবিশ্বাস দেখা গেছে তা মন জয় করেছে আমার। মনুর চরিত্রটি তাপসী পান্নু সফলভাবে করছেন বলে আমার বিশ্বাস ।
বাল্লি এবং বুগু চরিত্রে অনিল গ্রোভার এবং বিক্রম কোচার ভালো পারফরম্যান্স করেছেন।
ছবিটি প্রযোজনা করেছেন শাহরুখের স্ত্রী গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং রাজকুমার হিরানি। রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডানকি’তে শাহরুখ খানের নেতৃত্বে বোমান ইরানি, তাপসী পান্নু, ভিকি কৌশল, বিক্রম কোচার এবং অনিল গ্রোভারের মতো তারকারা অনন্য চরিত্রে অভিনয় করেছেন।


ছবিতে চোরাপথে মানুষের দেশ ত্যাগের আক্ঙ্খার উপর কিছু নীতি বাক্য জোরালো ভাবে তুলে ধরা হয়েছে ।
এটাও বলা হয়েছে যে, বিগত ১৪০ বৎসর আগে এই নিয়ম ছিলোনা । এখন নিয়মটি শুধু মাত্র গরীব মানুষের জন্য
বড়লোক/ অর্থ বিত্তশালীদের এই নিয়ম ঠেকাতে পারেনা ।


ফিরে দেখা :
শাহরুখের সবচেয়ে কম বাজেটের সিনেমা বলা হচ্ছে ‘ডানকি’।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে,এই ছবির জন্য নির্মাতা রাজকুমার হিরানির শুটিংয়ে খরচ হয়েছে মাত্র ৮৫ কোটি রুপি! প্রিন্টিং ও পাবলিসিটির খরচ যোগ হলে আনুমানিক ১২০ কোটি ভারতীয় টাকা ।
হিসাবে ধরা হয়নি শাহরুখ খান, ভিকি কৌশল, তাপসী পান্নু এবং রাজকুমার হিরানির পারিশ্রমিক।
সিনেমার লাভের অংশ থেকে অর্থ পাবেন শাহরুখ, প্রযোজক ও নির্মাতা।
স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, ডানকি মুক্তির প্রথম দিন ভারতে ৩০ কোটি রুপি আয় করেছে। যদিও শাহরুখের অন্য দুই ব্লকবাস্টার পাঠান ও জওয়ানের তুলনায় ডানকির উদ্বোধনী আয় অনেক কম।
বক্স অফিসে ১ম দিন প্রত্যাশিত আয় করতে না পারলেও মুক্তির পর দর্শক-অনুরাগীদের প্রত্যাশা শতভাগ পূরণ করতে পেরেছে ডানকি।
সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড় এবং সামাজিক মাধ্যমে সমালোচকদের পজিটিভ রিভিউ আশার সঞ্চার করছে।
সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৪১ মিনিট। সিনেমার দর্শক যারা ১২ বছরের নিচে, তাদের জন্য উপদেশমূলক বার্তা যুক্ত করা হয়েছে ডানকিতে। সিনেমার শুরুতে এবং বিরতির পরপরই ধুমপানবিরোধী বার্তা যোগ করা হয়েছে।
শুরুর দৃশ্যে একটি শব্দ বদলে লেখা হয়েছে ‘ইমিগ্র্যান্টস’ বা অভিবাসী।
‘আত্মহত্যা কোনো সমাধান নয়’ সেই বার্তাও যুক্ত করা হয়েছে।

DUNKI : Song > Sonu NIgam
এই লিংকের গান ও তথ্য শুনুন কেন এই ছবিটি জনপ্রিয় হতে যাচ্ছে । views : 36.58 লক্ষ within 13 hours ago
আপডেট ৩১'শে ডিসেম্বর ২০২৩ : বিশ্বব্যাপী বক্স অফিসে ছবিটির আয় ৩৮০.৬০ কোটি রুপি, যা ভারতে ২০০ কোটি এবং বিশ্বব্যাপী ৪০০ কোটির মাইলফলক অতিক্রম করার পথে রয়েছে।

*** ছবিটি দেখুন আপনি ও কিছু বলুন ।

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৩

বিজন রয় বলেছেন: সময় পেলে দেখবো, তবে সময় হবে কিনা জানিনা।

আপনার রিভিউ ভালো হয়েছে।

২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য

২| ২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৯

শেরজা তপন বলেছেন: ডাংকি রুট
আমার ব্লগিং জীবনের শুরুতে এ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক একটা ধারাবাহিক লিখেছিলাম। যদি সময় সুযোগ পান ওখানে একটু ঢু দিয়ে আসবেন তাহলে অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে!
বাংলা ভাষায় সম্ভবত ডাংকি নিয়ে এর আগে কোন লেখালেখি হয়নি।

এই ছবিটা দেখার অনেক আগ্রহ আছে আপনি সৌভাগ্যবান যে প্রথম শো-টাই দেখেছেন।

২৩ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: স্বাগতম আপনার মতামত এর জন্য।
..............................................................................
ডানকি শব্দটি Donkey থেকে নেয়া এটা নি:সন্দেহে বলা যায়।
ছবিটির গুরুত্বপূর্ণ মেজাজ বজায় রাখার জন্যে শেষ পর্যন্ত সম্পাদিত একটি গান বাদ পড়েছে।
যা হয়তো শুনতে পারব না।

৩| ২২ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৯

প্রামানিক বলেছেন: দেখার ইচ্ছা আছে

২৩ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:৫৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দেখে ফেলুন।
বাংলাদেশে একযোগে প্রায় ৪৭টি দেখাচ্ছে।
পরবর্তী সপ্তাহে সে সুযোগ নাও থাকতে পারে।

৪| ২২ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

জুন বলেছেন: বেশ কয়েক বছর আগে আমরা ইতালি ভ্রমণে গিয়েছিলাম। একদিন রোমের পিয়াতজা নভোনায় এক ফোয়ারার সামনে বসে আছি এসময় শীর্নকায় এক ছেলে মনে হয় কতদিন পেটপুরে ভাত খায়নি, আমাদের একটা গোলাপ ফুলের স্টিক সাধলো বিক্রির উদ্দেশ্যে। আমরা বাংলাদেশ থেকে গিয়েছি শুনে সে জিজ্ঞেস করেছিল আমরা কিভাবে গিয়েছি ইতালীতে "ডাংকি করে"! আমরা তখন শব্দটার অর্থ বুঝি নাই উত্তর দিলাম "না প্লেনে করে"। এসময় ছেলেটা দৌড়ে গেল কারণ এক আফ্রিকান তার ফুলগুলো বারান্দা থেকে মাটিতে ছুড়ে ফেলে দিচ্ছিল। তখন মনটা অনেক খারাপ হয়েছিল আহারে বাবা মা নিজ জন্মভূমি ছেড়ে কোথায় কি দিন যাপন করছে। এখন বুঝি ডাংকির কি মহিমা!

২৩ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৫:০৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ডানকি শব্দটি Donkey থেকে নেয়া এটা নি:সন্দেহে বলা যায়।
...........................................................................................
এই গাধামো বা গাধা ভ্রমনে কারা উৎসাহিত হয় ?
এবং এটা করতে গিয়ে কতজনের প্রান যাচ্ছে তার হিসাব কেউ রাখেনা ।
সমাজের এই সমস্যা আর জ্ঞানত বিচারকগণ জেনেও সমস্যার পাশ
কাটায়ে মিথ্যাচর করছে তার প্রতিবাদ ।
এখানেই শাহরুখ তার হ্যাট্রিক সিনেমার মধ্য দিয়ে বলতে পেরেছে ।
যা দর্শক হৃদয় গ্রহন করেছে ।

৫| ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৩

রাজীব নুর বলেছেন: মুভিটা অবশ্যই দেখব।
রিভিউ পড়ে ভালো লেগেছে।

২৩ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:১৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাংলাদেশে ৪৬টি সিনেমা হলে চলছে ।
ভারতে প্রতিটি হলে উপচে পড়া ভীড় এমনকি
সকাল ৬টার শো ফুল ।

..................................................................
সুতরাং দেখে ফেলুন আর উপলদ্বি করুন বৃটিশ
সরকারের বিপক্ষে কঠিন বাণীটি ।

৬| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:০৭

সোহানী বলেছেন: ইদানিং শাহরুখ খানের মুভি দেখতে বসলে মেজাজ খারাপ হয়ে যায়। এর এবার রিটায়ারমেন্ট এর সময় হয়েছে। যাহোক, আপনি যেহেতু বললেন তাই দেখবো।

রিভিউ ভালো হয়েছে।

আর আম্রিকা কেন? আমাদের আম্রিকান ব্লগারদের খোঁজ পেয়েছেন?

২৩ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৫৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুধু আমি বলছি না , উপ-মহাদেশের বোদ্ধা সমাজ বলছে
ছবিটি সাহসী আর বিশ্ব সমাজের কাছে প্রতিবাদী কণ্ঠস্বর ।

........................................................................................
গল্পে দারুণ সব টুইস্ট, ভরপুর ইমোশন, কমেডি এবং বেশ কিছু অ্যাকশনও রয়েছে।
অনেকে বলছেন,এটি শাহরুখ খানের ক্যারিয়ারসেরা সিনেমা।
কেউ বা বলছেন, এই দশকে কালজয়ী সিনেমা হিসেবেই ডানকি থেকে যাবে দর্শকমনে।
...............................................................................................................
আর আমি এখন আম্রিকাতে নই ।
আমি আছি অষ্ট্রেলিয়াতে , এখানে ''আয়নায় পুতুল'' আছে।
যে কিনা নিজকে লুকায়ে রাখবে, আমি যদি তার পুতুল চেহারা ভাইরাল করে দেই ???
অতএব, ব্লগার পাব কোথায় ?

৭| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৯

রাজীব নুর বলেছেন: হ্যা অবশ্যই দেখব।

২৩ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আরও কিছু রিভিউ দিয়েছি
আর গানের লিংক দুটোই দেখুন,
আগ্রহ পাবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.