নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

হামাস-ইসরাঈল যুদ্ধ : সিডনীতে প্রতিবাদ

২৪ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২২

হামাস-ইসরাঈল যুদ্ধ : সিডনীতে প্রতিবাদ



বিকেলে হাটঁছিলাম ( ২৩/১২/২০২৩) ব্যাংকস টাউন এর শপিং মলের পাশ দিয়ে , উদ্দেশ্য সামনের পার্কে যাব ।
কিছুদুর আসতেই বেশ কথাবার্তার শব্দ মাইকে আসছিলো । দেখলাম আমার বেড়ানোর পার্কটি
ফিলিস্তিন,লেবানীজদের দখলে । পার্কে ঢুকে একটি বেন্চে বসলাম ।
সামনে অনেক দর্শক শ্রোতা, মাইকে কথা বলছে , স্ক্রীনে গাজার ছবি চলছে আর মাঝে মাঝে
প্রতিবাদ উঠছে ।
মনে হলো প্রায় ৩০০ জন হবে এই সমাবেশে, ফিলিস্তিন পতাকা প্রায় সবার হাতে ।
কিন্ত আমি জানতাম এখানে লেবানীজ আছে, এত ফিলিস্তীন এলো কোথা থেকে ???

ধারনা করছি লেবানীজদের আড়ালে হয়ত কিছু ফিলিস্তিন থাকতে পারে ।
মূলত এটা অর্গানাইজ করছে লেবানীজরা ।
বেশ কিছু হস্ত শিল্পর দোকান খুলেছে যার বিক্রয় দিয়ে গাজায় সাহায্য পাঠাবে ।
আমার জানা মতে এখানে লেবানীজরা সংখ্যায় অনেক, ওদের সংগঠন খুবই শক্তিশালী ।

এখানে লেবানীজ মেয়েরা ব্যবসা বানিজ্যে খুবই ব্যস্ত সময় কাটায় ।
একদিন দেখেছি তারা যে গেজ্ঞী পড়েছে , তাতে ফিলিস্তিন আন্দোলনের সমর্থন আছে ।
সবচেয়ে বড় কথা এদেশের সরকার , বৃটিশ সরকারের চিন্তা ভাবনার বাইরে যায়না ।
এই সমাবেশ কিভাবে , কতটুকু অনুমোদন দেবে ?
দেখলাম পার্ক ঘেঁষে একটি পুলিশের ভ্যান দাঁড়ায়ে আছে, তবে কোন বাড়াবাড়ি নাই ।
আমাদের দেশ হলে কম হলে ও ২ প্লাটুন পুলিশ থাকত । পরি বে শ এমন হতো যে, এখনই
বোধহয় যুদ্ধ শুরু হবে , ভয়ে জনসাধারন দ্রুত স্হান ত্যাগ করত ।



আইনের প্রতি শ্রদ্ধাশীল দেশে আইন মেনে প্রতিবাদ করার নজীর দেখলাম এখানে ।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১০

কথামৃত বলেছেন: ভাল।খুব ভাল

২৫ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:৩৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জীবনটা চলমান,
অন্যায় ঘটলে প্রতিবাদ হবেই,
হয়ত বা স্হান কাল পাত্র ভিন্ন হতে পারে ।

২| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: ভালো কাজ।
প্রতিবাদ আমাদের দেশেও হয়েছে।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:০৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বর্তমান অবস্হায় শুধু মাত্র প্রতিবাদ নয়,
তাদের তৈরী পণ্যও বর্জন কর্মসূচী
জোরালো করা উচিৎ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.