নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

কারবারটা যেমন তেমন : ব্যাপারটা হইলো কি ???

১৮ ই মে, ২০২৪ রাত ৯:০২

কারবারটা যেমন তেমন : ব্যাপারটা হইলো কি ???



আপনারা যারা আখাউড়ার কাছাকাছি বসবাস করে থাকেন
তবে এই কথাটা শুনেও থাকতে পারেন ।
আজকে তেমন একটি বাস্তব ঘটনা বলব !
আমরা সবাই অন-লাইনের ব্যবসার কথা জানি, প্রয়োজন বা ব্যস্ততার কারনে আমি অন- লাইনে কেনা কাটা
পসন্দ করি । কিন্ত মাঝে মাঝে ঠকতে হয়, যা স্ক্রীনে দেখি মনে হয় তা পাইনা ।
একবার দুটো ক্রীমের অর্ডার দিলাম বাসায় বক্সকরে দিয়ে গেল , টাকাও নিয়ে গেল কিন্ত পরে বক্স খুলে
দেখলাম আছে একটি অথচ দাম নিলো দুইটির । ফোনে যোগাযোগ করলাম বল্ল ভুল হয়েছে অন্যটি ২/১
দিনের মধ্যে দিয়ে যাবে, এরপর থেকে ঐ মোবাইলে আর কল যায়না ।
যারা পাঠায় তাদের একটা সুবিধা হলো তৃতীয় পক্ষর মাধ্যমে আসে , তাদের কোন প্রশ্ন করলে উত্তর দিতে পারেনা ।
যদি বলেন পণ্য ভালাে নয় নেব না তাহলে কুরিয়ার চার্জ দিতে হবে !!!
অথচ যে প্রতারনা করল সে , ধরা ছোঁয়ার বাহিরে থেকে গেলো ।
সম্প্রতি ফেসবুকে প্রচার চলছে গুগুলের স্টোরেজ বিক্রি হচ্ছে অনেক সস্তায় ।
MORE TECH নামের একটি প্রতিষ্ঠান আনলিমিটেড স্পেস হবে , যেমন 1TB Unlimited long Life .
আমার মেইল আই ডি অনেক আগেই ফুল তাই ভাবলাম কথা বলে দেখি কিভাবে নেয়া যায় ???
কথা বলার পরপরই বিকাশ নাম্বার দিয়ে তাগাদা দিচ্ছে টাকা দিন ব্যবস্হা করে দিচ্ছি , আমি যতই বলি ,
কিভাবে হবে বলুন আমি বুজতে চাই, ততই বলে টাকা দিন করে দেব !!!
তখন আমি বল্লাম ওকে আপনি লোক পাঠায়ে দিন আমার অফিসে , সে সেটআপ করে দিয়ে টাকা নিয়ে যাবে ।
একথা বলার পরপরই তাদের মুখোশ খুলে পড়ল, অভদ্র অকথ্য ভাষায় গালি-গালাজ করে ফোন কেটে দিয়ে আমাকে
ব্লক করে দিলো ।
ঐ সময় মনে পড়ল "কারবারটা যেমন তেমন : ব্যাপারটা হইলো কি ???

সরকার ভোক্তা অধিকার আইন করেছে, সাইবার ক্রাইম আইন করেছে , কে এর প্রতিকার করবে ???
দিন দিনই এই ধরনের প্রতারনা বাড়ছে, আমরা ঢাকায় বসে প্রতারনার শিকার হচ্ছি, বিভাগীয় শহরের প্রতারনার
হার আরও বেশী ।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২৪ রাত ৯:২৪

ঢাবিয়ান বলেছেন: গুগল স্টোরেজ এর বিভিন্ন সাবস্ক্রিপশনতো গুগল নিজেই বিক্রি করে। আপনি গুগলে সার্চ দিলেই নানা ধরনের স্টোরেজ প্ল্যান পাবেন। সেখান থেকেই ডাইরেক্ট আপগ্রেডিং করতে পারবেন। কিছু কোম্পানি মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে ধান্দাবাজি করতে চাচ্ছে বোঝা যাচ্ছে।

১৮ ই মে, ২০২৪ রাত ৯:৩১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সঠিক কথা,
আমি তা চেক করেই বুঝলাম তারা প্রতারক,
তাই অফিসে আসার কথা বল্লাম

........................................................................
ফলে তাদের ঘুম হারাম হলো, আমাকে প্রতারনা করে টাকাটা নিতে
না পারার কারনে , গালিগালাজ করল ।

২| ১৮ ই মে, ২০২৪ রাত ১০:৩৩

শূন্য সারমর্ম বলেছেন:


একটু ক,খ জানলেই প্রতারণা করতে পারা যায়।

১৮ ই মে, ২০২৪ রাত ১০:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এসবের শক্ত বিচার ও তদন্ত হওয়া উচিৎ !
বিষয়টি সরকারের আইসি টি মন্ত্রনালয় দেখা দরকার ।

৩| ১৮ ই মে, ২০২৪ রাত ১১:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অনেক দিন আগে দারাজ থেকে কিছু জিনিস আনাই যার মধ্যে দু্ইটা জিনিস নষ্ট। দারাজের খবরতো জানেনই, মাল নিলে টাকা দিতে হবে, চেক করা-করি পরে। রিটানের জন্য এ্যাপলাই করলাম। তারপর থেকে প্রতি ২টি জিনিসর জন্য দিনে চারবার করে দারাজের অটো মেশিন কল করে বলতে থাকে আমার একটা রিটানের অভিযোগ আছে সেটি আমি এখনো ওদের কাছে পাঠাইনি (যদিও সেটি ওরাই নেয়ে যাবার কথা) রিটান করতে চাইলে ১ চাপুন, কেন্সেল করতে চাইলে ২ চাপুন। আমি ১ চেপেই যাচ্ছি গত কয়েকদিন ধরে। অন্ততো ৩৫ বার কল এসেছে। এর মধ্যে একদিন গোসল করার সময় কল আসায় আমি ১ চাপতে পারি নাই। তাই তারা সেটি কেন্সেল করে দিয়েছে। অন্যটির জন্য দৈনি ২-৩বার কল আসছে আমি ১ চেপে যাচ্ছি। যেদিন মিস হবে সেদিন কেনসেল।

১৯ শে মে, ২০২৪ দুপুর ২:৪৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তাহলে তো আপনার দফারফা বানায়ে দিয়েছে !
অর্থাৎ ভুল করলে ও কমপ্লেন করা যাবে না ।

............................................................................
দারাজকে একসময় আমি খুব ভালো লাগত, মানুষের সময়
বাচাঁনোর জন্য এবং অনেক মালামালের সংগ্রহ আছে বলে ।
একবার তারা ডিসকাউন্ট দিয়ে বল্ল এবার মালামাল নিলে ( এক সঙ্গে অনেক আইটেম ) ভালো সুবিধা মিলবে ।
আমি বেছে বেছে ৬টি আইটেম অর্ডার করলাম। ওমা ! ৬টি স্হান থেকে বিভিন্ন সময়ে ফোন
আসতে শুরু করল এবং প্রত্যেক আইটেমের জন্য আলাদা আলাদা কুরিয়ার চার্জ ধার্য করল ।
বিরক্ত হয়ে অর্ডার বাতিল করলাম । আর কখনো ভুলেও দারাজ দেখিনা ।

৪| ১৮ ই মে, ২০২৪ রাত ১১:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাই তো, ব্যাপারটা যেমন তেমন, কারবারটা করলো কী? :)

জলদস্যু ভাইয়ের কারবারটা শুনেও তাই মনে হইল - ব্যাপারটা হইল কী?

তবে, আপনি যেভাবে ওদেরকে বাসায় এসে মাল ঠিক কইরা দিয়া যাওনের কথা বলেছেন, তাতেই তারা টের পাইয়া গেছে, ওস্তাদের খপ্পরে পড়েছে তারা :) অভিনন্দন আপনাকে :)

১৯ শে মে, ২০২৪ দুপুর ২:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যাক্ বাচাঁ গেল,
আপনি ঘটনাক্রম বুঝতে পারছেন ।

.............................................................................
ভদ্রলোক ব্যবসায়ী হলে হয়ত চুপ করে যেত ।
কিন্ত দুই দিন চেষ্টার পর যখন শিকার জালে আসল না
তখনই ক্ষিপ্ত হয়ে গেল ।

৫| ১৯ শে মে, ২০২৪ রাত ১২:০০

কাছের-মানুষ বলেছেন: অনলাইন প্রতারকের হাট বাজার! অনেকেই এই ধরনের প্রতারণার শিকারও হয় সহজে। একটু বুদ্ধি খাটালেই এগুলো ধরা যায়! দেশে থাকতে একবার রাতে একজন আমাকে ফোন দিয়ে বলেছিল আমি জিনের বাদশা, সেই সময় অনেকের থেকেই জিনের বাদশার পরিচয় দিয়ে প্রতারক চক্র টাকা পয়সা হাতিয়ে নিত!

১৯ শে মে, ২০২৪ দুপুর ২:৫৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার এক বন্ধুর কাছ থেকে
এমনতর বোকা বানায়ে ৫০০০.০০ হাতায়ে নিয়ে গেছে ।

৬| ১৯ শে মে, ২০২৪ রাত ১২:৫৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গতবার আম দিবে বলে টাকা নিল কিন্তু বেশ কিছু দিন ঘুরিয়ে ব্লক করে দিল।

১৯ শে মে, ২০২৪ দুপুর ২:৫৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এদের সংখ্যাই বেশী
তবে গতবার আমি একজনকে টাকা পাঠায়ে
৩বার রাজশাহী থেকে আম এনেছি ।
ভয়ে ভয়ে ছিলাম , তবে ঠকায়নি ।

৭| ১৯ শে মে, ২০২৪ সকাল ১০:১০

নূর আলম হিরণ বলেছেন: অনলাইনে কেনাকাটা করার ক্ষেত্রে বেশ সাবধান হতে হয়। বিশাল লেনদেন হচ্ছে এখন অনলাইনে। সরকার নিয়ন্ত্রণ নিতে পারছে না কিংবা এদিকে কর্ণপাত নেই!

১৯ শে মে, ২০২৪ বিকাল ৩:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জনগনের সহায় সম্পদ রক্ষার দ্বায়িত্ব সরকারের
.........................................................................
যে সরকার জনগনের ম্যান্ডেট বুঝে না,
তার ক্ষমতায় থাকার যোগ্যতাও নাই ।

৮| ১৯ শে মে, ২০২৪ দুপুর ১:১৯

এম ডি মুসা বলেছেন: অনলাইনে ও প্রতারণা ঢুকে গেছে ভাই........িআগে জানতাম বাংলাদেশর মানুষ মানুষকে ঠকায় এখন বিশ্বের অনেক স্থানে চোরেরা অনলাইনে আকাম কুমাম করে,,, অনলাইনে বসে। অনলাইনে খারাপ ভালো দুটোই আছে।

১৯ শে মে, ২০২৪ বিকাল ৩:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রযুক্তির যুগে অন-লাইন কার্যক্রম একটি স্মার্ট ব্যবস্হপনা ।
......................................................................................
বিশ্বের কোথাও মানুষ এভাবে ঠকেনা ।
স্বীকার হরতে হয় সব ব্যবস্হাপনার কিছু ত্রুটি থাকে,
তাই বলে সরকার ডিজিটাল বাংলাদেশ দিতে গিয়ে
ডিজিটার বাটপারি অনুমোদন দিবে বা নজরদারি করবে না
এটাতো কিছুতেই মানা যায় না ।

৯| ১৯ শে মে, ২০২৪ দুপুর ২:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ডিজিটাল প্রতারকদের থেকে সাবধান থাকুন । ধন্যবাদ তথ্য শেয়ারে।

১৯ শে মে, ২০২৪ বিকাল ৩:১৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ডিজিটাল যুগের এধরনের আরও প্রতারনা চলছে,
.................................................................................
আমার মনে হয়, সময় এসেছে সবাই সোচ্চার হবার ।
গন সচতনা বাড়নেোর জন্য ভোক্তা অধিকারের মতো
ডিজিটাল ব্যবস্হাপনা ও প্রতিকার ফোরাম আন্দোলন গড়ে উঠতে হবে
নাহলে এই প্রতারনা চলতেই থাকবে ।
যারা প্রতারক, বা যে বিষয়ে প্রতারনা করছে যা নির্দিষ্ট একটি ফোরামের পাতায়
প্রকাশিত হতে থাকবে এবং উক্ত পাতা থেকে আইন প্রয়োগকারী সংস্হাকে অবহিত করা যাবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.