নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

--- : ইলিশ মাছের তেলেসমাতি :---

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫৭

--- : ইলিশ মাছের তেলেসমাতি :---



ইলশে গুঁড়ি ইলশে গুঁড়ি- ইলিশ মাছের ডিম
ইলশে গুঁড়ি ইলশে গুঁড়ি- দিনের বেলায় হিম
কেয়াফুলে ঘুণ লেগেছে, পড়তে পরাগ মিলিয়ে গেছে,
মেঘের সীমায় রোদ হেসেছে, আলতা-পাটি শিম্
ইলশে গুঁড়ি হিমের কুঁড়ি, রোদ্দুরে রিম্ ঝিম্
হালকা হাওয়ায় মেঘের ছাওয়ায় ইলশে গুঁড়ির নাচ,
ইলশে গুঁড়ির নাচন্ দেখে নাচছে ইলিশ মাছ । (সংগৃহীত)


সুসাদু ইলিশ এখন আলোচনার শীর্ষে,
মাছ নিয়ে রাজনীতি হবে ভাবতেও পারিনি ।
একজন উপদেষ্টা আবেগ তাড়িত হয়ে বলে বসলেন আমরা ইলিশ খাবো
তারপর অন্যকথা, ভারতে রফতানী হবে না ।
হঠাৎ করেই সংবাদ এলো ৩০০০ টন ইলিশ ভারতে রফতানী হচ্ছে ।
ফলে আমাদের স্হানীয় বাজারে নাকি ৩০০ টাকা দর প্রতি কেজিতে বাড়ান হলো ।
কেমন যেন এলোমেলো ঠেকলো ।
এরই মধ্যে দেখলাম ভোক্তা অধিকার থেকে অভিযান চালানো হলো এবং প্রকৃত রহস্য হলো যে,
১৪০০ টাকার প্রতি কেজি ইলিশ ২২০০ টাকায় কাওরান বাজারে বিক্রয় হচ্ছে , ফলে ৪২০০০.০০ জরিমানা
করা হলো ।
আমরা স্বাধীনতা পেয়েছি তাই সব ক্ষেত্রেই স্বেচ্ছাচারিতা ।
ইচ্ছে হলো দাম বাড়ায়ে ৭০০ টাকা প্রতি কেজিতে লাভ করব, ইচ্ছে হলে কাঊকে পিটায়ে মারব
বা গান শুনিয়ে ও মারব, বা মনে হলেই যে কোন মামলায় শত্রুকে নামের লিষ্টের শেষ দিকে যোগ করে দেবো ।
দেখা গেল যে , সে হয়তো বিদেশ আছে বা নির্বাচন কমিশনের মত , মৃত মানুষ ও ভোট দেয় ।

এই ইলিশ নিয়ে খোদ চাঁদপুরে আরকটি রমরমা ব্যবসা শুরু হয়েছে ,
অন লাইনে দেখবেন চটকদার বিজ্ঞাপন, অতি সস্তায় ইলিশ পাবেন , প্রথমে ৫০০ টাকা দিয়ে বুক করবেন
ঘাটে প্যাকিং হয়ে মাছ আসলে ওটিপি পাবার জন্য সবটাকা দিতে হবে । এমন বাহানায় সব টাকা পাবার পর
আম ছালা দুটোই যাবে ।
বিষয়টি স্হানীয় প্রশাসন জানেন তথাপি কেন বন্ধ হচ্ছেনা জানিনা ।
তবে প্রতিদিনই এই সুসাদু ইলিশের জন্য সহজ সরল লোক প্রতারিত হচ্ছে ।
( যেমন : ইলিশের বাড়ি চাঁদপুর, চাঁদপুর ইলিশ বাজার, ইলিশের হাট চাঁদপুর, ইত্যাদি )

প্রশাসন এ ব্যাপারে নীরব কেন ???

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪৩

মামুন ইসলাম বলেছেন: চাঁদপুরের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ইলিশের কালোবাজারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য
.............................................................................
নিজ দেশের সুশ্বাদু মাছ খাবো তাতেও প্রতারনা
সহ্য করা যায় ???
সব যদি সিন্ডিকেট ও প্রতারনা মুক্ত হয় তবে ভাববো
এই পরিবর্তনের সুফল জনসাধারন পাচ্ছে ।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: বিশৃঙ্খল দেশে শৃঙ্খলা আনতে একটু সময় লাগবে মনে হচ্ছে। আমরা আশাবাদী

আশাকরি এক সময় ইলিশ আমাদের হাতের নাগালে দামের নাগালে আসবে ইংশাআল্লাহ।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ছবি আপার ইচ্ছে যেন পূর্ণ হয় ।
.............................................................
আসলে বাসায় ইলিশ আবদার চলছেই
কিন্ত ১০০০/১২০০ টাকার ইলিশ কেন
২২০০/২৫০০ টাকায় খাবো তাই কিনতে চাই না ।
তবে ইলিশ নিয়ে রাজনীতি বা জনগন প্রতারিত হোক যা
মোটে ই কাম্য নয় ।

৩| ২২ শে অক্টোবর, ২০২৪ ভোর ৪:৪৩

সামরিন হক বলেছেন: দুঃখজনক হলেও ঘটনা সত্য।

শুভেচ্ছা।

২২ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বৃটিশ আমলে একটি আইন পাশ হয়েছিলো
যা টাউট ল নামে।
যা আজও বহাল আছে ।
প্রশাসনের বিবেক সাড়া দেয়না কেন ???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.