নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

বিজয়ের মাসেঃ বিজয়ের কথা বলুন !!!

১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ২:১৪

বিজয়ের মাসেঃ বিজয়ের কথা বলুন !!!



বিজয়ের মাসে ১৬ই ডিসেম্বর বিজয় উৎসব পালন করে আসছি ৫৩ বৎসর ধরে,
এখানে কারও একার এই বিষয়ে অধিকার নেই । কোন সরকার এর অবমাননা করলে ,
ইতিহাস তাকে ক্ষমা করবে না ।এবং এটির একমাত্র অধিকার থাকবে স্বাধীনতাকামী মাঠ পর্য়ায়ের
মুক্তিযোদ্ধা, সাধারন আম জনতা এবং যুদ্ধাহত পরিবার সমূহর ।
সুতরাং কোন রাজনৈতিক দল দেশের শাসন ক্ষমতা নিতে পারে, ভোটে জিতে দেশ চালাবে কিন্ত
তাই বলে তার অপকর্মর দ্বায় দেশে কেন নেবে ???

তেমনি বর্তমান অন্তর্বতী সরকার কি তাদের কার্যক্রম দিয়ে নিরপেক্ষ অবস্হান প্রমান করতে পেরেছ ???
সংস্কার কি দৃশ্যমান ? প্রশাসন কি নিরপেক্ষ ??
তাহলে কেন এত রক্তপাত , এর দ্বায় কে নেবে ???
অন্যদিকে রাজনৈতিক দল গুলো নির্বাচন দ্রুত চায়, যেন ক্ষমতার মসনদে বসা যায়
এর মূল কারন হলো যে, ১২০ দিন পার হয়ে যাবার পরও দৃশ্যমান বিশ্বাসযোগ্য পদক্ষেপ না থাকায়
সাধারন মানুষের মাঝে হতাশা দিন দিনই বৃদ্ধি পাচ্ছে ।
সুতরাং বিজয়ের মাসে প্রত্যাশা করি সকলে মিলে বিজয় দিবস পালন করুক
এবং সকল স্টেক হোল্ডার মিলে একটি জাতীয় ঐক্যর স্বার্থে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করে
দ্বায়িত্বশীলতার পরিচয় দিয়ে দেশ ও জনসাধারনের জন্য শান্তি ও স্বস্হির বার্তা বয়ে আনুক ।

পাদটীকাঃ আমি কেমন আছি, আপনি কেমন আছেন, শহর আর গ্রামের সাধারন মানুষ কেমন আছে?
বাজার সিন্ডিকেট কি ভাঙ্গতে পেরেছে ? নিজকে প্রশ্ন করুন, আপনার পাশের লোককে প্রশ্ন করুন ।সহজ উত্তরটি পেয়ে যাবেন ।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৫৯

কিরকুট বলেছেন: বিজয়ের মাস চলে কিন্তু আপনি কি তার কোন আলামত টের পাচ্ছেন?

আমি পাচ্ছি না।

জন্ম থেকে দেখে আসছি এই মাস আসলে চারিদিকে সাজ সাজ একটা রব পরে যায় কিন্তু এই বছর অলিতে গলিতে কুকুর ডেকে বেড়াচ্ছে।


১৬ই ডিসেম্বর কে অপমান কররা চেষ্টা শুভ হবে না।

১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমরা শিশু শুলভ আচরন করছি
......................................................................
৫৩ বৎসর পর যে শিশু জন্ম নিয়েছে
তার দেখ ভাল সুশিক্ষা প্রদান অভিবাবক ও রাষ্ট্রর দ্বায়িত্ব ।
ইতিহাস বলে যে জাতি নিজকে চিনতে ভুল করে
তার কপালে দুঃখ আর অপমান ছাড়া কি থাকতে পারে !!!

২| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:১১

কামাল১৮ বলেছেন: সরকার বলছে না,আপনি নি আমি বললে হবে।সবাই কে ঐক্যবদ্ধ ভাবে বলতে হবে।

১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৪৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অনিচ্ছাকৃত ভূলের জন্য ক্ষমা চাওয়া যায়,
কিন্ত ইতিহাসকে অস্বীকার করা যায়না !

................................................................
গতকাল ১৪ই ফেব্রুয়ারী আবারও প্রত্যক্ষ করলাম
শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে ,
যা অত্যন্ত জরুরী ছিলো এই জাতির জন্য ।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: এবার সময় খারাপ।

১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমরা এখনও গাঁজা বা ইউক্রেনের মতো
বিপদগ্রস্হ হই নাই,
এজন্য শুকরিয়া আদায় করছি ।
দেশ ,জাতি ও জনগণ সামনের দিনগুলিতে
সুস্হ ও শান্তিতে থাকতে পারে ।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:১৬

সৈয়দ কুতুব বলেছেন: জয় বাংলা, বাংলার জয়! B:-)

১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এখন আর জাতীয় ভাবে বলার বাধ্যবাধকতা নয় ।
অবশ্য একজন সরকারী কর্মকর্তা চাকুরী হারায়েছেন
এই শ্লোগান উচ্চারন করে ।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০৪

ক্লোন রাফা বলেছেন: ইতিহাস কখনো বিদায় বলেনা। ইতিহাস বলে আবার দেখা হবে। এবার যখন ফিরবে ,অতীতের চাইতে আরো বেশি শক্তিশালী হয়ে আসবে। ধন‍্যবাদ।

১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৫১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সত্য কথন ও সত্য ঘটনা সাময়িকভাবে
ঢেকে রাখা যায়
কিন্ত অনন্ত সময়ের জন্য নয়।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:২৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ২৪ এর বিজয়ের কথা বলুন। ইউসুফ সরকার রিসেট বাটন চাপছে। অতীত মুছে গেছে।

১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রিসেট বাটন চাপলে তো
আমরা দাদা, দাদী, নানা নানীকে ভুলে যেতাম

............................................................................
বাঙ্গালী জাতি অনেক আবেগ প্রবন
সমস্ত জনগন এই বিজয়ের মাসে প্রমান করবে,
রিসেট বাটনের বিভ্রান্তিতে মেমোরী হারায়ে যায়নি ।

৭| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:১০

মিরোরডডল বলেছেন:





অন্তর্বর্তী সরকারের কাছে সাধারণ মানুষের চাওয়া হচ্ছে শান্তি।
আমরা দেশে শান্তি চাই।
তাদের কাছে প্রত্যাশা, দেশের জন্য, দেশের মানুষের জন্য যা মঙ্গল সেটাই করুক।

কিন্তু দুঃখজনক, চারমাসে তারা এমন কাজে ব্যস্ত যেটা কখনোই প্রায়োরিটি না।
জরুরী ভিত্তিতে যে কাজগুলো করা দরকার, সেখানে ফোকাস করছে না।

ছোটবেলা থেকে দেখে আসছি ১৬ই ডিসেম্বর মানেই বিজয়ের আনন্দ, সমগ্র দেশের মানুষ একসাথে এই আনন্দ উপভোগ করে।
ইন্টারিম সরকারের এমন কিছু করা ঠিক হচ্ছে না, যাতে সাধারণ মানুষ তাদের ওপর বিরক্ত হয়ে যাচ্ছে।



১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রোডম্যাপের কথা শুনলে তাদের চেহারায় অস্বস্তি
..........................................................................
আজকে এটাই ছিলো টক আব দা টাউন ।
রিসেট বাটন এর কথা ভুলে সব রাজনীতির সদস্যরা
১৪ই ডিসেন্মবরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করছে
আগামীকাল অনুষ্ঠান করার প্রস্তুতি নিচ্ছে ।
তবে উৎসাহ উদ্দীপনার মধ্যে ঘটছে এমন বলা যায়না ।
............................................................................
আয়না পুতুলের বক্তব্যে অনুপ্রানিত হলাম ।

৮| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫৪

রাজীব নুর বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা।

১৬ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিজয় দিবস হোক, সকল জনতার
........................................................................................
বর্তমান যে লড়াই চলছে তা রাষ্ট্র কাঠামোর মাঝে
রাজনীতির চর্চ্চা কেমন হবে ?
সংসদীয় সংবিধানের মাঝ দিয়ে , সুযোগ সন্ধানী কার্যক্রম
যেন আর না হতে পারে, বা অবৈধ সম্পদ অর্জন , লুটপাট না হতে পার।
তার সংগ্রাম ।
আমরা যেন, না বুঝে উপ্তত কডাই থেকে জলন্ত উনুনে ঝাঁপ না দেই
তার প্রস্ততি ।

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪১

এইচ এন নার্গিস বলেছেন: ধ্বংসের শেষ প্রান্তে দেশ, সরকার বিহীন দেশ। নীরব দর্শকের ভূমিকায় থেকে দেখতে আর ভালো লাগে না ।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:১০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দীর্ঘদিন যাবত নানাহ শক্তি বাংলাদেশকে দুর্বল করতে চেয়েছিলো
.............................................................................................
শেখ হসিনার একগুয়েমী আর আমলাতন্ত্রের দুর্ণীতি
বর্তমান অবস্হাকে ত্বরান্বিত করেছে ।
আমেরিকার ডিপষ্টেট আর পাকিস্হানের গোয়েন্দা বাহিনীর প্রচেষ্টায়
বাংলাদেশ আজ গভীর সমুদ্রে ঘোলাপানি খাচ্ছে ।
আমাদের আরও ভোগান্তি আছে , যতদিন না সুষ্ঠু গনতন্ত্র প্রতিষ্ঠা না হয় ।

১০| ০৭ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:০৫

এইচ এন নার্গিস বলেছেন: আমাদের ভোগান্তির শেষ নাই। আফ্রিকার দেশ গুলোর মতো দেশটি হতে চলেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.