![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !
৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৯
বর্ষবরণ : ২০২৫ (ইংরেজী)
পৃথিবীর পুরাতন নিয়মে আবারও মহাকালের গর্ভে একটি বৎসর হারায়ে গেল ।
আমরা পূনরায় আশাবাদী আর আগত দিনকে স্বাগত জানাতে প্রস্তুত।
গতানুগতিক ভাবে প্রশাসন থেকে সতর্ক বার্তা, যেন পরিবেশ দুষন না হয় বা
অযাচিত এই পটকাবাঁজি করা না হয় । অথচ প্রচুর পটকাবাঁজি শুরু হয়ে গেছে
এতে কান ঝাঁলাপালা , কে কার কথা শুনে !!!
....................................................তবুও শুভ নববর্ষ ২০২৫ .........................................................
সবার জীবনে আসুক শান্তি , সমৃদ্ধি আর আতংকমুক্ত যাত্রাপথ ।
২০২৫ সালে এদেশে যে জনসাধারন বিভিন্ন নুতন নুতন ঘটনাক্রম দেখতে পাবে তা সহজেই অনুমেয় ।
জাতির জন্য , সমাজের জন্য, পরিবারের জন্য।
এবারের নববর্ষ উপলক্ষ্যে কলকাতায় সর্বত্র বাংলাকরণ উদযাপন চলছে,
সাইনবোর্ড বাংলা করতে বলা হয়েছে, অথচ গেল বৎসর কলকাতার শহরতলীর একটি বেসরকারি ইংরেজী
মাধ্যম স্কুলে দ্বিতীয় ভাষা হিসেবে রয়েছে বাংলা ও হিন্দি। বেলঘরিয়ার স্কুল কর্তৃপক্ষ ১৭ মার্চ বাংলা
শিক্ষিকাকে চিঠি দেন চাকরী ছাড়তে। বাংলা ভাষাকে কার্যত অস্তিত্বহীন দাবি করেন উক্ত কর্তৃপক্ষ ।
এভাবেই পৃথিবীটা ঘুরছে আর আমাদের শেখাতে চাচ্ছে,
...............................প্রত্যাশা আর প্রাপ্তি যদি না ঘটে , যে কোন অঘটন ঘটতে সময় নেবে না ।..........................
২০২৪ সাল আমাদেরকে কি শিখিয়েছে ???
জীবনের সবকিছু পূর্বনির্ধারিত ভাবে সম্পন্ন করা যায় না ,
তবে প্রচেষ্টা ও ইচ্ছা শক্তির মাধ্যমে আমরা অনেক বাধা কাটিয়ে যেতে পারি।
২০২৫ সালে আমাদের কি প্রত্যাশা থাকছে ???
১. রাজনৈতিক সততার উন্নয়ন : সাধারন মানুষের জীবনযাপন যেন আতংক মুক্ত থাকে ।
২. সামাজিক উন্নয়ন: পরিবেশ সচেতন হওয়া ও রক্ষা করা এবং সামাজিক বন্ধন উন্নয়নে কাজ করা।
৩. স্বাস্থ্য ও মানসিক উন্নয়ন : জনসাধারনের স্বাস্হ্য ও মানসিক প্রশান্তি আনয়নে আন্তরিক হওয়া ।
৪. শিক্ষা ও পেশাগত উন্নয়ন: জাতির শিক্ষা ব্যবস্হা হুমকির মুখে, সৎ ও সঠিক শিক্ষা ব্যবস্হা
এবং দক্ষতা বৃদ্ধির দিকে সরকার আন্তরিক ব্যবস্হা নেয়া ।
৫. সামাজিক ও পারিবারিক বন্ধন আরও আন্তরিক ও গভীর করা।
০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ১২:৫২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নববর্ষে আপনি , সুরভি ও মেয়ে ভালো, থাকুন ।
শুভ নববর্ষ
২| ০৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:২১
এইচ এন নার্গিস বলেছেন: নুতুন বছরের শুভেচ্ছা
০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৩৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার জন্যও থাকল আন্তরিক শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।