নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

ট্রান্পের ক্ষমতা গ্রহন ও আমাদের হৃদকন্প

১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:৪১

ট্রান্পের ক্ষমতা গ্রহন ও আমাদের হৃদকন্প



আমরা সবাই জানি আর কিছু ঘন্টা পরই বিশ্বের প্রধান শক্তিশালী দেশে ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে ।
শুধু বাংলাদেশ নয়, ইউরোপ, ইউক্রেন ,ইরান ,মেক্সিকো এমন অনেক দেশই চিন্তায় অস্হির
জীবন যাপিত করছে ।
এর কারন কি ?
অনেক পোড় খাওয়া দ্বিতীয় বার এর প্রেসিডেন্ড অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আরোহন করতে যাচ্ছে ।
যদি ও আমি সবসময়ই এই প্রেসিডেন্ড কে পাগলা বলে থাকি, কিন্ত তিনি তার বক্তব্যর সপক্ষে যে কাজ
করতে যাচ্ছেন তা অনেকের আতংকের বিষয় হয়ে দাড়াঁচ্ছে ।
তিনি যেসব প্রতিশ্রুতি ( প্রায় ১০০টি ) দিয়েছেন তার মধ্যে ১০টি অত্যন্ত শ্পর্শকাতর বিষয়ে প্রথম দিনেই
বাস্তবায়নের জন্য স্বাক্ষর করবেন ।
তাহলে দেখা যাক সেই ১০ টি এজেন্ডা কি কি ???
১) বার্থ রাইট সিটিজেনশীপ রহিত করণ বিল ।যা উক্ত দেশে ১৮৬৮ সাল থেকে বাস্তবায়ন হয়ে আসছে ।
৫ বিলিয়ন অবৈধ অধিবাসীর নাগরিকত্ব পথ বন্ধ করা
২) বিগত ৪ বৎসর পূর্বে ক্ষমতা হস্তান্তরের সময় হামলার আসামীদের সাধারন ক্ষমা ঘোষনা ।
৩) ইউক্রেন - রাশিয়া যুদ্ধবন্ধ করা ও গাজাঁ যুদ্ধ স্হগিত করা ।
৪) ট্যারিফ বসানো < চীনের ক্ষেত্রে ৬০% থে কে ১০০% , মেক্সিকো কানাডার জন্য ২৫%
৫) আভ্যন্তরিন সম্পদ আহরন ও বৃদ্ধি, নিজস্ব তৈল উৎপাদন সক্ষমতা আরও উর্ধগতি আনয়ন ।
৬) বাইডেনের বর্ডার পলিসি বাতিল করে ,কোন মানবিক আচরন না দেখানো ।
৭) অবৈধদের দেশ থেকে বিতারন
৮) মেইড ইন আমেরিকা এই লক্ষ্যে সকল অটোমোবাইল কারখানা পুণ: চালুকরণ ও পৃথীবির বিভিন্ন দেশ থেকে আসা
গাড়ীর উপর ২৫% ট্যাক্স বসায়ে নি জস্ব গাড়ী উৎপাদন অব্যাহত রাখা,
৯) ২০৩৫ সালের মধ্যে ইলেকট্রিক গাড়ী সর্বত্র চালুকরণ।
১০) ট্রান্সজেন্ডার ব্যবস্হার অপব্যবহার রহিত করা ।

সকলেই অপেক্ষা করছে কিভাবে তিনি এসবের বাস্তবায়ন করবেন ।
ফলে ইঊরপীয় ইউনিয়নের সাথে তার সর্ম্পক তলানীতে নামবে,
গ্রীনল্যান্ড হামলা করলে ফ্রান্সের সাথে সম্পর্ক খারাপ হবে,
জার্মানী ন্যায্য দামে গ্যাস না পেলে অর্থনীতি আরও খারাপ হবে, এ সময় প্রতিবাদ , শ্লোগান ও দেখা যেতে পারে ।
দেশে দেশে ডানপন্থীদের দাপট বাড়বে চাই কি নব্য হিটলারের ও জন্ম নিতে পারে,
আর আমাদের দেশে তার প্রভাবে আমাদের অবস্হান কোথায় হবে
কল্পনাতে আনতে চাচ্ছি না ।



পূনশ্চ : দেশে দেশে যে বসন্ত আসে বা রেজিম পরিবর্তন করা হয় তার পেছনে থাকে বিভিন্ন দেশের স্বার্থ,
এক্ষেত্রে আমেরিকার আছে শক্তিশালী প্রতিষ্ঠান যার নাম "ডিপ ষ্টেট "
তাই যে কোন রাষ্ট্র প্রধান বলতে পারে যে, এ বিষয়ে সরকার প্রধান জড়িত নয় ।
বাংলাদেশের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে । তাদেরই সদস্য দেখতে পাই পিটার হাসঁ সহ অনেক কে ।
বিগত নির্বাচনে হেরে ট্রাম্প জানতে পারেন তার হেরে যাবার পিছনে" ডিপ ষ্টেট" এর হাত ছিলো,
তাই এবার তিনি তা বিলুপ্ত করবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন ।



মার্শা বার্নিকেট ২০১৪ সালে বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন । তিনি ২০২১ সালে ডাইরেক্টর জেনারেল ( গ্লোবাল টেলেন্ট নামে খ্যাত ) পদ লাভ করেন এবং "ডিপ ষ্টেট " অত্যন্ত শক্তিশালী কর্মকর্তা হিসাবে বিদেশের বিপ্লব ঘটানোর অপকর্মে জড়িত
ছিলেন । ফলে ট্রাম্প ডিপষ্টেট বিলুপ্তির লক্ষ্যে মার্শা সহ আরও দুই কর্মকর্তাকে ( ডেরিট হোগান ও আ্যালাইনা টেপটিক্স ) বরখাস্ত করেন ।
আর তাদের প্রতিনিধি আমরা দেখতেপাই : বিইটিনেস, পিটার হাঁস প্রমুখ ।


মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ! গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখার জন্য।

২০ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিশ্বের সকল মানুষ জানে আমেরিকা বহু মানব জাতির দেশ ।
........................................................................................
আমি বর্তমান আমেরিকার আগের ইতিহাস দেখেছি ,
সেখানে অনেক মারামারির মধ্য দিয়ে বর্তমান সমঝতায় আসা।
সেই থেকে ১৮৬৮ সালে এই আইন প্রণীত ।
বার্থ রাইট সিটিজেনশীপ ।
এটা বাতিল হলে অনেক ঘটনার / অঘটনের জন্ম হবে ।

২| ২০ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:০০

এইচ এন নার্গিস বলেছেন: ভালো বিশ্লেষণ ।

২০ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:২৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ট্রান্সজেন্ডার ব্যবস্হা রহিত করণ একটি ভালো উদ্যোগ
......................................................................................
ব্লগে আসার জন্য ধন্যবাদ

৩| ২০ শে জানুয়ারি, ২০২৫ রাত ৩:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বিশ্বে পরিবর্তন আসন্ন।

২০ শে জানুয়ারি, ২০২৫ রাত ৩:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ডানপন্থীদের উত্থান ঘটছে,
আরেকটি বিশ্ব যুদ্ধ আসন্ন ।

৪| ২০ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৪:৩২

ক্লোন রাফা বলেছেন: যত গর্জে তত বর্ষে না। অনেকগুলো টাকার বিনিময়ে কম্প্রোমাইজ করবে। এই সব করে ভয় দেখিয়ে ডিমান্ড বৃদ্ধি করার চেষ্টা আর কি‼️তবে টাকা দিয়ে অনেক অন্যায় কাজ করানো যাবে। মুসলিম দেশগুলোর উপর চাপ অব্যাহত রাখবে প্রথম টার্মের মতই। বাংলাদেশ নিয়ে তেমন মাথাব্যথা নাই ট্রাম্পের। যদি না লবিং করে প্রচুর ইনভেস্ট করে কেউ।
ভয় পাবেন না , আমি থাকতে কোনো ভরসা নাই ‼️

ধন্যবাদ, আপনার পয়েন্টআউটের জন্যে .স্ব.শঙ্খচিল।

২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভয় পাবেন না , আমি থাকতে কোনো ভরসা নাই ‼️
................................................................................
প্রমানিত হতে চলছে যে ,বাংলাদেশ অভিবাবকহীন একটি দেশ।
তাই ভয়টা সেখানে,
৫৪ বৎসর পর যদি বলা হয়, মুক্তিযুদ্ধ হয় নাই, ৭২ সংবিধান মানি না,
তাহলে এতদিন যা হয়েছে তারা সবাই জারজ ও অবৈধ সন্তান ।
এই অবস্হায় আমেরিকা সুযোগ নিবেই , কারন ভারত ও চীনকে ট্রান্প
বানিজ্যিক চিরশত্রু মনে করে , এখানে বাংলাদেশ তার জন্য তুরুপের তাস ।
শুধুমাত্র সে কারনেই তিনি ক্ষমতা গ্রহনের আগে, পূর্ব নির্ধারিত দুতকে বাদ
দিয়ে অনেক অভিজ্ঞ একজন দূতকে পাঠাচ্ছেন ।

৫| ২০ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৭:২৯

কামাল১৮ বলেছেন: আমাদের বিষয়ে যেহেতু কিছু বলা নাই অতয়েব আমাদের কোন চিন্তা নাই।আমাদের বিষয়টা ভারতের উপর ছেড়ে দিয়েছেন।

২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:৪৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মনে হয় এখানে আপনার ভূল প্রেডিকশন হয়েছে ।
...............................................................................
বাংলাদেশ নিয়ে আমেরিকার ভিন্ন চিন্তা ভাবনা আছে,
যা সময়ের প্রবাহে দেখতে পারবেন ।

৬| ২০ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৮:০৮

সৈয়দ কুতুব বলেছেন: কামাল১৭@ভারত চাইলেও এবার কিছু করতে পারবে না। এখন রাজনৈতিক পরিস্থিতি আলী'র পক্ষে নেই। রিয়েলিটি মাইনা নেন।

২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:০৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভারত অনেক কিছুই চাইবে,
..........................................................
যদি তা বাস্তবায়ন করতে হয়, তবে
নিজ শক্তি ও কৌশলে অর্জন করবে ।
বাধা হয়ে দাড়াঁবে,
পাকিস্হান গোয়েন্দা সংস্হা ।।
শুধুমাত্র একটি প্রশ্নে আমেরিকা ভারতকে সমর্থন দিবে
তা হলো, বাংলাদেশে যেন মৌলবাদ রাষ্ট্র না হয়ে যায় ।

৭| ২০ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:০৫

রাজীব নুর বলেছেন: ট্রাম্প বিশ্বের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে।

২০ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:২৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নব নির্বাচিত ট্রান্পের একটি মাত্র উদ্যোগ তার দুতের
স্টিফ উইটকফ বৈঠকে কঠিন চাপে ইসরাঈল যুদ্ধবিরতি
মানতে বাধ্য হলো ।

.................................................................................
সুতরাং এই মূল্যায়ন মেনে নিতে হবে ।

৮| ২০ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৫

পারস্যের রাজপুত্র বলেছেন: রেড ইন্ডিয়ান নেটিভদের থেকে কেড়ে নেওয়া দেশ আমেরিকায় এখন আর কাজকামের জন্য বাইরের লোক দরকার নাই। তাই বার্থ রাইট আইন বাতিল করে দিবে। এই আইন বাতিল করলে দীর্ঘ মেয়াদে আমেরিকার উপরে কি কি প্রভাব পড়তে পারে?

২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:৫৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিষয়টি আরও জটিল
...............................................................................................................
৫ বিলিয়ন অবৈধ ম্যাক্সিকান ও আশে পাশের দেশ থেকে আগতরা যেন বৈধ না হতে পারে
সেই প্রচেষ্টা নিয়ে তিনি ভোট করেছেন , তাই তা তিনি বাস্তবায়ন করবেন ।
তবে এ নিয়ে বিভিন্ন সমস্যা তৈরী হবেই ।
স্রোতের উল্টা পথে চলাটা নিশ্চয়ই মানবতা নয় ।
অথচ এই আমেরিকা মানবতা আর গনতন্ত্র জন্য কি পরিমান কান্নার নাটক করে ।

৯| ২০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৫১

নতুন বলেছেন: যেই দেশে ট্রাম্পের মতন প্রেসিডেন্ট আসবে সেই দেশকে নিচে নামাতে চীনের অন্য কিছুর দরকার নাই। তাই চীন ট্রাম্পের মতন প্রেসিডেন্টে হবার প্রকৃিয়াকে সমর্থন করবে।

উনার কাজে কিছু দেশ ঝামেলায় পরবে কিন্তু আমাদে দেশের বেশি ঝামেলা হবেনা।

আর আমাদের দেশের রাজনিতিকরা থাকাতে অন্য আপদের দরকার হবেনা। এরাই দেশ ধংষের জন্য যথেস্থ।

২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:১৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চীনের কৌশল ট্রান্পের পাগলামীকে ফুটবল বানায়ে ছেড়ে দেবে
.............................................................................................
অপেক্ষা করুন,
বিশ্বে রাজনীতি ও অর্থনীতির নুতন দাবার ছক কষা হচ্ছে
ফলে আমেরিকার অনেক মিত্র শত্রু হবে
আবার কিছু শত্রু তার মিত্র হতে যাচ্ছে ।
.............................................................................................
সবচেয়ে বড় চমক হবে যে, ইউরোপীয় ইউনিয়ন ভেঙ্গে যেতে পারে ।

১০| ২০ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪৫

কামাল১৮ বলেছেন: @কুতুব,বাস্তব অবস্থাটা কি?

২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:০৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রাজনীতিতে যখন এ টীম ব্যর্থ হয়
তখন
বি টীমের কদর বাড়ে ।

........................................................................
বাংলাদেশ থেকে ট্রান্পের অভিষেকে কারা গেল
কেন গেল না বা আমন্ত্রন পেল না,
বিচার করুন, উত্তর পেয়ে যাবেন ।

১১| ২০ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪৫

কলাবাগান১ বলেছেন: ট্রাম্প এর বিজয় সম্ভব হয়েছে আমাদের মত ইমিগ্রান্ট দের বাড়াবাড়ির কারনে...তার ইমিগ্রেশন নিয়ে কথাবার্তায়ই সাধারন আমেরিকান রা তার প্রতি সাপোর্ট দিচ্ছে। সাধারন আমেরিকান রা অতিস্ট হয়ে যাচ্ছে ইমিগ্র‌ান্ট (বানান হয় না) এর কার্যকলাপে.... বেশীর ভাগ ই দেশের জন্য এসেট না হয়ে বোঝা হয়ে দাড়াচ্ছে... আমাদের কিছু দেশী ভাইবোনরা আবার স্বপ্নও দেখে যে খিলাফত চালু করার

২০ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমেরিকার ইতিহাস দেখলে এবং তাদের জাতিগত দাঙ্গা ও যুদ্ধর ভয়াবহতা কম ছিলনা ।
.............................................................................................................................
এক হিসাবে ট্রাম্পও অভিবাসী,
এই আগত লোকবলকে বৈধ করার জন্যই
ইউনাটেড আমেরিকা হয়েছিলো।
বর্তমানে মনে হচ্ছে সেই প্রয়োজন শেষ হয়েছে ।
তাই আইনটি বাতিল করতে চায় ।

১২| ২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৮:২০

ক্লোন রাফা বলেছেন: বাংলাদেশের জন্য প্রকৃত পক্ষে ভালো কিছু আশা করিনা আমি। আমেরিকার পক্ষ থেকে । আমেরিকা আর চীন এতটাই স্বার্থপর যে তাদের কোন বেনিফিট না থাকলে । বিন্দুমাত্র সহযোগিতা করে না। আরেকটা ভয়ংকর দিক আমেরিকার দিক থেকে । তারা তাদের পরাজয়ের কথা ভুলে যায় না। ৫০ বছর পরে হোলেও প্রতিশোধ নেয়। বঙ্গবন্ধু হত্যা সবচাইতে বড় প্রমাণ ‼️ শেখ হাসিনা েই ওবামার সময় থেকে তোয়াক্কা করে নাই। কাজেই মনে হয়না সহযোগিতা করবে।

এখন ট্রাম্প যেহেতু ব‍্যবসায়ী তাকে সেই টোপ দিলে হয়তো কিছু একটা হবে। আদারওয়াইজ কোন সম্ভাবনা নেই।
আম চাই আওয়ামিলীগ সব কিছু বাদ দিয়ে । দেশের মানুষকে আস্থায় আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে। পাশাপাশি দলের কাউয়া আর হাইব্রিড চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক।নিবেদিতপ্রান সকলকে মুল‍্যায় করতে হবে।
ধন্যবাদ॥

২১ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কথায় আছে,
মাছের পচন ধরে মাথা থেকে,
সমাজের পচন শুরু হয় উপর থেকে ।

.................................................................................
আজ আমাদের অবস্হা সে রকম
আমলা, প্রশাসন, পুলিশ, শিক্ষক ব্যবসায়ী
কোথায় ভালো আছে ?
দুর্ণীতি, তদ্বির আর প্রতারনায় দেশে সয়লাব
বর্তবান সরকারও তার থেকে ব্যতিক্রম নয় ।
সবাই নিজ আখের গোছাতে ব্যস্ত ।

১৩| ২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫১

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানার জন্য।

২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:৩১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ আপনার আগ্রহের জন্য
................................................................
তবে মূল লেখায় আরও কিছু সংযোজন করা হয়েছে
তা পড়ে দেখুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.