নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

২৯ মিলিয়ন ডলার : ডিপষ্টেট এর কার্যক্রম

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:৩৮




জনমনে প্রচুর আকাঙ্খা এই ডিপষ্টেট কোথা থেকে এলো ।
আমার বিগত লেখায় আমি ডিপষ্টেট নিয়ে সামান্য আলোকপাত করেছিলাম
বুঝতে পারছি অনেকেই তা পড়েন নি বা গুরুত্ব দেন নাই ।
এখন আর্ন্তজাতিক পরিসরে আর নেট দুনিয়ায় প্রচুর ভাইরাল শুধু মাত্র
পাগলা রাজা ট্রাম্পের কারনে ।
হ্যাঁ আমি এখনো তাকে পাগলা রাজা বলি কারন যে কোন সময়ে তার প্রচন্ড ক্ষমতা প্রয়োগ করে
পৃথিবীতে অঘটন ঘটানোর ক্ষমতা তার আছে ।
তিনি এখনও বিশ্বাস করেন গতবার তাকে ডিপষ্ট্যাট মেকানিজম করে হারায়ে দিয়েছে ।
বাস্তবে এই গুপ্ত প্রতিষ্ঠান জো-বাইডেনের একান্ত অনুগত ছিলো । যাদের কাজই হলো দেশে দেশে
আরব বসন্ত আনা এবং যে সকল সরকার তাদের অনুগত নয় তাদের শায়েস্তা করা ।
তাই ট্রাম্প ক্ষমতা গ্রহনের পরপরই এই প্রতিষ্ঠানের অধিকাংশ কর্মকর্তার চাকুরী খেয়ে ফেলেছে ।
এবং আরও ৫হাজার জনের চাকুরী থেকে বহিস্কার করবে ।
এবং প্রশ্ন রেখেছে জনগনের ট্যাক্স এর টাকা কেন ভারতকে ২১ মিলিয়ন, বাংলাদেশকে ২৯ মিলিয়ন বা অন্যান্য দেশে
দিতে হবে ???
সবার আগে আমেরিকা এই নীতি গ্রহনের কারনে এখন থেকে এইসব কার্যক্রম চলবেনা এবং যুক্তরাষ্ট্রর মধ্যে
মোট ১৮টি গোয়েন্দা প্রতিষ্ঠান দেখভাল করার জন্য একজন চৌকশ মহিলাকে দ্বায়িত্ব দেয়া হয়েছে ।

ট্রান্প বিশ্বাস করে যে, প্রতিটি ডলার আমরা ব্যয় করি,
প্রতিটি প্রোগ্রাম আমরা তহবিল করি
এবং প্রতিটি নীতি অনুসরণ করি তিনটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে ন্যায়সঙ্গত হতে হবে:
আগামী দিনের ভিশন হবে ..... ... ....
এটা কি আমেরিকাকে নিরাপদ করে?
এটা কি আমেরিকাকে শক্তিশালী করে?
এটা কি আমেরিকাকে আরও সমৃদ্ধ করে?  

আমাদের জাতীয় স্বার্থকে এগিয়ে নিতে, আমরা আরও উদ্ভাবনী, চটকদার এবং ফোকাসযুক্ত স্টেট ডিপার্টমেন্ট তৈরি করব।
এর জন্য কিছু অগ্রাধিকার প্রতিস্থাপন করা, কিছু বিষয়কে গুরুত্ব দেওয়া এবং কিছু অভ্যাস বাদ দেওয়া প্রয়োজন।


তাহলে কিছু প্রশ্ন সর্বসাধারনের মনে ঘুরপাক খাচ্ছে :-
১। এই ২৯ মিলিয়ন ( ৩৫০ কোটি )টাকা বাংলাদেশে কে গ্রহন করল এবং কি করল ???
২। এই টাকা কি বৈধ পথে আসল ? তাহলে কে ট্যাক্স দিল ?
৩। কে কে এই টাকার ভাগ নিল ?
৪। বিগত নির্বাচনের পূর্বে পিটার হাঁস, ঢাকা-দিল্লী-ওয়াশিংটন দৌড়ঁ ঝাপের সাথে কতটা সর্ম্পকিত?
৫। বিগত নির্বাচনের পূর্বে অনেকেই উক্ত কর্মকর্তার সাথে প্রকাশ্যে বা গোপনে মিটিং করে কে কি লাভবান হয়েছিলো ?

চ্যাট জিপিটির মাধ্যমে কেউ কি সঠিক তথ্য জানাবেন ???



** বিশেষ খবর : ভারতের মোদীকে ক্ষমতায় আনতে ২১ মিলিয়ন ডলার দেয়া হয়েছিলো ।
এই টাকাও বেসরকারি চেনেলে প্রদান করা হয় ।


তথ্যসুত্র : উকেপিডিয়া, অর্ন্তজাল, ইউটিউব
"২৯ মিলিয়ন ডলার অর্থায়ন নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প | TRUMP | USAID |
#shorts #news #trump" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen>

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৫:২২

কাঁউটাল বলেছেন: ৭ জানুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশে পশ্চিমাদের আনাগোনা ব্যপক ভাবে বেড়ে গিয়েছিল। তখন ভারতের কারনে এরা সুবিধা করতে পারে নাই। ট্রাম্পের ভাষ্যমতে অতি উগ্র বামদের হাতে এই টাকা গিয়েছে। বাংলাদেশে অতি উগ্র বাম করা?

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিরিয়ানী রান্না করতে যেমন ভালো রেসিপি লাগে,
আমেরিকাও এমনতর পথ অবলন্বন করে যে,
সুন্দর রেসিপির মাধ্যমে তা বাস্তবায়ন হয় ।

.............................................................................
গরিবের বউ যেমন সবার ভাবী
কারন ঠাট্টা মসকরা করা যাবে,
তেমনি অভাবগ্রস্হ দেশ বা খনিজ সমৃদ্দ দেশ অথবা ভৌগলিক কারনে গুরুত্বপূর্ণ
দেশ সমূহ এই ধরনের রেসিপির আওতায় চলে আসে ।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: ট্রাম্প কাকু বাংলাদেশ নিয়ে উঠেপড়ে লেগেছে কেন? একটু শান্তিতে যখন বসবাস করি তখন আমেরিকার সহ্য হয় না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমরা কি এখন শান্তে বসবাস করছি ???
....................................................................
পৃথিবী ইতিহাসে দেখি নাই , কোন মন্ত্রী বা উপদেষ্টা
রাত ৩টায় প্রেস কনফারেন্স করে ।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: মূলত আমেরিকা আমাদের পছন্দ করে না। ইহা সত্য, মিথ্যা নয়।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমেরিকার ইতিহাস অনেক লম্বা !
................................................................
বর্তমান আমেরিকা হবার পূর্বে জাতিতে জাতিতে
হানাহানি ও যুদ্ধ লেগেই ছিলো,
যা চুক্তি বলে ইউনাইটেড আমেরিকা হয় এবং বার্থ রাইট সিটিজেনশীপ
মেনে নিয়ে সকল পক্ষকে একীভূত করা হয় ।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৫১

শ্রাবণধারা বলেছেন: ৩৫০ কোটি টাকা হাসিনার অনেক চাকর-বাকর এবং পাতি মাস্তানেরও আছে। এই টাকা দিয়ে সরকার পরিবর্তন বা ডিপ স্টেটের কার্যক্রম পরিচালনা - এসব বিভ্রান্তিকর, মিথ্যা কথা।

ট্রাম্প একজন বড় মাপের গাধার বাচ্চা। তার কথাগুলোর কিছু ব্যবসায়িক মানে আছে, আর কোনো মানে নেই। আর হ্যাঁ, এই টাকা ইউএসএইডের প্রকল্পে গেছে। আপনি একটু খোঁজ করলেই এই প্রকল্পের পুরো তথ্য পেয়ে যাবেন।

কাঁউটাল বলেছেন: ট্রাম্পের ভাষ্যমতে অতি উগ্র বামদের হাতে এই টাকা গিয়েছে। বাংলাদেশে অতি উগ্র বাম করা?
কাঁউটাল, ট্রাম্প বাইডেনকে "অতি উগ্র বাম" বলে গালি দেয়, অর্থাৎ তার মতে বাইডেনই অতি উগ্র বাম!

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই টাকা কার একাউন্টে গিয়েছে তার একটি গাইড লাইন
আমাদের দেশের বিভিন্ন সুত্রে প্রমানিত হয়ে গেছে ।

..........................................................................................
সারা বিশ্বে USAID এই নামেই ভয়ংকর টাকা গুলো আসে , বৈধ করার
জন্য ফলে সেই দেশের সরকার কিছু করতে পারেনা ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনৈক অধ্যাপক বিষয়টি স্বীকার করেছেন ।
তাহার ফেসবুকে গিয়ে দেখে নিতে পারেন ।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০১

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৩:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দেশের পরিস্হিতি যে ভাবে চলছে
আমরা সবাই অন্ধকারে আছি ।

...........................................................
ছিনতাই, চাঁদাবাজি, মব কালচার থেমে নেই
আবার ঢাকা ব্লকেড ঘোষনা আসছে,
সেনাপ্রধান কেন সবাইকে সর্তক করল ?
ডেভিল হান্ট কি নিরপেক্ষ কাজ করছে ???

৬| ০২ রা মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:২৫

এইচ এন নার্গিস বলেছেন: চমৎকার বিশ্লেষণ ।

৩১ শে মার্চ, ২০২৫ রাত ৯:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দেখতেই পাছেন আমার অনুমানের সাথে
অনেক কিছুই মিলে গেছে ।

৭| ০১ লা এপ্রিল, ২০২৫ দুপুর ১:৪৭

নকল কাক বলেছেন: আমার লেখা বড় গল্প "গনি মিয়ার গুপ্তধন" পড়ার জন্য আমন্ত্রণ রইল।

৮| ০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ১২:১৫

নকল কাক বলেছেন: আমার লেখা সাইফাই এ্যকশন গল্প "ক্যু-২" পড়ার জন্য আপনাকে আমন্ত্রন।

৯| ১০ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০৩

নকল কাক বলেছেন: আমার লেখা ছোটগল্প "এ্যমবুশ" এর ২য় পর্ব "এ্যমবুশ ২" পড়ার জন্য আমন্ত্রণ রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.