নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

২৯ মিলিয়ন ডলার : ডিপষ্টেট এর কার্যক্রম

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:৩৮




জনমনে প্রচুর আকাঙ্খা এই ডিপষ্টেট কোথা থেকে এলো ।
আমার বিগত লেখায় আমি ডিপষ্টেট নিয়ে সামান্য আলোকপাত করেছিলাম
বুঝতে পারছি অনেকেই তা পড়েন নি বা গুরুত্ব দেন নাই ।
এখন আর্ন্তজাতিক পরিসরে আর নেট দুনিয়ায় প্রচুর ভাইরাল শুধু মাত্র
পাগলা রাজা ট্রাম্পের কারনে ।
হ্যাঁ আমি এখনো তাকে পাগলা রাজা বলি কারন যে কোন সময়ে তার প্রচন্ড ক্ষমতা প্রয়োগ করে
পৃথিবীতে অঘটন ঘটানোর ক্ষমতা তার আছে ।
তিনি এখনও বিশ্বাস করেন গতবার তাকে ডিপষ্ট্যাট মেকানিজম করে হারায়ে দিয়েছে ।
বাস্তবে এই গুপ্ত প্রতিষ্ঠান জো-বাইডেনের একান্ত অনুগত ছিলো । যাদের কাজই হলো দেশে দেশে
আরব বসন্ত আনা এবং যে সকল সরকার তাদের অনুগত নয় তাদের শায়েস্তা করা ।
তাই ট্রাম্প ক্ষমতা গ্রহনের পরপরই এই প্রতিষ্ঠানের অধিকাংশ কর্মকর্তার চাকুরী খেয়ে ফেলেছে ।
এবং আরও ৫হাজার জনের চাকুরী থেকে বহিস্কার করবে ।
এবং প্রশ্ন রেখেছে জনগনের ট্যাক্স এর টাকা কেন ভারতকে ২১ মিলিয়ন, বাংলাদেশকে ২৯ মিলিয়ন বা অন্যান্য দেশে
দিতে হবে ???
সবার আগে আমেরিকা এই নীতি গ্রহনের কারনে এখন থেকে এইসব কার্যক্রম চলবেনা এবং যুক্তরাষ্ট্রর মধ্যে
মোট ১৮টি গোয়েন্দা প্রতিষ্ঠান দেখভাল করার জন্য একজন চৌকশ মহিলাকে দ্বায়িত্ব দেয়া হয়েছে ।

ট্রান্প বিশ্বাস করে যে, প্রতিটি ডলার আমরা ব্যয় করি,
প্রতিটি প্রোগ্রাম আমরা তহবিল করি
এবং প্রতিটি নীতি অনুসরণ করি তিনটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে ন্যায়সঙ্গত হতে হবে:
আগামী দিনের ভিশন হবে ..... ... ....
এটা কি আমেরিকাকে নিরাপদ করে?
এটা কি আমেরিকাকে শক্তিশালী করে?
এটা কি আমেরিকাকে আরও সমৃদ্ধ করে?  

আমাদের জাতীয় স্বার্থকে এগিয়ে নিতে, আমরা আরও উদ্ভাবনী, চটকদার এবং ফোকাসযুক্ত স্টেট ডিপার্টমেন্ট তৈরি করব।
এর জন্য কিছু অগ্রাধিকার প্রতিস্থাপন করা, কিছু বিষয়কে গুরুত্ব দেওয়া এবং কিছু অভ্যাস বাদ দেওয়া প্রয়োজন।


তাহলে কিছু প্রশ্ন সর্বসাধারনের মনে ঘুরপাক খাচ্ছে :-
১। এই ২৯ মিলিয়ন ( ৩৫০ কোটি )টাকা বাংলাদেশে কে গ্রহন করল এবং কি করল ???
২। এই টাকা কি বৈধ পথে আসল ? তাহলে কে ট্যাক্স দিল ?
৩। কে কে এই টাকার ভাগ নিল ?
৪। বিগত নির্বাচনের পূর্বে পিটার হাঁস, ঢাকা-দিল্লী-ওয়াশিংটন দৌড়ঁ ঝাপের সাথে কতটা সর্ম্পকিত?
৫। বিগত নির্বাচনের পূর্বে অনেকেই উক্ত কর্মকর্তার সাথে প্রকাশ্যে বা গোপনে মিটিং করে কে কি লাভবান হয়েছিলো ?

চ্যাট জিপিটির মাধ্যমে কেউ কি সঠিক তথ্য জানাবেন ???



** বিশেষ খবর : ভারতের মোদীকে ক্ষমতায় আনতে ২১ মিলিয়ন ডলার দেয়া হয়েছিলো ।
এই টাকাও বেসরকারি চেনেলে প্রদান করা হয় ।


তথ্যসুত্র : উকেপিডিয়া, অর্ন্তজাল, ইউটিউব
"২৯ মিলিয়ন ডলার অর্থায়ন নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প | TRUMP | USAID |
#shorts #news #trump" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen>

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৫:২২

কাঁউটাল বলেছেন: ৭ জানুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশে পশ্চিমাদের আনাগোনা ব্যপক ভাবে বেড়ে গিয়েছিল। তখন ভারতের কারনে এরা সুবিধা করতে পারে নাই। ট্রাম্পের ভাষ্যমতে অতি উগ্র বামদের হাতে এই টাকা গিয়েছে। বাংলাদেশে অতি উগ্র বাম করা?

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিরিয়ানী রান্না করতে যেমন ভালো রেসিপি লাগে,
আমেরিকাও এমনতর পথ অবলন্বন করে যে,
সুন্দর রেসিপির মাধ্যমে তা বাস্তবায়ন হয় ।

.............................................................................
গরিবের বউ যেমন সবার ভাবী
কারন ঠাট্টা মসকরা করা যাবে,
তেমনি অভাবগ্রস্হ দেশ বা খনিজ সমৃদ্দ দেশ অথবা ভৌগলিক কারনে গুরুত্বপূর্ণ
দেশ সমূহ এই ধরনের রেসিপির আওতায় চলে আসে ।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: ট্রাম্প কাকু বাংলাদেশ নিয়ে উঠেপড়ে লেগেছে কেন? একটু শান্তিতে যখন বসবাস করি তখন আমেরিকার সহ্য হয় না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমরা কি এখন শান্তে বসবাস করছি ???
....................................................................
পৃথিবী ইতিহাসে দেখি নাই , কোন মন্ত্রী বা উপদেষ্টা
রাত ৩টায় প্রেস কনফারেন্স করে ।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: মূলত আমেরিকা আমাদের পছন্দ করে না। ইহা সত্য, মিথ্যা নয়।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমেরিকার ইতিহাস অনেক লম্বা !
................................................................
বর্তমান আমেরিকা হবার পূর্বে জাতিতে জাতিতে
হানাহানি ও যুদ্ধ লেগেই ছিলো,
যা চুক্তি বলে ইউনাইটেড আমেরিকা হয় এবং বার্থ রাইট সিটিজেনশীপ
মেনে নিয়ে সকল পক্ষকে একীভূত করা হয় ।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৫১

শ্রাবণধারা বলেছেন: ৩৫০ কোটি টাকা হাসিনার অনেক চাকর-বাকর এবং পাতি মাস্তানেরও আছে। এই টাকা দিয়ে সরকার পরিবর্তন বা ডিপ স্টেটের কার্যক্রম পরিচালনা - এসব বিভ্রান্তিকর, মিথ্যা কথা।

ট্রাম্প একজন বড় মাপের গাধার বাচ্চা। তার কথাগুলোর কিছু ব্যবসায়িক মানে আছে, আর কোনো মানে নেই। আর হ্যাঁ, এই টাকা ইউএসএইডের প্রকল্পে গেছে। আপনি একটু খোঁজ করলেই এই প্রকল্পের পুরো তথ্য পেয়ে যাবেন।

কাঁউটাল বলেছেন: ট্রাম্পের ভাষ্যমতে অতি উগ্র বামদের হাতে এই টাকা গিয়েছে। বাংলাদেশে অতি উগ্র বাম করা?
কাঁউটাল, ট্রাম্প বাইডেনকে "অতি উগ্র বাম" বলে গালি দেয়, অর্থাৎ তার মতে বাইডেনই অতি উগ্র বাম!

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই টাকা কার একাউন্টে গিয়েছে তার একটি গাইড লাইন
আমাদের দেশের বিভিন্ন সুত্রে প্রমানিত হয়ে গেছে ।

..........................................................................................
সারা বিশ্বে USAID এই নামেই ভয়ংকর টাকা গুলো আসে , বৈধ করার
জন্য ফলে সেই দেশের সরকার কিছু করতে পারেনা ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনৈক অধ্যাপক বিষয়টি স্বীকার করেছেন ।
তাহার ফেসবুকে গিয়ে দেখে নিতে পারেন ।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০১

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৩:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দেশের পরিস্হিতি যে ভাবে চলছে
আমরা সবাই অন্ধকারে আছি ।

...........................................................
ছিনতাই, চাঁদাবাজি, মব কালচার থেমে নেই
আবার ঢাকা ব্লকেড ঘোষনা আসছে,
সেনাপ্রধান কেন সবাইকে সর্তক করল ?
ডেভিল হান্ট কি নিরপেক্ষ কাজ করছে ???

৬| ০২ রা মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:২৫

এইচ এন নার্গিস বলেছেন: চমৎকার বিশ্লেষণ ।

৩১ শে মার্চ, ২০২৫ রাত ৯:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দেখতেই পাছেন আমার অনুমানের সাথে
অনেক কিছুই মিলে গেছে ।

৭| ০১ লা এপ্রিল, ২০২৫ দুপুর ১:৪৭

নকল কাক বলেছেন: আমার লেখা বড় গল্প "গনি মিয়ার গুপ্তধন" পড়ার জন্য আমন্ত্রণ রইল।

৩০ শে জুলাই, ২০২৫ রাত ৮:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিষয় বস্তুর উপর আলোচনা করাটা সৌজন্য বোধ
....................................................................................
অতপর আপনার প্রচার প্রচারনা করতে পারেন ।
এই সামুতে বিজ্ঞাপন দিন
তাহলে সকল সামুর সদস্য জানতে পারবে
এবং সামুর ও কিছু আয় রোজগার হবে ।

৮| ১৬ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭

শায়মা বলেছেন: ভাইয়া কোথায় তোমার ভ্রমন পোস্ট!!
লিখেছো নাকি দেখতে এলাম।

আমি আজ এবারের সিডনী নিয়ে কিছু মিছু লেখা শেষ করলাম!!! ভাবলাম তুমিও লিখেছো বুঝি .... :)

১৭ ই আগস্ট, ২০২৫ রাত ১:১৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বেশ কয়টা দিন অসুস্হ ছিলাম
মাথার মধ্যে লেখা হাটাঁহাটিঁ

............................................................
এরকম উৎসাহ, আগ্রহ দেখালে না লিখে পারবনা
আগামীকাল থেকেই ব্লগে লেখা শুরু করব ।

৯| ২০ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬

এইচ এন নার্গিস বলেছেন: চমৎকার লেখা ।

২১ শে আগস্ট, ২০২৫ রাত ১:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এখন তো বিষয়টি প্রকাশ্যে চলে এসেছে
বাংলাদেশের ঘটনা প্রবাহ কে নিয়ন্ত্রন করছে

.................................................................
আর ডিপষ্টেট আমাদের নিজ দেশে দ্বিতীয়
শ্রেণীর নাগরিক বানায়ে দিয়েছে ।

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৬:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

যদি আপনি তা মানেন
তবে নামের পূর্বে মোহাম্মদ ব্যবহার করছেন কেন ???


আমি ভালো মানুষ। আমি এই নামটিকে ভালো করতে চাই। মরু ডাকাত নামটিকে কলঙ্কিত করেছে।

০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ২:৪১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগে আমরা সাহিত্য নিয়ে কথা বলব
অন্য প্রসঙ্গ অনুচিত

......................................................................
আমরা কি পারিনা এই সংকল্প কে বাস্তবায়ন করতে ?

১১| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৪২

এইচ এন নার্গিস বলেছেন: অনেক কিছু জানলাম ।

০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ২:৪৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এখন তো তথ্য দিয়ে আর প্রমান করতে হচ্ছে না !
...................................................................................
কোথায় কার কাছে ডলার গিয়েছে অপেন সিক্রেট ।

১২| ০৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৫৫

মাথা পাগলা বলেছেন: শ্রাবণধারা বলেছেন: ৩৫০ কোটি টাকা হাসিনার অনেক চাকর-বাকর এবং পাতি মাস্তানেরও আছে। এই টাকা দিয়ে সরকার পরিবর্তন বা ডিপ স্টেটের কার্যক্রম পরিচালনা - এসব বিভ্রান্তিকর, মিথ্যা কথা।

ডিপ স্টেট তর্কে যাচ্ছি না। তবে আপনি যে কাজ ১০০ টাকায় করবেন সেই কাজ ১০০ টাকার কমে করবে, এমন মানুষ পাওয়া যাবে। ইতিহাস বলে বাংলাদেশে যখনই ক্ষমতার বদল হয়েছে সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশিদের হাত ছিল। হাসিনার সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে বয়ান এবং গত নির্বাচনের আগে আমেরিকার হুমকি - ডিপ স্টেট বিতর্ককে আরও উসকে দেয়।

০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ২:৪৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিশ্বের স্বার্থর কাছে আমাদের বলী দেয়া হয়েছে ।
....................................................................................
নূতন কোন জাতীয় উন্নয়ন কার্যক্রম নেই ।
মাথা পিছু খরচ বেড়েছে কিন্ত আয় বাড়েনি ।
মব সন্ত্রাস চলছে কিন্ত পুলিশ যেন অসহায় !
বেকার বাড়ছে, ভুল নীতির কারনে ১৮২ টি গার্মেন্ট বন্ধ হয়ে গেছে ।

১৩| ০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ৩:৩৪

শ্রাবণধারা বলেছেন: @ মাথা পাগলা,
আপনার বুদ্ধিদীপ্ত, সুলিখিত মন্তব্যগুলো উপভোগ করি। ডিপ স্টেট এর কার্যক্রম বলতে সাধারণত সিআইএ বা পেন্টাগন-জড়িত কার্যক্রম বোঝানো হয়, যেমনটা তারা ইরান বা চিলিতে করেছিল। বাংলাদেশের ক্ষেত্রে হাসিনার মতো প্রবল উদ্ধত, বেয়াদব ও জনবিচ্ছিন্ন প্রধানমন্ত্রীকে তাড়াতে আমেরিকার জড়িত হওয়ার প্রয়োজন পড়েনি, যেহেতু এই অঞ্চলের মোড়ল হিসেবে ভারত স্বীকৃত।

হাসিনার পলায়নের পর এখন যে যুক্তরাষ্ট্র তার শয়তানিগুলো নিয়ে ইউনূস গংয়ের রক্ষাকর্তার ভূমিকায় হাজির হয়েছে এবং জামায়াত ও পাকিস্তানকে সঙ্গে নিয়ে বাংলাদেশে কেয়ামত হাসিলের পরিকল্পনা করছে, সেটা দেরিতে হলেও বুঝতে পারছি।

০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ৩:৪৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই অন্চল দখলে রাখার জন্য আমেরিকা সব কিছুই করবে ।

১৪| ০৯ ই অক্টোবর, ২০২৫ ভোর ৫:০৫

মাথা পাগলা বলেছেন: @শ্রাবণধারা

হাসিনার পদত্যাগ দরকার ছিল আবার বর্তমান পরিস্থিতির জন্য হাসিনার রাজনৈতিক কর্মকান্ডকে দায়ী করি। কিন্তু আপনার কি কখনো মনে হয়নি বড় শক্তি ছাড়া ১~২ সপ্তাহের মধ্যে হাসিনার পতন সম্ভব ছিল না? আমার ধারনা আমেরিকা বাংলাদেশকে প্রক্সি ওয়ারের জন্য ব্যবহার করবে।

০৯ ই অক্টোবর, ২০২৫ সকাল ৭:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কোন কিছুরই বাড়াবাড়ি ঠিক নয় ।
........................................................................
হাসিনা সরকার পরপর নির্বাচন নিয়ে যে সকল কার্যক্রম করেছে
তার উপর ধীরে ধীরে সকল বিরোধীরা কাছাকাছি চলে আসে ।
আমেরিকার দেশে দেশে এরকম অবস্হার জন্য অপেক্ষা করে এবং
তখনই আন্দোলন কোন এক সুত্র ধরে বিস্ফোরন ঘটায় ।
এরকম ঘটনা সারা বিশ্বে অনেক আছে, অতি সম্প্রতি সিরিয়ায় যা ঘটেছে ।
হাসিনার রাজনৈতিক কর্মকান্ডর খারাপ দিক কে ৪০% দায়ী করলে
আর্ন্তজাতিক রাজনৈতিক সিদ্বান্তের ভূল এর জন্য ৬০% দায়ী করব ।
আবার ইসরাঈল যেহেতু তার হাতের লাঠি, তাই সে গণহত্যা করছে না
যেখানে বর্তমানে ইউরোপীও ইউনিয়ন বলছে গাঁজায় গণহত্যা চলছে ।
তেমনি প্রচুর জনপ্রিয়তা থাকা স্বত্বে ও ইমরান খান একটু ভূল করে আমেরিকার
মুরুবীয়না প্রকাশ্যে অস্বীকার করার পরপরই ক্ষমতা হারায় এবং জেল জীবন ভোগ করছে ।

১৫| ০৯ ই অক্টোবর, ২০২৫ সকাল ৮:৫০

শ্রাবণধারা বলেছেন: @ মাথা পাগলা বলেছেন: ''কিন্তু আপনার কি কখনো মনে হয়নি বড় শক্তি ছাড়া ১~২ সপ্তাহের মধ্যে হাসিনার পতন সম্ভব ছিল না? আমার ধারনা আমেরিকা বাংলাদেশকে প্রক্সি ওয়ারের জন্য ব্যবহার করবে।''

নাহ, এটা আমার মনে হয়নি। তার অর্থ এই নয় যে এমনটা হতে পারে না। পরাশক্তির সঙ্গে পরামর্শ করেই হয়তো, ৫ আগস্ট হাসিনার আদেশ অমান্য করে, আর্মি ছাত্রজনতার ওপর ট্যাংক উঠিয়ে দিতে বা বোমা ফেলতে রাজি হয়নি।

জুলাইয়ের শেষ থেকে দেশে জনতার জোয়ার সৃষ্টি হয়েছিল। ৩/৪ আগস্টে সেটা এক বিপুল তরঙ্গে রূপ নেয়। গঙ্গার জলে নাকি ময়লা থাকলেও ময়লা জমতে পারে না। জনতার বিপুল তরঙ্গে পরাশক্তি যদি ঘাপটি মেরে লুকিয়ে থাকেও, শক্তিটা ছিল ছাত্র জনতার।

ব্লগে আওয়ামী লীগের একজন ব্লগার এক বছর আগেও বেশ লিখতেন। আপনি হয়তো তাকে চিনে থাকবেন। আমার ধারণা, তিনি নিজে লীগের উচ্চপদধারী না হলেও খুব নির্ভরযোগ্য উচ্চপর্যায়ের খবর পেতেন। ৪ আগস্ট রাত পর্যন্ত লীগের নেতাদের কাছে খবর ছিল ৫ আগস্ট আর্মি ম্যাসাকার হতে যাচ্ছে, বাংলাদেশ '৭১ এর পরে আরেকটি গণহত্যা ঘটতে চলেছে। আমাদের সেই আওয়ামী ব্লগার ব্ল্যাক লেভেল বা রেড লেভেল নিয়ে তৈরি হয়ে ছিলেন বলে মনে হয়। ৫ আগস্ট সকালে জনতার বিপুল তরঙ্গ এসে হিসেব গুলো উল্টে দিয়েছিল।

১০ ই অক্টোবর, ২০২৫ ভোর ৪:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইতিহাস একদিন সত্য কথা বলবে ।
............................................................
নাহলে ২/৩ দিন পূর্ব থেকে একজন জানালো
আওয়ামী লীগ আর থাকছে না,
কথাটা বিশ্বাস করিনি,
এখন ভাবছি কত বড় গেম চেন্জার হলে
এমন হতে পারে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.