![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন মৌল-
নামঃ লুঙ্গি
প্রতীকঃ Lun (লুন)
আনবিক ভরঃ ছাপার ভরের ১/৪ (বিঃদ্রঃ- ছাপা মানে বুঝছেন তো? )
ভৌত ধর্মঃ
১। যেকোন মুহূর্তে খুলে যেতে পারে।
২। হাওয়া বাতাস পেলে উদ্বায়ী পদার্থের মত আচরণ করে।
৩। মামু (h-sir ) বা প্রিতম মাঝির মতো পেট থাকলে প্রশ্বাস ছাড়ার সময় গিট্টু খুলে গিয়ে ভিতরের উজ্বল্য বাড়িয়ে দিতে পারে (আয়োডিনের মতো)।
৪। টেস্ট-টিউবের ভিতর (গিট্টু না দিলে) না রাখলে সকালে উঠে নাও খুজে পেতে পারেন।
রাসায়নিক ধর্মঃ
১। শরীরের মধ্যে অক্সিজেনের প্রবেশ ঘঠিয়ে ভেন্টিলেশন ব্যাবস্থা জোড়দার করে।
২। খুবই অস্থির প্রকৃতির।অল্প চাপে (বন্ধুদের টানে) খুলে যেতে পারে।
৩। হাওয়া বাতাস ইত্যাদীকে খুব আকর্ষন করে।
প্রাপ্তিস্থানঃ ছাপার মধ্যে পেঁচানো থাকতে দেখা যায়।
সতর্কতাঃ এটি অত্যন্ত গুরূত্বপূর্ন মৌল।এই মৌলের সামান্য অপব্যাবহার আপনার ইজ্জ্বত-আলীর উরফে পটির আঘাত হানতে পারে।
২| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩২
আমাবর্ষার চাঁদ বলেছেন: লুঙ্গি ধাতু...........
৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪০
বশর সিদ্দিকী বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪১
মশিকুর বলেছেন:
হা হা