নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অাসাদ

"প্রচার কর, যদি একটি মাত্র আয়াতও হয়"

provat

http://www.facebook.com/asad.rahman.7906

provat › বিস্তারিত পোস্টঃ

‘ব্লগের’ সুপরিকল্পিত ব্যবহার খুলে দিতে পারে স্বপ্নের বাংলাদেশ গড়ার এক নূতন সম্ভাবনার দ্বার

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২২

ব্লগ ও ব্লগার-বর্তমান সময়ের সমচেয়ে আলোচিত বিষয়। বর্তমানের জাতীয় রাজনৈতিক ইস্যুগুলিও ব্লগারদের কর্মকান্ডের নীচে চাপা পড়ে গিয়েছে। ব্লগাররা রীতিমত সারা দেশকে কাঁপিয়ে দিয়েছে তাদের নন্দিত ও নিন্দিত কর্মকান্ডের মাধ্যমে। ব্লগারদের কর্মকান্ড নন্দিত হয়েছে তখনই- যখন রাজাকারদের বিচার ইস্যুতে সরকারের ঘৃনিত তৎপরতার বিরুদ্ধে ব্লগাররা তীব্র প্রতিবাদের ডাক দেয়। আর তাতে সারা দিয়ে লক্ষ লক্ষ মানুষ শাহবাগে এসে সরকারের এহেন ঘৃন্য তৎপড়তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদে ফেটে পড়ে।



আবার ব্লগারদের কর্মকান্ড নিন্দিত হয়েছে তখনই -যখন কিছু তরুণ ব্লগার তাদের অজ্ঞতা প্রসূত ৯০শতাংশ মুসলিম অধ্যূষিত দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মনে তাদের ধর্মবিদ্বেষী অপতৎপড়তা কিরকম বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে তার বাস্তবতা অনুধাবন করতে না পারায়। মাত্র গুটি কয়েক ব্লগারের অপকর্মের কারনে কিভাবে সারা দেশের মুসলমাদের মধ্যে তীব্র ক্ষোভ ও ঘৃণার সৃষ্টি হয়েছে তার বাস্তব প্রতিক্রিয়া আমরা দেখেছি ৬ই এপ্রিলের হেফাজতে ইসলামের ডাকা লংমার্চ কর্মসূচীর সমাবেশ থেকে। সুতরাং শাহবাগের বিশাল গনজমায়েত ও মতিঝিলের লংমার্চ পরবর্তি বিশাল সমাবেশ – দুইটিরই কারন ব্লগাররা।



ব্লগ আগামি দিনে রাজনীতি ও সামাজিক আন্দোলনের শক্তিশালী নিয়মক হয়ে উঠবে



ব্লগ এইখানে ছুড়ির ভূমিকায় অবতীর্ণ হয়েছে- আর ব্লগাররা অবতীর্ণ হয়েছে একাধারে সন্ত্রাসী ও ঈমামের ভূমিকায়। এইজন্য ব্লগকে আমি চিহ্নিত করেছি প্রযুক্তির এক বিরাট সম্ভাবনাময় অবদান হিসাবে। ব্লগ খুলে দিয়েছে ভাল ও মন্দ, উভয় কাজের এক বিরাট সম্ভাবনার দুযার। এখন প্রশ্ন হলো আমরা ব্লগের এই সম্ভাবনার দুয়ারকে কোন কাজে ব্যবহার করব-ভাল কাজে, নাকি মন্দ কাজে ?



প্রথমেই আসি ব্লগের মাধ্যমে আমরা কি কি ভাল কাজ করতে পারি সেই আলোচনায়:-



(১)ধর্ম প্রচার:-



সকল ধর্ম প্রচারের এক উত্তম মাধ্যম হতে পারে এই ব্লগ। আমি যেহেতু মুসলমান ধর্মের অনুসারি তাই আমার ধর্ম নিয়েই বলছি। এ ক্ষেত্রে দেশের শীর্ষ পর্যায়ের খ্যাতনামা আলেমগন অগ্রনী ভূমিকা পালন করতে পারেন। তবলীগের মাধ্যমে একবারে যতজন লোককে ইসলামের দাওয়াত দেওয়া সম্ভব, সেই তুলনায় লক্ষগুণ বেশী লোককে একসাথে দাওয়াত দেওয়া সম্ভব এই ব্লগের মাধ্যমে। অধিকাংশ সাধারন মানুষের পক্ষে বড় বড় আলেমদের নিকট যেয়ে ইসলামের শিক্ষা গ্রহন করা প্রায় অসম্ভব, কিন্ত ব্লগের মাধ্যমে একজন বিজ্ঞ আলেমের কাছ থেকে এক সাথে লক্ষ লক্ষ লোক ইসলমামের প্রয়োজনীয় মাসলা-মাসায়েল শিখতে পারা সম্ভব। ব্লগে যত বেশী বিজ্ঞ আলেমদের উপস্থিতি বাড়বে, ততই ইসলাম সম্বন্ধে মানুষের ভুল ভ্রান্তিগুলি শোধরে নেওয়ার সুযোগ সৃষ্টি হবে এবং সেই সাথে ইসলাম সম্বন্ধে ভুল ধারনাগুলির দ্রুত অবসান ঘটবে। ব্লগে বড় বড় আলেমদের উপস্থিতি যত বাড়বে, ইসলাম বিদ্বেষীদের ইসলাম সম্পর্কে মানুষকে ভুল বোঝানোর সুযোগ ততই কমে আসবে।



(২)রাজনীতি:



বাংলাদেশে বড় বড় রাজনীতিবিদদের সাথে জনগনের সম্পর্ক অনেকটা টিভির সংবাদ পাঠিকা ও টিভির দর্শকের সম্পর্কের মতো। টিভির দর্শকেরা যেমন শুধুমাত্র সংবাদ পাঠিকার সংবাদপাঠ শুনতে পায় কিন্ত দর্শকের কোন কথা টিভির সংবাদ পাঠিকা শুনতে পায় না, ঠিক তেমনি আমাদের বড় বড় রাজনীতিবিদেরা যখন নির্বাচিত হয়ে এমপি-মন্ত্রী হন, তখন জনগণ শুধুমাত্র তাদের কথাই শুনে যান পরবর্তি নির্বাচন আসার আগ পর্যন্ত, কিন্ত জনগনের কথা শোনার মতো কোন সুযোগ ও সময় হয়ে ওঠেনা ঐ সকল বড় বড় রাজনীতিবিদদের, যদিও জনগনকে অনেক হাতি-ঘোড়া এনে দেওয়ার প্রতিশ্রতি দিয়েই জনগনের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতার ম্যাজিক চেয়ারে বসেন। অথচ হওয়া উচিত ছিল নির্বাচনের পরে জনগন শুধু বলবে আর ক্ষমতাসীন রাজনীতিবিদেরা নিরবে শুধু তা বাস্তবায়নের চেষ্টা করে যাওয়া।



এখন রাজনীতিবিদেরা যদি মনে করেন যে জনগনের কথা শুনারও প্রয়োজন আছে তাদের, তবে ব্লগই হতে পারে জনগনের সাথে রাজনীতিবিদদের যোগাযোগের অর্থাৎ জনগনের সাথে ভাব আদান প্রদানের সবচেয়ে সহজ মাধ্যম অর্থাৎ ব্লগ হতে পারে রাজনীতিবিদদের কাছে জনগনের নাড়ি বুঝার স্টেথস্কোপ স্বরূপ।



(৩)সুপ্ত প্রতিভা বিকাশের সবচেয়ে সহজ মাধ্যম:



আমাদের দেশে প্রচুর প্রতিভাবান লোক রয়েছে দেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে, যাদের প্রায় নিরানব্বই ভাগই সুযোগের অভাবে তাদের প্রতিভা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হয়। ফলে দেশ ও জনগন বঞ্চিত হয় এই সকল প্রতিভাবানদের সেবা পাওয়া থেকে। আর আমাদের দেশের শাসনভার যাদের উপর ন্যস্ত, তারা আসলে দেশ শাসনের জন্য এতোটাই অনুপযুক্ত যে, তারা দেশ চালায় অনেকটা অন্ধের হাতি দেখার মতো। ফলে তাদের কাছে প্রতিভাবানদের খুজে বের করে তাদের পরিচর্চার ব্যবস্থার করা বাতুলতা ছাড়া আর কিছুই নয়। কিন্ত এই ব্লগ সেই সকল অবহেলিত অংকুরে বিনষ্ট হতে থাকা প্রতিভাবানদের জন্য এনে দিয়েছে এক অফুরন্ত সম্ভাবনার সুযোগ।



এখন যে কোন প্রতিভাবান তার ভিতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা খুব সহজেই এই ব্লগের মাধ্যমে প্রকাশ করতে পারে, যা নিমিষেই পৌঁছে যাবে লক্ষ লক্ষ পাঠকের কাছে, ফলে খুলে যাবে তার প্রতিভার মূল্যায়নের এক অপার সম্ভাবনার দুয়ার। এই প্রসংগে নিজের বাস্তব অভিজ্ঞতার কথা না বলে পারছি না। আমি ঢাকা মহানগরীর যানজট সমস্যার একটি সহজ সমাধানের আইডিয়া নিয়ে প্রায় ছয়মাসকাল যাবৎ বিভিন্ন পত্রিকা অফিসে ইমেলে ও ব্যক্তিগতভাবে অনবরত যোগাযোগ করে কোনক্রমেই কোন পত্রিকাতেই প্রকাশ করাইতে সক্ষম হই নাই ।



অবশেষে নিরাশ হয়ে ‘বদলে যাও বদলে দাও মিছিল’এর বিজ্ঞাপন দেখে ব্লগে প্রকাশ করার চিন্তা করি। কিন্ত ইন্টারনেট ব্যবহার না জানায় ও কম্পিটারে বাংলা টাইপ করতে না পারার কারনে অবশেষে একটি শর্ট কোর্সের মাধ্যমে উপরোক্ত দুর্বলতা গুলি দূর করে অবশেষে গত বছরের আগষ্ট মাস থেকে বদলে যাও বদলে দাও মিছিল ব্লগে আমার যানজট নিরসনের আইডিয়াগুলি পোষ্ট করতে থাকি। অবশেষে আমি সফলকাম হই। বদলে যাও বদলে দাও কর্তৃপক্ষ আমার যানজট নিরসনের প্রস্তাবটি প্রথম আলো পত্রিকার ব্লগ পেজে প্রকাশের জন্য নির্বাচন করে এবং বেশ গুরুত্ব সহকারে তা প্রকাশ করে যা “৫০ভাগ যানজট কমে যাবে, যদি” শিরোনামে প্রকাশ করে।



পত্রিকায় প্রকাশের পর আমার প্রস্তাবের ব্যাপারে দেশ-বিদেশ থেকে ব্যাপক সাড়া পাই। চ্যানেল আই কর্তৃপক্ষ তাদের ট্রাফিক সিগনাল নামক অনুষ্ঠানে পর পর দুইদিন আমার প্রস্তাবটি প্রচার করে । সুতরাং যে কেউ তার প্রতিভা এই ব্লগের মাধ্যমে দেশে-বিদেশে ছড়িয়ে দিতে পারে।



(৪)দেশের যে কোন সমস্যা জাতির সামনে তুলে ধরা:



আমরা সীমাহীন স্বাধীনতা ভোগকারী এক অন্তহীন সমস্যার দেশ। আমাদের দেশের অধিকাংশ মানুষ দরীদ্রসীমার নীচে বাস করে। প্রায় কোটি লোক বাস করে ফুটপাতে ও বস্তিতে। দূর্নীতি বাসা বেধেছে ক্যানসারের মতো। আর রাজনীতি যেন লাগামহীন এক পাগলা ঘোড়া-লক্ষ্যহীন গন্তব্যের দিকে ছুটছে তো ছুটছেই, একটি করুন পরিনতি ছাড়া থামার কোন সম্ভাবনাই নাই। আসলে কি কারনে আমাদের এইরূপ সমস্যার সৃষ্টি হচ্ছে দিনকে দিন, তা সকল নাগরিকেরই ভেবে একটি সুন্দর সমাধান বের করে জাতির সামনে উপস্থাপন করার একটি অপূর্ব সুযোগ এনে দিয়েছে এই ব্লগ।



আমরা নাগরিকেরা যদি ভেবে বসে থাকি যে, রাজনীতিবিদেরাই আমাদের সকল সমস্যার সমাধান করে দেবে, তাহলে এটা হবে আমাদের বিরাট ভুল। কারন রাজনীতিবিদেরা চায় না দেশের নাগরিকেরা সচেতন হউক, তারা সব কিছু বুঝে যাক, যেমনটা চাইত না বৃটিশরা, পাকিস্তানী শাসকেরা। আসলে সব শাসক শ্রেনীরই এক ধর্ম-জনগনকে শোষন করা, অধিকার বঞ্চিত করা। জনগনের মৌলিক অধিকার প্রশ্নে সকলকে সচেতন করা এবং অধিকার আদায়ের আন্দোলন করার সবচেয়ে সহজ সুযোগ, ব্লগ যা ইতিমধ্যেই প্রমানিত হয়ে গেছে।



(৫)জানা-অজানা নানা বিষয়ের এক অফুরন্ত তথ্যভান্ডার:



আপনি কি জানতে চান এক্ষুনি? দিয়ে দেন পোষ্ট -পেয়ে যাবেন উত্তর। এক ব্লগে এতো কিছুর সমাহার আর কোন মিডিয়াতে কি পাওয়া সম্ভব? এ যেন এক স্বপ্নের বাস্তবরূপ। এমনই এক সম্ভাবনাময় প্রযুক্তির বদৌলতে পাওয়া সুযোগের সৎব্যবহারই পারবে এর থেকে শতভাগ সুফল বের আনার। এই সুযোগ কোনক্রমেই অপব্যবহারের মাধ্যমে হাতছাড়া করা ঠিক হবে না আমাদের।



সেদিন আর খুব দূরে নয়, অন্যায়ের প্রতিবাদে অনলাইনে লক্ষ কোটি মানুষ মুহূর্তে দাঁড়িয়ে যাবে



ব্লগ যেমন খুলে দিয়েছে ভাল কাজের সম্ভাবনার দুয়ার, তেমনি অনিয়ন্ত্রিত ব্লগ লেখার সুযোগ সমাজে সৃষ্টি করতে পারে বিরাট সমস্যারও, যার নজীর ইতিমধ্যেই দেশে সৃষ্টি হয়েছে। ব্লগ লেখার ক্ষেত্রে যদি সবাই প্রথমেই দেশ ও দেশের জনগনের কথা চিন্তা করেন,পরে দলের কথা চিন্তা করেন এবং তারপর ব্যক্তির কথা চিন্তা করেন, তবে অবশ্যই ব্লগ থেকে আমরা অনেক কিছু পেতে সক্ষম হবো।



আর যদি আগে ব্যক্তি, পরে দল, তারপর দেশ ও জনগনের চিন্তা করে ব্লগ লিখেন, তবে এই ব্লগ থেকে আমরা তো কিছু অর্জন করতে পারবো-ই না, বরং রাস্তার রাজনীতি ব্লগে এসে সকল ব্লগারদের চরিত্রই রাজনীতিবিদদের চরিত্রের মতো করে ফেলবে, যা আমরা কোন ব্লগারই বোধয় চাইব না।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৬

ইউসুফ আলী রিংকূ বলেছেন: ব্লগের’ সুপরিকল্পিত ব্যবহার খুলে দিতে পারে স্বপ্নের বাংলাদেশ গড়ার এক নূতন সম্ভাবনার দ্বার ।


জানি একদিন আপনার এ কথা সত্যি হবে ।


ভালো পোস্ট +++++++

২| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৭

খিয়ারি বলেছেন: যেখানে ভাল থাকে তার উল্টোতে থাকে খারাপ।
কারুর জন্য যেটা ভাল কারুর জন্য সেটাই আবার খারাপ।
তবে সকলের জন্য ভালটাই চাই বাংলা ব্লগ থেকে।
আর সেটা তো আমরা সকলে মিলে দিতে পারি।

পোস্টের জন্য অভিনন্দন।

৩| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৮

ইউসুফ আলী রিংকূ বলেছেন: ভাই ধর্ম প্রচার হাজার টা করলেও কেউ বলবে না ব্লগে ধর্ম প্রচার হয় কেউ পোস্ট দাতাকে বলবে না ভালো কাজ করেছেন চালিয়ে যান ,

প্রমান নিচের লিংক

View this link


৪| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি কি জানতে চান এক্ষুনি? দিয়ে দেন পোষ্ট -পেয়ে যাবেন উত্তর। এক ব্লগে এতো কিছুর সমাহার আর কোন মিডিয়াতে কি পাওয়া সম্ভব? এ যেন এক স্বপ্নের বাস্তবরূপ। এমনই এক সম্ভাবনাময় প্রযুক্তির বদৌলতে পাওয়া সুযোগের সৎব্যবহারই পারবে এর থেকে শতভাগ সুফল বের আনার। এই সুযোগ কোনক্রমেই অপব্যবহারের মাধ্যমে হাতছাড়া করা ঠিক হবে না আমাদের।

সেদিন আর খুব দূরে নয়, অন্যায়ের প্রতিবাদে অনলাইনে লক্ষ কোটি মানুষ মুহূর্তে দাঁড়িয়ে যাবে

ব্লগ যেমন খুলে দিয়েছে ভাল কাজের সম্ভাবনার দুয়ার, তেমনি অনিয়ন্ত্রিত ব্লগ লেখার সুযোগ সমাজে সৃষ্টি করতে পারে বিরাট সমস্যারও, যার নজীর ইতিমধ্যেই দেশে সৃষ্টি হয়েছে। ব্লগ লেখার ক্ষেত্রে যদি সবাই প্রথমেই দেশ ও দেশের জনগনের কথা চিন্তা করেন,পরে দলের কথা চিন্তা করেন এবং তারপর ব্যক্তির কথা চিন্তা করেন, তবে অবশ্যই ব্লগ থেকে আমরা অনেক কিছু পেতে সক্ষম হবো।

কঠিন সহমত।

+ প্রিয়তে।

৫| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৯

শহুরে আগন্তুক বলেছেন: আপনি একটা ব্লগার! ( গালি দিলাম কিন্তু :-D )

৬| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৯

শহুরে আগন্তুক বলেছেন: আপনি একটা ব্লগার! ( গালি দিলাম কিন্তু :-D )

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.