![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিরপুর ট্যাকনিক্যাল মোড়ের ক্রসিংপয়েন্ট দিয়ে সবগুলি রাস্তায় গাড়ীর বাধাহীন চলাচল নিশ্চিত করার জন্য দুইটি ওভারপাস নির্মান করতে হবে । একটি ওভার পাস নির্মান করতে হবে ঠিক তিনরাস্তার মোড়ে,যার আকৃতি হবে ইংরেজী বড়হাতের’এল’টাইপের, যার দৈর্ঘ্য হবে আনুমানিক ৩৫০মিটার এবং দুইলেইন বিশিষ্ট । আরেকটি ওভারপাস নির্মান করতে হবে তিনরাস্তার মোড় থেকে ২০০গজ উত্তরদিকে অর্থ্যাৎ মিরপুর-১ এর দিকে । এই ওভারপাসের আকৃতি হবে ইংরেজী বড় হাতের ‘ইউ’টাইপের এবং এই ওভারপাসটির দৈর্ঘ্যও হবে আনুমানিক ৩৫০ মিটার এবং দুইলেইন বিশিষ্ট । দুইটি ওভারপাসেরই গড়নির্মান ব্যয় আনুমানিক ২৫কোটি টাকা করে । শ্যামলী-আগারগাঁও এর দিক থেকে আসা গাড়ি গুলির একটা অংশ ট্যাকনিক্যাল হয়ে সোজা গাবতলির দিকে চলে যাবে ,আরেক অংশ তিনরাস্তার মোড়ে নির্মিত ‘এল’টাইপের ওভারপাসের উপর দিয়ে মিরপুর-১ এর দিকে চলে যাবে । গাবতলির দিক থেকে আসা গাড়ি গুলি ট্যাকনিক্যাল মোড়ে এসে বামদিকে টার্ন নিয়ে মিরপুর-১ এর দিকে কিছুদূর অগ্রসর হয়ে দুইভাগ হয়ে একভাগ সোজা মিরপুর-১ এর দিকে চলে যাবে, আরেকভাগ ‘ইউ’ টাইপ ওভারপাসের উপর দিয়ে বামদিকের রাস্তা থেকে ডানদিকের রাস্তায় নেমে মিরপুর-১ এর দিক থেকে আসা গাড়ির সাথে মিশে আবার ট্যাকনিক্যাল মোড়ে এসে দুইভাগ হয়ে, একভাগ বামদিকে টার্ন নিয়ে শ্যামলী-আগারগাঁওয়ের দিকে চলে যাবে, আর অন্যভাগ ‘এল’টাইপের ওভারপাসের নীচ দিয়ে ডানদিকে টার্ন নিয়ে শ্যামলীর দিক থেকে আসা গাড়ীর সাথে মিশে গাবতলির দিকে চলে যাবে । ফলে ট্যাকনিক্যাল মোড় দিয়ে চলাচলকারী সবগুলি রুটের গাড়ীর বাধাহীন চলাচল নিশ্চিত হবে অর্থ্যাৎ ট্যাকনিক্যাল মোড়ে কোন দিকের গাড়ীরই আর ট্রাফিক সিগনালের কারনে থামতে হবে না । ফলে ট্যাকনিক্যাল মোড়ে যানজট লাগার আর কোন সুযোগই থাকবে না ।
২৬ শে মে, ২০১৩ রাত ১১:৪০
provat বলেছেন: অবশ্যই শুনবে ।
২| ২৬ শে মে, ২০১৩ রাত ১০:১৭
মোমের মানুষ বলেছেন: ভাই বে জায়গায় জ্ঞান দিচ্ছেন। প্রত্যাহার করে নেন
২৬ শে মে, ২০১৩ রাত ১১:৪৬
provat বলেছেন: ভাই, আপনি জেনে রাখলেই চলবে ।
৩| ২৭ শে মে, ২০১৩ রাত ২:৩০
নতুন বলেছেন: চালিয়ে যান.... আপনার পরিকল্পনা খুবই ভাল.... দেশে ট্রাফিক সিগনালের জন্যই অনেক সমস্যা হচ্ছে....
মিডিয়াতে লিখতে থাকুন.... আপনার কথা শুনবে কতি`পক্ষ...
Click This Link
মন্ত্রী ওবাইদুল কাদেরের পেজে আপনার আইডিয়া গুলি দেন...উনার যদি নজরে পরে... তার সাথে দেখা করার চেস্টা করেন...
৪| ২৭ শে মে, ২০১৩ সকাল ১১:২১
provat বলেছেন: আপনার মতামতে খুব উৎসাহ পেলাম । ধন্যবাদ আপনাকে ।
৫| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৭
জানা বলেছেন:
খুব ভাল উদ্দ্যোগ।
আপনার এই প্রচেষ্টা চলতে থাকুক। এই ব্লগে তো বটেই অন্যান্য সামাজিক মাধ্যমগুলোতেও লিখুন। তাতে মত-দ্বিমত আসবে, পরামর্শ আসবে, প্রতিবাদ আসবে এমন কি প্রতিরোধও আসবে। তবে সেটাই কিন্তু জনমত তৈরীর পথ। সেটাই গণতন্ত্র চর্চার পথ। এভাবেই নানান সামাজিক সমস্য, প্রতিবন্ধকতা বা যাবতীয় অন্ধকার নিয়ে আলোচনা তৈরী করে সংশ্লিষ্ট সবার নজর কাড়ে ব্লগাররা। এমন কি নানান জাতিয় স্বার্থ সংক্রান্ত বিষয়েও ইতিমধ্যে অনেকবার সামাজিক মাধ্যম দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।
আপনিও পারবেন। আলোচনা তৈরী করুন। সুস্থ সমালোচনার পথ খোলা রাখুন।
শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ।
১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৩
provat বলেছেন: জানা অাপু, অাপনাকে অনেক ধন্যবাদ অামার পোষ্টটিতে অাপনার নজর পড়ায় । এটাই অামি চাচ্ছিলাম । তাই অাপনাকে অাবারও ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৩ রাত ১০:১৬
চারশবিশ বলেছেন: ভাল কথা কেউ শুনবেনা