নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অাসাদ

"প্রচার কর, যদি একটি মাত্র আয়াতও হয়"

provat

http://www.facebook.com/asad.rahman.7906

provat › বিস্তারিত পোস্টঃ

!!জ্বালানী বিহীন বিদ্যুৎ- দুই যুবকের বিস্ময়কর আবিস্কার !!

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:১১



সাতক্ষীরার মেধাবী দুই যুবকের এক দশকের প্রচেষ্টা অবশেষে সফল হয়েছে। তারা আবিস্কার করেছেন জ্বালানি খরচ ছাড়াই বিদ্যুৎ প্ল্যান্ট। যা সার্কিট, ব্যাটারি, মোটর ও জেনারেটর দিয়েই তৈরি করা হয়েছে। এই অভাবনীয় আবিস্কারের সফলতা প্রমাণ করতে ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে এলাকায় দেড়ঘণ্টা প্ল্যান্টটি চালিয়ে বিদ্যুৎ সরবরাহ করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।



এমনকি এই বিদ্যুৎ প্ল্যান্ট চালাতে কোনো টাকা খরচ হবে না এবং ডিজেল, ইঞ্জিন ওয়েল ও জনবল ছাড়াই এই প্ল্যান্টটি চালানো যাবে।



এই সাফল্যের দাবিদার হলেন- সাতক্ষীরার সদর উপজেলার মাহমুদপুর গ্রামের দোকানদার তৌহিদুল ইসলাম বাবু মল্লিক ও তার সহযোগী ইলেকট্রিক মিস্ত্রি মিজানুর রহমান মিজান।



তৌহিদুল ইসলাম বাবু মল্লিক জানান, এই বিদ্যুৎ প্ল্যান্টটি তৈরি করতে ১টি জেনারেটর, ২টি মোটর, ১২ ভোল্টের ১টি ব্যাটারি, ৪টি সার্কিট, ৩টা পুলি, ২টা বেল্ট, ১টা ফ্লাইবারসহ আনুষঙ্গিক অন্যান্য যন্ত্রপাতির প্রয়োজন হয়ে থাকে।

তিনি বলেন, “এই প্ল্যান্ট থেকে ৩ হাজার ৬০০ ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। এর মধ্যে সরবরাহের সময় ২ হাজার ৮০০ ওয়াট বিদ্যুৎ সরবরাহ হবে। বাকি ৮০০ ওয়াট বিদ্যুৎ প্ল্যান্টের ব্যাটারি চার্জ ও সার্কিটগুলো সক্রিয় করে রাখার জন্য ব্যবহৃত হবে। সরবরাহকৃত বিদ্যুতে ১০০টি ৩০ ওয়াটের এনার্জি সেভিং বাল্ব জ্বালানো সম্ভব হবে।”



এই বিদ্যুৎ প্ল্যান্ট ২৪ ঘণ্টা ব্যবহার উপযোগী উল্লেখ করে তিনি বলেন, “যেখানে বিদ্যুৎ আছে, সেখানে ব্যবহার করা হলে বিদ্যুৎ চলে যাওয়ার ১৩ সেকেন্ডের মধ্যে বিদ্যুৎ প্ল্যান্টটি অটোস্টার্ট হয়ে যাবে। এই মেশিনে জ্বালানি হিসেবে কোনো ধরণের ডিজেল, ইঞ্জিন ওয়েল ও জনবল প্রয়োজন নেই।”



তৌহিদুল বলেন, “এটি তৈরি করতে প্ল্যান্ট প্রতি ১ লাখ ১০ হাজার টাকা খরচ পড়বে। এখানে প্রথমে ব্যাটারি দিয়ে জেনারেটর চালানো হচ্ছে। একবার জেনারেটর চালু হওয়ার পর, ব্যাটারির আর প্রয়োজন হয় না। জেনারেটর থেকে যে বিদ্যুৎ তৈরি হয়, তার দুইটা আউটপুট লাইন থাকে। একটা, জেনারেটর এর সাথে লাগানো মোটরটা ঘুরায়, ফলে আরো বিদ্যুৎ তৈরি হয় এবং যা অবিরত চলতে থাকে। আর বাকী বিদ্যুৎ ডিস্ট্রিবিউট করা হয়।”



সাধারণত ইঞ্জিন দিয়ে জেনারেটর চলে, আর একবার জেনারেটর চালু হলে বিদ্যুৎ তৈরি হতে থাকে। এখন একবার জেনারেটর চালু করে যদি এর বিদ্যুৎ এর একটা অংশ দিয়ে কোনো মোটর চালানো যায়, যার সাথে জেনারেটর কাপ্লিং থাকবে (ছবিতে দেখেন, জেনারেটর এর সাথে বেল্ট দিয়ে দুইটা মোটর লাগানো আছে) জেনারেটর ঘুরতে থাকবে, ফলে বিদ্যুৎ তৈরি হবে। যতক্ষণ মোটর চলবে, ততক্ষন বিদ্যুৎ আসবে, এখানে ১০ ভোল্টের ব্যাটারি বিদ্যুৎ তৈরি করছে না, শুধু জেনারেটর এর সাথে বেল্ট লাগানো প্রথম মোটর টা ঘুরিয়ে, মোটর তার সাথে লাগানো জেনারেটর কে প্রাথমিক ভাবে ঘুরাচ্ছে (যেমন, আমরা গাড়ীর ইঞ্জিন ব্যাটারী দিয়ে স্টার্ট দেই)। আর একবার জেনারেটর ঘুরলেই বিদ্যুৎ তৈরি হয়, তখন প্রথম মোটর এর কাজ থাকেনা, দ্বিতীয় মোটর জেনারেটর ঘুরানোর দায়িত্ব নেয়।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:২২

মুদ্‌দাকির বলেছেন: দারুন দারুন দারুন !!!!!! ইফিসিয়েন্ট হোক !!!!!!!

২| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:২৪

ভিটামিন সি বলেছেন: ভালো উদ্ভাবন। এমন থিমটা আমার মাথায় ঘুরতো। কিন্তু বাস্তবে পরীক্ষার করার মতো সময়ই পাই নাই। একটা সোর্স থেকে সোর্স ভোল্টেজ নিয়ে মোটর চলবে। মোটর থেকে বেল্টের মাধ্যমে জেনারেটর, সেই জেনারেটরের উৎপাদিত বিদ্যুৎ দুইভাগে ভাগ হয়ে একভাগে লোড চলবে এবং অন্য ভাগ মোটর চালাবে।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৩১

উপপাদ্য বলেছেন: মনে হচ্ছে দারুন কিছু।

আরো একটু বিস্তারিত জানতে পারলে ভালো হতো। জাফর ইকবালের ড্রোন দেখার পর থেকে আবিষ্কার নামক প্রতারনা আতংকে আছি।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৩৩

রোজেল০০৭ বলেছেন: চমৎকার উদ্ভাবন !!

আশা করি এর সঠিক পরীক্ষণ এবং উপযুক্ত ব্যবহার হবে।

তাদের দুজনকে অভিবাদন এবং শুভকামনা জানাচ্ছি।

৫| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৩৭

রিজু বলেছেন: দুংখিত, স্বম্ভব না... :)

৬| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৪০

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: ওয়াও........... আমার মাথায়ও এরকম একটা প্রজেক্ট আছে যেটা পানির গতিবেগ থেকে উৎপন্ন করা হয়। কিন্তু সময় ও টাকার অভাবে হচ্ছে না। যেটা এই সিস্টেমটির চেয়ে অনেক ভালো ও কার্যকরী হবে। কিন্তু আমি বাস্তবায়ন করতে পারিনি। যারা করেছে তাদেরকে উৎসাহ দিতে হবে। ধন্যবাদ জানাচ্ছি।

৭| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৪৬

নিষ্‌কর্মা বলেছেন: ছোট প্রশ্নঃ আমাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে কেন এমন করে জেনারেটরকে নিজের উতপাদিত বিদ্যুৎ থেকে চালানো হয় না? এতো বড় বড় পাওয়ার জেনারেশন কোম্পানিগুলো কেন এই সামান্য বুদ্ধিতে চলে না?

ধন্যবাদ

৮| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৫৭

সূচিপত্র বলেছেন: সরকারী সহায়তার অভাবে প্রতিভাগুলো হারিয়ে যায়!!!

৯| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৫৯

বেঙ্গলেনসিস বলেছেন: এইসব আজগুবি জিনিস নিয়ে এর আগে অনেকেই অনেকরকম দাবী করেছে যেগুলোর সবই পরে ভুয়া প্রামনীত হয়েছে। বৈজ্ঞানিক তত্ত্ব অনুযায়ী এই জিনিস বানানো সম্ভব না। আর যদি সম্ভব হয়ও তবে তার জন্য প্রচলিত বিজ্ঞানকে ভুল প্রমান করে অত্যান্ত সফিস্টিকেটেড ব্যবস্থার মাধ্যমেই তা করতে হবে। প্রচলিত যন্ত্রপাতি দিয়ে তা হবে না। সবাইকে একটু খোঁজ -খবর নিয়ে এইসব প্রচার করার অনুরোধ জানাই।

১০| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:০৩

বশর সিদ্দিকী বলেছেন: বানিজ্যিক ভাবে এর ব্যবহার না করতে পারলে এটা এভাবেই পরে থাকবে। এটা নিয়ে আরো গবেষনা করে তার পরে ভাল এবং বড় একটা ইনভেস্টমেন্ট করা প্রয়োজন।

১১| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:১৭

শরতের কাঁশফুল বলেছেন: ঘটনাটা যদি সত্যি হয় আর তারা যদি সফল ভাবে চালাতে সক্কম হয় তাহলে তাদের প্রতি শুভ কামনা,,,,,

১২| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:২১

পথহারা সৈকত বলেছেন: দুংখিত, স্বম্ভব না...

(জাফর ইকবালের ড্রোন দেখার পর থেকে আবিষ্কার নামক প্রতারনা আতংকে আছি। :P :P :P :P )

১৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:৪১

মদন বলেছেন: আজাইরা কাম, পুরাই ভন্ডামী। দুইদিন দেখবেন হইচই, তিনদিনের তিন নাই হয়ে যাবে। বাংলাদেশে এমন কাহিনী প্রতি বছর ২/১বার মাথা চাড়া দিয়ে উঠে। শুধু বাংলাদেশে না, পৃথিবীর অনেক দেশেই হয়।

একটি জেনারেটর কখনই এতো বেশি বিদ্যুত তৈরী করতে পারেনা যেটি দিয়ে নিজেই নিজেকে ঘুরাবে আবার অতিরিক্ত বিদ্যুত সাপ্লাই দিবে।

আগ্রহীরা উইকি দেখতে পারেন http://en.wikipedia.org/wiki/Perpetual_motion

১৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫২

ভারসাম্য বলেছেন: তাত্বিক ভাবে অসম্ভব একটি ব্যাপার নিয়ে কিছুদিন পর পর দেশের আনাচে কানাচে এরকম কিছু খবর বের হয়। কিন্তু, ব্যাবহারিক অসাফল্যের খবর আর পাওয়া যায় না!

সাংবাদিকদের অন্ততঃ পদার্থবিদ্যার সাধারণ কিছু সূত্র বোঝার মত দায়িত্বশীল হওয়া উচিৎ।

না হয়, এসব ফাউল আর আজগুবি প্রোজেক্টের পেছনে পড়ে অনেক মানুষ মানসিকভাবেই অসুস্থ হয়ে পড়ছে। এখানে যারা ভাবছেন, দুই যুবক দারুন কিছু করেছেন, তাদের বিনয়ের সাথে বলছি, এটা সম্ভব না। বাইরে থেকে চার্জ দেয়া না হলে, ওটা শুরু থেকে এক ঘন্টাও ঠিক মত চলবে না। পরে ব্যাটারীও ডীপ ডিসচার্জিং এর ফলে নষ্ট হয়ে যাবে। দেড় ঘন্টা চলে থাকলে, আগেই ফুল চার্জড ব্যাটারী ব্যাবহার করা হয়েছে, যা পরবর্তীতে আর বেশিক্ষণ চলবেনা। রাতের আঁধারে সেই ব্যাটারী যদি আবার বাইরে থেকে চার্জড করিয়ে নেয়া হয়, তাহলে আলাদা কথা।:P

পরীক্ষামূলক ভাবে তাদেরকে টানা ৬ ঘন্টা চালিয়ে দেখাতে বললেই তাদের সব বুজুরকী ফাঁস হয়ে যেত। এই কাজটা কেউ করে যদি সেটার অসাফল্যের খবর কেউ দিতেন, তাহলেই সেটা জন কল্যাণ হত।

১৫| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:৫৮

পথহারা নাবিক বলেছেন: এদের স্বপ্ন এখানেই মারা যাবে কারণ সরকার কখনো এদের কোনো কিছু দিয়ে সমর্থন করবে না!!

১৬| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ২:০৫

সুমন কর বলেছেন: শুভকামনা রইলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৭| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ২:৫৫

আদম_ বলেছেন: (জাফর ইকবালের ড্রোন দেখার পর থেকে আবিষ্কার নামক প্রতারনা আতংকে আছি। :P :P :P :P )
মাইরালা কমেন্টস..................
মটর দুটি কত হর্স পাওয়ারের তা বলা হয়নি।

১৮| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১১:৩২

এম আর ইকবাল বলেছেন: বেশ কয়েক বছর আগে চট্রগ্রাম চেম্বার ভবনে
এরকম একটি প্রজেক্ট দেখানো হয়েছিল ।
পরে আর খবর নেই ।

জাফর ইকবালের ড্রোন দেখার পর থেকে আবিষ্কার নামক প্রতারনা আতংকে আছি।
ব্যক্তিগত অপছন্দের সাথে
তরুণদের উদ্ধাবনের প্রচেষ্টা ব্যাঙ্গ করা সমচিন কি ?
এই তরুণরাই একদিন হয়তো সফল হবে ।

১৯| ০৫ ই মার্চ, ২০১৪ সকাল ৯:২৫

ভিটামিন সি বলেছেন: @মদন ভাই, আমি ইলেকট্রিক্যাল সম্পর্কে বেশি কিছু জানি না। যা পড়ছিলাম ডিসি/এসি মোটর জেনারেটর, সার্কিটস, আর কিছু থিওরেম। কিন্তু আর একটা বিষয়তো ৩য় সেমিস্টারে না ৪র্থ সেমিস্টারেই পড়ছিলাম "স্টেপ আপ ট্রান্সফর্মার"। এখানে জেনারেটর যে পরিমান বিদ্যুৎ উৎপাদন করবে, তাকে কি স্টেপ-আপ ট্রান্সফর্মার ব্যবহার করে বাড়ানো যায় না? আমি সঠিক জানি না। তাই জানতে চাইলাম।

২০| ০৫ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫৩

ভারসাম্য বলেছেন: @ ভিটামিন সি, ষ্টেপ-আপ transformer ব্যাবহার করে বিদ্যুতের চাপ ( ভোল্টেজ) বাড়ানো যায় শুধু, বিদ্যুতের পরিমান নয়। কাজেই জেনেরেটর যে পরিমান উৎপাদন করবে, পরিমান তাই থাকবে, চাপ বাড়াতে কমাতে বরং কিছু সিস্টেম লস হবে আরো। আর ব্যাটারীতে চার্জ-ডিসচার্জিং এর ক্ষেত্রে আরো বেশি সিস্টেম লস ঘটবে।

২১| ০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৮

মদন বলেছেন: @ ভিটামিন সি
ভারসাম্য অলরেডী উত্তর দিয়েছেন।

তেল চালিত একটি জেনারেটরে বিদ্যুত তৈরীর সময় তেলের(জ্বালানী) শতকরা ৩০-৪০ ভাগ কাজে লাগে, বাকিটা তাপ/শব্দ ইত্যাদি হয়ে অপচয় হয়।

একই সাথে একটি বিদ্যুতের জেনারটের যে পরিমান শক্তি খরচ করবেন বিদ্যুত তৈরীতে, তার একটি বড় অংশ খরচ হয়ে যাবে জেনারটরের ঘর্ষনে এবং তাপে। অর্থাত আপনার দেয়া শক্তি ১০০% কাজে লাগবে না বিদ্যুত তৈরীতে। একটি বড় অংশ অপচয় হবে। ফলাফল হলো একটি জেনারটর যে পরিমান বিদ্যুত তৈরী করবে সেই পরিমান বিদ্যুত দিয়ে ওই জেনারটরই ঘুরবে না। অতিরিক্ত সাপ্লাইতো দূরের কথা।

২২| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৬

রোহান খান বলেছেন: এটা সম্ভব না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.