নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবসরে বই পড়তে পছন্দ করি, মুভি দেখতেও ভালো লাগে। ঘোরাঘুরিও পছন্দ তবে সেটা খুব একটা হয়ে উঠে না। বাকেট লিস্ট আছে অনেক লম্বা। হয়তো কোন একদিন সম্ভব হবে, হয়তো কোনদিন হবে না। কিন্তু স্বপ্ন দেখতে জানি, প্রত্যাশা করতে জানি। তাই সেটাই করে যাচ্ছি।

স্বরচিতা স্বপ্নচারিণী

প্রত্যাশাদের স্বপ্ন, আকাঙ্ক্ষা আর প্রত্যাশা পূরণ হয় না... তাও তারা স্বপ্নচারিণী নামে পরিচিতি পেয়ে গেল... ইন্সটাগ্রাম ― @swarochita

স্বরচিতা স্বপ্নচারিণী › বিস্তারিত পোস্টঃ

জলের গান, বৃষ্টির গান

২১ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৪৭



আজকে কিছু পোস্ট করবো এমন চিন্তা ছিল না। জাস্ট বৃষ্টির কারণে পোস্ট করা। এরকম বৃষ্টির দিনে কার কি ভালো লাগে? আমার তো ভালো লাগে চা আর সাথে লম্বা প্লে লিস্ট। সাথে প্রিয় কোন বই থাকতে পারে তবে আমার বৃষ্টিস্নাত দিনের আলো আঁধারি পরিবেশটাই বেশি ভালো লাগে। বই পড়ার জন্য এটা খুব একটা অনুকূল না। তাই বইটা এদিন একটু বাদ থাকুক। যদিও এখন আর গান তেমন শোনা হয় না আগের মত। তবে একটা সময় খুব শোনা হত বিশেষ করে বৃষ্টির দিনে। বর্ষণমূখর যেদিনে সকালে ক্লাস থাকতো আর ভার্সিটি থেকে বাসায় দুপুরের মধ্যে ফিরে আসতাম, পিসিতে বেশির ভাগ সময় বাজতো লম্বা প্লে লিস্ট। কোনদিন শ্রীকান্তের গান, কোন দিন বা রবীন্দ্র সংগীত আর না হলে বাংলা পুরানো দিনের গানের প্লে লিস্ট। আজকে কিছু শ্রীকান্তের গান চলুক। আমি শ্রীকান্ত আচার্য্যের গান নিয়ে হয়তো একটা পোস্ট করতাম কোন এক দিন। আজ হুট করে এমন ভাবে করার প্ল্যান ছিল না। হয়তো কোন একদিন তার অন্য কিছু গান নিয়ে করবো। আজ প্রিয় কিছু গানের ইউটিউব লিংক নিচে দিয়ে দিচ্ছি, যেগুলো বৃষ্টির দিনে শুনতে বেশ ভালোই লাগে আমার কাছে।
আর হ্যাঁ, ছবি টা আমার তোলা। মোবাইলে প্রথমে এটাই পেলাম, বছর দুয়েক আগের কোন এক বৃষ্টির দিনে তোলা ছিল। বেশি একটা ভালো ছবি তুলতে পারি না। তাই এত ভাল গানের সাথে এটা দেওয়ার জন্য আশা করছি সবাই ক্ষমা করে দিবেন। শেষ করছি রুদ্র গোস্বামীর প্রিয় একটি কবিতা দিয়ে।

কেউ জিজ্ঞেস কোরোনা
"তোমার চোখে মেঘ কেন?"
আমি কী করে বোঝাব তোমাদের!
আমার প্রিয় নদীটা ভাল নেই।
আমার ব্যথাগুলো
আরও ব্যথা নিয়ে,
মেঘ হয়ে ছেপে গেছে চোখে।
আমি ভাল নেই।
তবু যদি কেউ কিছু বোঝো
দেখে জলছাপা দুটো চোখ,
আমাকে শুধিয়ো না কিছু
বলে যেয়ো শুধু -
তোর নদীটার ভাল হোক।



শ্রীকান্তের কিছু গান ―

এই ঝির ঝির বাতাসে
মেঘ হলে মন
বৃষ্টি তোমাকে দিলাম
খোলা জানালা
জানলা খোলা
কেন দূরে থাকো
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
ভালো লাগছে ভালো লাগছে কেন তা বলতে পারি না
যে আঁখিতে এত হাসি লুকানো
তার চুড়িতে যে রেখেছে মন সোনা করে
যদি জানতে যদি জানতে কি যে আমার মনের কথা
এক ঝাঁক পাখি আর এক রাশ ফুল নয়
মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে
ঝর্ণা ঝরঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায়
ওগো আবার নতুন করে


শ্রীকান্তের কিছু গানের কথা ―

"মেঘে মেঘে আজ এত খেলা
রং এ রং এ আজ তাই মেলা।
দূর হতে দূরে
হৃদয় যায় উড়ে
সোনালী স্বপন ভরা নীল নীল আকাশে।

এই ঝির ঝির ঝির বাতাসে
কি গান ভেসে আসে,
সেই সুরে সুরে মন নাচে উল্লাসে।
তুমি কত দুরে
তবু এই সুরে,
মনে হয় যেন তুমি আছো মোর পাশে।"



"মেঘ হলে মন বিকেল বেলায়
একলা যেতাম মেঘের বাড়ি ।
মেঘ হত কাশ ফুলের দু' চোখ
বৃষ্টি কিন্তু খুব আনাড়ি।

কিন্তু মনে মেঘ থাকে না
মেঘ ছাড়া আকাশ খালি,
বোতাম খোলা জানলা বুকে
বইছে হাওয়া শুধু শূন্যতারই।"



"হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি
বাতাসের বাঁশিতে কান পেতে থাকি,
তাকেই কাছে ডেকে, মনের আঙিনা থেকে
বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম।"



"উধাও সাগর তুমি ওধের নীলে
আমি অস্তরাত শেষ বিকেলে।
তুমি কথা না রাখা নিরালা দুপুর,
আমি বিমনা অবকাশ।

আমি খোলা জানালা, তুমি ঐ দখিনা বাতাস,
আমি নিঝুম রাত, তুমি কোজাগরি আকাশ।"



"কেন দূরে থাকো
শুধু আড়াল রাখো
কে তুমি কে তুমি আমায় ডাকো
কেন দূরে থাকো?"





“What's a rainy day
without some delicious
coffee-flavoured loneliness?”

― Sanober Khan









মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০২০ বিকাল ৫:০৪

ডার্ক ম্যান বলেছেন: মাঝে মাঝে তব দেখা পাই .............................

২১ শে জুলাই, ২০২০ বিকাল ৫:০৯

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: এটাও অনেক ভালো। কোন এক বৃষ্টির দিনে আবার যদি পোস্ট দেই সেদিন রবীন্দ্র সংগীত নিয়ে দিব হয়তো।

২| ২১ শে জুলাই, ২০২০ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: বৃষ্টির দিনে বৃষ্টির গান শুনুন।

২১ শে জুলাই, ২০২০ বিকাল ৫:১১

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: শুনি ভাইয়া। তবে সব বৃষ্টির দিনে তো আর এক রকম গান শোনা হয় না। এক এক দিন এক এক রকম শোনা হয়। আজ শ্রীকান্তের গান ছিল প্লে লিস্টে। তাই লেখা এটা নিয়ে।

৩| ২১ শে জুলাই, ২০২০ বিকাল ৫:১৫

মুক্তা নীল বলেছেন:
শ্রীকান্ত আচার্যের গান আমারও খুবই প্রিয় ‌ আর আপনার সিলেকশনও ভালো। পোস্টে প্রথম লাইক।
ধন্যবাদ আপনাকে।

২১ শে জুলাই, ২০২০ বিকাল ৫:১৭

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লাইক আর কমেন্টের জন্য। ভালো লাগলো শ্রীকান্তের একজন ভক্তকে দেখে। :)

৪| ২১ শে জুলাই, ২০২০ বিকাল ৫:২৬

ডার্ক ম্যান বলেছেন: মাঝে মাঝে তব দেখা পাই ..................................
এটা আপনার উদ্দেশ্যে ছিল

২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৬

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: আচ্ছা! হ্যাঁ, অনেক দিন পর পর ব্লগে আসা হয়। সময় পাই না তাই। :)

৫| ২১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১২

ঢাবিয়ান বলেছেন: বৃষ্টি মানেই খিচুরি , ইলিশ ভাজা বৃষ্টি মানেই সে চা এর সাথে ঝাল্মুড়ি , বৃষ্টি মানেই ওল্ড নাইন্টিস এর গান আর রাতের বৃষ্টির শব্দ শুনতে শুনতে জমিয়ে ঘুম। বৃষ্টি মানেই তাই অসম্ভব ভাল লাগার কিছু মুহুর্ত

২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৬

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: ঠিক তাই। বৃষ্টি মানে সব ভালো লাগার জিনিস এক সাথে। :)

৬| ২১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩২

তারেক ফাহিম বলেছেন: শ্রীকান্ত আচার্যের গান আমার বেশ ভালো লাগে।

২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৭

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: ভালো লাগলো জেনে। মন্তব্যের জন্য ধন্যবাদ। :)

৭| ২১ শে জুলাই, ২০২০ রাত ৮:৩৬

ঢুকিচেপা বলেছেন: টাইটেল দেখে ভাবলাম ব্যান্ড জলের গান।
গান সিলেকশন ভাল লাগলো।
শ্রীকান্তের গলায় আলাদা মাদকতা আছে।

বৃষ্টির দিনে জলময় শুভেচ্ছা রইল।

২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৭

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: পোস্ট করার পর আমারও জলের গান ব্যান্ডটার কথা মনে পড়েছিল।
যাই হোক, আপনাকেও জলময় শুভেচ্ছা। ভালো থাকুন। :)

৮| ২১ শে জুলাই, ২০২০ রাত ৯:০৯

আহমেদ জী এস বলেছেন: স্বরচিতা স্বপ্নচারিণী,




"বৃষ্টির দিন
মানেই হৃদয়ে রিন রিন
কিছু গান,
কিছু পান-
ধোঁয়া ওঠা চা,
ভেজা শালিখের ছা।
খিচুরির ঘ্রান,
প্রান আনচান
কারো চোখের নাচন............... "

ঝিরঝির বৃষ্টির শুভেচ্ছা।

২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৮

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: আপনাকেও ঝিরিঝিরি বৃষ্টির শুভেচ্ছা। ভালো থাকবেন। :)

৯| ২১ শে জুলাই, ২০২০ রাত ১০:০৪

নেওয়াজ আলি বলেছেন: শ্রাবণের মেঘগুলি জড়ো হলো আকাশে এখনি নামবে শ্রাবণী ঝড়ায়

২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৯

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন:
এই গানটাও বেশ ভালো। মন্তব্যের জন্য ধন্যবাদ। :)

১০| ২২ শে জুলাই, ২০২০ রাত ১:৪৬

আজাদ প্রোডাক্টস বলেছেন: সুন্দর ছবি।

আজ এই শ্রাবণের কান্না দেখে ‌...

২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৯

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.