| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মধুর দুঃস্বপ্ন
I am nothing but an IDIOT :)
তৃষিত তপ্ত হৃদয়ে
চিরচেনা শহরের ধুলিভাঙ্গা পথ,
বারবার উকি দিয়ে খুঁজি
পাইনা, বারবার পাইনা
তবু উকি দিয়ে খুঁজি।
আজ শহরের শিরায় শিরায়
সিমেন্টের আস্তরে ঢাকা পড়া ধুলি
নগ্ন পায়ে হেঁটে গেলে নোংরা হয়না পা,
পায়ে তবে আর দরকার নেই সভ্যতার পাদুকা।
পাদুকাজোড়া খুলে ছুড়ে ফেলে আমি
বারবার উকি দিয়ে খুঁজি,
আমি পাইনা।
আমি পাইনা আমার বোধকে,
আমার আত্মা জাগ্রত হয়না
মানবিকতার দাম্ভিকতায়।
আমি পাইনা আমাকে
আমার সত্ত্বাকে।
২|
০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০০
মধুর দুঃস্বপ্ন বলেছেন: ধন্যবাদ ![]()
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪২
সেলিম আনোয়ার বলেছেন: আমি পাইনা আমার বোধকে,
আমার আত্মা জাগ্রত হয়না
sundor