| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মধুর দুঃস্বপ্ন
I am nothing but an IDIOT :)
গোলগাল চেহারা আছেন এক কাকা
ইয়া মোটা ভুঁড়ি তার, নাম হল সাকা।
তিতা তিতা কথা বলে যেন নিমপাতা,
কুতকুতে চোখদু'টা টাকে ভরা মাথা।
স্বাধীনতা যুদ্ধে ভূমিকাটা তার,
শান্তি কমিটির তেজী রাজাকার।
পাক-সার সাদ-বাদ অন্তরেতে মানি,
মনে-প্রাণে দেশপ্রেম সাচ্ছা পাকিস্তানী।
পাকভুমি বাঁচাতে নিলেন তিনি পণ,
কত শত রমণী করে ধর্ষণ।
হত্যা চলত হোক মালাউন বা মুসলমান,
জ্বালিয়ে দিয়ে বাড়িঘর লুটিত সামান।।
৪০বছর আজ স্বাধীনতার পরে,
লাল-সবুজ পতাকাটা দেশদ্রোহীর ঘরে।
অবশেষে জাগিল বাঙালির প্রাণ,
ফাঁসি চাই ফাঁসি চাই- জনতার গান।
আইন হল নাশিতে একাত্তরের ঘাতক,
কিছু গেল জেলে আর কিছু পলাতক।
সাকা কাকা থেকে গেল কাশিমপুর জেলে,
ডিভিশন আসামি তাই এক সেবকেরে পেলে।
সেবকটা কিশোর এক টানা টানা চোখ,
তাই দেখে সাকা কাকার যৌবন উন্মুখ।
সাকা বলে, আমি তোরে মুক্তি দিব ওরে,
বৃথা কেন কাটাবি এই যাবজ্জীবন করে।
সেবাই যখন করবি কর পাহাড় সমান,
তোর কচি যৌবন ওই মোরে কর দান।
দলাভরা থুথু দেই সাকার বাঁকা হাসিতে,
বাঙালির জয় হবে রাজাকারের ফাঁসিতে।।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: +