নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অরণ্যের রোদন

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

অরণ্যের রোদন

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে।

অরণ্যের রোদন › বিস্তারিত পোস্টঃ

আতিকুল হক চৌধুরীকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি

১৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:১০

আজ সকাল ১০টায় বরেণ্য এই নাট্যব্যক্তিত্ব’র মরদেহ তার সর্বশেষ কর্মস্থল একুশে টেলিভিশন ভবনের সামনে শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হয়েছে। এরপর বেলা সাড়ে ১১টা থেকে ১২টা ৩০মিনিট পর্যন্ত তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গনে রাখা হবে। বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রঙ্গনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে দুপুর ২টা ৩০মিনিটে আতিকুল হক চৌধুরীর মরদেহ বিটিভিতে শ্রদ্ধা নিবেদনের জন্য নেয়া হবে। পরে বিকেল ৪টায় তার মরদেহ মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:১২

অরণ্যের রোদন বলেছেন: অমর কীর্তিগাথা :

১৯৩১ সালের ১৫ই ডিসেম্বর এই অমর নাট্যব্যক্তিত্ব বরিশালে জন্মগ্রহণ করেন। ষাটের দশকে বাংলাদেশ বেতারের মাধ্যমে তার কর্মজীবন শুরু। পরে পাকিস্তান টেলিভিশন ও বাংলাদেশ টেলিভিশনে কর্মরত ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে দীর্ঘ ১১ বছর শিক্ষকতা করেছেন। সর্বশেষ তিনি একুশে টেলিভিশনের উপদেষ্টা হিসেবে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করছিলেন। শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, টলস্টয়ের মত বহু নন্দিত লেখকের গল্প উপন্যাস তিনি সার্থকভাবে নাট্যরূপ দিয়ে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তার রচিত ও প্রযোজিত কালজয়ী নাটকের মধ্যে ‘বাবার কলম কোথায়’, ‘দূরবিন দিয়ে দেখুন’, ‘সার্কাস দেখুন’, ‘নীল নকশার নকশার সন্ধানে’, ‘নিঝুম দ্বীপের সন্ধানে’, ‘মামার বালিশ কোথায়’ উল্লেখযোগ্য। আতিকুল হক চৌধুরীর স্ত্রী জোহরা বেগম। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.