নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৈয়দ আব্দুল হাদী

সৈয়দ আব্দুল হাদী › বিস্তারিত পোস্টঃ

ব্যাচেলর

১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৮

ব্যাচেলর জিবনের রহস্য খুঁজতে হলে আসলে তোমাকে মেসে থাকতে হবে। আর রহস্য টা অনার্স লেভেলে এসে খুঁজা ভাল।কারন এর আগে খুঁজতে গেলে লাইফ টাই এক টা রহস্য হয়ে যেতে পারে। যখন তুমি মিডল ক্লাস ভার্সিটি তে পা রাখবা তখন ভাববা এ অনেক পেয়েছি। শুরুতেই নিজের স্টাইল পরিবর্তন করে একজন প্রেমিক পুরুষ হতে চাইবা। যখন তুমি হলের ডাইনিং এ ডালের জলে পানি মিশাতে পারছো না তখন প্রেমের জন্য যুদ্ধ করতে প্রস্তুত। নতুন পরিচেয় ক্লাস মেট দের সাথে মিশতে ভালই লাগে। এ কারনেই এই সময় এর বন্ধুত্ব টা একটু গাড়োই হয়। ক্লাস প্রক্সি, কাগজের টুকরা, ক্লাস ফাঁকি দেয়া এই সময়টাই শুরু হএ যাই। আস্তে আস্তে কেউ পড়ালেখার দিকে চলে যাবে, কেউবা নিজের ভাল লাগার কোনো এক দিকে চলে যাবে। দূরত্ব বেড়ে যাবে নিজেদের মাঝে। আস্তে আস্তে ব্যাচেলর লাইফের মধ্য যুগে প্রবেশ করে যাবে। যখন তুমি মধ্যকালে প্রবেশ করবে তখন তুমি অতীত আর ভবিষ্যৎ নিয়ে তুলনা করতে থাকবে। কোথায় যেন পড়েছিলাম "তুমি যখন দুশ্চিন্তার মধ্যে থাকবে তখন বুঝবে তুমি অতীত নিয়ে পড়ে আছো, যখন তুমি অনিশ্চয়তার মধ্যে থাকবে বুঝবে তখন তুমি ভবিষ্যৎ নিয়ে পড়ে আছো, আর যখন তুমি শান্তিতে আছ, তখন বুঝবে তুমি বর্তমান নিয়ে আছো। " আমরা শান্তি প্রিয় জীব। এই মধ্য বয়স এ মনে হয় যদি দেশের ফার্স্ট ক্লাস ভার্সিটি তে পরতাম। এই বয়সে মাঝে মাঝে সি জি পি এ এর দিকে তাকাতে হয়। মাঝে মাঝে মনে হয় সি জি পি এ তোলা আসলেই অনেক সোজা। কিন্ত নিজের সি জি পি এ এর দিকে তাকিয়ে মনে হয় আঙুর ফল আসলেই টক। যারা খাচ্ছে তারা দিব্যি মিষ্টি বলে চালিয়ে দিচ্ছে। ব্যাচেলর লাইফ টা শেষ করতে চাও একটা ইমোশনাল ক্লাস দিয়ে। দিনফুরালে যখন তুমি দেখবে সবাই পাহাড় এর চুড়ায় উঠে গেছে, আর তুমি নিচু তলায় রয়ে গেছো। কিন্ত পাহাড় এর উপর থেকে তারা সুখ এর জন্য নিচুতলায় তাকিয়ে থাকবে। আর তুমি নিচু তলায় সুখ আকড়িয়ে ধরে থাকবে। কারন তুমি মগজ বিক্রি করে খাওনি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.