নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত গ্রন্থ : জল পরীর ডানায় ঝাপটা লাগা বাতাস, সাদা হাওয়ায় পর্দাপন, বলতে না পারার শোকে ও উল্টো রাজার দেশে।

সৈয়দ মেহেদী হাসান

নিজের কাছে ফিরে আসাটাই স্বস্তি

সৈয়দ মেহেদী হাসান › বিস্তারিত পোস্টঃ

কবিতা ও প্রতিরোধ

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১১



এখন আর কবিতা লিখি না আগের মত
সময়ের মমি জীবন্ত ফসিল; অজ্ঞাত
জঙ্গলে শনের ঘর-ফিসফাস-উত্তাল করাওয়াজ
হাওয়ারা উড়ে যায় পরমাত্মার ডেরায়
শীর্তাত শরীর হিম ছোয়-ঘৃণা ছোয় ডুমুর ফুলে

আমাদের চারপাশে জলতে থাকা গারদের কম্বল
আদিম অপরাধের মুদ্রা সাজায়-ভিন ভাঙ্গে।

মমির বুকে পারস্য উপসাগরের নাবিকের কঙ্কাল
তরল উদ্যাম মদদের শিরায়-
কাটা-ছেড়া বল্কল
কথকের রংয়ে বির্বণ শতক-লজ্জিত আশ্রমে
এই সম্প্রদায়ের ক্রমাগত নবীন দুঃখ-আধ পোষা বাঘ
আটকুড়োর পুকুর ডিঙ্গায়-

সময়ের হিম। তবু আমরা প্রতিরোধের অপেক্ষায় থাকি
অবিমিশ্য করোটির টানেলে অবশ দুপুর
ঘুমন্ত উল ব্যাণ্ডেজ ছোলে-

দেহ জোড়া লোকাল-পুরানো কথার কলকব্জা
যত লিখি; ঘোড়াগুলোর খুড়ে। পরে থাকে সাদা দাগ
যতখানি নিচে নামি বিরল আঁধারে কাস্পিয়ানের শম্ভুক চোখ-
সরল স্ফুলিঙ্গে নিহত আলোর শব নিরাভরণ জোনাকি
রাতভর সমুদ্রগর্জন একটা কবিতার কাছে নিয়ে যেতে পারতো
কিন্তু আমি কবিতায় নতজানু নই; এখন প্রতিরোধের অপেক্ষায় থাকি-

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫

কল্লোল পথিক বলেছেন: বাহ!কবিতা তো চমৎকার লিখেছেন।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

সৈয়দ মেহেদী হাসান বলেছেন: সাহস দেয়ার জন্য কৃতজ্ঞতা

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১২

মৃদুল শ্রাবন বলেছেন: অস্থির ভাললাগা জানিয়ে গেলাম।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৪

সৈয়দ মেহেদী হাসান বলেছেন: জেনে অামার ভালো লাগলো

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

মুসাফির নামা বলেছেন: অমিত্রাক্ষর ছন্দে অপূর্ব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.