নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় সাংবাদিক। ‘জল পরীর ডানায় ঝাপটা লাগা বাতাস’ (২০১৩), ‘সাদা হাওয়ায় পর্দাপন’ (২০১৫) দুটি কবিতার বই প্রকাশিত। তার লেখা নাটকের মধ্যে ফেরা, তৎকালীন, আদমের সন্তানেরা উল্লেখযোগ্য। লেখালেখির জন্য ২০১৫ সালে হত্যার হুমকি প্রাপ্ত হন।

সৈয়দ মেহেদী হাসান

আমার পরিচয় খুঁজচ্ছি জন্মের পর থেকেই। কেউ পেলে জানাবেন কিন্তু....

সৈয়দ মেহেদী হাসান › বিস্তারিত পোস্টঃ

কবিতা ও প্রতিরোধ

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১১



এখন আর কবিতা লিখি না আগের মত
সময়ের মমি জীবন্ত ফসিল; অজ্ঞাত
জঙ্গলে শনের ঘর-ফিসফাস-উত্তাল করাওয়াজ
হাওয়ারা উড়ে যায় পরমাত্মার ডেরায়
শীর্তাত শরীর হিম ছোয়-ঘৃণা ছোয় ডুমুর ফুলে

আমাদের চারপাশে জলতে থাকা গারদের কম্বল
আদিম অপরাধের মুদ্রা সাজায়-ভিন ভাঙ্গে।

মমির বুকে পারস্য উপসাগরের নাবিকের কঙ্কাল
তরল উদ্যাম মদদের শিরায়-
কাটা-ছেড়া বল্কল
কথকের রংয়ে বির্বণ শতক-লজ্জিত আশ্রমে
এই সম্প্রদায়ের ক্রমাগত নবীন দুঃখ-আধ পোষা বাঘ
আটকুড়োর পুকুর ডিঙ্গায়-

সময়ের হিম। তবু আমরা প্রতিরোধের অপেক্ষায় থাকি
অবিমিশ্য করোটির টানেলে অবশ দুপুর
ঘুমন্ত উল ব্যাণ্ডেজ ছোলে-

দেহ জোড়া লোকাল-পুরানো কথার কলকব্জা
যত লিখি; ঘোড়াগুলোর খুড়ে। পরে থাকে সাদা দাগ
যতখানি নিচে নামি বিরল আঁধারে কাস্পিয়ানের শম্ভুক চোখ-
সরল স্ফুলিঙ্গে নিহত আলোর শব নিরাভরণ জোনাকি
রাতভর সমুদ্রগর্জন একটা কবিতার কাছে নিয়ে যেতে পারতো
কিন্তু আমি কবিতায় নতজানু নই; এখন প্রতিরোধের অপেক্ষায় থাকি-

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫

কল্লোল পথিক বলেছেন: বাহ!কবিতা তো চমৎকার লিখেছেন।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

সৈয়দ মেহেদী হাসান বলেছেন: সাহস দেয়ার জন্য কৃতজ্ঞতা

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১২

মৃদুল শ্রাবন বলেছেন: অস্থির ভাললাগা জানিয়ে গেলাম।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৪

সৈয়দ মেহেদী হাসান বলেছেন: জেনে অামার ভালো লাগলো

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

মুসাফির নামা বলেছেন: অমিত্রাক্ষর ছন্দে অপূর্ব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.