নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় খুঁজচ্ছি জন্মের পর থেকেই। কেউ পেলে জানাবেন কিন্তু....
ভোট আমাদের মৌলিক অধিকার। সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে এবং ভোট কেন্দ্রিক দ্বন্দ্বে বাংলাদেশে মৌলিক অধিকার বাস্তবায়নের নমুনা এটি।
আগে ভোট ছিল একটা উৎসব। আমার আব্বা অনেকবার নির্বাচন করেছেন এবং জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
তখন ছোট ছিলাম। ভোটের দিন দেখতাম গ্রামের চাচি-বুড়ি-বোনেরা ভোট উপলক্ষ্যে লিপিস্টিক, আলতা, সুগন্ধি মেখে সেজেগুজে ভোট দিতে যেত। তাদের মাঝে ঈদের দিন যে উৎসব আমেজ কাজ করতো না তার চেয়ে বেশি কাজ করতো ভোট প্রদানের দিনে। কারন ঐ দিনগুলো হচ্ছে তাদের অধিকার প্রয়োগের দিন।
আর এখন উৎসবের বদলে সেই চাচি-বুড়ি-বোনেরা পেয়ে থাকেন লাশ ও স্বজনের কবর উপহার। বাহ! বাংলাদেশ....
স্বাধীনতা ও মৌলিক অধিকার প্রয়োগের আর কত নমুনা দেখাবে?
ছবিটি আমার জন্ম উপজেলা মঠবাড়িয়া থেকে তোলা। ২২ মার্চ মৌলিক অধিকার প্রয়োগ করতে গিয়ে এই পিতামাতা তাদের সন্তানের লাশ ও কবর উপহার পান।
সেই কবর নিয়েই এখন তাদের মৌলিক অধিকার চর্চা ও উৎসব চলবে....
২| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ১০:১১
গ্রিন জোন বলেছেন: এ রকম উপহার যদি প্রতিটি রাজনৈতিক নেতা পেত তাহলে বুঝত ভোটের/নির্বাচনের কত যন্ত্রণা
©somewhere in net ltd.
১| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ১০:১০
বিজন রয় বলেছেন: ভোট আসে আর কিছু লোককে চিরতরে নিয়ে যায়।