![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবতে অনেক বেশি ভালোলাগে আর ভাবনা থেকেই লিখালিখি করি।
সাগরের ঢেউ ছুঁয়েছে মন
সৈয়দ রাকিব
সাগর মানেই শুধু অজস্র জলের সমারোহ নয়,
ঢেউ-এর সাথে মনমাতানো কিছু অনুভূতি
সাগর মানে কল্পনার বিরামহীন এক রাজ্য,
যেখানে সূর্যোদয়ে স্বপ্ন দেখায়,
সূর্যাস্ত ভাবনার রাত নামায়
আমি একবার নয়, বার বার সাগরিকার মাঝে নিজেকে সপে দিয়েছি
সাগরের ঐ বিশালতার মাঝে নিজেকে খুঁজেছি
শরীরে ম্লান নিরবতা, একমুঠো শূণ্যতা অগচরে সুখেরি পরশে জীবনে রং তোলে
উদাসীন চোখের আঙিনায় নীলাকাশের শত রূপযৌবন, নিছক লিখার দেশে নিয়ে কলম হাতে, ফুটেউঠে নিবারণী উচ্ছাস
দূর থেকে দূরান্তে, অদূরে নয়নের যতদূর সীমনা,
পেরিয়ে পথ, বালুচরে পায়ে সজীব কিছু আওয়াজ
আমি নির্ঘুম ভাবে কাটিয়েছি রাত,কত স্বপ্নের খেয়ালী জালে পক্ষিরাজে উড়িয়েছি হৃদয়ের সমাহার
বন্ধুত্বের বন্ধন,হয়না কখনো ছিন্ন,
ফিরে দেখা দিনগুলো ছিলো মনে আনে মাধুর্য
শৈশবের ছেলেবেলায় ঘুমিয়েছি শুনে,মায়ের মুখে রূপকথার গল্প
দিনগুলো যেনো হয়ে উঠে সাগরের সতেজ ঢেউ-এ জীবন্ত
পৃথিবী কূলে নানান মানুষ নানান উপসানা করে,
কেউবা বৃত্তবান হতে,কেউবা প্রচুর ক্ষমতাবান হতে
আমি কবু বিধাতার কাছে করিনা বড় কোন প্রার্থনা
শুধু চাই সারাজীবন ধরে যেনো কাছ থেকে শুনতে পারি ঢেউ-এর ধারাবাহিতা
সাগরের ঢেউ ছুঁয়েছে আমায়, আমার সবটুকু আবেগে
মৃত্যু যেনো আসে হে বিধাতা ভরপুর পূণ্য সৎ কর্মে,
এই বিস্তীর্ণ সাগরিকার শহরে।
--------------------------------
কুয়াকাটা, পটুয়াখালী
©somewhere in net ltd.