নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইফুল কমিট

সাদাসিদা চুপচাপ একজন মানুষ

সাইফুল কমিট › বিস্তারিত পোস্টঃ

কারিকুলাম ভিটা (Curriculum Vitae) ও রেজুমির (Resume) মৌলিক পার্থক্য

১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৬

যারা চাকুরী খুজছেন বা ক্যারিয়ার নিয়ে দৌড়ঝাপ করছেন তাদের কাছে রেজুমি (Resume) ও কারিকুলাম ভিটা (Curriculum Vitæ) খুব পরিচিত শব্দ। চাকুরীর জন্যে আবেদন, উচ্চশিক্ষার জন্যে আবেদন, এমনকি বিয়ে করতে গেলেও এই দুটি জিনিসের দরকার পড়ে কিন্তু অনেক সময় এই দুটি জিনিসকে আমরা একই মনে করি কিন্ত কারিকুলাম ভিটা এবং রেজুমি শব্দ দুটি কাছাকাছি হলেও এদের কিছু মৌলিক পার্থক্য রয়েছে।

কারিকুলাম ভিটা হচ্ছে একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে course of [my] life জীবনের গতিপথ। এটাকে আমরা সংক্ষিপ্ত বায়োগ্রাফী বলতে পারি যেখানে শিক্ষা, যোগ্যতা, দক্ষতা, বিভিন্ন অর্জনের পাশাপাশি উল্লেখযোগ্য বায়োগ্রাফী থাকে। এর পরিধি ২ পৃষ্ঠা থেকে কয়েক পৃষ্ঠা পর্যন্ত হতে পারে।

রেজুমি (Resume) হচ্ছে একটি ফ্রেঞ্চ শব্দ যার অর্থ "summarized" or "summary" এটির পরিধি খুব ছোট হয় বেশীরভাগ ক্ষেত্রেই ১ পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ থাকে। রেজুমির নিদিষ্ট কোন র্ফমাট নেই কিন্তু নিয়োগকর্তার মনযোগ আর্কষনের জন্য সংক্ষেপে উল্লেখযোগ্য যোগ্যতা, অভিজ্ঞতা এখানে লিপিবদ্ধ করতে হয়।

UK, Ireland ও New Zealand এ সকল ক্ষেত্রে কারিকুলাম ভিটা ব্যবহার করা হয় এখানে রেজুমি ব্যবহৃত হয় না।
রেজুমি শব্দটি বেশি ব্যবহৃত হয় আমেরিকা এবং কানাডায় । কিন্তু ইন্ডিয়া, বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকায় কারিকুলাম ভিটা ও রেজুমি শব্দটি সমার্থক রূপে ব্যবহৃত হয়।
তাহলে কারিকুলাম ভিটা (Curriculum Vitae) ও রেজুমির (Resume) মৌলিক পার্থক্য নির্নয় করতে বলা যেতে পারেঃ
১. কারিকুলাম ভিটা পরিধির দিক থেকে রেজুমির চেয়ে বড় হয় ।
২. কারিকুলাম ভিটার নিদিষ্ট কোন র্ফমাট থাকলেও রেজুমির তা নেই ।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৯

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: সত্যিই সুন্দর তথ্য। ধন্যবাদ।

১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৮

সাইফুল কমিট বলেছেন: আপনাকেও ধন্যবাদ..।।

২| ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।

১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫১

সাইফুল কমিট বলেছেন: স্বাগতম

৩| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৪

বিদেশ পাগলা বলেছেন: ধন্যবাদ

১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫০

সাইফুল কমিট বলেছেন: স্বাগতম

৪| ১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৯

হাসান মাহবুব বলেছেন: ভালো জিনিস শিখলাম। +

৫| ১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

থিওরি বলেছেন: খুবই কাজের পোস্ট।
শেয়ার কররলে রাগ করবেন না তো!

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৩

সাইফুল কমিট বলেছেন: পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। শেয়ার করলে আরো ভাল লাগবে ।

৬| ১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

গেম চেঞ্জার বলেছেন: আমিও সচেতন হলাম। ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.