![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীন হওয়ার পর, বাংলাদেশের রেমিটেন্স ছিলো তিনশ ইউ এস ডলার......ইয়েস, ইটস আ কান্ট্রি এন্ড ইটস সেন্ট্রাল ব্যাংক হেজ অওনলি থ্রি হান্ড্রেড ডলার ।।
নতুন করে নিজের একটা সীমানা বানিয়ে নেয়া এই বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছিলো,, "আ বটোমলেস বাস্কেট" ...।
সেই তলাবিহীন ঝুড়িই আজ গার্মেন্টস শিল্পের উর্বর ভূমি......
বিশ্বব্যংক বলেছিল, বাংলাদেশের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্বিগুন হতে ১৫০০ বছর লাগবে,
তুমি অর্থনীতি পড় বাংগালীর কাংগাল মাথার গণিত বুঝোনা । গত ৪৪ বছর ধরে বিশ্বব্যাংক রিপোর্ট করেই গেছে আর আমার বাংলাদেশ সেই রিপোর্ট কে টয়লেট টিস্যু বানিয়ে হিশু পরিষ্কার করে কমোডে ফেলেছে......
সেই বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি গত ৪৪ বছরে ৩ গুণ হয়েছে...।। ১৫০০ বছর !!!???
তারা বলেছিলো,বাংলাদেশ টীকে থাকতে পারে কি না সেইটাই দেখার বিষয় ...
বংগবন্ধু বলেছিলেন, যতদিন পর্যন্ত একজন বাংগালী বেঁচে থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা নষ্ট হতে দিবো না ।।
বাংলাদেশ এক আজিব জাতি রে বাপ, আকাশ কুসুম চিন্তা করবো , ঝামেলা ওইখানে না, এই চিন্তা আবার সফল করার জন্য এটেম্পট ওনিয়ে বসে থাকে ।।
ইয়েস, স্বাধীনতার পর থেকে, উত্তরের বড়াইবাড়ি সীমান্ত থেকে শুরু করে দক্ষিনের নাফ সীমান্তে যেই সালা ঢু মারার জন্য নাক গলিয়েছে, তার নাক রেখে দিয়েছে এইদেশের সামরিক আধসামরিক বাহিনী .........
উন্নয়নের টেস্ট কেস ছিলো, দান দক্ষিণার উপর ভর করা ছাড়া উপায় নেই এই দেশের ......
পৃথিবীর দীর্ঘতম সেতুটা বাঙ্গালী নিজের টাকা খরচ করেই করছে , মিঃ বিশ্ব্বব্যাংক ।।
আরে, আমরা বাঙ্গালী জাতি, আনপ্রেডিক্টেবল , আনসারটেইন ন্যাশন ইন দা ওয়ার্ল্ড ।।
আমাদের কেনো টাইগার বলা হয় জানেন??
টাইগার খুব ধীরে আগায়, তারপর জায়গামতো হালুম্মম্মম......
আমরাও সেইম.........
কেউ জানবেনা, বুঝবেনা, টাইম মতো চমকে দেই ......।।
তোমার এটম বম্ব আছে লেকিন হামারি পাস হিউম্যান বম্ব হে গুরু...পিছে হাট...।
এই বাংলার মাটি এখনো ১৬ কোটি মানব বোমা তৈরি আছে, সাবধান এই বিশ্ব দরবার, উলটাপালটা কিছু করা তো দূরে থাক, মুখ ফসকে যদি কিছু বের হয়ে যায়, একদম মওকা, জিব টেনে ছিড়ে ফেলবো ......
আমরা খুব আবেগী জাতি, মাত্রই তো ৪৪ বছর হলো নিজের এক খন্ড জায়গা পেয়েছি, নিজেদের মতো সাজাতে দেন, আপনাদের তো কোনো ক্ষতি করছি না দাদা ।।
শেষে বলি... এই বাংলাদেশই আমার মা...
মা তোর বদনখানি, মলিন হলে, আমি নয়ন জলে বাসি
২| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৭
নীল দলিল বলেছেন: অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি.।.।। আমি জানতামই না ঠিক করে, বিভিন্ন শুনতে পাওয়া থেকে বলেছি .।। ধন্যবাদ ।।
তথ্যগত ভুলের জন্য দু;খিত
৩| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৫
প্রবালরক বলেছেন: '৭১ সনের ৬ই ডিসেম্বরে ভারত-পাকিস্তান যুদ্ধ বেধে গেলে হোয়াইট হাউসের সিশুয়েশন রুমে WSAG জরুরীভাবে অতিগোপনীয় মিটিং-এ বসে। WSAG বা Washington Action Group ছিল মার্কিন সরকারের জরুরী পরিস্থিতি মোকাবেলার দল। সরকার ও বিভিন্ন এজেন্সীর মোট ২১জন সদস্য এতে অংশ নেয়। সভাপতি ছিলেন কিসিন্জার।
মিটিং-এর এক পর্যায়ে কিসিন্জার জানতে চান - বাংলাদেশ নামক যে নুতন দেশটির জন্ম হতে যাচ্ছে তার কি কি সাহায্য-সহযোগীতার প্রয়োজন হতে পারে। জনসন সাহেব মন্তব্য করেন - They will be an international basket case.
প্রতিউত্তরে কিসিন্জার বলেন - But not necessarily our basket case.
'৭২-র জানুয়ারীর প্রথম সপ্তাহে সাংবাদিক এ্যন্ডারসন Washington Post পত্রিকায় অতি গোপনীয় মিটিং-র কার্যবিবরনীর দলিল ফাঁস করে দেন। কিছুদিন পরেই Time সাময়িকীতে [জানুয়ারী ১৭,১৯৭১] এ্যান্ডারসন সাহেবের লেখার উপর একটা রিভিউ ছাপা হয়। সেখানেও বাংলাদেশ সম্পর্কে basket case শব্দটির উল্লেখ আছে। মুলত: তখন থেকেই বাংলাদেশ সম্পর্কে idiom-র ব্যাবহার শুরু হয়।
পরবর্তিতে বাংলাদেশের রাজনীতিবিদেরাই দেশ সম্পর্কে bottomless basket মন্তব্যটির ব্যাপক প্রসার ঘটান। এবং তা কিসিন্জারের বরাতে।
Johnson সাহেব, যিনি Ambassador Johnson নামে পরিচিত, আলোচ্য সময়ে তিনি ছিলেন মার্কিন ষ্টেট ডিপার্টমেন্টে আন্ডার সেক্রেটারী ফর পলিটিক্যাল এ্যাফেয়ার্স।
৪| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৭
ইলি বিডি বলেছেন: টাইম মতো চমকে দেই , কথা সত্য।
৫| ২৭ শে মার্চ, ২০১৫ সকাল ৭:৫৭
নীল দলিল বলেছেন: জনাব প্রবালরক, অনেক ধন্যবাদ, অন্ধকারে ছিলাম এতোদিন .।.।
৬| ২৭ শে মার্চ, ২০১৫ সকাল ৭:৫৭
নীল দলিল বলেছেন: ইলি বিডি, আমরা আসলেই টাইগার
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
প্রবালরক বলেছেন: 'BOTTOMLESS BASKET' সে সময়ের বাংলাদেশকে সঠিকভাবে বর্ণনা করে। তবে একথাটা কিসিন্জার বলেনি।
Alexis Ural Johnson নামের একজন মার্কিন ষ্টেট ডিপার্টমেন্ট অফিসিয়াল সর্বপ্রথম বাংলাদেশ সন্মন্ধে basket case মন্তব্য করে।
সূত্র:
1. History Of US Foreign Relations, Vol 11
2. TIME