নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরাবাস্তব জগৎ

বিপ্লবী : ভার্চ্যুয়াল পৃথিবীর

সাই নির্ভয়

মহাজাগতিক আলোয় ফিরে দেখা মানুষ। এই ব্লগে প্রবেশ করা মানেই পৃথিবীর পার্থিব জগতের বাইরে চলে আসা। --- সালেহীন নির্ভয়

সাই নির্ভয় › বিস্তারিত পোস্টঃ

তোমাদের শিশু সন্তানদের পায়ু পথে হাওয়া দিয়ে হত্যা করা হবে ।

০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৮

এতো বড় দেশ, এতো গুলো মানুষ অথচ বলার কেউ নেই । ১৪’শ বছর আগে শিশুকে জীবন্ত কবর দেওয়া হত । আমরা তা শুনে ছি: ছি: করি । আর এখন আমরা যা করছি, তা কি!
সিলেটে শিশু রাজনকে পিটিয়ে হত্যা, খুলনায় রাকিবকে পৈশাচিকভাবে পায়ু পথে হাওয়া দিয়ে হত্যা । ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করা হচ্ছে । আরো আছে… এতো বলে লজ্জা বাড়াতে চায় না।
এরপর কি হবে ?
কিছু মিডিয়া কর্মী নিউজ করবে, পুলিশ অপরাধীদের গ্রেফতার করবে, জন সাধারণ কিছুদিন আন্দোলন করবে। কিন্তু যা হবার তো হয়ে গেছে । তারপর মানববন্ধন হবে। অত:পর সব চুপ।
কিন্তু আমার চুপ থাকতে ইচ্ছে করছে না । নচির মতো বলি “মানুষ শালা মাথা মোটা, ভোট দিতে যায় নেচে” ।
স্বাধীনভাবে বেঁচে থাকার নিরাপত্তা টুকুও যদি না থাকে, কাকে বিজয়ী করছেন ? কার হাতে রাষ্ট্রের জান মাল রক্ষার ক্ষমতা তুলে দিচ্ছেন ? রানা প্লাজায় এতগুলো মানুষ নিমেষে শেষ হয়ে গেল, যার জন্য হলো সে বিচারাধীন প্রক্রিয়ায় ভালই আছে । তারপর মানববন্ধন হয়েছে। অত:পর এখন সব চুপ।
হে জাতি এভাবে তোমরা চুপ থাকবে আর তোমাদের শিশু সন্তানদের পায়ূ পথে হাওয়া দিয়ে হত্যা করা হবে ।
আর মিডিয়া বলবে “এবার আবারো মধ্যযুগীয় কায়দায় হত্যা করা হল ড্যাশ ড্যাশ ড্যাশ”
বি: দ্র: ড্যাশ ড্যাশ এর জায়গায় নতুন নতুন নাম সংযুক্ত হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.