নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরাবাস্তব জগৎ

বিপ্লবী : ভার্চ্যুয়াল পৃথিবীর

সাই নির্ভয়

মহাজাগতিক আলোয় ফিরে দেখা মানুষ। এই ব্লগে প্রবেশ করা মানেই পৃথিবীর পার্থিব জগতের বাইরে চলে আসা। --- সালেহীন নির্ভয়

সাই নির্ভয় › বিস্তারিত পোস্টঃ

অতি বুদ্ধিমত্তার সৃষ্টি নকশা

২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১০

অসাধারণ সৃষ্টি নৈপুন্যে সজ্জিত এ মহাবিশ্ব, পৃথিবী ও পৃথিবীর প্রকৃতি। অসাধারণ নিয়মে নিমন্ত্রিত প্রাণীকূলের জন্ম প্রক্রিয়া। মহাবিশ্ব সহ সমস্ত প্রকৃতিকে উপভোগ করার জন্য মানুষের মধ্যে স্থাপন করা হয়েছে প্রয়োজনীয় ইন্দ্রিয় ।

পরিকল্পিত ভাবে এতকিছুর সংমিশ্রণ অতি বুদ্ধিমত্তার স্রষ্টা ছাড়া অসম্ভব। নাস্তিক বা আস্তিক কারো বিশ্বাস বা অবিশ্বাস এর জন্য এ মহান সৃষ্টি জগতের কোন পরিবর্তন ঘটেনি । সৃষ্টি জগতের রহস্য উন্মোচন করা ব্যতিত মানুষ আর কিছু্ই আজ অব্দি করতে পারেনি । কারণ বাস্তব জগতের বাইরে কোন কিছুর কল্পনা করার ক্ষমতাও মানুষের নেই ।

তৃতীয় মাত্রার বাইরে অন্য কোন জগৎ দেখার ক্ষমতা মানুষের যেমন নেই, তেমনি পরিচিত প্রকৃতির বাইরে সে নতুন কোন কিছুর চিন্তাও করতে পারে না । বিশ্বাস না হলে চেষ্টা করে দেখুন । সময় নিন …!

বুঝতে পেরেছেন । যে চিন্তাই করছেন তা প্রকৃতিতে বিদ্যমান কোন না কোন কিছুর সাথে মিলে যাচ্ছে । শুধুমাত্র চিন্তাশীল ব্যক্তিরা পদার্থের গাঠনিক অবকাঠামো খুঁজে বের করে তা উন্মোচন এবং অন্তর নিহিত শক্তিকে এক রুপ থেকে অন্য রুপে রুপান্তরিত করে নিজের কাজে লাগাতে পারে ।

তাহলে,
মহাবিশ্বের এত নিখুঁত পরিকল্পিত অবকাঠামোর নকশা অতি বুদ্ধিমত্তার হস্তক্ষেপ ছাড়াই কি সম্ভব হল ? যদি না হয় তবে এ মহান সৃষ্টির স্রষ্টা কে ? সে স্রষ্টার অস্তিত্ব্বের প্রমাণ বুঝতে পারার মাধ্যম কি ?

(চলবে)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

সাই নির্ভয় বলেছেন: চাঁদগাজী: ধন্যবাদ, আসলে আমি মানুষের সীমাবদ্ধতা বুঝাতে চেয়েছি । দয়া করে প্রমাণ সহ মন্তব্য করুণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.