নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো লাগে নতুন বিষয় পড়তে, জানতে, লিখতে । ভালো লাগে ব্লগিং করতে..

সিনথিয়া আফরিন

লিখতে ভালো লাগে...।

সিনথিয়া আফরিন › বিস্তারিত পোস্টঃ

ধর্ষক বনাম রাষ্ট্র । পর্ব - ১

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২০

আর কত?
রাষ্ট্র কি তবে ধর্ষক তৈরির কারখানা ?
এই অবস্থা কি একদিনে তৈরি হয়েছে ? না হয়নি ।।
জাহিলিয়াতের অন্ধকার যুগ থেকে আমরা আজো বের হতে পারিনি । আমরা পারিনি আমাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে,
আমরা যতই আমাদের শ্রেষ্ঠতের দাবি করিনা কেন, দিন দিন আমরা ততটাই অধঃপতনে যাচ্ছি । এই সামাজিক অবক্ষয়কে আমরা রুখতে পারবনা , আসলে রুখতে দেয়া হবে না । কারণ পুঁজিবাদ তা কখনো হতে দিবেনা ।

চলুন দেখে জুলাই মাসের আসি কিছু ধর্ষণের ঘটনা
জিন তাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণ!
কুমিল্লার বরুড়ায় জিন তাড়ানোর নামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় আবুল কাসেম (৬৫) নামে কথিত এক কবিরাজকে আটক করেছে পুলিশ।কাসেম স্থানীয় সূত্র জানায়, আবুল কাসেম এলাকায় কথিত জিন দ্বারা ঝাড়ফুঁকের মাধ্যমে বিভিন্ন রোগের অপচিকিৎসা দিয়ে আসছেন।গত ছয় মাস ধরে তিনি জিন তাড়ানোর কথা বলে এক কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে কিশোরী অন্তঃস্বত্তা হয়ে পড়লে পরিবারের লোকজন বিষয়টি স্থানীয়দের জানান।

২)দরজা ভেঙে কিশোরীকে ধর্ষণ
কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের দুখু মিয়া (২৬) ও জুলহাস মিয়ার (২৭) নামে মামলা করেন। মামলার বিবরণে জানা গেছে, দুখু মিয়া ও জুলহাস মিয়া গত সোমবার দিবাগত রাত ২টার দিকে ওই কিশোরীর ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করে।

ওসমানী মেডিকেলে কিশোরীকে ‘ধর্ষণ’
১৫ জুলাই, রবিবার রাতে হাসপাতালের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে সোমবার দুপুরে হাসপাতাল থেকে ওই ইন্টার্ন চিকিৎসককে আটক করা হয়।ইন্টার্ন চিকিৎসক মাহতাব মাহবুব মাহিম ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বাসিন্দা।আর ভুক্তভোগী কিশোরী সিলেট মহানগরীর একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান না হওয়ায় মাহিমকে পুলিশে দেওয়া হয়েছে। আর মেয়েটিকে ওসিসিতে পাঠানো হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে বিকেলে তদন্ত কমিটি গঠন করা হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ওয়ার্ডের ক্লোজ সার্কিট টেলিভিশন ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে।ইন্টার্ন চিকিৎসক মাহিমকে আটক করা হয়েছে। স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ছাড়া ওই স্কুলছাত্রীকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা দেওয়া হচ্ছে।

৪) প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ
রূপগঞ্জে বাড়িতে পৌছে দেওয়ার কথা বলে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১৯ জুলাই রাতে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় ওই কিশোরীকে ধর্ষন করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার নগরপাড়া এলাকার সাদ্দত আলীর ছেলে কবির হোসেন ও বড়ালু পাড়াগাও এলাকার মহিবুরের ছেলে গাফফার।১৯ জুলাই রাতে স্টাফ কোয়াটার থেকে বেলায়েত হোসেন ওই কিশোরীকে বাড়িতে পৌছে দেওয়ার কথা বলে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় নির্জন স্থানে নিয়ে গিয়ে সিএনজির ভেতরে ধর্ষণ করে। কবির হোসেন ও গাফফার ধর্ষনে সহযোগীতা করেন। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ধর্ষনের সহযোগীতার অভিযোগের ভিত্তিতে কবির হোসেন ও গাফফারকে আটক করে পুলিশ।

৫) প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের
মানিকগঞ্জের ঘিওরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তুলন মোল্লা নামে এক যুবক গ্রেফতার হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গত ৫ জুলাই চাচাতো ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ওই প্রতিবন্ধী কিশোরী একই উপজেলার পেচাঁরকান্দা গ্রাম থেকে বড়টিয়া গ্রামে ভাই আইয়ুব আলীর বাড়িতে আসেন। এরপর বাড়ীর সবাই লাশ দেখতে গেলে এরই ফাঁকে ধর্ষক তুলন মোল্লা প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে।

৬)রূপগঞ্জে প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণ,গ্রেফতার-২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃহস্পতিবার রাতে এক প্রতিবন্ধি কিশোরীকে তুলে নিয়ে এক লম্পট ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার এজাহার ও ধর্ষিত কিশোরীর মায়ের বরাত দিয়ে রূপগঞ্জ থানার এসআই রোকনুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৯ নং ওয়ার্ডে এক কিশোরী ও স্থানীয় প্রতিবন্ধি স্কুলের শিক্ষার্থী (১৬) কে পার্শ্ববর্তী বড়ালু পাড়াগাও এলাকার আওলাদ হোসেনের ছেলে বেলায়েত হোসেন তার সহযোগী একই এলাকার মৃত মহিবুর মিয়ার ছেলে গাফ্ফার ও নগরপাড়া এলাকার ছাদত আলীর ছেলে কবির হোসেন বাড়ীর সামনে থেকে সিএনজি যোগে তুলে নিয়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে একই উপজেলার কাঞ্চন পৌর বাজারে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে বেলায়েত হোসেন। পরে সেই কিশোরীকে অন্যত্র লুকিয়ে রাখে তারা।
এদিকে, শুক্রবার রাত ১২টার দিকে ধর্ষক বেলায়েত হোসেনসহ তার ২ সহযোগী প্রতিবন্ধি কিশোরীকে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে তার বাড়ীর সামনে ফেলে রেখে পালিয়ে যাবার সময় এলাকাবাসী ধাওয়া করে বড়ালু পাড়াগাও এলাকার মহিবুর মিয়ার ছেলে গাফ্ফার ও নগরপাড়া এলাকার ছাদত আলীর ছেলে কবির হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

৭)লালমনিরহাটে কিশোরীকে ধর্ষণ
২০১১ সালের ২৬ সেপ্টেম্বর রাতে প্রতিবেশী এক কিশোরীকে (১৩) ধর্ষণ করে জাহেদুল ইসলাম। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে জাহেদুলের বিরুদ্ধে পাটগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে দুপুরে আসামির উপস্থিতিতে আদালত এ রায় দেন।লালমনিরহাট জজ আদালতের সরকারি কৌসুলী (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাদী এ মামলায় ন্যায় বিচার পেয়েছেন।

৮) মানিকগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা
মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।গত সোমবার রাত আটটার দিকে প্রতিবেশি সোরহাব মল্লিক (৪৫) শিশুটির বাড়িতে যান। ওই কিশোরী প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হলে তার মুখ চেপে ধরে জোর করে নিজ বাড়িতে নিয়ে যান সোরহাব। এরপর মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে বাড়ির রান্না ঘরে কিশোরীকে ধর্ষণ করতে থাকেন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে গ্রামের মাতব্বরেরা বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা বলে সময়ক্ষেপন করতে থাকেন।

৯) সোনারগাঁয়ে ছাদে ডেকে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার
প্রেমের ফাঁদে ফেলে মো. আবু বক্কর সিদ্দিক ওই কিশোরীকে বুধবার রাতে মোবাইল ফোনে বাড়ির ছাদে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ কাজে আবু বক্কর সিদ্দিককে সহযোগিতা করে তারই বন্ধু মো. হাবিব। এ সময় ওই কিশোরীর চিৎকারে এলাকাবাসী ছুটে এলে আবু বক্কর সিদ্দিক ও তার বন্ধু পালিয়ে যায়।

১০) কিশোরীকে ধর্ষণ: ইন্টানেটে ভিডিও ছেড়ে দেয়ার হুমকি, ধর্ষক গ্রেফতার
চট্টগ্রামে এক কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ধারণ ও ছবি তুলে তা পরে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে গত তিন বছর ধরে বিভিন্ন সময় ধর্ষণ করে এসেছেন মো. রুহুল আমিন (২৮) নামে এক যুবক।

আজ আর কিছু বলতে ভালো লাগছেনা ...পর্ব ২ তে অব্যক্ত কথা গুলো বলার চেষ্টা করব ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০২

ঋতো আহমেদ বলেছেন: তথ্য সমৃদ্ধ ভালো একটি পোস্ট। ধর্ষণ একটি প্রাচীন মানসিক ব্যধি। এর বিরুদ্ধে ব্যপক সচেতনতা প্রয়োজন।

২| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৭

আবু আফিয়া বলেছেন: ধর্ষকদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
আপনাকে ধন্যবাদ

৩| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৪

কাওসার চৌধুরী বলেছেন: দারুণ তথ্যবহুল লেখা; এভাবে লেখতে থাকুন অচিরেই সেফ হবেন; আর নিয়মিত ব্লগে সময় দেন; ভাল লেখাগুলোতে কমেন্ট করে পরিচিতি বাড়ান;

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.