![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত শিক্ষার্থীদের নিয়ে হাস্যোজ্জ্বলভাবে নিজের দেওয়া বক্তব্য নিয়ে অবশেষে দুঃখপ্রকাশ করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
মঙ্গলবার বিসিআইসি ভবন মিলনায়তনে একটি আলোচনা সভায় তিনি দুঃখপ্রকাশ করেন।
শাজাহান খান বলেন, শিক্ষার্থীদের মৃত্যু নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যে আমি দুঃখিত ও লজ্জিত। এতে যারা আহত হয়েছেন তাদের বিষয়টি ক্ষমাসুন্দরভাবে নেওয়ার আহ্বান জানাচ্ছি।
মন্ত্রী বলেন, সেদিন সচিবালয়ে আমরা সবাই খুব উৎফুল্ল ছিলাম। ৬৮ বছর পর মোংলা বন্দরের জন্য একটি ক্রেন কিনেছি।
ওখানে তখন চুক্তি সই হচ্ছিল। সে কারণে বক্তৃতার সময় আমি খুব হাস্যোজ্জ্বলভাবে কথা বলছিলাম। তখন এক সাংবাদিক দুর্ঘটনার বিষয়ে জানতে চান। বিষয়টি আমার জানা ছিল না।
তারপরেও নানাভাবে কথা বলানোর চেষ্টা করেন সাংবাদিকরা। তখন আমি কিছুটা হাসিখুশিভাবে কথা বলেছি।
এ ঘটনায় আমি দুঃখিত ও লজ্জিত। এতে যারা আহত হয়েছেন তাদের বিষয়টি ক্ষমাসুন্দরভাবে নেওয়ার আহ্বান জানাচ্ছি।
২| ০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৯
খায়রুল আহসান বলেছেন: শাক দিয়ে মাছ ঢাকতে চাচ্ছেন। মাছের লেজ দেখা যাচ্ছে।
৩| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৪৩
ওমেরা বলেছেন: এ ছারা আর কি বলার আছে এখন ।
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:৫২
ভ্রমরের ডানা বলেছেন:
পরিস্থিতি বুঝে ঊনার আরো সাবধান হওয়া উচিত ছিল।