নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদ্ভুত মুগ্ধমানব

তার ছেড়া

Vagabond

তার ছেড়া › বিস্তারিত পোস্টঃ

বিলুপ্তির সীমায় বাংলাদেশী অজগর

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:৫১

অজগর !!!!! নামটা শুনেই গায়ে কেমন কাঁটা দিয়ে ওঠে । " কি না কি জিনিস মানুষ পর্যন্ত গিল্যা খায় " এই ধরনের ধারণা সবারই আছে ।এই ধারণা নিতান্তই অমূলক । আসুন জেনে নেই অজগর সাপ সম্পর্কে কিছু তথ্য । তথ্য গুল সংগ্রহ করেছি গুগল থেকে ।সেখানে হুমায়ুন ভাই একটা আর্টিকেল লিখেছিলেন । ওই আর্টিকেল থেকে কেটে ছেটে ছোট করে এই পোষ্টটি ।



অজগর ( phython )



বর্নণাঃ এটি একটি বিষহীন সাপ ।এর ৯ টি প্রজাতি আছে । প্রায় সবগুলোই আফ্রিকাতে পাওয়া যায় । কিছু দক্ষিণ এশিয়ায়, নিউ গিনি এবং অস্ট্রেলিয়ায় পাওয়া যায় । বোয়ার সাথে এর গঠনগত কিছু মিল রয়েছে ।এর মাথার খুলি ও বোয়ার মাথার খুলি একই রকম ।ত্রিকোণাকার খুলি ও ছুচালো নাক । এটি অত্যন্ত দ্রুত বর্ধনশীল সাপ ।অন্যান্য সাপের তুলনায় এটি অনেক দ্রুত বড় হয় এবং আকারেও অনেক বড় হয় । এর চোয়াল অত্যন্ত শক্তিশালী ।চোয়ালের সাথে দুটি দাঁত রয়েছে যেটা আরো বেশি শক্তি ধারণ করে ।কিন্তু এর বিষ নাই ।এরা জঙ্গল ও ঝোপঝাড়ে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে ।মাঝে মাঝে এদের নদীর ধারেও দেখতে পাওয়া যায় ।



বাংলাদেশে অজগরের দুটি প্রজাতি পাওয়া যায় । দ্যা রক পাইথন এবং পাইথন মলুরাস ।এরা গড়ে প্রায় ৫…৭ মিটার লম্বা হয় । বাংলাদেশের ৯৫% অজগর সুন্দরবন ও এর আশেপাশের এলাকায় পাওয়া যায় ।এটি ধীরে ধীরে বিলুপ্তি প্রাপ্ত হচ্ছে ।কারণ এর চামড়ার চাহিদা এবং মূল্য দুটোই অনেক বেশি ।



খাবারঃ বিভিন্ন স্তন্যপায়ী, পাখি, ছোট নিশাচর প্রাণী, খরগোশ, ছাগল, ভেড়া, হরিণ ইত্যাদি এদের প্রধান খাবার ।



জননকালঃ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী মাস এদের মিলনের সময় । যৌনমিলনের তিন-চার মাস পর এরা ডিম পাড়ে ।মা সাপটি ডিমগুলো পেচিয়ে রেখে সুরক্ষা প্রদান করে ।কিন্তু বাচ্চা জন্মের পরপরই মা এদের ছেড়ে চলে যায় ।



এরা লোকালয় থেকে দূরে থাকতে পছন্দ করে ।মানুষ এদের আতংকিত করে তোলে ।সেখানে মানুষ খাওয়ার প্রশ্ন নিতান্তই ভ্যালুলেস ।এদের সংরক্ষনের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি ।নতুবা কোন এক সময় বাংলাদেশী পাইথন বা অজগর শুধুমাত্র ছবিতেই দেখতে পাওয়া যাবে ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৭

তারছেড়া লিমন বলেছেন: ভালু লাগিল...........

২| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:১২

তার ছেড়া বলেছেন: আমারো ভালু লাগিল ভাই ।

৩| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৮:১৮

চুক্কা বাঙ্গী বলেছেন: ব্লগ লিখেছেন: ১ সপ্তাহ ১৯ ঘন্টা
ব্লগটি মোট ১২১ বার দেখা হয়েছে B:-)
আপনিতো ভাই ব্যাপক জনপ্রিয় মানুষ দেখি। আমি ২ মাস একটানা লিখার পরও কেও আমার ব্লাগে একটা উকি দিয়াও দেখেনাই। চালায় যান ভাই। 'তার ছেড়া' পোস্ট চলুক। শুভেচ্ছা রইল। :#)

৪| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৮:৪৫

তার ছেড়া বলেছেন: ভাই, অনেক অনেক ধন্যবাদ ।আশা করি পাশে থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.