নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদ্ভুত মুগ্ধমানব

তার ছেড়া

Vagabond

তার ছেড়া › বিস্তারিত পোস্টঃ

ভূত দেখার এডভেন্চার

১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

দাদু বাড়ীতে কারেন্ট নাই ।ঘুটঘুটে অন্ধকার ।এর মাঝে টিপটিপ বৃষ্টি পড়ছে ।ভূতুরে পরিবেশ হয়ে গেছে ।পরিবেশটাকে আরো ভূতুরে করার জন্য আমরা সব কাজিনরা মিলে একটা বুদ্ধি আটলাম ।আমাদের গ্রামে একজন ফকির আছেন ।তিনি নাকি জ্বীন পোষেণ ।তার বাড়ীতে অপবিত্র অবস্থায় প্রবেশ করলে মাথার উপর মাটির ঢিল পড়ে ।চোখের সামনে নাকি বাঁশ ভেংগে পড়ে । আমরা সবাই মিলে এখন তার বাড়ীতে যাচ্ছি ।জ্বীন দেখতেপারি আর না পারি এডভেন্চারটা মারাত্নক হচ্ছে ।খুব মজা হচ্ছে ।আমার কাজিনরা সব আমার চারপাশে জড়সড় হয়ে হাটছে ।রাস্তায় নিজের হাতের তালু পর্যন্ত দেখা যাচ্ছে না এতটা অন্ধকার ।হালকা বৃষ্টিতে এই রকম গ্রাম্য ভৌতিক পরিবেশে খুব ভাল লাগছে ।

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

কিছুক্ষণ পর আমরা ফকিরের বাড়ী পৌছিলাম ।যাওয়ার সময় তেমন কিছু ঘটে নাই ।কিন্তু আসার সময় অনেক ঘটনা ঘটছে ।ধারণা করতেছি এই সবের জন্য জ্বীন দায়ী ।



১মঃ ফকিরের বাড়ীতে প্রবেশ করার সাথে সাথে কারেন্ট চলে আসে ।ফলে আমরা আর কিছু দেখতে পারার আশা ছেড়ে দিয়েছিলাম ।১৫ মিনিট অপেক্ষা করার পর যখন চলে আসি, ৪০ পা না হাটতেই কারেন্ট চলে আসে ।



২য়ঃ রাস্তায় কিছুদূর আসাস পর ১ মিনিটের মাঝে আমার দুই কাজিন ধপাস করে পিছলে পড়ে যায় ।যাই হোক, হাসতে হাসতে আমার অবস্থা খারাপ !



৩য়ঃ এর পর থেকে আমার কাজিনরা ধারণা করতে থাকে, এই কারেন্ট ও পিছলে পরার পিছনে জ্বীন বাবাজীর চক্রান্ত রয়েছে ।তাই এরপর যাই ঘটুক না কেন ওরা তাই জ্বীনের ঘটনাভেবে হুদাই ভয় পাইতে থাকে ।সাথে আমিও অবশ্য তাদের একটু ভয় পেতে সাহায করেছি ।



৪র্থঃ এইটাই সবচেয়ে আশ্চর্য ঘটনা !!! প্রায় ১৫ মিনিট হাটার পরআমরা যখন বাড়ীর কাছাকাছি, তখন আমরা দেখতে পেলাম, আমাদের সামনে দিয়া মার্বেল পাথরের সমান আগুনের গোলা রাস্তার অপর পাড়ে গেল ।এবার সবাই ভয় পেয়ে গেল (আমি বাদে ।কারণ আমি এসব আধা আধা বিশ্বাস করি) ।সবাই দোয়া দরুদ, কালেমা, আয়াতুল কূরসী পড়া শুরু করল ।আমিও একটু অবাক হলাম ।সব ছোটপিচ্চি তিনটা কান্নাকাটি শুরু করে দিল ।কিছুক্ষণ পর সেই অদ্ভুত জিনিসটা যখন আমাদের সামনে চলে আসল তখন













দেখি, ওইটা আমার ছোট চাচা ।সিগারেট খাইয়া আগুনের মোতাটা ছুড়ে ফালায় দেয়ার সময় উনি গাছের আড়ালে ছিলেন ।তাই আমরা বুঝতে পারি নাই ।



৫মঃ তারপর আমরা বাড়ী চলে আসলাম ।



এই হল, আমার এডভেন্চার ।কেমন লাগলআপনাদের ?আমার কিন্তু ভালই লাগসে।খুব এনজয় করছি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১১

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: ভূত আসুক না আসুক, আমি তো জ্বীন দেখতে গেলেই ফিট হয়ে যাবো। ভয় পাই। :(

২| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :-P

ধুর মিয়া......

৩| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৭

তার ছেড়া বলেছেন: হা হা হা। আপু আপনি তো ভীতুর আন্ডা।

৪| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৮

তার ছেড়া বলেছেন: ইরফান আহমেদ :P

৫| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২০

মশিকুর বলেছেন:
মন্তব্যের জবাবের নিয়মটা শিখাই আগে। যেই মন্তব্যের জবাব দিতে চান, সেই মন্তব্যর ডানদিকে(কোনায়) মউস নিয়া একটু ঘষাঘষি করেন।

মুহূর্তেই গায়েবের কুদরতের দ্বারা আলাদীনের দৈত্য হাজির হইব, আর আপনার তিনটা ইচ্ছার কখা জানতে চাইব। থুক্কু দৈত্য এখন বড় হইছে, সে এখন চাইরটা ইচ্ছা পুরন করে। আপনি গাড়ি, বাড়ি, নারী যাই চান না কেন, একটাও পুরন করবো না। দৈত্য তার পছন্দ মত চাইরটা ইচ্ছার কথা জানাইবো, তার মধ্যে একটা হইল 'মন্তব্যটির উত্তর দিন'(বাম দিক থেকে প্রথমে)

সেই খানে টিপি দিলেই সয়ংক্রিয় ভাবে একটি সাদা কাগজ বাইর হইব। আপনার মনে যত কথা আছে, দুনিয়ার যত কথা আছে সব লিখলেও ওই কাগজ ভরবো না। বাসায় খাতা না থাকলে, এখানে আপনি অংক প্র্যাকটিসও করতে পারেন।

লেখা শেষ হইলে, নিচে 'মন্তব্য প্রকাশ করুন' এ শেষ টিপি দিয়া আপনার দায়িত্ব শেষ করুন।
****************************
পরে এসে আপনার লেখায় কমেন্ট করে যাব। ভাল থাকবেন।।

৬| ৩০ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩৭

প্রিন্স হেক্টর বলেছেন: শুনলাম জেনারেল হইছো? অভিনন্দন। !:#P

আর উপরের কমেন্টটা দেইখো। তোমারে তো আগেই শিখাইছি ব্যাপারটা। মোবাইলে নাকি?

যাই হোক লিখে যাও ভাই। শুভ ব্লগিং :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.