![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই মেয়ে , ভালোবাসবে কি ?
সত্যি বলছি , তোমায় আমি দামি হীরের আংটি দিতে পারব না । তবে ভোরের সিক্ত ঘাসফুল পেচিয়ে আংটি বানিয়ে আঙ্গুলে পড়িয়ে দেব প্রতিদিন । তবে ভালোবাসবে কি ?
সত্যি বলছি , তোমায় আমি ক্রিস্টালের শো পিস উপহার দিতে পারব না । তবে তোমাকে চমকে দিয়ে কাঁচের বোতলে এত্তগুলা জোঁনাকি এনে দিতে পারব যেগুলো টিপটিপ জ্বলবে সারাদিন সারারাত । তবে ভালোবাসবে কি ?
হয়ত কখনও মার্সিডিজ বেঞ্জে করে লং ড্রাইভে নিয়ে যেতে পারব না । তবে হঠাত্ মাঝরাতে বাড়ি দেখে পালিয়ে মাঝনদীতে গিয়ে পূর্ণিমা দেখাতে পারব । তবে ভালোবাসবে কি ?
আমি পারব না তোমায় কোন ডিনার পার্টিতে নিয়ে যেতে । তবে দেখে নিও , বৈশাখের বাতাসে বা কুয়াসাসিক্ত সকালে পাশাপাশি হাত ধরে হাটতে পারব । তবে ভালোবাসবে কি ?
আমি পারব না তোমায় ত্রিপ্লেক্স বাড়ি , নীল সুইমিং পুল দিতে । কিন্তু আমি পারব তোমায় একটা ছোট্ট কুঁড়েঘর দিতে শান্ত হ্রদের পাড়ে । মাঝদুপুরে সেই হ্রদে পা ডুবিয়ে গল্প করব , তুমি আমায় কবিতা শোনাবে । তবে ভালোবাসবে কি ?
আমি গাইতে পারি না । তবে লিখতে পারি । কথা দিচ্ছি , প্রতি সপ্তাহে তোমার কাছে একটা করে চিঠি লেখব , যেখানে থাকবে ভালোবাসার সুর সংগীত । তবে কি ভালোবাসবে ?
ইদানিং জীবন হাতে নিয়ে ঘুরতে হয় । পুড়ে মরবার ভয় সবসময় । হাতে হয়ত বেশী সময় নেই । তাই তোমার জন্য অনেকটা অপেক্ষাও করতে পারব না । কিন্তু দেখে নিও , আমি থেকে যাব এই প্রকৃতির মাঝে । সেখানে অনন্তকাল অপেক্ষা করতে পারব । তবে ভালোবাসবে কি ?
বল আমায় , ভালোবাসবে কি ? কাছে আসতে হবে না , দূর থেকেই ভালবেসো । রবীন্দ্রনাথের নায়িকার সাজে চলে আসতে চাইলে চলে এসো । গ্রহণ করে নিও এই সাদামাটা ভালোবাসা ।
আকাশ থেকে চাঁদ টা এনে দিতে পারব না । তবে দেখে নিও , পরের জীবনে ঐ চাঁদেই ঘর বাঁধব দুজনে । সেখানে হবে আমাদের সংসার । আর , মাঝে মাঝে মাঝরাতে দুজনে বসে পৃথিবী দেখব !
©somewhere in net ltd.