![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
13 oct , no bra day !!! (সচেতনমূলক পোষ্ট)
.
দিনটা দুইদিন আগেই চলে গেছে । No bra শব্দদুটো কানে আসলেই পোলাপাইনের মাথায় শিং গজিয়ে যায় । মেয়েরা এমনিতেই অনেক আকর্ষণীয়া , তার উপর যদি ব্রা ছাড়া ঘোরাফেরা করে তবে তো সোনায় সোহাগা ! চোখের সামনে ভেসে ওঠে মেয়েরা সব দল বেঁধে ব্রা না পড়ে লাফ ঝাঁপ করছে , আর এসব ভেবে ছেলেগুলো টিস্যুবক্স সাথে নিয়ে রাখছে মুখ থেকে ঝড়ে পডা লালা মোছার জন্য ! বছরের অন্য দিবসগুলোতে এইসব ছেলেদের কোন খোঁজ পাত্তা পাওয়া যায় না কিন্তু এই দিনটিতেই তারা অতি দ্বায়িত্ব সহকারে সবাইকে No bra day দিবসটা পালন করার কথা মনে করিয়ে দেয় । হায়রে সেলুকাস ! থাক , আমি তাদের কে বলব না তারা যেন তাদের মা বোনকে গিয়ে এই দিনে ব্রা পড়তে নিষেধ করুক । কারণ এটা তাদের জানার ভুল বলে অপরাধ টা কাটিয়ে দেয়া যায় । গুগলে No bra day দিয়ে সার্চ দিলে যা রেজাল্ট আসে তা দেখলে ইজ্জত নিয়া টানা হেঁচড়া শুরু হয় ।
.
এবার মূল প্রসঙ্গে আসি । তার আগে আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থনা করছি উপরের অশালীন ভাষার জন্য । আশাকরি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । আমার এই পোষ্ট টা ফাজিল পোলাপাইন দের বিদ্রুপ করার জন্য নয় , সচেতনতা বাড়ানোই এর উদ্দেশ্য ।
.
ব্রা , ব্রেসিয়ার অথবা বুকবন্ধনী , বস্ত্রটা মেয়েদের জন্য অতি দরকারি এবং উপকারীও বটে । কিন্তু এই জিনিসটা তৈরী করা হয় শক্ত মোটা কাপড় , এলাস্টিক , এবং রাবার দিয়ে । যার ফলে মাঝে মাঝেই নারীরা স্তনপ্রদাহে ভোগেন । এবং এটি একসময় স্তন ক্যান্সারে রুপ নেয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি ! তাই এটা ভাবার কোন কারণ নেই যে , No bra day তে ব্রা ব্যবহারকে অনুত্সাহিত করা হয় অথবা মেয়েদের ব্রা না পড়ে ঘুরতে বলা হয় । এই দিবসের অর্থ সম্পূর্ণ আলাদা ! কি মাথা ঘুরে গেল তো ? জেনে নিন , এই দিবসটির অর্থ হল , বছরের অন্তত একটা দিন আপনি ডাক্তারের কাছে যান এবং আপনার স্তন পরীক্ষা করান । এবং নিশ্চিত হয়ে নিন যে আপনার স্তন ক্যান্সারের কোন ঝুঁকি নেই । ব্রাদার্স , মজা পাবার কিছু নেই । কারণ ছেলেদেরও স্তন ক্যান্সার হতে পারে এবং আপনাদেরও উচিত ডাক্তারের কাছে যাওয়া !
.
মূলত এই দিনটি স্তনক্যান্সার সচেতনতা দিবস । অন্যান্য দেশে এই দিনে স্তনক্যান্সার পরীক্ষার জন্য ক্যাম্পেইন করা হয় , ফ্রী অথবা স্বল্প মূল্যে পরীক্ষা নিরীক্ষা করা হয় । তাই , এবার হয়ত আপনি সচেতন হবেন । এই দিনটি নিয়ে মজা করার কিছু নেই । কারণ ব্রেস্ট ক্যান্সার আপনার মা , বোন , স্ত্রী অথবা প্রেমিকারও হতে পারে । এমনকি আপনার নিজেরও । নিজে সচেতন হোন নিজের পরিবারকেও সচেতন করুন ।
১৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
তার ছেড়া বলেছেন: মূল প্রতিপাদ্য বিষয়
২| ১৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
চলন বিল বলেছেন: মহিলা ডাক্তার দিয়ে কি চেক আপ করা হয়?
১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৭
তার ছেড়া বলেছেন: ডাক্তারী এমন একটা পেশা যেখানে লিঙ্গকে প্রাধান্য দেয়া হয় না , জানেন নিশ্চয়ই ?
৩| ১৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
সাইফুর রহমান পায়েল বলেছেন: এই দিবসটি যে আছে, আজকের আগে তাই জানা ছিল না।
১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৮
তার ছেড়া বলেছেন: এটা অস্বাভাবিক না । আপনার মত অনেকেই আছে যারা এসব জানে না । আর তাদের জানানোর জন্যই এই দিবস :-)
৪| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই দিবসের কথা আগে শুনিনি ।
১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১১
তার ছেড়া বলেছেন: এটা অস্বাভাবিক না । আপনার মত অনেকেই আছে যারা এসব জানে না । আর তাদের জানানোর জন্যই এই দিবস :-)
৫| ১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৮
ভ্রমরের ডানা বলেছেন: অনেক চিন্তার বিষয়। এই স্তন ক্যানসার রোগটা পাশ্চ্যতের পাশাপাশি উপমহাদেশীয় অঞ্চলে উল্লেখিত হারে বেড়ে গেছে। আমিও নো ব্রা ডের পক্ষপাতী। এই সব ভিন্নদেশীয় পণ্য ও অন্যান্য কালচার দেশটার বারোটা বাজাল। "ভাল গুলা গ্রহন করব খারাপ গুলা ছুড়ে ফেলে দিব।" বিদেশি কালচার প্রচলন করার আগেএটাই হোক সচেতন সবার প্রতিপাদ্য।
১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪০
তার ছেড়া বলেছেন: কথায় আছে , ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় । কিন্তু তবুও আমরা আশাবাদী :-)
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
প্রামানিক বলেছেন: বছরের অন্তত একটা দিন আপনি ডাক্তারের কাছে যান এবং আপনার স্তন পরীক্ষা করান । এবং নিশ্চিত হয়ে নিন যে আপনার স্তন ক্যান্সারের কোন ঝুঁকি নেই । ব্রাদার্স , মজা পাবার কিছু নেই । কারণ ছেলেদেরও স্তন ক্যান্সার হতে পারে এবং আপনাদেরও উচিত ডাক্তারের কাছে যাওয়া !