![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কম্পিউটারের হার্ডডিস্ক থেকে কোন ফাইল ডিলিট করলে বা হার্ডডিস্ক ফরমেট করলে ফাইলগুলো ডিলিট বা ফরমেট হওয়ার পরও হার্ডডিস্কের কোথাও সংরক্ষিত থাকে। যার ফলে রিকভারী সফ্টওয়্যার দিয়ে তা আবার ফিরেয়য় আনা যায়। এখন আমার প্রশ্ন হলো পেনড্রাইভ থেকে কোন ফাইল ডিলিট বা পেনড্রাইভ ফরমেট করলে ফাইলগুলো কোথায় চলে যায়, পেনড্রাইভে নাকি কম্পিউটারে ? অনুগ্রহ করে কেউ জানাবেন কি ??????????!!!!!!!!
২| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৩
এস.কে.ফয়সাল আলম বলেছেন: প্রথম দিকে ফাইলগুলো ডিলিট করলে জাষ্ট ফাইল ইনডেক্স গুলি মুছে যায় এবং শুন্যস্থান প্রর্দশন করে। তাই রিকভারী সফট দিয়ে শেষবার ফরমেট/ ডিলিট করার আগের ফাইলগুলি উদ্ধার করা সম্ভব হয় (অবশ্য কোন কোন ক্ষেত্রে তারও আগের ডিলিট করা ফাইলেরও হদিস মেলে)।
আমি একবার ২ জিবি পেনড্রাইভ থেকে প্রায় ৫ জিবির মত ফাইল উদ্ধার করেছিলাম
৩| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮
হেডস্যার বলেছেন:
আমি একবার ২ জিবি পেনড্রাইভ থেকে প্রায় ৫ জিবির মত ফাইল উদ্ধার করেছিলাম
বলেন কি?
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৬
হেল্পফুল হাব বলেছেন: পেনড্রাইভ থেকে কিছু ডিলিট করলে বা ফরম্যাট করলে তা পেনড্রাইভেই থেকে যাবে অর্থাৎ পেনড্রাইভ থেকেই রিকভারি সফটওয়্যার দিয়ে উদ্ধার করা যেতে পারে।তবে, সারাজীবনে পেনড্রাইভে যা ছিলো সব উদ্ধার হবে না বরং সর্বশেষ ফাইল গুলো উদ্ধার হবে। এই ক্ষেত্রে পুরোপুরি ডিলিট করার উপায়ও আছে যাতে আর কেউ রিকভার না করতে পারে।
এরকম অনেক প্রশ্নের উত্তর পেতে আসতে পারেন বাংলায় প্রশ্নোত্তরভিত্তিক ওয়েবসাইট হেল্পফুল হাব এ।