![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধ অনুকরন নয়...স্বকীয়তায় হোন নিজস্ব...
নতুন সেটআপ দিয়েছিলাম পিসি...তারপর থেকে কাল স্ক্রিন আসতেসে...উইন্ডোজ ৭ কে জেনুইন করবো কিভাবে ???? একটু হেল্প করেন ভাইরা...খুব উপকার হয়...
২| ০১ লা জুন, ২০১৩ দুপুর ২:১৫
এস.কে.ফয়সাল আলম বলেছেন: এই লিংকে ক্লিক করে এক্টিভেটরটি ডাউনলোড করে নিন।
এরপর আনজিপ করে ভিতরের উইন্ডোজ লোডার ফাইলে ডাবল ক্লিক করে ইনস্টল এ ক্লিক করুন। একটু অপেক্ষা করুন। পিসি রির্স্টাট চাইবে।
ব্যাস রির্স্টাটের পর সমস্যা শেষ।
আর হ্যা অটোমেটিক উইন্ডোজ আপডেট অপশনটি ডিজাবল রাখবেন।
০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
তাবন বলেছেন: হয়নি ফয়সাল ভাই...একইরকম দেখাচ্ছে ...
০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
তাবন বলেছেন: ভাই এক্টিভেট হয়েছে কিন্তু ডেক্সটপটা ব্ল্যাক হয়ে আছে...থিম চেন্জ করেলও একই অবস্থা..কি করা যায়???
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৩ দুপুর ২:০৯
গোবর গণেশ বলেছেন: উইন্ডোজ সেভেনকো জেনুইন করতে চান নাকি এক্টিভেট করতে চান? জেনুইন করতে হলে জেনুইন সিরিয়াল লাগে। সেটা টাকা দিয়ে কিনতে হয়। টাকা দিলে ইন্সস্টলেশন মিডিয়া সহ সিরিয়াল পাওযা যায়। যদি এক্টিভেট করতে চান তাহলে গুগল মামার সাহায্য নিয়ে উইন্ডোজ সেভেন এক্টিভেটর ডাউনলোড করে নিন। আর যদি জেনুইন কিনতে চান তবে ঢাকায় উল্লেখযোগ্য কোন কম্পিউটার মার্কেটে (আইডিবি, মাল্টিপ্ল্যান, সুবাস্তু, সাইয়িদ গ্রান্ড সেন্টার) খোজ নিন।