নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দারুচিনি দ্বীপে যেতে চাই।

এলাচি ও লবঙ্গের আত্মকাহিনী

গরম মশলা

আমি গরম মশলা খাব গরম গরম!!!!

গরম মশলা › বিস্তারিত পোস্টঃ

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের সনদের মান কিসের সমমান ?

১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৪



গত কয়েক মাস ধরে-আলোচনা সমালোচনার বিষয়-ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের সনদের মান কিসের সমমান ?

বেশির ভাগ লোকই বলছে এইচএসসি সমমান | অথচ তারা প্রমাণ হিসেবে কিছু চাকরি বিজ্ঞপ্তি ছাড়া আর কিছুই উপস্থাপন করতে পারছে না | অথচ বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সরকারি ওয়েব সাইট ঘুরে দেখা যায় যে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের মান গ্রেড-১৪ যেখানে এইচএসসি’ র মান গ্রেড-১২ | এবং অনার্সের মান গ্রেড – ১৬ |

এছাড়া এইচএসসিকে দেখানো হয়েছে মাধ্যমিক শিক্ষা স্তরে আর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংকে দেখানো হয়েছে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা স্তরের মাঝামাঝি স্থানে |

এবার আসি চাকরি ক্ষেত্রেঃ-
একজন এইচএসসি সনদ-ধারী তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে চাকরিতে প্রবেশ করেন, বেতন স্কেল – মূল বেতন ৪৭০০/- সর্বসাকুল্যে ৯৭৪৫/- এবং তাকে সারাজীবন একই পদে চাকরি করে যেতে হয় অর্থাৎ তার কোন পদোন্নতি হয় না |

আর ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দ্বিতীয় শ্রেনীর কর্মকর্তা হিসেবে চাকরিতে প্রবেশ করেন | বেতন স্কেল-মূল বেতন ৮০০০/ -সর্বসাকুল্যে ১৬৫৪০/- তারা ক্রমে ক্রমে পদোন্নতি পেয়ে প্রথম শ্রেনীর কর্মকর্তা হতে পারেন |

যা সাধারণ শিক্ষায় শিক্ষিত কাউকে পেতে হলে অন্ততপক্ষে মাস্টার্স অথবা বিসিএসধারী হতে হয় |

অনেকেই আবার বলছেনঃ-
আমরা যদি ডিপ্লোমা পড়ে আবার বিএসসি করি তবে জেনারেলদের চেয়ে আমাদেরকে দুই বছর বেশি সময় ব্যয় করতে হয় |

হ্যাঁ কথা সত্য |তবে এখানে আপনি দুটি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী পাচ্ছেন |

১. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।
২.বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।

আর আপনি যদি এতোই লাভ লসের হিসেব খোঁজেন তবে – কেন এতো প্রতিযোগিতার ভর্তি পরীক্ষা দিয়ে, নানান ঝামেলার পাশ কাটিয়ে ডিপ্লোমা পড়তে এলেন?

তার চেয়ে বরং ১২০/- দিয়ে ভর্তি ফরম উঠিয়ে যেকোন কলেজে এইচএসসি পড়তে গেলেন না কেন?

আরে ভাই-ভালো কিছু পেতে হলে সামান্য কিছু হলেও দিতে হয় |

এবার নিজের দেখা কিছু অভিজ্ঞতার কথা বলি – আমার গ্রামে প্রায় ২০ জন
আছেন যারা, অনার্স-মাস্টার্স কম্পলিট করেও কপালে মূলা ঝুলিয়ে টুঁ টুঁ করে ঘুরে বেড়াচ্ছেন |
নিজের সম্মানটুকু বাচানো যায় – এমন একটা চাকরি পাচ্ছেন না |

(আমি এটা আক্রমণাত্মক অর্থে বলিনি-জাস্ট এক্সাম্পল) আর মাত্র এক জনই আছেন যিনি ডিপ্লোমা
পড়েছেন – তিনি পাশ করার দুমাসের মাথায় একটা চাকরি পেয়ে যান | গ্রামীণ শক্তিতে | চাকরির বয়স প্রায় সাড়ে তিন বছর | বর্তমানে বেতন পাচ্ছেন বিশ – বাইশ হাজার টাকা |
এরপরও কি বলবেন ডিপ্লোমা পড়ানো
এবং পড়া উচিত না।এরপর ও কি বলবেন ডিপ্লোমা অনেক নিম্ন।ডিপ্লোমা নিয়ে তাচ্ছিল্যকর কথা আর ভালো লাগেনা।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৫

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: কারিগরি পড়াশুনার সাথে জেনারেল লাইনের পড়াশুনার সমতা খোজা বোকামি।

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৪

গরম মশলা বলেছেন: তারপরও যারা খুজতে চান তাদের কি বলবেন ?

২| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: অনেকে না জেনে মন্তব্য করে ।এইচএসসির মান বলে থাকে। আমিও জানতাম না জেনেছি কিছু দিন আগে।ধন্যবাদ শেয়ার করার জন্য।

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৫

গরম মশলা বলেছেন: ভালো করেছেন।

৩| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১০

হতভাগা রাজু বলেছেন: এটা ফেসবুকের ডিপ্লোমার গ্রুপ থেকে কপি পেষ্ট করা হয়েছে ।

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৬

গরম মশলা বলেছেন: সেটাতো আপনার দেখার বিষয় না

৪| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৩

সুমন কর বলেছেন: চাকরির ব্যাপারটা পুরোপুরি লিংকের। মানে মামা-চাচা-কাকা..........

ব্লগার হতভাগা রাজু কি ঠিক বলেছেন? মানে কপি পেষ্ট করা হয়েছে।

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৭

গরম মশলা বলেছেন: রাজু ভাই ঠিক বলেছেন কিনতু সেটাতো বিষয় না আসল কথা হল এটা সবার মাঝে শেয়ার করা

৫| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১১

শতদ্রু একটি নদী... বলেছেন: ডিপ্লোমাদের তাত্বিক জ্ঞান কম থাকলেও ব্যবহারিক জ্ঞান বেশি থাকে। আর মান সম্ভবত বিএ পাস কোর্সের মতন। ডিপ্লোমা হলে ৩ বছর মদ্যাদী বিএ পাস কোর্সের সমমানের হয় আর বিএসসি ইঞ্জিনিয়াররা চার বছর মেয়াদী বিএ অনার্স অথবা বিএসসি অনার্সের সমমানের হয়। ভুল বলিনাই সম্ভবত।

৬| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৬

আরাফাত হোসেন অপু বলেছেন: ডিপ্লোমাদের তাত্বিক জ্ঞান কম থাকলেও ব্যবহারিক জ্ঞান বেশি থাকে।জখন কোনো বিএসসি ইন্জিনিয়ার এসে রড সাজেস্ট করে....তখন কি জে হাসি পায়....। =p~ =p~ =p~ =p~ =p~

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৮

গরম মশলা বলেছেন: এতো হাসির কিছু নাই

৭| ২৪ শে জুন, ২০১৮ রাত ১২:৫২

নাজমুল ইসলাম রনি বলেছেন: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদের মান নিয়ে অনেকেই অনেক কিছু বলে। রেফারেন্স সহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদের মান সম্বন্ধে বিস্তারিত জানতে চাইলে এই আর্টিকেলটি পড়ুনঃ ডিপ্লোমা সনদের মান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.