![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত কয়েক মাস ধরে-আলোচনা সমালোচনার বিষয়-ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের সনদের মান কিসের সমমান ?
বেশির ভাগ লোকই বলছে এইচএসসি সমমান | অথচ তারা প্রমাণ হিসেবে কিছু চাকরি বিজ্ঞপ্তি ছাড়া আর কিছুই উপস্থাপন করতে পারছে না | অথচ বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সরকারি ওয়েব সাইট ঘুরে দেখা যায় যে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের মান গ্রেড-১৪ যেখানে এইচএসসি’ র মান গ্রেড-১২ | এবং অনার্সের মান গ্রেড – ১৬ |
এছাড়া এইচএসসিকে দেখানো হয়েছে মাধ্যমিক শিক্ষা স্তরে আর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংকে দেখানো হয়েছে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা স্তরের মাঝামাঝি স্থানে |
এবার আসি চাকরি ক্ষেত্রেঃ-
একজন এইচএসসি সনদ-ধারী তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে চাকরিতে প্রবেশ করেন, বেতন স্কেল – মূল বেতন ৪৭০০/- সর্বসাকুল্যে ৯৭৪৫/- এবং তাকে সারাজীবন একই পদে চাকরি করে যেতে হয় অর্থাৎ তার কোন পদোন্নতি হয় না |
আর ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দ্বিতীয় শ্রেনীর কর্মকর্তা হিসেবে চাকরিতে প্রবেশ করেন | বেতন স্কেল-মূল বেতন ৮০০০/ -সর্বসাকুল্যে ১৬৫৪০/- তারা ক্রমে ক্রমে পদোন্নতি পেয়ে প্রথম শ্রেনীর কর্মকর্তা হতে পারেন |
যা সাধারণ শিক্ষায় শিক্ষিত কাউকে পেতে হলে অন্ততপক্ষে মাস্টার্স অথবা বিসিএসধারী হতে হয় |
অনেকেই আবার বলছেনঃ-
আমরা যদি ডিপ্লোমা পড়ে আবার বিএসসি করি তবে জেনারেলদের চেয়ে আমাদেরকে দুই বছর বেশি সময় ব্যয় করতে হয় |
হ্যাঁ কথা সত্য |তবে এখানে আপনি দুটি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী পাচ্ছেন |
১. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।
২.বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।
আর আপনি যদি এতোই লাভ লসের হিসেব খোঁজেন তবে – কেন এতো প্রতিযোগিতার ভর্তি পরীক্ষা দিয়ে, নানান ঝামেলার পাশ কাটিয়ে ডিপ্লোমা পড়তে এলেন?
তার চেয়ে বরং ১২০/- দিয়ে ভর্তি ফরম উঠিয়ে যেকোন কলেজে এইচএসসি পড়তে গেলেন না কেন?
আরে ভাই-ভালো কিছু পেতে হলে সামান্য কিছু হলেও দিতে হয় |
এবার নিজের দেখা কিছু অভিজ্ঞতার কথা বলি – আমার গ্রামে প্রায় ২০ জন
আছেন যারা, অনার্স-মাস্টার্স কম্পলিট করেও কপালে মূলা ঝুলিয়ে টুঁ টুঁ করে ঘুরে বেড়াচ্ছেন |
নিজের সম্মানটুকু বাচানো যায় – এমন একটা চাকরি পাচ্ছেন না |
(আমি এটা আক্রমণাত্মক অর্থে বলিনি-জাস্ট এক্সাম্পল) আর মাত্র এক জনই আছেন যিনি ডিপ্লোমা
পড়েছেন – তিনি পাশ করার দুমাসের মাথায় একটা চাকরি পেয়ে যান | গ্রামীণ শক্তিতে | চাকরির বয়স প্রায় সাড়ে তিন বছর | বর্তমানে বেতন পাচ্ছেন বিশ – বাইশ হাজার টাকা |
এরপরও কি বলবেন ডিপ্লোমা পড়ানো
এবং পড়া উচিত না।এরপর ও কি বলবেন ডিপ্লোমা অনেক নিম্ন।ডিপ্লোমা নিয়ে তাচ্ছিল্যকর কথা আর ভালো লাগেনা।
১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৪
গরম মশলা বলেছেন: তারপরও যারা খুজতে চান তাদের কি বলবেন ?
২| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৬
শাহরিয়ার কবীর বলেছেন: অনেকে না জেনে মন্তব্য করে ।এইচএসসির মান বলে থাকে। আমিও জানতাম না জেনেছি কিছু দিন আগে।ধন্যবাদ শেয়ার করার জন্য।
১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৫
গরম মশলা বলেছেন: ভালো করেছেন।
৩| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১০
হতভাগা রাজু বলেছেন: এটা ফেসবুকের ডিপ্লোমার গ্রুপ থেকে কপি পেষ্ট করা হয়েছে ।
১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৬
গরম মশলা বলেছেন: সেটাতো আপনার দেখার বিষয় না
৪| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৩
সুমন কর বলেছেন: চাকরির ব্যাপারটা পুরোপুরি লিংকের। মানে মামা-চাচা-কাকা..........
ব্লগার হতভাগা রাজু কি ঠিক বলেছেন? মানে কপি পেষ্ট করা হয়েছে।
১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৭
গরম মশলা বলেছেন: রাজু ভাই ঠিক বলেছেন কিনতু সেটাতো বিষয় না আসল কথা হল এটা সবার মাঝে শেয়ার করা
৫| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১১
শতদ্রু একটি নদী... বলেছেন: ডিপ্লোমাদের তাত্বিক জ্ঞান কম থাকলেও ব্যবহারিক জ্ঞান বেশি থাকে। আর মান সম্ভবত বিএ পাস কোর্সের মতন। ডিপ্লোমা হলে ৩ বছর মদ্যাদী বিএ পাস কোর্সের সমমানের হয় আর বিএসসি ইঞ্জিনিয়াররা চার বছর মেয়াদী বিএ অনার্স অথবা বিএসসি অনার্সের সমমানের হয়। ভুল বলিনাই সম্ভবত।
৬| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৬
আরাফাত হোসেন অপু বলেছেন: ডিপ্লোমাদের তাত্বিক জ্ঞান কম থাকলেও ব্যবহারিক জ্ঞান বেশি থাকে।জখন কোনো বিএসসি ইন্জিনিয়ার এসে রড সাজেস্ট করে....তখন কি জে হাসি পায়....।
১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৮
গরম মশলা বলেছেন: এতো হাসির কিছু নাই
৭| ২৪ শে জুন, ২০১৮ রাত ১২:৫২
নাজমুল ইসলাম রনি বলেছেন: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদের মান নিয়ে অনেকেই অনেক কিছু বলে। রেফারেন্স সহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদের মান সম্বন্ধে বিস্তারিত জানতে চাইলে এই আর্টিকেলটি পড়ুনঃ ডিপ্লোমা সনদের মান
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৫
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: কারিগরি পড়াশুনার সাথে জেনারেল লাইনের পড়াশুনার সমতা খোজা বোকামি।