নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দারুচিনি দ্বীপে যেতে চাই।

এলাচি ও লবঙ্গের আত্মকাহিনী

গরম মশলা

আমি গরম মশলা খাব গরম গরম!!!!

গরম মশলা › বিস্তারিত পোস্টঃ

আপনার বাড়ির ভীষণ নোংরা যে ৮টি জিনিস পরিষ্কার করতে ভুলে যাচ্ছেন আপনি!

২২ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৩

খুবই পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন আপনি। নিয়মিত ঘর মোছা, ঝাড়ু দেয়া সবই চলছে। নিজের বাড়ি ঝকঝকে তকতকে রাখতে আপনার জুড়ি মেলে ভার। বাড়ির কিছু অংশ নিয়মিতই পরিষ্কার করা হয়, অন্যান্য অংশগুলো থাকে অবহেলিত। কিন্তু ঝকঝকে পরিষ্কার ঘরের সিলিং ফ্যানে যদি ঝুল জমে থাকে, তবে দেখতে কেমন লাগবে বলুন তো? এমনই কিছু জায়গা আছে ঘরে যেগুলো পরিষ্কার করতে সবসময়েই ভুলে যাই আমরা। অপরিষ্কার এসব জায়গা থেকে ছড়াতে পারে রোগজীবাণু আর ঘরের সৌন্দর্য যে নষ্ট করতে পারে তা বলাই বাহুল্য

১) সোফার কুশন
সোফার কুশনে কোনো রকম দাগ লেগে গেলে বা বেশ ময়লা হয়ে গেলে অনেকেই একে উল্টে পরিষ্কার দিকটি ওপরে দিয়ে রাখেন এবং বেমালুম ভুলে যান একে পরিষ্কার করার কথা। কুশন ময়লা হলে জলদিই কুশনের কভার খুলে নিয়ে ধুয়ে ফেলুন অথবা কুশনটিকে ড্রাই ওয়াশ করতে দিন।
২) লাইট বাল্ব
সাধারণ লাইট বাল্ব, এনার্জি সেভার লাইট বাল্ব, টিউব লাইট এসবের ওপরে ধুলো জমে যায় কিছুদিন পর পরই। নিয়মিত পরিষ্কার না করলে তা যেমন দৃষ্টিকটু লাগবে, তেমনি ঝুল জমতে জমতে এক সময়ে ম্লান হয়ে যাবে আলো। বাল্ব পরিষ্কার করতে লাইটের সুইচ বন্ধ করে কাপড় বা ব্রাশ দিয়ে ধুলো ঝেড়ে ফেলুন। পানি বা তরল কিছু ব্যবহার না করাই ভালো।
৩) চুলোর নিচে
পুরো রান্নাঘর হয়তোবা প্রতিদিনই পরিষ্কার করা হয়। কিন্তু চুলার নিচে যেখানে রান্নার ঝোল উপচে পড়ে এবং জমতে থাকে দিনের পর দিন, সেখানে কি আমরা নজর দেই? প্রতিদিনই পরিষ্কার করা উচিত চুলার নিচের ময়লা।
৪) টয়লেটের কমোডের পেছনে
টয়লেট যে রোগজীবাণুর আখড়া তা জানেন সবাই। কিন্তু প্রায় বাড়িতেই দেখা যায় কমোডের পেছনে ধুলোময়ল জমে পোকামাকড়ের বসতি তৈরি হয়ে গেছে। এদিকে নজর দেওয়াটাও গুরুত্বপূর্ণ।
৫) সিলিং ফ্যানের ব্লেড
মাথার ওপরে তাকিয়ে দেখুন তো, সিলিং ফ্যানে কেমন ধুলো আর ঝুল জমে আছে! দেখতে খারাপ লাগে বলেই শুধু নয়, নিজের ভালোর জন্যই এই ময়লা পরিষ্কার করা জরুরী। কারণ ফ্যান চালানোর পর এই জমে থাকা ধুলা ঘরে ছড়িয়ে পড়বে এবং অ্যালার্জির উদ্রেক করতে পারে।
৬) ওয়াশিং মেশিন
অবাক হলেন? আপনার কাপড়-চোপড় পরিষ্কার করছে যে যন্ত্র, তার মাঝেই জমে থাকতে পারে রাজ্যের জীবাণু। বিশেষ করে ওয়াশিং মেশিনের ঢাকনার ভেতর দিকে জমে যেতে পারে শ্যাওলার স্তর। প্রতিবার ওয়াশিং মেশিন ব্যবহার করার পর একে পরিষ্কার করে শুকিয়ে রাখতে চেষ্টা করুন।
৭) বাথরুমের ম্যাট
বাথরুম থেকে ভেজা পা অথবা ভেজা স্যান্ডেল নিয়ে বের হবার পর অনেকটা পানি শুষে নেয় এই ম্যাট। অনেকটা সময় ভেজা থাকার কারণে এই ম্যাটের মাঝে শ্যাওলা জন্ম নেয়। সপ্তাহে অন্তত একটি দিন এই ম্যাট ধুয়ে ভালো করে শুকিয়ে নিন। আর এই ম্যাটের নিচের ফ্লোরটাকেও এই সময়ে পরিষ্কার করে নিন।
৮) কিচেনের ময়লার ঝুড়ি
কিচেনের সবজির খোসা, কাঁচা মাছ-মাংসের ময়লা, নষ্ট হয়ে যাওয়া খাবার সব ফেলা হয় এই ঝুড়িতে। ফলে একে নিয়মিত পরিষ্কার না করলে ভয়াবহ দুর্গন্ধ হবে। কিচেনের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখবার জন্য একে নিয়মিত পরিষ্কার রাখতে হবে আর সম্ভব হলে মাঝে মাঝে জীবাণুনাশক প্রয়োগ করতে হবে ভেতরে ও বাইরে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২১

গোল্ডেন গ্লাইডার বলেছেন: কাজের পোস্ট ++্

২| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩১

সুমন কর বলেছেন: করা হয় তো !!!

শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.