নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দারুচিনি দ্বীপে যেতে চাই।

এলাচি ও লবঙ্গের আত্মকাহিনী

গরম মশলা

আমি গরম মশলা খাব গরম গরম!!!!

গরম মশলা › বিস্তারিত পোস্টঃ

স্মার্ট হওয়ার ৫টি সহজ উপায়

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

বিবাহ অনুষ্ঠানে কিংবা কোনো উৎসবে অথবা অফিসিয়াল কোনো অনুষ্ঠানে নিজেকে সুন্দর দেখাতে এবং স্মার্টভাবে উপস্থাপন করতে কে না চায়? সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকায় নিজের দিকে খেয়াল রাখা অনেকের পক্ষেই সম্ভব হয় না।কিন্তু বর্তমান এই প্রতিযোগিতাপূর্ণ ফ্যাশন্যাবল দুনিয়ায় কর্মক্ষেত্রে সফলতার পাশাপাশি নিজেকে স্মার্ট রাখাও জরুরি।নিজেকে সর্বদা স্মার্ট রাখতে যে পাঁচটি বিষয় আপনি কখনো এড়িয়ে যেতে পারেন না.


১. ত্বক সতেজ রাখুন
সৌন্দর্য ফুটে মানুষের ত্বকে। যার ত্বক যত বেশি মোহনীয় তাকে দেখতেও তত বেশি আকর্ষণীয় লাগে। তাই শুষ্ক ত্বককে আর্দ্রতাপূর্ণ করতে আপনার পছন্দমতো ফেসিয়াল ক্রিম ব্যবহার করতে পারেন।ত্বক থেকে তেল চিটচিটি ভাব দূর করার জন্য এয়ার ব্রাশ অথাবা বিশেষ জাতীয় ক্রিম ব্যবহার করতে পারেন। এতে আপনার চেহারায় সতেজতা ভাব চলে আসবে। আপনাকে দেখতেও লাগবে আকর্ষণীয়।

২. হেয়ারস্টাইল
সৌন্দর্যের অন্যতম অনুষঙ্গ হলো চুল। চুল থাকলেই যে আপনাকে সুন্দর লাগবে তা কিন্তু ঠিক নয়। চাই আপনার চেহারার সঙ্গে মানাসই হেয়ারকাটিং এবং হেয়ারস্টাইল। সেই সঙ্গে গোসলের পরে ব্যবহার করতে পারেন শুকনো শ্যাম্পু। চুলকে ঝর ঝরে ও সিল্কি দেখাতে চুল স্প্রে করতে পারেন। সম্ভব হলে বাজারে প্রাপ্য বিভিন্ন হেয়ারস্টাইলিং পণ্য যেমন: হেয়ার জেল, মোম ও ক্রিম ব্যবহার করতে পারেন।

৩. শরীরের ঘ্রাণ
জন্মগতভাবে মানুষের শরীরের একটি ঘ্রাণ বা গন্ধ থাকে।নিজের কাছে সেই গন্ধ বা ঘ্রাণ কিছু মনে না হলেও অন্যের কাছে সেটি উৎকট ও বিদঘুটে অনুভূতির জন্ম দিতে পারে। যা খুবই বিব্রতকর এবং লজ্জাজনক। এমন অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য আপনার শরীরে ও দুই বগলে সুগন্ধি বা পারফিউম ব্যবহার করতে পারেন।

৪. সময়মত নখ কাটুন
কথা বলার সময় কিংবা আলোচনার টেবিলে হাত নাড়ানাড়ি একটি স্বাভাবিক দৃশ্য। হাতের নখ যদি বড় থাকে এ সময় তা সবার দৃষ্টিগোচর হয় এবং তা দৃষ্টিকটু লাগে। নিজেকে ফিট ও স্মার্ট রাখতে সর্বদা হাতের নখ ছোট রাখুন।

৫. প্রাণবন্ত থাকুন
সারা দিন কাজের ঝামেলায় হয়তো আপনি অবস্বাদ অনুভব করবেন, ক্লান্ত হয়ে পড়বেন। কারো সঙ্গে হয়তো ভালো করে কথা বলতে মন চাইবে না। কাজের চাপে প্রায় সব সাধারণ মানুষই এমন অভিব্যক্তি প্রকাশ করে থাকে।কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না আপনি এই করপোরেট যুগের মানুষ।আপনাকে সর্বদা সদালাপী, সুভাষী ও প্রাণবন্ত থাকতে হবে।

নিজেকে ফিট ও স্মার্ট রাখতে মুখের শ্বাস-প্রশ্বাসের দুগর্ন্ধ রোধ করুন।এজন্য নিয়মিত চুইংগাম খেতে পারেন।দ্রুত মুখের গন্ধ তাড়ানোর জন্য মাউথ ওয়াস ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক উপায়ে যদি এই গন্ধ দূর করতে চান তবে দারুচীনি, লং, এলাচ বা মৌরি বীজ নিয়মিত চিবুতে পারেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.